ɪsʟᴀᴍ ɪs ᴘᴇᴀᴄᴇ

ɪsʟᴀᴍ ɪs ᴘᴇᴀᴄᴇ মূর্খরা যখন কথা বলে, তখন তুমি তাদের জবাব দিবে না বরং তাদের জবাব দেওয়ার চেয়ে চুপ থাকা উত্তম🤫

14/11/2023

(উস্তাদ Shah Momshad Ahmed হাফিযাহুল্লাহ'র টাইমলাইন থেকে নেয়া,)

আজ একটা মাহফিলের পোষ্টার নজরে পড়ল।দুজন বক্তা ছাড়া সকলের নামের পূর্বে আল্লামা উপাধি দেয়া হয়েছে।
সম্মানিত আলেমদের গালি দেয়া কখনো মেনে নেয়া যায়না, কেননা অপাত্রে শব্দ ও বাক্যের প্রয়োগ,এক ধরনের গালি।
কেউ যদি পাগল না হয় তাকে 'পাগল" বলা "গালি"
কোন যুবক বা বৃদ্ধকে "শিশু" বলা "গালি"
কেউ যদি চিকিৎসক না হয়,তাকে ডাক্তার বলা "গালি"

বাংলাদেশে মুলত কোন আল্লামা নেই।
থাকলেও দুচারজন আছেন।
ওয়াজ মাহফিলের পোষ্টারে দেদারসে বক্তাদের নামের পূর্বে আল্লামা লিখা।গালি নয় কী?

বিদেশ ভ্রমণের পাসপোর্ট নেই।বাংলা ছাড়া অন্য একটি ভাষায় আলোচনার যোগ্যতা নেই।নিজের উপজেলায় পরিচিতি নেই।
এমন বক্তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আখ্যায়িত করা,,
প্রাঞ্জল ভাষায় একটি আয়াতের তরজমা করার যোগ্যতা নেই,,এমন বক্তাকে মুফাসিরে কুরআন বলা,,এক ধরনের গালি নয় কী?
সুপ্রিয় লেখক মাওলানা যাইনুল আবেদীন এ অর্থেই যত্রতত্র আল্লামা খেতাব প্রদানকে একধরনের গালি
বলেছিলেন।
ওয়াজ মাহফিলের মৌসুম আসছে।
দয়া করে,বক্তাদের অনুপযুক্ত উপাধি দিয়ে গালি দেয়া হতে বিরত থাকুন।
আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন।

13/11/2023

ইসলাম গ্রহণকারীকে বলা হয় মুসলিম
ʙᴜᴛ
ইমান গ্রহণকারীকে বলা হয় মুমিন 😳

মৃত ওআইসি "গাজা সম্মেলনে" যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
11/11/2023

মৃত ওআইসি "গাজা সম্মেলনে" যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

যে টাইমে রিয়াদে আরবলীগের বৈঠক চলছে, সে টাইমে গাজার শিফা হাসপাতালে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করছে ইজরাইল ৷
11/11/2023

যে টাইমে রিয়াদে আরবলীগের বৈঠক চলছে, সে টাইমে গাজার শিফা হাসপাতালে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করছে ইজরাইল ৷

আফসোস! কাবার ইমাম পর্যন্ত এই অভিশপ্ত দলের পক্ষে মুসলিম উম্মাহকে অস্ত্রধারণে নিরুৎসাহিত করছে! গাজার জিহাদকে ফিতনা বলছে? অ...
11/11/2023

আফসোস! কাবার ইমাম পর্যন্ত এই অভিশপ্ত দলের পক্ষে মুসলিম উম্মাহকে অস্ত্রধারণে নিরুৎসাহিত করছে! গাজার জিহাদকে ফিতনা বলছে? অথচ রিয়াদে চলমান ফিতনার ব্যাপারে তিনি কিছুই জানেন না মনে হচ্ছে!?

11/11/2023

المختلس عبدالرحمن السديس يقول أن الحرب على غزة فتنة، وينبغي على المسلمين الرجوع إلى ولي الأمر في مثل هذه المواقف وعدم الخوض فيما ليس من حقهم الخوض فيه.

إلى من نرجع؟
إلى السيسي المشارك بإبادة أهل غزة؟
أم إلى ابن سلمان الذي يقيم موسم الرياض على جراحات أهل غزة؟
أم إلى الصهـ ـيوني ابن زايد؟

اللهم إنك تعلم بأن الجاميين خطر على أمتك وعبادك، فأرنا بهم يومًا يا الله.

আব্দুল রহমান আল-সুদাইস বলছে যে, গাজার যুদ্ধ একটি ফিতনা এবং মুসলমানদের উচিত এই ধরনের পরিস্থিতিতে শাসকের দিকে ফিরে যাওয়া এবং যে বিষয়ে তাদের জড়িত হওয়ার অধিকার নেই তাতে জড়িত না হওয়া উচিত।

আমরা কার কাছে ফিরবো?
সিসির দিকে? যে সিসি গাজার জনগণকে নির্মূলে অংশ নিচ্ছে?

নাকি বিন সালমানের কাছে? যিনি আক্রান্ত গাজার উপর দাড়িয়ে রিয়াদ মৌসুমে ব্যস্ত?

নাকি জায়নবাদী ইয়াহুদি ইবনে জায়েদের কাছে?

BREAKING❗️ অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে এপর্যন্ত ১১,০৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তন্নধ্যে শুধু শিশুই ৪,...
11/11/2023

BREAKING❗️ অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে এপর্যন্ত ১১,০৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তন্নধ্যে শুধু শিশুই ৪,৫০৬ জন এবং নারী ৩,২০৭ জন। আহত অন্তত ২৭,৪৯০

⭕ - গত ২৪ ঘন্টায় ২৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে ৯৪ জনই শিশু।

⭕ - ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে ২,৭০০ এর বেশি, তন্নধ্যে ১,৫০০ জনই শিশু।

⭕ - গণহত্যা চালানো হয়েছে ১,১৩০টি ফিলিস্তিনি পরিবারের ওপর।

⭕ - ইসরায়েলি আগ্রাসনের শিকার ৭০ শতাংশই নারী, শিশু ও বৃদ্ধ।

⭕ - ১৯৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত ও আহত হয়েছেন ১০০ জন।

⭕ - চলমান আগ্রাসনে এপর্যন্ত ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

⭕ - লক্ষ্যবস্তুতে পরিণত এবং জ্বালানি সংকটের কারণে ২১টি হাসপাতাল এবং ৪৭টি স্বাস্থ্যকেন্দ্র সেবার বাইরে চলে গিয়েছে।

⭕ - ইসরায়েল জ্বালানি সরবরাহ বন্ধ অব্যাহত রাখায় ইনকিউবেটরে থাকা ১৩০র অধিক ফিলিস্তিনি শিশুর জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।

১০ই নভেম্বর ২০২৩ / ২৬ই রবিউস সানি ১৪৪৫

ইন্নালিল্লাহ 😭দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও বাচানো যায়নি সন্তান কে,হত্যা করে মাংসও খেয়ে ফেলেছে ৫ চাকমা বন্ধু। ১৩ দিন  আগে...
13/09/2023

ইন্নালিল্লাহ 😭
দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও বাচানো যায়নি সন্তান কে,হত্যা করে মাংসও খেয়ে ফেলেছে ৫ চাকমা বন্ধু।
১৩ দিন আগে হৃদয় নামে ছেলেটিকে অপহরণ
করেছিল। তাদের দাবি অনুযায়ী হতভাগা হৃদয়ের পরিবার মুক্তিপণ হিসেবে দুই লক্ষ টাকা তাদেরকে দিয়েও হৃদয়ের মুক্তি মিলাতে পারেনি। অবশেষে হৃদয়ের হাড় কদলপুর আশরাফ শাহ মাজারের পূর্ব পাশ থেকে উদ্ধার করা হয়।
এর সাথে জড়িত ৫ চাকমাকে গতকাল র‍্যাব ৭ এর একটি টিম চাঁদগাও থেকে গ্রেফতার করে।তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজকে সকালে পাওয়া যায় হৃদয়ের হাড় এবং তারা স্বীকার করেছে হত্যার পরে তারা মাংস রান্না করে খেয়ে ফেলেছে 😪
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উগ্র উপজাতি জনগোষ্ঠী সম্পর্কে সচেতন থাকা উচিত সবার, কারণ এরা পোকা মাকড় থেকে শুরু করে পৃথিবীর সব প্রাণীই খেয়ে ফেলতে পারে নিমিষে।।
মানুষ না অন্য কিছু এরা
সংগৃহীত 🦯

13/09/2023

সঠিক সময়ে সঠিক সিধান্ত।
ধন্যবাদ কদলপুর এলাকা বাসী, রাউজান💗

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে এক কলেজ শিক্ষার্থীকে চাকমারা অপরহণ করে। মুক্তিপণের টাকা নিয়েও তারা ছেলেটাকে টুকরো টুকরো করে মাংস খেয়ে ফেলে। গ্রেফতারের পর আসামিকে সঙ্গে নিয়ে আছ-পাহাড়ের গহীন জঙ্গলে তার লাশের হাড় উদ্ধার করে পুলিশ। ফেরার পথে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই দিয়ে হত্যা করে এলাকাবাসি। copied

কে কোনটায় খাবেন হাত তুলেন 🖐️🖖😃আমি কিন্তু সেলিব্রেটি 🤣
12/09/2023

কে কোনটায় খাবেন হাত তুলেন 🖐️🖖😃

আমি কিন্তু সেলিব্রেটি 🤣

তার সাথে কিসের হিসাব যিনি বেহিসাব দান করেন। হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য।❤️
12/09/2023

তার সাথে কিসের হিসাব যিনি বেহিসাব দান করেন।

হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য।❤️

পাগলা মসজিদ 🕋কিশোরগন্জ 😍
11/09/2023

পাগলা মসজিদ 🕋

কিশোরগন্জ 😍

গুরু দয়াল কলেজ, " কিশোরগন্জ😎
11/09/2023

গুরু দয়াল কলেজ, " কিশোরগন্জ😎

Insha'Allah!✨🖤
11/09/2023

Insha'Allah!✨🖤

11/09/2023

নিজের চরিত্রকে

এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নিকটবর্তী হতে স্বাচ্ছন্দবোধ করে।😚

ড. বিলাল ফিলিপস

SeaN

11/09/2023

আল্লাহর জন্য তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তার চেয়ে উত্তম জিনিস তোমাকে দান করবেন ইনশাআল্লাহ!

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ɪsʟᴀᴍ ɪs ᴘᴇᴀᴄᴇ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share