24/10/2024
#সুখ #
সুখ শব্দটা খুবই ছোটো সবার কাছে পরিচিত। আমরা সবাই সুখী হতে চাই। সুখ অন্য সব আবেগের মত একটি হলেও এর নিজের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন :আপনি চাইলেই দুখি হতে পারলেও সুখী হতে পারবেন না। সুখের সংজ্ঞা মানুষভেদে ভিন্ন। কারো কাছে সুখ মানে টাকা কারো কাছে সফলতা । কিন্তু আসলেই কি তাই? এই জেনারেশন এর কাছে টাকা /সফলতা সবকিছু তাকার পরও কেন সুখ আমাদের ধরা ছুয়ার বাহিরে?? কেনো চারিদিকে বন্ধু /পরিবার/সফলতা/টাকা তাকার পরও মানুষ জীবন থেকে পালায়? Depression /Anxiety তে ভুগে জড় পদার্থের মত বেচে তাকে। এ যুগের মানুষের কিসের এতো অভাব?? সুখ!?? এই সুখটা আসলে কি?? আসলে সুখ হচ্ছে মানসিক প্রশান্তি। ২/৩ জেনারেশন পূর্বে মানুষের মানসিক প্রশান্তি ছিল এজন্য তারা সুখী ছিল। অসুখী হওয়ার কয়েকটি কারন রয়েছে। যেমন:
১. সৃষ্টিকর্তার অবাধ্যতা
২. ধর্মীয় শিক্ষার অভাব
৩. হিংসা / প্রত্যাশা বেশি করা
৪. দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়া
৫. হারাম আয়/সম্পর্ক
মানুষ তখনই সুখী হতে পারবে যখন মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় শিক্ষা তাকবে আর মানুষ শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য বাচবে কাউকে খুশি করার জন্য না । যখন মানুষ দুনিয়ায় সফলতা নয় বরং পরকালের সফলতার চিন্তা করবে তখনি মানুষ একজন সুখি মানুষ হবে। দিনশেষে চাইলেই সুখি হওয়া যায় না কারণ সুখ সৃষ্টিকর্তা কতৃক প্রদত্ত।