Desh Shop

Desh Shop অনলাইন বিজনেস
(1)

আসসালামু আলাইকুম। এখন থেকে আমাদের কাছে পাচ্ছেন।* আজওয়া খেজুর ও মরিয়ম_খেজুর সহ সকল প্রকার তাজা খেজুর।  #গ্রেড_১_মানের_খেজ...
05/10/2020

আসসালামু আলাইকুম।
এখন থেকে আমাদের কাছে পাচ্ছেন।
* আজওয়া খেজুর ও মরিয়ম_খেজুর সহ সকল প্রকার তাজা খেজুর।

#গ্রেড_১_মানের_খেজুর_দেয়ার_চেষ্টায়_আছি

#আজওয়া খেজুরের উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই- তার পরেও আপনাদের মনে করিয়ে দিচ্ছি--
#চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে আজওয়া খেজুরে আছে-'আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য আঁশ ও স্বাস্থ্যসম্মত ফ্যাট। এছাড়া ভিটামিন এ, বি সিক্স, সি এবং কে দ্বারা ভরপুর। ভিটামিন 'এ'-এর গুরুত্বপূর্ণ উপাদান 'ক্যারোটিন'ও রয়েছে এতে। ক্যারোটিন চোখের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। আরও রয়েছে স্বাস্থ্যকর উপাদান ফলেট, নিয়াসিন, থিয়ামিন ও রিবোফ্লেভিন।
#রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খেজুর খাবে, সেই দিন ও রাত পর্যন্ত কোনো বিষ ও যাদু তার কোনো ক্ষতি করবে না। অন্য বর্ণনায়, সাতটি খেজুর খাওয়ার কথা বলা হয়েছে। (বুখারি)

কাঠবাদাম বাদাম পুষ্টিগুণে ভরপুর। এটি খেতেও বেশ মজাদার। প্রতিদিন সকালের নাশতায় ৭/১০টি আলমন্ড বাদাম রাখুন। দেখবেন অনেক রো...
20/08/2020

কাঠবাদাম বাদাম পুষ্টিগুণে ভরপুর। এটি খেতেও বেশ মজাদার। প্রতিদিন সকালের নাশতায় ৭/১০টি আলমন্ড বাদাম রাখুন। দেখবেন অনেক রোগ থেকেই মুক্তি মিলবে। কাঠবাদাম/ আলমন্ড স্ন্যাকস হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার। স্বাদের তুলনায় কাঠবাদাম পুষ্টিগুণেই বেশি সমৃদ্ধ। কাঠবাদামে মধ্যে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। এই বাদামে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি, ই, ডি এবং উপকারী ফ্যাট। প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে রয়েছে – এনার্জি ৫৭৮ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ২০ গ্রাম, আঁশ ১২ গ্রাম, ফ্যাট ৫১ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, থায়ামিন ০.২৪ মিলিগ্রাম, রাইবোফ্লেভিন ০.৮ মিলিগ্রাম, নিয়াসিন ৪ মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড ০.৩ মিলিগ্রাম, ভিটামিন বি৬ ০.১৩ মিলিগ্রাম, ভিটামিন ই ২৬.২২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ২৪৮ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ২৭৫ মিলিগ্রাম, ফসফরাস ৪৭৪ মিলিগ্রাম, পটাশিয়াম ৭২৮ মিলিগ্রাম। এছাড়াও কাঠবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড অয়েল, জিঙ্ক, ফলিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজন। কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ বাদাম ভিটামিন এবং মিনারেলে ভরপুর। তাছাড়া কাঠ বাদামে আছে ডায়েট ফাইবার।

পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তস্বল্পতা দূর করে। এটি চুল ও ত্বকের জন্য ভালো। কাঠবাদামের রয়েছে অগণিত উপকারিতা।

বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন একমুঠো কাঠবাদাম খেলে এই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে। চিকিৎসকরা বলেন, এক বাটি পানিতে কাঠবাদামকে রাতভর ভিজিয়ে রাখলে উপরের বাদামি খোসাটি খুব সহজে বেরিয়ে আসে। খোসা বেরিয়ে আসার পর সাদা বাদামটিকে এক সপ্তাহ রেখে খেতে পারবেন। খোসা ছাড়ানো অবস্থায় খেলে কাঠবাদাম অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে।

প্রতিদিন কেন কাঠবাদাম খাওয়া উপকারি সে কথা। আসুন জানি।

প্রয়োজনীয় উপাদান শোষণ: কাঠবাদাম শরীরে পর্যাপ্ত পরিমাণ ফ্যাটের জোগান দেয়। ফলে ভিটামিন এ ও ই-এর মতো প্রয়োজনীয় ফ্যাট সলিউবল ভিটামিন শোষিত হয় ও শরীরের পিএইচ মাত্রা বজায় থাকে।

বয়স বৃদ্ধি রোধ করে

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় ভেজা কাঠবাদাম ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং বয়স হওয়া প্রতিরোধ করে।

হজম ক্ষমতা বৃদ্ধি করে: কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। মূলত কাঠ বাদামের গায়ে যে খোসা থাকে, তা তৈরি হয় এক ধরণের উৎসেচক দিয়ে। তাই যখন কাঠ বাদাম ভেজানো হয়, তখন এর ভেতরের আদ্রতার জন্য বাদামের খোসা নরম হয়ে যায়। একইসঙ্গে মূল বাদামের অংশটিও বেশ নরম হয়ে যায়। এমন বাদাম খেলে খাবার খুব সহজে হজম হয়ে যায়। আসলে ভেজানো কাঠ বাদামে এক ধরণের উৎসেচক থাকে, যা লিপেস নামে পরিচিত। এটি খাবারে থাকা ফ্যাট এবং অন্যান্য জটিল উপাদান সহজে হজম করতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে: যারা কোষ্ঠকাঠিন্যের কারণে খুব কষ্ট পান, তাদের পানিতে ভেজানো কাঠবাদাম খাওয়া উচিত। কারণ কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে আঁশ। অন্যান্য আঁশযুক্ত খাবারের মতো কাঠবাদামও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। তবে কাঠবাদাম খাওয়ার সাথে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। যেন বাদাম ভালোভাবে পরিপাক হতে পারে ও তার উপকারী প্রভাব বিস্তার করতে পারে। একবারে খুব বেশি কাঠবাদাম খাওয়ার প্রয়োজন নেই। প্রতিদিন ৫-৬ টি কাঠবাদাম খাওয়াই যথেষ্ট।
সুত্র: ইন্টারনেট।

পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে কাজু বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডে...
20/08/2020

পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে কাজু বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্য়ালসিয়াম, ম্য়াগনেশিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং আরও নানাবিধ খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। তবে একথাও ঠিক যে মাত্রা ছাড়া এই বাদামটি যদি কেউ খায়, তাহলে কিন্তু শরীরের উপকারের থেকে অপকার হয় বেশি। কারণ উপকারি উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজু বাদাম, তাহলেই দেখবেন কেল্লা ফতে! একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি ৩-৪ টি করে কাজু বাদাম খাওয়া যায়, তাহলে শরীরে নানা পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে আরও কিছু উপাকার পাওয়া যায়। যেমন ধরুন...

মুখ গহ্বরে উপস্থিত নানা রোগের প্রকোপ কমে

কাজুতে উপস্থিত ফসফরাস, দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ মুখগহ্বর সম্পর্কিত রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই দাঁতকে শক্তপোক্ত এবং সুন্দর রাখার ইচ্ছা যদি থাকে, তাহলে প্রতিদিন কাজু খেতে ভুলবেন না যেন!

অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে

একাধিক গবেষণায় দেখা গেছে, কাজু খাওয়া মাত্র দেহের ভেতরে আয়রনের ঘাটতি দূর হতে শুরু করে। ফলে লোহিত রক্ত কণিকার উৎপাদন এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার মতো রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটতেও সময় লাগে না।

চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়

কপার হল সেই খনিজ, যা চুলের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, কাজু বাদামে থাকা কপার শরীরের ভেতরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা চুলের কালো রংকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়।

ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে

এই মারণ রোগটি যদি সাপ হয়,তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হল বেজি। তাই তো যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেখানে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই তো প্রতিদিন এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আসলে এই বাদমটির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে। প্রসঙ্গত, কাজু বাদামে থাকা প্রম্যান্থোসায়ানিডিন নামে একটি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়

বাদামে শরীরের থারা ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনেরও উন্নতি ঘটে। ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে।

সংক্রমণের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে

এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক, ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন, তাহলে রোজের ডায়েটে কাজু বাদামের অন্তর্ভুক্তি ঘটাতেই পারেন।

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে

মাঝে মধ্যেই কি রক্তচাপ গ্রাফের কাঁটার মতো ওঠা-নামা করে? তাহলে তো চটজলদি কাজু খাওয়া শুরু করতে হবে। কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে

কাজুতে রয়েছে ওলিসিক নামে এক ধরনের মোনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহে বাজে কোলেস্টরলের মাত্রা কমাতে দারুন কাজে আসে। তাই তো নিয়মিত এই বাদমটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে। ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়।

হাড় শক্তপোক্ত হয়

কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে। সেই সঙ্গে বুড়ো বয়সে গিয়ে অস্টিওআর্থারাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে

কাজু বাদামে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে, তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে, তারা প্রয়োজন মনে করলে এই প্রাকৃতিক উপাদানটির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই পারেন।

সুত্র: ইন্টারনেট

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের একটি চা। দৈনন্দিন জীবনের সঙ্গে এটি অভ্যাস হয়ে মিশে গেছে। গরম বা শীত, সকালে এক কাপ চা না খ...
18/08/2020

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের একটি চা। দৈনন্দিন জীবনের সঙ্গে এটি অভ্যাস হয়ে মিশে গেছে। গরম বা শীত, সকালে এক কাপ চা না খেলে দিনের শুরু হয় না, এমন মানুষের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তাই আমরা সেই উন্নতমানের চা পাতা সরবরাহ করে থাকি।

নববীর আদর্শে উজ্জীবিত হোক ব্যবসা। ভালোমানের পণ্য আমরা আপনাদের কে দিচ্ছি সুলভ মূল্য।
17/08/2020

নববীর আদর্শে উজ্জীবিত হোক ব্যবসা। ভালোমানের পণ্য আমরা আপনাদের কে দিচ্ছি সুলভ মূল্য।

আমাদের প্রতিশ্রুতি ভালোমানের জিনিস কাষ্টমারের হাতে তুলে দেওয়া।
14/08/2020

আমাদের প্রতিশ্রুতি ভালোমানের জিনিস কাষ্টমারের হাতে তুলে দেওয়া।

“দেশ শপ”র পক্ষ থেকে চায়ের রাজ্য সিলেটে আপনাকে স্বাগতম। চা-প্রেমীদের ভিন্ন রকম স্বাদ দিতে আমরা নিয়ে এলাম সরাসরি বাগান থেক...
11/08/2020

“দেশ শপ”র পক্ষ থেকে চায়ের রাজ্য সিলেটে আপনাকে স্বাগতম। চা-প্রেমীদের ভিন্ন রকম স্বাদ দিতে আমরা নিয়ে এলাম সরাসরি বাগান থেকে সরবরাহকৃত দেশের সেরা চা পাতা।

আড্ডার মেজাজ হোক বা অতিথি সেবা, সবজায়গায় চায়ের কদর। যে কোনও আলোচনাকে দীর্ঘ ও মনোজ্ঞ করে তুলতে পারে এক কাপ চা। তাই আপনি চ...
10/08/2020

আড্ডার মেজাজ হোক বা অতিথি সেবা, সবজায়গায় চায়ের কদর। যে কোনও আলোচনাকে দীর্ঘ ও মনোজ্ঞ করে তুলতে পারে এক কাপ চা। তাই আপনি চা পাতা খোঁজছেন? আমরাই দিয়ে থাকি উন্নতমানের চা পাতা।

অরজিনাল চা পাতা খোঁজছেন, আমরা সিলেটের ভালোমানের চা পাতা পাইকারি বিক্রি করে থাকি।
03/08/2020

অরজিনাল চা পাতা খোঁজছেন, আমরা সিলেটের ভালোমানের চা পাতা পাইকারি বিক্রি করে থাকি।

ভালো কিছু দিতে আমরাই পারি।
30/07/2020

ভালো কিছু দিতে আমরাই পারি।

আমাদের প্রচেষ্টা সব সময় অরজিনাল প্রডাক্ট, তাই আপনাদের জন্য ঈদ অফার খাঁটি সরিষার তেল। বিশেষ ছাড়ে পাচ্ছেন, আমাদের কাছ থেকে...
25/07/2020

আমাদের প্রচেষ্টা সব সময় অরজিনাল প্রডাক্ট, তাই আপনাদের জন্য ঈদ অফার খাঁটি সরিষার তেল। বিশেষ ছাড়ে পাচ্ছেন, আমাদের কাছ থেকে নিলে, তাহলে আর দেড়ি কেন আজই অর্ডার করুন আমাদের শপে।
mobile: 01742493285

24/07/2020
আলহামদুলিল্লাহ আজ আমাদের  #দেশ শপের চা পাতা পাঠিয়েছি চাঁপাইনবাবগঞ্জে। দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমাদের কোয়ালিটি সম...
23/07/2020

আলহামদুলিল্লাহ আজ আমাদের #দেশ শপের চা পাতা পাঠিয়েছি চাঁপাইনবাবগঞ্জে। দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমাদের কোয়ালিটি সম্পন্ন চা পাতা।
মাওলানা মোহাম্মদ উল্লাহ
সিলেট। 01742493285

আপনার চাহিদা অনুযায়ী আমরা যেকোন মানের চা পাতার প্যাকেট ২ দিনের মধ্যে দেশের যেকোন যায়গায় ডেলিভারি দিতে প্রস্তুত ।বিস্তারি...
21/07/2020

আপনার চাহিদা অনুযায়ী আমরা যেকোন মানের চা পাতার প্যাকেট ২ দিনের মধ্যে দেশের যেকোন যায়গায় ডেলিভারি দিতে প্রস্তুত ।
বিস্তারিত ; 01742493285

গ্রেড-১ চা-পাতা থেকে তৈরি কেমিক্যাল ও কালার মুক্ত চা পাতা |সরাসরি শ্রীমঙ্গল এর চা বাগান থেকে (সর্বোৎকৃষ্ট ক্যাটাগরি) চা ...
20/07/2020

গ্রেড-১ চা-পাতা থেকে তৈরি কেমিক্যাল ও কালার মুক্ত চা পাতা |
সরাসরি শ্রীমঙ্গল এর চা বাগান থেকে (সর্বোৎকৃষ্ট ক্যাটাগরি) চা পাতা হোম ডেলিভারি দিচ্ছি।

আমাদের অনেকেরই দিন শুরু হয় চায়ের কাপ হাতে, এরপর সারাদিনের কাজ, মিটিং, আড্ডায় আমাদের চা লাগবেই আর সেই চা পাতা যদি হয় কেমিক্যাল যুক্ত ও রং মিশানো তাহলে আমাদের শরীরের কি অবস্থা হবে বুঝতেই পারছেন ।
আমরা অনেকই মনে করি ব্র্যান্ড এর চা পাতা ভালো মানের, আসলেই কি ভালো মানের ??

আমরা দিচ্ছি সুদূর শ্রীমঙ্গল এর তাজা চা পাতা যা স্বাদে, গন্ধে ও রঙে অতুলনীয় এবং কেমিক্যাল মুক্ত । বাজারের প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের পাতা থেকে যা একদমই আলাদা, একবার খেলেই বুঝবেন দুটোর মধ্যে পার্থক্য।

18/07/2020
18/07/2020
আপনার প্রিয়সীর হাতে ভালো একটি রঙ চা খেতে চান? তাহলে তো প্রয়োজন ভালো মানের চা পাতা। আর আমরাই দিয়ে থাকি ভালোমানের চা পাতা।...
18/07/2020

আপনার প্রিয়সীর হাতে ভালো একটি রঙ চা খেতে চান? তাহলে তো প্রয়োজন ভালো মানের চা পাতা। আর আমরাই দিয়ে থাকি ভালোমানের চা পাতা।
01742493285

অরিজিনাল বাগানের চা পাতা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।  আমরা দিয়ে থাকি সেরা চা পাতা।01742493285
18/07/2020

অরিজিনাল বাগানের চা পাতা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দিয়ে থাকি সেরা চা পাতা।
01742493285

আসুন !আমরা কিতাবুল বুয়ূ এর একটি মাসআলার উপর আমল করে ব্যবসায় করি, খেয়ারে আইব (خیار عیب) এর ভিত্তিতে আমরা সিলেটের বাগানের ...
04/07/2020

আসুন !
আমরা কিতাবুল বুয়ূ এর একটি মাসআলার উপর আমল করে ব্যবসায় করি, খেয়ারে আইব (خیار عیب) এর ভিত্তিতে আমরা সিলেটের বাগানের চা পাতা বিক্রয় করে থাকি, যদি কোন প্রকার কোয়ালিটি সমস্যা পাওয়া যায় তাহলে আমরা বিক্রিত মাল ফিরত নিয়ে নিবো ইনশাআল্লাহ। আপনি আমাদের #দেশ-শপের আগামী পথচলা বিশ্বস্ত সাথী হোন।
প্রয়োজনে: 01742493285

আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক পরামর্শ ও উৎসাহ নিয়ে, আমাদের আরেক টি প্রতিষ্ঠান  #দেশ-সপ আজ থেকে যাত্রা শুরু করছে, আপনাদ...
01/07/2020

আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক পরামর্শ ও উৎসাহ নিয়ে, আমাদের আরেক টি প্রতিষ্ঠান #দেশ-সপ আজ থেকে যাত্রা শুরু করছে, আপনাদের দোয়া কাম্য।

27/06/2020
27/06/2020

Address

Laldigirpar
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 10:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801742493285

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desh Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Shop:

Share

Category



You may also like