23/10/2024
বড় হওয়ার পর
নিজের বাবা মাকে জাজ কইরেন না।
বাপ মায়ের চোখের জলের অভিশাপ কুড়াইয়েন না৷
আধুনিক জমানার, পড়ালেখা/ চাকরি / টাকার সাফল্য অনুযায়ী, তাদের অবদান
মাপার চেষ্টা করাটা অন্যায়!
আপনার জন্য তারা কি করতে পারেনাই,
কিভাবে আপনার দেখভাল করলে আপনি একটা ভালো চাকরি বাকরি করে মানুষজনকে দেখায়া দিতে পারতেন
এই ধরনের আলাপ খুবই দু:খজনক!
ভাইবেন
আপনি বাইচা আছেন
এইটা বাবা মামা হিসেবে তাদের সবচেয়ে বড় সাফল্য!
গভীর রাতে উইঠা আপনাকে বুকের দুধ খাওয়াইতে হইছে, কাহিনী এক রাতের না। সহস্র রাতের।
রাতের পর রাত , দিনের পর দিন!
আপনাকে পরিস্কার করতে হইছে
আপনার শরীরের কোথাও যে পচন ধরেনাই, আপনি যে সুস্থ সবল আছেন
সেইটা তাদের দিন রাতের ঘুম খাওয়া, আরাম, আলাপ ঘোরাঘুরি, সব কিছুর কম্প্রোমাইজের এন্ড রেজাল্ট!
বড় বেলায় আপনি কিছুটা অনাদর পাইছেন
অতটা মুগ্ধ ভালোবাসা পাননাই
এই জন্য বাবা মার প্রতি একটা অভিমান জমা হইতে পারে, সেই অভিমানের আরামটাকে স্থায়ী হইতে দিয়েন না।
আপনার প্রথম হাটার দিনের কথা ভাবেন!
ভাবেন, হামাগুড়ির দিন।
ভাবেন একটা কিছু মুখে দিছেন,
আগুন ধরতে গেছেন
ভাবেন,
একটা চিলের মতন দৌড়ে এসে বাচাইলো একজন মানুষ!
ভাবেন নরম সকালে সে আপনারে কোলে নিয়ে বইসা আছে বারান্দায়!
কপালে গালে, অযথা চুমু দিয়ে, আবার শাড়ির আচল দিয়ে সে দাগ মুইছা দিতেছে কতটা ভালোবাসায়!
©