Shammi's Vlog

Shammi's Vlog যে জন মানুষকেই ভালোবাসতে না পারে।
সে অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসবে কি করে?

29/03/2024
12/11/2023

ইরানের নতুন হুঁ*শি*য়া*রি*তে ইসরায়েল বে*হু*শ !

কথায় চিড়া ভেজানোর দিন শেষ। পাল্টা আ*ঘা*তেই ভা*ঙ*তে হবে জা*লি*ম ইসরায়েলের হাত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ক*ড়া কথায় আরো চড়া হচ্ছে ইসরায়েলের কপা*লের ভাঁ*জ। আরব্য রজনীর প্রতি*শোধ*মুখী গল্পে কোণ*ঠাসা হয়ে অনেকটা এক*ঘরে ইসরায়েল। হামাসের খেল খতম ক*র*তে গিয়ে বাহাদুরি পোজে থাকা ইসরায়েলেরই গ*দি*র টা*লমা*টাল হওয়ার দ*শা। এতো দিন খেটে*খুটে যেটুকু এনেছিল বাগে, মধ্যপ্রাচ্যের যে*টু*কু পুরে*ছিল ব্যা*গে। তার সবই যেনো তিলে তিলে শে*ষ করে দিচ্ছে রাইসির দেশ, ইরানের চাল সাম*লাতেই ইসরায়েলের দিন শে*ষ।

Amdad Hasan's Vlog

12/10/2023

মুসলমানদের কখনো পরাজিত করা সম্ভব নয়, কারণ তাঁরা বন্দুকের নলে জান্নাত দেখে.!! আল্লাহু আকবার

10/10/2023

“হামলা হলেই ইসরায়েলি জিম্মিদের হ*ত্যা"

Description

গাজায় হামলা হলেই ইসরায়েলি জিম্মিকে হ*ত্যা করবে

হামাস!

06/10/2023

কঞ্জুসে ইন্টারভিউ
funny Video boy: Amdad Hasan's Vlog

30/09/2023

পুরুষ মানুষ আল্লাহ্‌র একটি সুন্দর সৃষ্টি যাদের খুব কম বয়স থেকেই সব কিছুতে ছাড় দেয়া শিখতে হয়। পুরুষ মানুষের জীবন শেষ হয় সবার খুশির জন্য নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে।
এভাবেই পার হয় প্রত্যেক পুরুষ মানুষের জীবন। তোমরা কখনই জানবে না একটা পুরুষ মানুষকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়। কত চাওয়া পাওয়া বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে।

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গে...
23/08/2023

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-

: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?

সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।

রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-

: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে !

রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।

রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-

: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !

জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !

তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”

এই সেই মঈন পাগলা,খুলনার ইতিহাসে সর্বপ্রথম যিনি বিমানে চড়ে বিবাহ করেছিলেন। 70 দশকে যিনি খুলনার বিশিষ্ট শিল্পপতি ছিলেন।ইংর...
18/08/2023

এই সেই মঈন পাগলা,
খুলনার ইতিহাসে সর্বপ্রথম যিনি বিমানে চড়ে বিবাহ করেছিলেন।
70 দশকে যিনি খুলনার বিশিষ্ট শিল্পপতি ছিলেন।
ইংরেজিতে অনর্গল যিনি কথা বলতে পারতেন,
আজ তিনি রাস্তার ফকির.......
বলছিলাম,দুইদিনের দুনিয়ায়,বিশাল গাড়ী,বিশাল বাড়ী,বিশাল ধনী বলে ক্ষমতার অপব্যবহার করতে নেই।
কারণ সময় পরিবর্তনশীল !! 👍
কালেক্ট✍️

আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহীম (আঃ) এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।
14/08/2023

আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহীম (আঃ) এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন,আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এর ইন্তেকাল,মহা...
14/08/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন,আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এর ইন্তেকাল,মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুম সাঈদী সাহেবকে জান্নাতবাসি করুন,

13/08/2023

তুমি যাদের প্রতি দ্বায়িত্বশীল সাথে পথ এগিয়ে যাবে, ঘাড় ঘুড়িয়ে দেখবে তারা তোমার প্রতি গুরুত্বহীন ভাবে পাশে থাকবে।

Amdad Hasan's Vlog

15/06/2023

সিলেট সিটি কর্পোরেশনে নবগঠিত ২৯ নং ওয়ার্ডের লাউয়াই ও পশ্চিম লাউয়াই (রায়েরগ্রাম) সব দিকে পানি যাওয়ার রাস্তা বন্ধ! আল্লাহ্ ভালো জানেন কয়দিন লাগবে এই পানি কমতে। এই পানিবন্দী মানুষদের জন্য রোটারিয়ান রাসেল মাহবুব এর খুব প্রয়োজন।

08/02/2023

এক হৃদয়‌ বিদারক দৃশ‌্য।

উদ্ধার কর্মীরা হঠাৎ এই ভাই‌বোনকে পেল।
বড় বোন ছোট ভাইকে বাঁচা‌নোর চেষ্টা কর‌ছে,নিজ হাত দি‌য়ে বিশাল ছা‌দ ঠেকা‌নোর ব‌্যর্থ চেষ্টা কর‌ছে।
১৭ ঘন্টা ধ‌রে ছা‌দের নি‌চে চাপা প‌ড়ে আ‌ছে।

রহম ক‌রো মাওলা,
উদ্ধার কর্মী‌দের উ‌দ্দে‌শ্যে বাবু‌টি হৃদয় বিদার আ‌বেদন
طلعني بصير خدامة لك!
আমা‌কে উদ্ধার করুন,আ‌মি আপনার সে‌বিকা হ‌য়ে যা‌বো।

ইয়া আল্লাহ তুরস্ক ও
সিরিয়াকে হেফাজত করুন।
🇹🇷🤲
🇸🇾🤲

02/02/2023

ধরাধরপুর ফুরকানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসা,, সমাপনী পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীর বিদায়ী ও কুরআনুল কারিমের সবক সমাপনী অনুষ্ঠান-২০২৩ইং হাজী আব্দুর রাজ্জাক সাহেবের ছোট ছেলে হাফেজ আব্দুর রাহিম এর সবোক শেষ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল

12/01/2023

একদিন মদীনায় খাদীজার বোন হালাহ এলেন। রাসূল (ﷺ) ছিলেন ঘরে। তিনি হঠাৎ বাড়ির আঙিনার দিক থেকে হালাহর কণ্ঠ শুনতে পেলেন। তাঁর কণ্ঠ যেন হুবহু প্রিয়তমা খাদীজার প্রেমমাখা কণ্ঠটি। রাসূল আবেগ ও বিস্মিত গলায় বলে উঠলেন, ‘আরে, হালাহ!'
শুধু কণ্ঠটুকু খাদীজার মতো বলে রাসূল (ﷺ) এতটা আবেগ ও আনন্দ দেখাবেন, তা যেন আয়িশার মনে কাঁটার মতো বিধল। কারণ, তিনিও তো রাসূলকে প্রাণান্ত ভালোবাসেন। তিনিও তো তাঁকে পেতে চান অমন একলা-একান্ত করে। তাই, অভিমান-ক্ষুব্ধ স্বরে আয়িশা বলে ফেললেন—‘চোয়াল ঝুলে পড়া, যুগের ঝড় ঝাপটায় সব খুইয়ে-ফেলা এক কুরাইশ বুড়িকে স্মরণ না-করে থাকতে পারেন না আপনি! আল্লাহ কি আপনাকে তারচেয়ে উত্তম কোনো স্ত্রী দেননি?
তাঁর কথা শুনে রাসূলের পবিত্র চেহারার রঙ পাল্টে গেল; তিনি রাগমেশানো স্বরে আয়িশাকে বললেন, ‘কসম আল্লাহর! তিনি খাদীজার চেয়ে উত্তম কোনো স্ত্রী দেননি আমাকে! আরে, সব মানুষ যখন আমাকে রাসূল মানতে অস্বীকৃতি জানিয়েছে, তখন সে আমার প্রতি দ্বিধাহীন ঈমান ও বিশ্বাস স্থাপন করেছে। সবাই যখন আমাকে মিথ্যুক আখ্যা দিয়েছে, তখন সে আমাকে সত্যায়ন করেছে। সবাই যখন আমাকে বঞ্চিত করেছে, তখন সে তার সম্পদ দিয়ে আমাকে সহায়তা করেছে; এবং কেবল তাঁর মাধ্যমেই আল্লাহ আমাকে সন্তান দান করেছেন।' এরপর আয়িশা চুপ হয়ে যান। হয়তো মনে মনে তখন তিনি বলছিলেন—‘কসম! আর কক্ষণও আমি তাঁর নাম নেব না...'
এর আগেও বিভিন্ন সময়ে খাদীজাকে নিয়ে কথা না বলে পারতেন না আয়িশা। একদিন আয়িশা দেখলেন, নবীজি খাদীজার আলোচনা করেই যাচ্ছেন, থামছেন না। তিনি যেন এতেই খুব স্বাদ পেয়ে গেছেন। তখন আয়িশা বললেন, ‘এমনভাবে বলছেন, যেন দুনিয়ায় নারী কেবল খাদীজাই ছিলেন। অন্য আর কোনো নারী যেন ছিল না, বা, নেই!’ নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, 'হ্যাঁ, সে ছিল; সে-ই ছিল! আরে, তাঁর গর্ভেই তো আমার সন্তান এসেছে...।'
আরেকবার আয়িশা দেখলেন, নবীজি বকরি জবাই করে বলছেন, ‘খাদীজার বান্ধবীদের কাছে পঠিয়ে দাও।' এ-নিয়ে আয়িশা একবার তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘খাদীজার প্রতি ভালোবাসার তীব্রতায় তাঁর নিকটজনদের প্রতিও আমি ভালোবাসা অনুভব করি।'

সহীহ মুসলিমের এক বর্ণনায় এসেছে—নবীজি (ﷺ) বলেছেন, 'খাদীজার ভালোবাসা ছিল আমার প্রতি রবের দেওয়া এক মহান রিযিক।”
হযরত আয়িশা (রাঃ) নিজেই অনেক সময় বলতেন—‘খাদীজার মতো আর কোনো নারীর প্রতি অত ঈর্ষাবোধ হয়নি আমার; তাঁর মৃত্যুর আগে তো রাসূল আমাকে ঘরে আনেননি!' কখনো আবার বলতেন—‘খাদীজার প্রতি আমি যতটা ঈর্ষান্বিত ছিলাম, রাসূলের আর কোনো স্ত্রীর প্রতি অতটা ঈর্ষা ছিল না আমার। কারণ, আমি রাসূলের মুখে তাঁর অনেক স্মৃতিকথা শুনেছি। আর, আমাকে তিনি বিয়েও করেছেন তাঁর মৃত্যুর তিন বছর পরে।' আরেক বর্ণনায় আছে—“আমি তাঁকে ঈর্ষা করতাম নবীজি তাঁকে বেশি বেশি স্মরণ করার কারণে। অথচ আমি তো তাঁকে কখনো দেখিও নি!’

© 'নবী প্রেয়সী' বই থেকে চয়িত

23/12/2022

জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে।

আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।

রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

এক হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)

মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে , কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)

জুমার দিনের বিশেষ আমল

রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

এমনিতেই তিরমিজি শরিফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাযিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে।

জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো।

#ডেইলি_সিলেট_২৪ এর পক্ষ’থেকে সবাইকে জানাই জুম্মা মোবারক...

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,এই কষ্টদায়ক ঘ*ট*না আমাদের সবাইকে কাঁদিয়েছে মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে এসে...
21/12/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,এই কষ্টদায়ক ঘ*ট*না আমাদের সবাইকে কাঁদিয়েছে মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমরা একটু সতর্ক হই,সিলেটে দক্ষিণ সুরমায় আমার নিজ এলাকা লাউয়াই এ একটি মর্মান্তিক ঘ*ট*না,একটি ছোট্ট শিশু বয়স ২৩ মাস গতকাল সবার চোখের আড়ালে পু*কু*রে ডুবে মৃ*ত্যু বরণ করেছে,মহান আল্লাহপাক তাকে জান্নাত বাসী করুন,ছোট্ট এই শিশুটির বাবা মিজান আহমদ সে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আক্তার হুসেন হোসেন টুটুল সাহেবের কমপ্লেক্সের ম্যানেজার।

22/11/2022

আমরা শুধু–শুধু ঝগড়া আর কথা-কাটাকাটি করি। এই নেন আসল খবর....

22/11/2022

৯২ বছরে যা পারেনি তা করে দেখালো কাতার ইতিহাসের সেরা মুহুর্ত ইসলামের বিজয় নিকটে

Address

Sylhet
3100

Telephone

+8801917724561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shammi's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shammi's Vlog:

Videos

Share