14/11/2023
(উস্তাদ Shah Momshad Ahmed হাফিযাহুল্লাহ'র টাইমলাইন থেকে নেয়া,)
আজ একটা মাহফিলের পোষ্টার নজরে পড়ল।দুজন বক্তা ছাড়া সকলের নামের পূর্বে আল্লামা উপাধি দেয়া হয়েছে।
সম্মানিত আলেমদের গালি দেয়া কখনো মেনে নেয়া যায়না, কেননা অপাত্রে শব্দ ও বাক্যের প্রয়োগ,এক ধরনের গালি।
কেউ যদি পাগল না হয় তাকে 'পাগল" বলা "গালি"
কোন যুবক বা বৃদ্ধকে "শিশু" বলা "গালি"
কেউ যদি চিকিৎসক না হয়,তাকে ডাক্তার বলা "গালি"
বাংলাদেশে মুলত কোন আল্লামা নেই।
থাকলেও দুচারজন আছেন।
ওয়াজ মাহফিলের পোষ্টারে দেদারসে বক্তাদের নামের পূর্বে আল্লামা লিখা।গালি নয় কী?
বিদেশ ভ্রমণের পাসপোর্ট নেই।বাংলা ছাড়া অন্য একটি ভাষায় আলোচনার যোগ্যতা নেই।নিজের উপজেলায় পরিচিতি নেই।
এমন বক্তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আখ্যায়িত করা,,
প্রাঞ্জল ভাষায় একটি আয়াতের তরজমা করার যোগ্যতা নেই,,এমন বক্তাকে মুফাসিরে কুরআন বলা,,এক ধরনের গালি নয় কী?
সুপ্রিয় লেখক মাওলানা যাইনুল আবেদীন এ অর্থেই যত্রতত্র আল্লামা খেতাব প্রদানকে একধরনের গালি
বলেছিলেন।
ওয়াজ মাহফিলের মৌসুম আসছে।
দয়া করে,বক্তাদের অনুপযুক্ত উপাধি দিয়ে গালি দেয়া হতে বিরত থাকুন।
আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন।