Al Emran Husan Fuad

Al Emran Husan Fuad لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ
(1)

25/03/2024

আহ!
গা*যা*র অবুঝ এক পিপাসার্ত শিশু কয়েক ফোঁটা পানির আশায় পানিশূন্য এক ট্যাংকিতে মুখ লাগিয়ে দেখছে!!

আল্লাহ, জা*লি*মদের উপযুক্ত পাওনা বুঝিয়ে দিন।

 #ফিলি*স্তিন থেকে প্রশ্ন আসে,,আমার বয়স হচ্ছে ১১। আমার প্রশ্ন হল, শায়খমিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যা...
25/03/2024

#ফিলি*স্তিন থেকে প্রশ্ন আসে,,
আমার বয়স হচ্ছে ১১। আমার প্রশ্ন হল, শায়খ
মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে আমার রোজা কি ভেঙে যাবে.??

#সোমা*লিয়া থেকে প্রশ্ন আসে,,
"আমাদের যদি সাহরী বা ইফতার খাবার জন্য কোন কিছু না থাকে,
তবে কি আমাদের রোজা হবে.?

#সিরি*য়া থেকে প্রশ্ন আসে,,
"কেমিক্যাল অস্ত্রের আক্রমনে কি রোজা ভেঙে যাবে.??

#আর, আমাদের প্রশ্নের নমুনা:
তারাবীর নামাজ ৮ রাকাআত নাকি ২০ রাকায়াত.??
হাত নাভির নিচে বাঁধবো নাকি বুকে.??
শবে বরাতে রুটি হালুয়া খাওয়া যাবে কি না.??
আমিন জোরে বলবো নাকি আস্তে.??

চরম সুখে আছি আমরা তাই নাহ??
একদিন এই সুখ আর ঘুম দুটুই ভাঙ্গবে।
তখন হয়তো অনেকটা দেরী হয়ে যাবে!
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন-!
(আমিন)🤲🤲


16/03/2024

আহা!জীবন!!😪
Video Credit : মাছরাঙা টিভি

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি...
10/03/2024

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না.. আসুন আমরা সবাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় এ রমজান মাসের ওমরার টাকার যেন ফিলিস্তিনিদের সাহায্য দিয়ে দিন

আমাদের মাফ করুন ইয়া রব! #ফিলিস্তিন #الكعبةالمشرفة

04/01/2024

যে ইউরোপ ন্যাটোর মাধ্যমে মুসলিম নিধন করছে, সেই ইউরোপের প্রাণকেন্দ্র থেকেই তাকবিরের ধ্বনি ছড়িয়ে পড়ছে- আল্লাহু আক্ববার..!🖤
তাকবীর ধ্বনিতে জেগে উঠুক প্রাণ 💝☝️

Hard work 💪
03/12/2023

Hard work 💪















08/11/2023

A week felt like 3 days now‼️
Wallahi, this make me scares a lot!😔💔

Ya Rabb take us only when YOU are pleased with us, Ameen.✨🤍🤲🥀🥺

24/10/2023

ধর্ম যার ধর্মীয় উৎসব ও তার। এটাই সুন্দর ও সুশৃংখল কথা। কারণ যে সকল উৎসব সকলকে আহবান করা হয় ঐ সকল উৎসবগুলো উৎসব নয় বরং ধর্মীয় উৎসব। আর যদি সুন্দর পরিবেশ বজায় রাখতে হয় তাহলে যার ধর্মে উৎসব শুধু তাদের অংশগ্রহণে তারা তাদের ধর্মীয় উৎসব সুশৃংখলতা বজায় রাখতে পারবে ও সৌন্দর্য বজায় রাখতে পারবে।
কারণ একজন ব্যক্তি তার নিজের ধর্মীয় উৎসবে পালনীয় ও বর্জনীয় কর্ম সঠিকভাবে জানে। আসলে অন্যান্য ধর্মে কি বলা হয়েছে ধর্মীয় উৎসব নিয়ে আমার জানা নেই। As a মুসলিম আমরা এটা জানি ধর্ম যার ধর্মীয় উৎসব ও তার আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে বড় উৎসবগুলো হয় বেশিরভাগই ধর্মকেন্দ্রিক হয়।

আমার কথা সারমর্ম হল এমন কোন উৎসব নেই যা ধর্মীয় উৎসব না।

© Zamsed Mojumdar

He's coming soon. They will wipe the whole gaza then destroy Masjid Al Aqsa and build temple their for Dajjal.Yaaa Rab h...
23/10/2023

He's coming soon. They will wipe the whole gaza then destroy Masjid Al Aqsa and build temple their for Dajjal.
Yaaa Rab help us help all of the Muslim ummah all over the world.

11/10/2023

كُلُّ_نَفْسٍ_ذَآئِقَةُ_الْمَوْتِ.___._____________
[Every_soul_shall_taste_Death.].___________.________________________Quran_3_185].✨💚

11/10/2023

I didn't seen Ababil birds flying in flocks to protect the holy Ka'ba.
However, I see humanoid birds flying to protect Al-Aqsa!

Allahu Akbar☝🏽, Alhamdulillah ❤️🇵🇸

09/10/2023

আল-আকসা মসজিদ দখলে নিয়েছে স্বাধীনতা কামী ফিলিস্তিনিরা।
"লাব্বাইক আল-আকসা লাব্বাইক ধ্বনিতে মুখরিত"! আলহামদুলিল্লাহ্!

29/09/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Some of old pictures of Qaba (collected from some of article's).  Make me more inspire to visit my dream place. In shaa ...
20/08/2023

Some of old pictures of Qaba (collected from some of article's). Make me more inspire to visit my dream place. In shaa Allah. May Allah accept all of ours good deeds. Ameen🤲🏻

16/08/2023
29/07/2023

হাসান হোসেনের জীবন কাহিনী বলতে গিয়ে আজহারীর কান্না | mizanur rahman azhari | hasan hossain kahini.

 #দায়িত্ব মদিনায় তখন উৎসবের আমেজ। আর একদিন পর ঈদ। শহর সেজেছে নতুন সাজে। সেই সাথে সেজেছে মদিনার শিশু কিশোররা। যার যার পি...
02/04/2023

#দায়িত্ব

মদিনায় তখন উৎসবের আমেজ। আর একদিন পর ঈদ। শহর সেজেছে নতুন সাজে। সেই সাথে সেজেছে মদিনার শিশু কিশোররা। যার যার পিতার সামর্থ্য অনুযায়ী নতুন নতুন পোশাক শোভা পাচ্ছে তাদের গায়ে। ওদের নতুন পোশাকের আনন্দ ছুঁয়ে গেছে বয়স্কদেরও। প্রশান্তি খেলা করছে উনাদের চোখে মুখে।

কিন্তু খলিফা উমর (রা.) এর স্ত্রীর মুখে হাসি নেই, চোখে নেই প্রশান্তির সুবাস। থাকবে কী করে? তার ছেলেমেয়েরা যে নতুন পোশাক পরতে পারেনি! পুরোনো পোশাকেই আনন্দে মেতে আছে অন্যান্য ছেলেমেয়েদের সাথে। কিন্তু ওদের মুখের দিকে তাকালেই বোঝা যায়, কী ভীষণ দু:খবোধে ডুবে আছে ওরা! ওদের মুখের ছবি দেখেই খলিফার স্ত্রীর মুখের হাসি শুকিয়ে গেছে। ফুরিয়ে গেছে মনের শান্তি।

উমর (রা.) মসজিদে নববী থেকে ঈদের দিনের করণীয় কাজের শলাপরামর্শ শেষে বাসায় ফিরেছেন। ফিরে লক্ষ্য করলেন, ঘরে তার জয়তুনের তেলের বাতি জ্বললেও ঘুরজুড়ে গভীর এক অন্ধকার বসে আছে যমদূতের মতো। অন্ধকারের তীব্রতা এতো বেশী যে সুস্থ স্বাভাবিক মানুষও অসুস্থ বোধ করবে। শীতলতা নেমে আসবে তার উষ্ণ রক্তে। উমর (রা.) ও অসুস্থ বোধ করতে লাগলেন। শ্রান্ত গলায় ডাকলেন তার দু:সময়ের চিরসঙ্গী প্রিয়তমা স্ত্রীকে। জিজ্ঞেস করলেন, নিকষকালো অন্ধকারের কারন কী?
খলিফা উমরের (রা) স্ত্রী বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন পোশাক না হলেও চলে, কিন্তু ছোট বাচ্চারা? ওরা মুখে কিছু না বললেও আমি মা হয়ে দেখতে পাচ্ছি, ঈদের নতুন পোশাকের জন্য ওদের মন কেমন করে কাঁদছে।'
আরব জাহানের শাসক খলিফা উমর (রা) অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর দুর্বল স্বরে বললেন, 'আমার তো নতুন পোশাক কেনার সামর্থ্য নেই।' বলে অসহায় চোখে তাকিয়ে থাকলেন স্ত্রীর মুখের দিকে।

সারারাত চোখের পাতা এক করলেন না খলিফা উমর (রা)৷ ভোরের আলো ফুটতেই রক্তরাঙা চোখে বসলেন চিঠি লিখতে। চিঠি লিখলেন তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কাছে। লিখলেন, ' প্রিয় আবু উবাইদা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার অনুরোধ করছি।'

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি। যিনি এক হাতে শাসন করছেন প্রায় অর্ধেক পৃথিবী। তিনি লিখেছেন এমন চিঠি! তার কাছ থেকে এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদা(রা) চোখের পানি ধরে রাখতে পারলেন না। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। মনে হচ্ছে, নিজের যদি দান করার মতো সম্পদ থাকতো, তবে তিনি তা সমস্তটাই দিয়ে দিতেন খলিফার নজরানায়। কিন্তু তিনি নিজেও তো সম্পদহীন! তাকেই দিনের একবেলা প্রায় উপোস করেই কাটাতে হয়।
চিঠি পেয়ে উম্মতে আমীন আবু উবাইদা (রা) অঝোর ধারায় কাঁদলেন কিছুক্ষণ, তারপর চিঠি লিখলেন,
'আমীরুল মুমিনীন, ভাই আমার। আপনার চিঠি পড়ে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু অগ্রিম বেতন দেওয়ার আগে আপনার কাছে দু'টি বিষয়ে জিজ্ঞাসা রয়েছে।
এক. আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা জানতে চাই?
দুই. আপনি বেঁচে থাকলেও দেশের জনগণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?
এই দুই বিষয়ে নিশ্চয়তা দিতে পারলে আপনাকে অগ্রিম বেতন দিতে আমার কোন আপত্তি নেই।' চিঠি লিখে চোখের পানি মুছতে মুছতে বার্তাবাহককে দিয়ে পাঠালেন খলিফার কাছে।

বার্তাবাহক যখন চিঠি নিয়ে খলিফার বাড়িতে পৌঁছালো। তখন খলিফা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন অগ্রিম বেতনের আশায়। তাই বার্তাবাহককে দেখা মাত্রই ছুটে গেলেন। দ্রুত হাতে সিলগালা খাম খুলে ফেললেন। খুলে দেখলেন কোন অর্থ নেই বরং একটা চিঠি!
খলিফা উমর (রা.) চিঠিটা খুব মনোযোগ দিয়ে পড়লেন। কয়েকবার পড়লেন। পড়তে পড়তে তার দু' চোখ বেঁয়ে অশ্রুধারা নামলো। তার চোখের পানিতে ভিজে গেলো মুখের দাঁড়ি। মাথার পাগড়ী খুলে দাঁড়ি, মুখমণ্ডল মুছে আসমানের দিকে দুই হাত তুললেন হযরত উমর (রা.)।
দোয়া করলেন, ' হে আমার রব, আমার পরম সৌভাগ্য যে আমি আবু উবাইদা(রা) এর মতো একজন মানুষকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিতে পেরেছি। আপনি তাকে উত্তম জাযা দান করুন।'

#মুসলিম #রাষ্ট #ব্যবস্হা #ইমান

(সংগৃহীত)

অনেক মুসলিম ভাই অতিষ্ঠ হলেও এই অমুসলিম ভাই সাহরির সময়ের ডাকাডাকিতে ইসলামের সৌন্দর্যই দেখতে পান।
02/04/2023

অনেক মুসলিম ভাই অতিষ্ঠ হলেও এই অমুসলিম ভাই সাহরির সময়ের ডাকাডাকিতে ইসলামের সৌন্দর্যই দেখতে পান।

01/04/2023

১০০ টাকা রাস্তায় পরা পেলাম।

পরে দান করে দিব, এই ভেবে টাকা টা পকেটে গুজে নিলাম। বেশ রাত হয়েছে। বাসায় ফিরার জন্য বাইকে উঠে বসলাম।
মোবাইলে একটা কল আসল... ইমার্জেন্সি হতে পারে, চলন্ত বাইকেই ফোন টা পকেট থেকে বের করতে গিয়ে ১০০ টাকার নোট টা পরে গেল। কিছুটা সামনে বাইক দার করালাম, টাকা টা তুলব; এই ভেবে পিছনে ঘুরলাম।

দেখলাম, এক রিকশাওয়ালা মামা মুখে প্রশস্ত হাসি নিয়ে টাকা টা তুলে নিচ্ছে। অমায়িক সেই হাসি ❤️ সেই মুহুর্তে তাকে একজন প্রশ্ন করল- 'মামা, কলাবাগানের দিকে যাবা?'
রিকশাওয়ালা মামা উত্তর দিল-' না, মামা! আজকের রিযিক উঠে গেসে। সকালে এক ছ্যারা ৪০ টাকা না দিয়ে চলে গেসিল। আল্লাহ ফিরায় দিসে''

কিছু বুঝলেন?! যা আপনার হারানোর, তা হারাবেনই। কিন্তু যা আপনি হারিয়েছেন, তা ফিরবেই। অন্যরুপে, অন্যভাবে, বহু গুনে, অকল্পনীয় ভাবে।
Allah has always a plan, A Super Plan!🖤

What has happened to us? In the Masjid al-Haram 🕋, you will always find an overwhelming majority of pilgrims taking pict...
29/03/2023

What has happened to us? In the Masjid al-Haram 🕋, you will always find an overwhelming majority of pilgrims taking pictures and selfies 🤳 instead of focusing on the main reason you are there.

Keep in mind, you are visiting the Holy Kaaba 🕋 because you are a selected one. There are hundreds of millions who crave to see the house of Allah for only once in their lifetime.

Don't ruin the opportunity‼️

29/03/2023

কোরিয়ানদের চোখে রোজা 🇰🇷🇰🇷🇰🇷

কোরিয়ানদের কাছে রোজা এক বিস্ময়ের নাম। সারাদিন না খেয়ে থাকতে হবে! কিন্তু কেন ?

এই না খাওয়া নিয়ে তাদের আরো মজার মজার প্রশ্নও আছে।

তারা যেসব প্রশ্নগুলো করে:
- পানিও খাওয়া যাবে না?
- সিগারেটও না?
- লুকিয়ে যদি খাও?
- যদি শাওয়ারে ঢুকে পানি খাও?

রোজাদার বাঙালি অনেক হেসে ফের জবাব দিলেন:
-শাওয়ারে ঢুকে লুকিয়ে কেন খাবো? আমি তো ইচ্ছা করলে বিরিয়ানী রেঁধে ঘরে বসেই খেতে পারি! কিন্তু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাইনা। এটা মহান আল্লাহ তায়ালার নির্দেশ। এতে আমরা অভ্যস্ত।

তখন শুরু হয় বিস্ময়ের আরেক ধাপ! আবারও এক গাদা প্রশ্ন:
- কেন খাও না?
- অদৃশ্য খোদা বলেছেন বলে?
- তিনি দেখতে পাবেন বলে?
- তোমাদের এতো সংযম!
- এতটাই আত্মনিয়ন্ত্রণ!!!

এরপর কোরিয়ানরা যে প্রশ্ন করে তাতে বাক্যহারা হয়ে পড়েন রোজাদার বাঙালি।

কোরিয়ান:
তবে তো নিশ্চয়ই তোমাদের দেশে কেউ মিথ্যা বলে না, ঘুষ খায়না, কেউ পাপ করেনা! পুলিশও লাগে না!

রোজাদার বাঙালি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ধূসর দৃষ্টি মেলে ভাবতে থাকেন, ভাবতেই থাকেন। কিন্তু তাঁর মস্তিষ্ক থেকে কোনও উত্তর বের হয় না 🤔🤣🤣

27/03/2023

ইউকের জনসংখ্যার মাত্র 6.5% মুসলমান। অথচ প্রতিটি বড় বড় সুপার শপে রমজান মাস উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়। আর সেটা আমাদের দেশের মতো ১০০ টাকার পণ্যে "পূর্বমূল্য ১৫০ বর্তমান মূল্য ১২০" লিখে ছাড় দেওয়া না। আসলেই ছাড় দেয় তারা। দোকানে লিখে রাখে যে রমজানুল মোবারক। শুধুমাত্র ৬.৫% এর জন্য পুরো ১০০% এর জন্য ছাড় দেওয়ার কোন যুক্তি আমি দেখি না। কিন্তু তারা ঠিকই সেটা করে।

অন্য ধর্মের লোকেরা খুব অবাক হয় আমাদের রোজা রাখা দেখলে। তারা বিশ্বাসই করতে পারে না যা কিভাবে এতোক্ষণ পানি পর্যন্ত না খেয়ে থাকি আমরা। আমার অফিসের বস আমাকে সেদিন বললো যে রোজা রাখতে কষ্ট হলে অফিসের টাইম যেন এডজাস্ট করে নেই নিজের মতো। ৯-৫ টা অফিস করতেই হবে এমন কোন কথা নাই।এর চেয়ে কম সময় চাইলে অফিস করতে পারি। ছুটি লাগলে নির্দ্বিধায় ছুটি নিতে পারি। এর বাদেও যদি কোন সাপোর্ট লাগে তাহলে সে ম্যানেজ করার ব্যবস্থা করবে।

একবার রোজার সময় ঘুরতে গেলাম ফ্রেন্ডদের সাথে। আগেই বলে রাখি তারা অন্য ধর্মের অনুসারী। তারা জানতো যে আমি রোজা আছি। ইফতারের সময় রেস্টুরেন্টে ঢুকলাম আমরা। তারা ওয়েটারকে ডেকে বললো যে এখন আমরা অর্ডার করছি ঠিক আছে কিন্তু ঠিক অমুক সময়(ইফতারের সময় যখন হবে) খাবার যেন সার্ভ করা হয়। ওয়েটার ইফতারের কিছুক্ষণ আগেই খাবার সার্ভ করলো। আমি তাদেরকে অনেক রিকুয়েষ্ট করলাম তারা যেনো আমার জন্য ওয়েট না করে। কারণ সারাদিন ঘুরাঘুরি করে তারা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। কিন্তু এতো রিকুয়েস্ট করার পরেও আমি ইফতার শুরু করার আগ পর্যন্ত তারা পানি পর্যন্ত পান করে নাই। আমার মতোই খাবার সামনে নিয়ে বসে ছিলো।

আমাদের দেশে প্রায় ৮৯% মুসলমান। রোজা রেখে কোন কিছু খাওয়া যায় না, পান করা যায় না। কিন্তু ব্যবসায়ীরা কিভাবে যেন রোজা রেখে সাধারণ মানুষের রক্ত চুষে খান, তাদের কষ্টের টাকা চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন।সাধারণ দামের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে দাম রাখেন। আর ছাড় দেওয়া তো কল্পনাতীত।

দেশ ছাড়ার আগে একটা কথা শুনতাম প্রায়ই। তা হচ্ছে "ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির থার্ড ক্লাস সিটিজেন হওয়ার চেয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ফাস্ট ক্লাস সিটিজেন হওয়া ভালো"

কথাটা হয়তো কিছু ক্ষেত্রে সত্যি। কিন্তু নিজের দেশে যে আমরা দিনের পর দিন থার্ড ক্লাস সিটিজেন এর মতো ব্যবহার পেয়ে যাচ্ছি তা শতভাগ সত্যি।

= পুরো লেখাটি সংগ্রহীত এবং পরিমার্জিত =

জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন শুধু সিয়াম পালনকারীরাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। ❤️- (...
26/03/2023

জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন শুধু সিয়াম পালনকারীরাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। ❤️
- (সহীহ বুখারীঃ ১৮৯৬)।

Address

Birmingham

Alerts

Be the first to know and let us send you an email when Al Emran Husan Fuad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Birmingham media companies

Show All