নিল আকাশ

নিল আকাশ ur free time

17/12/2024

আমার বাবা-মা ধনী নয় কিন্তু আমি কখনো ক্ষুধা পেটে ঘুমাইনি, কখনো জুতা ছাড়া হাঁটি নাই। আমি কৃতজ্ঞ, আমি সত্যিই তাদের অবস্থান নিয়ে প্রশংসিত এবং আলহামদুলিল্লাহ!🖤

14/12/2024

তুমি মানুষকে যতটুকু দিবে, খোদা তোমাকে তারচেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিবেন, সুখ কিংবা দুঃখ!

04/12/2024

“আমি বদদোয়া দিবো না, যদি মনে করেন আপনি আমার সাথে “ঠিক”করেছেন, তাহলে এমন অনেক “ঠিক” যেনো আপনার সাথেও হয়”

02/12/2024

অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে! কেউ ডাকলেই ইন্সট্যান্ট সারা দেওয়া, কারো প্রয়োজনে আসা, এই গুলো দিন শেষে কি দেয় জানেন? আপনাকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে!

যাকে বন্ধু ভাববেন, সে আপনাকে চুনো পুটিও মনে করবে না! যার জন্য নিজে চিন্তিত থেকেছেন, আপনার প্রয়োজনে তাকে খুজেও পাবেন না! এমনকি হুট করে অপমান করে বসতেও তাদের বাধবে না!

অনেক তো হয়েছে এই ফেইক লাইফ, ফেইক বন্ধু, ফেইক ক্লাস মেটের জগতে বিচরণ! let's get changed.!

01/12/2024

সব কিছু মনে রাখা হবে!কখন হাসলাম,কতোটুকু কাদলাম,কখন ব্যর্থ হলাম,কে কে ঠ'কালো! ❤

30/11/2024

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।
*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।
*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।
*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।
*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।
*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।
দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।🖤

28/11/2024

ভাই বোনের মাঝে দূরত্ব সৃষ্টি হলে মৃত্যু ছাড়া আর যোগাযোগ হয় না।

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়? এই কেনোর উত্তর নেই।কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের? কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে।বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়। কি কঠিন সত্য তাই না!
©️

23/11/2024

" মানুষ আটকায় শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস আর ভালোবাসায়!
অমানুষ আটকায় লোভ, লালসায়!
পার্থক্যটা মানুষ আর অমানুষে, নারী ও পুরুষে নয়! "

22/11/2024

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ!

19/11/2024

আপনাকে ডু'বি'য়ে দেয়ার জন্য
এমন কিছু ওঁৎ পেতে আছে,
যাদেরকে কিনা আপনিই
সাঁতার শিখিয়ে ছিলেন।

15/11/2024

শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি জীবনে যাদের উপকার করবেন, তারাই এক সময় আপনার শত্রু হবে।

13/11/2024

মানুষকে নিয়ে এতো ওভার কনফিডেন্স দেখাবেন না! মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকেনা।

05/11/2024

পৃথিবীর সবচেয়ে দামী উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে উঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্বে, ভালোবাসায় সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণরকম জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়। যেটা অনেকের মাঝেই থাকে না।

আগে অন্যকে সম্মান করতে শিখুন। দেখবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও আপনি সম্মান পাবেন। আর যদি সম্মান নাও পান, তাতেও কিছু যায় আসে না। আপনি মানুষকে সম্মান করতে পারেন এটাই আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা।🌸♥

লেখক- মেহেদী হাসান শুভ্র

27/10/2024

খারাপ সময়ে মানুষের ব্যবহার পাল্টে যায়❤️

23/10/2024

বড় হওয়ার পর

নিজের বাবা মাকে জাজ কইরেন না।
বাপ মায়ের চোখের জলের অভিশাপ কুড়াইয়েন না৷

আধুনিক জমানার, পড়ালেখা/ চাকরি / টাকার সাফল্য অনুযায়ী, তাদের অবদান
মাপার চেষ্টা করাটা অন্যায়!

আপনার জন্য তারা কি করতে পারেনাই,
কিভাবে আপনার দেখভাল করলে আপনি একটা ভালো চাকরি বাকরি করে মানুষজনকে দেখায়া দিতে পারতেন

এই ধরনের আলাপ খুবই দু:খজনক!

ভাইবেন
আপনি বাইচা আছেন
এইটা বাবা মামা হিসেবে তাদের সবচেয়ে বড় সাফল্য!

গভীর রাতে উইঠা আপনাকে বুকের দুধ খাওয়াইতে হইছে, কাহিনী এক রাতের না। সহস্র রাতের।
রাতের পর রাত , দিনের পর দিন!

আপনাকে পরিস্কার করতে হইছে
আপনার শরীরের কোথাও যে পচন ধরেনাই, আপনি যে সুস্থ সবল আছেন

সেইটা তাদের দিন রাতের ঘুম খাওয়া, আরাম, আলাপ ঘোরাঘুরি, সব কিছুর কম্প্রোমাইজের এন্ড রেজাল্ট!

বড় বেলায় আপনি কিছুটা অনাদর পাইছেন
অতটা মুগ্ধ ভালোবাসা পাননাই

এই জন্য বাবা মার প্রতি একটা অভিমান জমা হইতে পারে, সেই অভিমানের আরামটাকে স্থায়ী হইতে দিয়েন না।

আপনার প্রথম হাটার দিনের কথা ভাবেন!
ভাবেন, হামাগুড়ির দিন।

ভাবেন একটা কিছু মুখে দিছেন,
আগুন ধরতে গেছেন

ভাবেন,
একটা চিলের মতন দৌড়ে এসে বাচাইলো একজন মানুষ!

ভাবেন নরম সকালে সে আপনারে কোলে নিয়ে বইসা আছে বারান্দায়!

কপালে গালে, অযথা চুমু দিয়ে, আবার শাড়ির আচল দিয়ে সে দাগ মুইছা দিতেছে কতটা ভালোবাসায়!
©

02/10/2024

কে ছেড়ে গেলো।
কে এড়িয়ে গেলো।
কে পিছনে বদনাম করলো।
তা দেখার সময় আমার নাই।
কিন্তু কে থেকে গেলো।
কে খারাপ সময়ে পাশে থাকলো।
সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ,,,,,,,✌️

11/09/2024

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিল আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিল আকাশ:

Videos

Share