MD Simon Miah

MD Simon Miah যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার চেয়ে কম কথা বলা উচিত।

16/06/2024
15/06/2024

কেউ বা খুব কম সময়ে গ্যারান্টি সহকারে কোর্স করতে চায়, আবার কেউ এর মতো অল্প টাকায় বিদেশ যেতে চায়😃😃😃...!!!
পরিশেষে এরকম পাবলিকরা ধোকাই খায়।

আহহহ যদি এরকম ঘুলিয়ে খাইয়ে শিখিয়ে দিতে পারতাম!?!?!?

14/06/2024

নদীর এপারে ইন্ডিয়া কাস্মীর, ওপারে পাকিস্তান কাশ্মীর🌸
কাশ্মির ট্যুরে যাওয়ার স্বপ্ন, স্বপ্নেই থেকে গেলো 💔

09/06/2023

তুমি যখন চারপাশে তাকাও এবং অনুভব করো যে কেউ তোমার জন্য আসলে চিন্তা করে না।

তখন একটি বড় শ্বাস নেও, উপরে তাকাও এবং বিশ্বাস করো যে সৃষ্টিকর্তা তোমার জন্য যত্নশীল। এবং তিনি পরমকরুণাময়! তিনি তোমাকে ভালোবাসেন।

08/06/2023

মানুষ ছোট হোক বা বড় সম্মান সবারই প্রাপ্য ❤️

বর্তমান সময়ে এই রকম শিক্ষক পাওয়া খুবই কঠিন🥀💔
05/06/2023

বর্তমান সময়ে এই রকম শিক্ষক পাওয়া খুবই কঠিন🥀💔

05/06/2023

🍁বই নিয়ে মজার কিছু তথ্য:📚

🌸১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।

🌸২. মাথাপিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড ।

🌸৩. বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

🌸৪. ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয় ।

🌸৫. ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।

🌸৬. সবচেয়ে চুরি হয় যে বইটি সেটা হলো বাইবেল।

🌸৭. রুজভেল্ট প্রতিদিন গড়ে ১টি বই পড়তেন।

🌸৮. শুধু দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।

🌸৯. ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ ।

🌸১০. হারি (Hurry), অ্যাডিকশন (Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার ।

🌸১১. নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।

🌸১২. লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন ।

🌸১৩. নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর ।

Collected

04/06/2023

যদি আপনার ভয় অমূলক হয়, আর আপনি যদি ভয়ের কাছ থেকে পালিয়ে যান -তাহলে 'ভয়' তার জায়গাতে থাকবে শুধু আপনি সরে গেছেন। আর যদি ভয়ের সামনে এসে দাঁড়ান তাহলে দেখবেন, আপনি আপনার জায়গাতে আছেন, ভয় সরে গেছে।

Address

Chhatak Cement Factory
Sylhet
3081

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Simon Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share