Merlin TV

Merlin TV প্রিয় শুভাকাংখিগণ প্রতিদিনের কোন ঘটনা বা অনুষ্ঠানের ভিডিও আমাদের ইনবক্সে পাঠাতে পারেন।
(1)

10/04/2024

ওসমানীনগরে মোটরসাইকেল চোর
সিন্ডিকেটের দুই চোর গ্রেফতার।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়া গ্রামের মুহিব উল্লার পুত্র নজরুল ইসলাম ও মোগলাবাজার থানার কাদিপুর গ্রামের শফিকুর রহমান পুত্র বিল্লাল আহমদ।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক সাংবাদিকদের জানান, গাড়ি চোর চক্রকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#ওসমারীনগরথানা #ওসমানীনগরপুলিশ #মোটরসাইকেলচোর

06/04/2024

অতিরিক্ত পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
ওসমানীনগরে ৮ চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে ৮ চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সিলেট জেলার ওসমানীনগর থানার খাশিকাপন গ্রামের রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ(২৫), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শ্যামারগাও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসিম আহমদ(২০) ও একই গ্রামের আব্দুল খালিকের পুত্র আবু সুফিয়ান(১৯)। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিং করেন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম-সেবা। প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ওসমানীনগর থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা একটি অভিযান চালিয়ে চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর সিন্ডিকেটেরে ৩ সদস্যকে আটক করি। এটা ওসমানীনগর থানা পুলিশসহ সিলেট জেলা পুলিশের একটি বিরাট সাফল্য। আমরা গোপন সূত্রে জানতে পারি ওসমানীনগর উপজেলার বেগমপুর এলাকার আবির ফিলিং স্টেশনের কাছে ও তেরহাতি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে এই সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৃথক অভিযান পরিচালনা করে ৬ সদস্যের চোর চক্রের মধ্যে ৩জনকে ৮মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ধরণের অভিযান সব সময় চলমান থাকবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মোটরসাইকেল উদ্ধারসহ চুরিকৃত গাড়িও আমরা সম্প্রতি উদ্ধার করতে সক্ষম হয়েছি। চোর সিন্ডিকেটদের চিহ্নিত করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযানে ওসি (তদন্ত) নিপেন্দ্র নাথ ঘোষ, এসআই সুবিনয় বৈদ্য, এসআই ওবায়দুল্লাহ, এসআই শফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

04/04/2024

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

 #মোটরবাইক_চুরিওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার বাজাজ ডিস্কোভার ১২৫ মোটরসাইকেলটির লক ভেঙ্গ...
12/03/2024

#মোটরবাইক_চুরি
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার বাজাজ ডিস্কোভার ১২৫ মোটরসাইকেলটির লক ভেঙ্গে চুর চক্র নিয়ে গেছে। সাইকেলের নাম্বার সিলেট-হ ১৪-৭২৯৪। তিনি আজ রাতে গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদে তারাবির নামাজ পড়তে এসেছিলেন।

18/02/2024

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গুরুতর আহত হলেন তাসমিনা।
#তাসমিনার_ঘোড়দৌড়_প্রতিযোগিতা_২০২৪
#ময়মনসিংহ_ভালুকা_ঐতিহাসিক_ঘোড়দৌড়_খেলা

#মার্লিন_টিভি_তাসমিনার_ঘোড়দৌড়_খেলা
#বছরের_সেরা_খেলা
#হালিমার_ঘোড়দৌড়_প্রতিযোগিত

13/02/2024

যুক্তরাজ্যের সাবেক লর্ড মেয়রসহ দুই প্রবাসিকে সংবর্ধনা
দেয়া হয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে।
#প্রবাসী #লন্ডনপ্রবাসী #যুক্তরাজ্য

11/02/2024

কেয়ার, ওয়ার্ক ও স্টাডি ভিসা প্রত্যাশীদের জন্য যা বললেন যুক্তরাজ্যের নিউক্যাসলের সাবেক লর্ড মেয়র হাবিবুর রহমান।

#কেয়ারভিসা #লন্ডন #সিলেট

11/02/2024

ওসমানীনগরে খুনের ঘটনায়
হত্যাকারীর দুষ্টান্তমূলক বিচারের দাবি ভাইয়ের।
#ওসমানীনগরেখুন #খুন

11/02/2024

ওসমানীনগরে চাচাতো ভাইদের হাতে ভাই খুন।
#খুন #ওসমানীনগরেকুপিয়েহত্যা

10/02/2024

সড়ক দুর্ঘটনা রোধে স্পীড ব্রেকার স্থাপনে সরকারকে সহযোগিতা দিতে চান যুক্তরাজ্য প্রবাসী আমাদ আলী।

ডেস্ক রিপোর্ট: গত ২৯ জানুয়ারি চ্যারেটি ওয়ার্ক করার উদ্দেশ্যে পরিবার নিয়ে দেশে ফিরেন যুক্তরাজ্য প্রবাসী ওসমানীনগরের পাচপাড়া গ্রামের আমাদ আলী। পরদিন সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা সড়কেরমুখ এলাকায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য পরিবার নিয়ে রক্ষা পান তিনি। দুর্ঘটনার পর থেকে তিনি আতঙ্কিত রয়েছেন। তিনি মনে করছেন আরেকটা নতুন জীবন পেয়েছেন। এর আগে তিনি করোনা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুর দোয়ার থেকে ফিরে ছিলেন। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের বাজার ও জনকোলাহলপূর্ণ এলাকায় স্পীড ব্রেকার স্থাপনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই প্রবাসি। নর্থইস্ট বাংলাদেশী এওয়ার্ডস (নিবা) এর প্রতিষ্ঠাতা আমাদ আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জানান, বাংলাদেশে অবস্থানরত রুহিঙ্গাদের জন্য রমজানের খাবারের জন্য কিছু আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে পরিবার নিয়ে দেশে দেশে এসছেন। দেশে ফেরার পরদিন মাইক্রোযোগে শেরপুর থেকে বুরুঙ্গার আনোয়ারপুর যাচ্ছিলেন। মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের জন্য সড়কের পাশে অপেক্ষমান অবস্থায় একটি দ্রæতগতির ট্রাক তাদের মাইক্রোকে ধাক্কা দিলে মাইক্রোটি ছিটকে পড়ে ধুমড়েমুচড়ে যায়। তবে অলৌকিক ভাবে তাদের কোন ক্ষতি না হলেও ট্রাক চালক গুরুতর আহত হয়। ঘটনাস্থলে কোন স্পীড ব্রেকার থাকলে এমন দুর্ঘটনা ঘটতো না বলে তিনি মনে করেন। দুর্ঘটনারোধে মহাসড়কের পাশে যেখানে বাজার ও জনকোলাহলপূর্ণ এলাকা রয়েছে সেখানে স্পীড ব্রেকার স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি।
তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন সিটি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র হাবিবুর রহমান হাবিব, প্রবাসী
আমাদ আলী বলেন, বিদেশে থাকলেও আমাদের মনপ্রাণ দেশে পড়ে থাকে তাই নারীর টানে দেশে আসি। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। মনে হয়েছে নতুন জীবন ফিরে পেয়েছি। করোনাকালীন সময়ে আক্রান্ত হয়ে মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসে নতুন জীবন পেয়েছিলাম। সেই সময় ‘এ মিলিয়ন স্টেপ টু ফাইট কোভিড’ নামে একটি ফান্ড তৈরি করে অর্ধেক ফান্ড সে দেশের ন্যাশনাল হেলথ সার্ভিসকে এবং অর্ধেক বাংলাদেশী রোহিঙ্গা শরনার্থীদের জন্য দিয়েছি। দেশে ফিরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যেন আবার নতুন আরেকটি জীবন পেলাম। সড়ক দুর্ঘটনারোধে স্পীড ব্রেকার স্থাপনে সরকার চাইলে আমরা প্রবাসীরা সরকারকে সাধ্যমতো সহযোগিতা করবো।
#সড়কদূর্ঘটনা #প্রবাসী #যুক্তরাজ্যপ্রবাসী

10/02/2024

যুক্তরাজ্যে ৮শ বছরের ইতিহাস পরিবর্তন করে মায়ের প্রেরণায় প্রথম লর্ড মেয়র হয়েছিলেন ওসমানীনগরের হাবিবুর রহমান।

মা আশরাফিয়া খানমের প্রেরণায় যুক্তরাজ্যে ৮শ বছরের ইতিহাসে প্রথম লর্ড মেয়র হয়েছিলেন ওসমানীনগরের হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাজ্যের মাটিতে হার না মানা এক মা ওসমানীনগরের আশরাফিয়া খানম। যুক্তরাজ্যে বর্ণবাদিদের হাতে স্বামী আজিজুর রহমান খুন হওয়ার পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে গিয়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে টিকে থেকে প্রতিষ্ঠিত করেছেন ৫ ছেলেকে। তার ৪র্থ ছেলে হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্যের নিউক্যাসল সিটি কাউন্সিলের লর্ড মেয়র নির্বাচিত হয়েছিলেন। নিউক্যাসল সিটি কাউন্সিলে বিগত ৮শ বছরের ইতিহাসে সাদা ও খ্রিস্টান ছাড়া তিনিই প্রথম কালো ও মুসিলম বাঙ্গালী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। মা কে বানিয়েছেন তিনি কাউন্সিলের মামা শেরিফ। ৮২ বছরের বৃদ্ধা আশরাফিয়া খানমের সাথে কথা বলে জানা গেছে, ১৯৬২ সালে ওসমানীনগরের শাহজানপুর গ্রামের আজিজুর রহমান ওরফে মনু মিয়ার সাথে তাঁর বিয়ে হয়। স্বামী আজিজুর রহমান ছিলেন একজন দর্জি ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করতেন। সংসার জীবনে তার ৫ জন পুত্র সন্তান জন্ম নেয়। ১৯৬৩ সালে আজিজুর রহমান যুক্তরাজ্যে গিয়ে লন্ডন শহরে একটি কাপড়ের কারখানায় কাজ করতে শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৭৭ সালে স্থান পরিবর্তন করে নিউক্যাসল আপন টাইন শহরে তাঁর বড় ভাই আতাউর রহমান ওরফে সুনু মিয়ার সাথে যৌথভাবে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। রেস্টুরেন্টে তিনি ম্যানেজারের দায়িত্ব পালনকালে কাজ শুরুর কয়েক দিন পর একদিন রাতে এক সাদা ব্যক্তি ছুরি হাতে রেস্টুরেন্টের ৪ কর্মচারীর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আজিজুর রহমান হয়ে হামলাকারীকে থামাতে গেলে তাঁর বুকে ছুরিকাঘাত করে হামলাকারী এতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অপর সিলেটিরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিউক্যাসল শহরের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ওয়াহিদ উদ্দিন আহমদ কুতুবের প্রচেষ্ঠায় ৪০ দিন পর নিহত আজিজুর রহমানের লাশ দেশে পৌছে। আজিজুর রহমানের মৃত্যুর পর আশরাফিয়া বেগম তাঁর এতিম ৫ সন্তান মুজিবুর রহমান মধু , ফজলুর রহমান লুদু, বজলুর রহমান লেবু, হাবিবুর রহমান হাবিব ও আখলাকুর রহমান আখলাককে নিয়ে মানবের জীবন যাপন করতে থাকেন। কোন আয় রোজগার না থাকায় সম্পত্তি বিক্রি করে সন্তানদের ভরণপোষণ করতে থাকেন। এক পর্যায়ে তাঁর বড় ভাই ইন্তাজুর রহমানের প্রচেষ্ঠায় ৫ সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে গমণ করেন। সেখানে গিয়ে তিনি বর্ণবাদকে উপেক্ষা করে সন্তানদের লেখাপড়া শিখিয়ে গড়ে তোলেন। তাঁর ৪র্থ ছেলে হাবিবুর রহমান হাবিব সেখানে ডিপ্লোমা পাশ করে সেদেশের রাজনীতিতে জড়িয়ে পড়েন।
২০১০ সালে তিনি নিউক্যাসল আপন টাইন সিটি কাউন্সিলে নির্বাচন করে কাউন্সিলর নির্বাচিত হতে সক্ষম হন। ২০১৮ সালে তিনি কাবিনেট ফোস অর্জন করেন। ২০১০ সালের মে মাসে শেরিফ অ্যান্ড ডেপুটি মেয়র নির্বাচিত হন মে ২০২১ হতে মে ২০২২ পর্যন্ত লর্ড মেয়র নির্বাচিত হন। বিগত ৮শ বছরের মধ্যে নিউক্যাসল সিটিতে ইংলিশ ও খ্রিস্টান ছাড়া তিনিই প্রথম কালো বাংলাদেশি মুসিলম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেন। হাবিব মেয়র নির্বাচিত হওয়ার পর আশরাফিয়া খানম সকল ছেলেকে নিয়ে তার স্বামীকে যে স্থানে হত্যা করা হয়েছিল সেখানে যান। স্বামীর হত্যার স্থানে দাঁড়িয়ে তিনি সর্বদা সত্য কথা বলা, প্রতি হিংসা বা বিদ্বেষ না রাখা, গরীব অসহায়দের ভালোবাসা ও উদারতা পোষণ করা এবং আল্লাহর প্রতি অনুগত্য থাকার উপদেশ দেন সন্তানদের। একই সাথে তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দেন এবং সন্তানদেরও ক্ষমা করে দিতে বলেন। তাঁর সেদিনের কথাগুলো যুক্তরাজ্যের অনেক মিডিয়াও প্রকাশ পেয়েছিল।

#লর্ডমেয়র

03/02/2024

আজ রাতে গোয়ালাবাজারে অর্ধ শতাধিক হত দরিদ্র শীতার্ত ভাসমান ও প্রতিবন্ধী মানুষের মাঝে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করি।

03/02/2024

ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে পাক পাঞ্জাতন দরবার শরীফ পাঞ্জাতন বাড়ীতে বার্ষিক উরুস মোবারক। খেদমতে- আব্দুল মঈন চিশতি। পরিচালনায় সিকন্দরপুর পশ্চিমগাও বর্তমান বড় ইসবপুর গ্রামের আব্দুল মঈন চিশতির ছোটভাই জায়েদ আহমদ।

15/01/2024

নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় পপি গাইডের পপি।

10/01/2024

#কাদির_মামু_তাবিজ_মারে_ভিংরাজ_মেম্বার_পাতলা_মারে

#কাদিরমামু #ভিংরাজমেম্বার #ব্যারিস্টারসুমন

08/01/2024

ইয়াহইয়া চৌধুরী'র সমর্থকদের মারধরের অভিযোগ।
>>>>>>>>>>>>>>>>>>

সিলেট-২ আসনে ওসমানীনগরে কে কত ভোট পেলেন।
08/01/2024

সিলেট-২ আসনে ওসমানীনগরে কে কত ভোট পেলেন।

07/01/2024

সিলেট-২ আসনে ৪ প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা।
>>>>>>>>>>>>>>>>>>

সিলেট-২ আসনে নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন করেছেন, মুহিবুর রহমান, মোকাব্বির খান, ইয়াহইয়া চৌধুরী ও আব্দুর রব মল্লিক।
07/01/2024

সিলেট-২ আসনে নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন করেছেন, মুহিবুর রহমান, মোকাব্বির খান, ইয়াহইয়া চৌধুরী ও আব্দুর রব মল্লিক।

07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম হযরত শাহ জালাল (র:) কামিল মাদ্রাসা সেন্টারে ভোট গ্রহণ।

07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সেন্টারে ভোট গ্রহণ।

05/01/2024

ওসমানীনগরে মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ নৌকার সমর্তনে দিনভর গণসংযোগ।

04/01/2024

🔴 LIVE: ওসমানীনগরে ইয়াহইয়া চৌধুরী'র বিশাল জনসভা।
>>>>>>>>>>>>>>>>>>>>

04/01/2024

🔴 LIVE: ওসমানীনগরের গোয়ালাবাজারে ইয়াহইয়া চৌধুরীর নির্বাচনী বিশাল জনসভা।
#জাতীয়পার্টি #সিলেট২ #জাতীয়_নির্বাচন২০২৪

03/01/2024

||সিলেট-২ আসন||
ওসমানীনগরে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর সমর্তনে মহিলা আওয়ামীলীগের গণসংযোগ।
#জাতীয়_নির্বাচন #সিলেট২_আসন

01/01/2024

সিলেট জোন-২ এ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলায় একাডেমী চ্যাম্পিয়ন নুনু ফুটবল একাডেমি ওসমানীনগর।
>>>>>>>>>>>>>>>>>>>

01/01/2024

ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ বছরের প্রথম দিন বই বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষক মো. শামছুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আনোয়ার হোসেন আনার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর সহকারি কমিশনার রাজিব দাশ পুরকায়স্থ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ম্যানেজিং কমিটির সদস্য আলাউর রহমান আলা, মন্নান বক্স, আব্দুল মান্নান, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী প্রমুখ।

31/12/2023

ওসমানীনগরের গোয়ালাবাজারে সম্রাট আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার।
>>>>>>>>>>>>>>>>>>>>>>

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Merlin TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Merlin TV:

Videos

Share


Other Broadcasting & media production in Sylhet

Show All

You may also like