সরোবর

সরোবর সরোবর—‘সাহিত্যের সরোবরে অবগাহনের অঙ্গীকার’

লেখালেখি, বানান এবং লেখকপ্রতিজন লেখক ‘লেখক’ হওয়ার আগে তিনি একজন পাঠক। এর ফলে তার লেখায় বানানভুল ওই রকম থাকে না। তার পর য...
07/12/2024

লেখালেখি, বানান এবং লেখক

প্রতিজন লেখক ‘লেখক’ হওয়ার আগে তিনি একজন পাঠক। এর ফলে তার লেখায় বানানভুল ওই রকম থাকে না। তার পর যা থাকে তা সংশোধনের জন্য প্রুফরিডার-সম্পাদকরা আছেন, থাকেন। কাজেই বানান ও ব্যাকরণ সম্পর্কে লেখকের ওইটুকু জানাশোনাই যথেষ্ট—পড়তে পড়তে, লিখতে লিখতে যেটুকু হয়। এর বাইরে লেখক এবং বিশেষত বাংলা ভাষার লেখক উল্লিখিত বিষয়ে বাড়তি মনোযোগী হলে মূল জিনিসটায় কমতি দেখা দেয়। আমি তাই ব্রাদারদের বলি, লিখে যাও এবং লিখে যাও। পড়তে পড়তে, লিখতে লিখতে যা শুদ্ধ হয়, তা-ই যথেষ্ট।
কারও লেখায় বানানভুল দেখে তাকে অলেখক বলাটা চরম হাস্যকর। বক্তব্য দিতে গিয়ে ভুল উচ্চারণের ফলে কেউ তো কখনো বলে না, ‘বয়ান হয়নি বা তিনি বক্তা নন’। এমন অনেক ভালো ও বিখ্যাত বক্তা আছেন, যাদের উচ্চারণ অশুদ্ধ। তারা কি বক্তা নন?
লেখার শুদ্ধতা-অশুদ্ধতা ‘বানান’ দিয়ে মাপা অযৌক্তিক এবং অসমাজিক ও পাগলাটে চিন্তার প্রকাশ।

সম্পাদক: বিহান

লিটলম্যাগ নিয়ে আমার অনেক কিছুই বলবার আছে। পক্ষে-বিপক্ষে প্রশ্ন, অগ্রগতীর প্ল্যান, নতুন কিছু প্রস্তাবনা,পরামর্শ, ছোট-বড় ...
03/12/2024

লিটলম্যাগ নিয়ে আমার অনেক কিছুই বলবার আছে। পক্ষে-বিপক্ষে প্রশ্ন, অগ্রগতীর প্ল্যান, নতুন কিছু প্রস্তাবনা,পরামর্শ, ছোট-বড় সমালোচনা ইত্যাদি। এরই তাড়না থেকে গত বইমেলায় 'নয়া প্রভাতে'র লিটলম্যাগ আন্দোলনে উপস্থিত হয়েছিলাম। কিন্তু মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে অনর্গল বক্তব্য দেওয়ার ক্ষেত্রে স্বভাবজাত ভয়কে জয় করতে পারিনি। ২/৩ মিনিটের ছোট্ট যে ভিডিওটা তখন ফেইসবুকে এসেছিল—তার জন্য আমি লজ্জাই বেশি অনুভব করি।

এ বছর 'ফাউন্টেন পাবলিকেশন্স' আয়োজিত লিটলম্যাগ আন্দোলনে কিছু বলবো কি বলবো না, তা নিয়ে তুমুল দোদুল্যমানায় ভুগছিলাম। মাইক্রোফোনে কথা বলতে গিয়ে জড়তায় জড়িয়ে পরা, তালগোল পাকিয়ে ফেলা, কাজের কথা ভুলে গিয়ে আবোল তাবোল বলটা মূলত আমার অনভ্যাসজনিত ভয়ের কারণে ঘটে। তবুও আ. কাদির ফারুক ভাইকে এমন দ্বান্দিক পরিস্থিতির মধ্যে হাবুডুবু খেতে খেতেই বললাম, 'আমার নামটা জমা দিন'।

(*)

অনুষ্ঠান শুরু হলো। শেষ হলো স্বাগত বক্তব্য। এবার পর্যায়ক্রমে সম্পাদকদের নাম বক্তব্যের জন্য ঘোষনা করা হবে। আমি মাহমুদ হুজাইফা ভায়ের পাশে বসে

তখন ভাবছিলাম বক্তব্যের ভূমিকায় কী বলা যায়? বক্তব্যের মাঝে কোন পয়েন্টগুলো মূলে রাখবো এবং কীভাবে তা উপস্থাপন করবো —সে ভাবনা তখনো আরম্ভই করিনি। কেননা ভেবেছিলাম, পঞ্চাশোর্ধ্ব

পত্রিকার সম্পাদক মহোদয়দের মধ্যে আমার মতো ছোট-খাটো মানুষকে স্বাভাবিকভাবেই শেষ দিকে সিরিয়াল দেয়া হবে। এমন ভাবনার আরেকটি যৌক্তিক

কারণও ছিল। কিন্তু আমার পিলে চমকে দিয়ে উপস্থাপক সর্বপ্রথম আমার নামটিই ঘোষণা করলেন।

এরপর?

এরপরে চোখে সর্ষে ফুল দেখা, তলপেটে মোচড় দেয়া, মাথা ভনভন করা, সরেজমিনে উপস্থিত থেকেও ঘোরগ্রস্থ মহাশূণ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো যেসব লজ্জাস্কর বিষয় ঘটল তা কীভাবে বলি। সার্বিক পরিণতি গত বছরের চেয়ে ভালো হলো না। বরং গত বছরের মতো হলো কিনা তাতেই সন্দেহ।

ছবিতে— লিটলম্যাগ আন্দোলনের অতিথি লেখক,গবেষক,সম্পাদক মনযুর আহমাদ। তাঁর হাতে সরোবর তুলে দিলে তিনি মনযোগ সহকারে দেখতে থাকেন।

লিখেছেন: রিজওয়ান মুহাম্মাদ আবুজর
নির্বাহী সম্পাদক: সরোবর

নবীন পাঠক ও লেখিয়ে বন্ধুদের প্রতি সবিনয় নিবেদন ১.যেকোনো পত্রিকা/ম্যাগাজিন না পড়ে বা না জেনে লেখা ছাপানোর প্রবণতা কমানোর ...
29/11/2024

নবীন পাঠক ও লেখিয়ে বন্ধুদের প্রতি সবিনয় নিবেদন

১.
যেকোনো পত্রিকা/ম্যাগাজিন না পড়ে বা না জেনে লেখা ছাপানোর প্রবণতা কমানোর চেষ্টা করুন। লিখতে গিয়ে যেমন আপনার বিষয় বিবৃতি সম্পর্কে জানতে হয় তেমনি যে ম্যাগাজিনে লেখা ছাপাবেন, সে ম্যাগাজিনের পুরনো কোনো সংখ্যা পড়ে পূর্বাপর ম্যাগাজিন মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক এক্টিভিটি এবং কাজ ও চিন্তার চৈতন্য সম্পর্কে জেনে নিবেন। কাজে না কাজেই ম্যাগাজিনের ইনবক্সে নক দিয়ে জিজ্ঞেস করা নিতান্ত গোয়ার্তুমি বৈ স্বাভাবিক কিছু নয়।

২.
বিষয়ভিত্তিক সাময়িকপত্রে লেখা জমা দেওয়ার জন্য কেবল লেখা আহ্বান পোস্টেই যথেষ্ট। নতুবা অযথাই পেইজের ইনবক্সে লেখা ছাপানোর তাগাদা দেওয়া নিজের অপরিপক্কতার পরিচয় দেওয়ার নামান্তর।

৩.
জাগ্রতকণ্ঠ নবীন লেখকদের নিয়ে কাজ করে; তবে সেটাও বিষয় ভিত্তিক। জাগ্রতকণ্ঠ তার নির্ধারিত বিষয়ের প্রতি এতটাই মনোনিবেশ করে যে, রাজনীতির ক্ষেত্রে মানুষ যেমন নির্দিষ্ট ক্লাবের লোক ছাড়া কিছু বোঝে না, তেমনি জাগ্রতকণ্ঠের নির্বাচিত বিষয়ের বাহিরে লেখা জমা দেওয়ার কথা চিন্তা করা যায় না। মনে রাখবেন, বিষয়বহির্ভূত লেখা ছাপা হবে না। এমনকি সে লেখক প্রবীণ বা প্রথিতযশা হলেও।

৪.
নবীন পাঠকেরা এক দেখাতেই ম্যাগাজিনের সব কপি সংগ্রহ করে নিতে চান; অথচ বাজারে থাকা একটি সংখ্যাও তিনি সংগ্রহ করেননি। তার এবং তাদের উদ্দেশ্য হলো আবেগের ভাবাবেগে তাড়িত হয়ে শুধু ইনবক্সে টকটক করে নক করা। না, তিনি সংগ্রহ করবেন। না, ম্যাগাজিন সম্পর্কে জানবেন।

@জাগ্রতকণ্ঠ

23/11/2024
21/11/2024
বইমেলায় আমরা আসছি নতুন আয়োজন নিয়ে। সারা দেশের সব লিটলম্যাগাজিনের লেখক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানাই। আসুন, দ...
20/11/2024

বইমেলায় আমরা আসছি নতুন আয়োজন নিয়ে। সারা দেশের সব লিটলম্যাগাজিনের লেখক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানাই। আসুন, দিলখোলা আলাপন করি। সংস্কার ও সমৃদ্ধির পথকে সুগম করি।

পাঠকের ক্লিক💚সহসম্পাদক ইনতিযার - الإنتظار Fozle Elahi Sakib
16/11/2024

পাঠকের ক্লিক💚

সহসম্পাদক ইনতিযার - الإنتظار
Fozle Elahi Sakib

বইমেলায় আমাদের পত্রিকা পাবেন এখানে।
25/10/2024

বইমেলায় আমাদের পত্রিকা পাবেন এখানে।

আমাদের মা সংখ্যার লেখকসূচি প্রকাশ করা হল। অচিরেই পত্রিকা বাজারে আসছে। সেই পর্যন্ত অপেক্ষা।
26/09/2024

আমাদের মা সংখ্যার লেখকসূচি প্রকাশ করা হল। অচিরেই পত্রিকা বাজারে আসছে। সেই পর্যন্ত অপেক্ষা।

এই সংখ্যায় যারা আমাদের সঙ্গে মা সংখ্যায় আছেন।
14/09/2024

এই সংখ্যায় যারা আমাদের সঙ্গে মা সংখ্যায় আছেন।

Address

Sylhet

Telephone

+8801796479864

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরোবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সরোবর:

Share

Category