সিলেটের হেল্প পেইজ

সিলেটের হেল্প পেইজ মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্য?

04/01/2026

আসসালামু আলাইকুম। আজ আমি চক্ষু হসপিটাল যাই ডক্টর দেখানোর পরে ডক্টর আমাকে জিজ্ঞেস করে কি সমস্যা তো নরমাল ভাবে আমি বলি মাথা ব্যথা করে এবং নাকে মাংস বাড়ছে।সাথে আমার আন্টি ছিলেন ডক্টর ওনাকে আড়ালে বললেন আমার সমস্যা দিন দিন বাড়বে। আন্টিকে আমি এটা বলার পরে তিনি বলেন ডক্টর ওনাকে নাকি বলছে আমাকে দ্রুত বিয়ে দিতে নয়তো সমস্যা গুলো নাকি কমবে না উল্টো বাড়বে। আরো দুই বছর আগে আমি কাশির জন্য ডক্টর দেখাই ওই ডক্টর কে বলি আমার পিরিয়ড রেগুলার না পরে ডক্টর বললো বিয়ে দিয়ে দিতে নয়তো বাচ্চা হতে সমস্যা হবে। আমার বয়স ২২ তো আমি জানতে চাচ্ছি আমার শরীরের এসব রোগের সাথে বিয়ে করার সম্পর্ক কি? প্লিজ উওর করবেন।

04/01/2026

যেখানেই খনিজ সম্পদ আছে, সেখানেই যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করতে চলে যায়। ভেনেজুয়েলায় প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ‘মাদুরো’ এর অপরাধ ছিল— সে যুক্তরাষ্ট্রকে তার দেশ থেকে তেল লুটপাট করতে বাধা দিয়েছিল। মার্কিন লুটেরাদেরকে দেশ থেকে বের করে দিয়েছিল। সেই অপরাধে তাকেও ইরাকের সা'দ্দা'মের মতো পরিণতি বরণ করতে হলো।

এই কুখ্যাত সন্ত্রা.সী, লুণ্ঠনকারী জালিম যুক্তরাষ্ট্রের পতন না হওয়া পর্যন্ত বিশ্বে শান্তি ফিরে আসবে না। সারা পৃথিবীর সকল অশান্তির মূল এই জানো.য়ার যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলায় হামলার পর সেখানের প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে মেরিকা।

আল্লাহ এদেরকে ধ্বংস করুন।

মাসুম বিল্লাহ

04/01/2026

জরুরী সংস্কার কাজের জন্য সোমবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সম্ভব হবেনা।
সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্ভব হবেনা।

04/01/2026

সন্তানের বয়স ১৮ হলে, তার কাছ থেকে প্রতি মাসে 'ভাড়া' নেওয়া শুরু করুন। না, আমি Fun করছি না। এটি এমন একটি শক্তিশালী কৌশল যা আপনার সন্তানকে আর্থিকভাবে স্বাধীন হতে শেখাবে এবং একই সাথে একটি বিশাল সারপ্রাইজ গিফট তৈরি করবে!👇

04/01/2026

স্কুল আমাদের সন্তানদের অনেক কিছু শেখায়, কিন্তু বাস্তব জীবনের সবচেয়ে জরুরি জিনিসটা শেখায় না—টাকা কীভাবে কাজ করে। কীভাবে বাজেট করতে হয়, কীভাবে দায়িত্ব নিতে হয়, এবং কীভাবে স্বাধীন হতে হয়—এই শিক্ষাগুলো তাদের নিজেদেরই অর্জন করতে হয়, প্রায়ই অনেক ভুলের মাধ্যমে।
কিন্তু একটি উপায় আছে, যা দিয়ে আপনি আপনার সন্তানকে এই অমূল্য শিক্ষাগুলো দিতে পারেন এবং একই সাথে তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন।
গেম প্ল্যানটা কী?
স্কুলের রেজাল্ট বা ছোটখাটো ভুল নিয়ে সন্তানদের বকাঝকা না করে, তাদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করুন। যখন আপনার সন্তানের বয়স ১৮ হবে বা সে কোনো না কোনোভাবে আয় করা শুরু করবে (টিউশনি, পার্ট-টাইম জব, বা এমনকি আপনার দেওয়া পকেট মানি থেকেও), তখন থেকে প্রতি মাসে তার কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা "ভাড়া" বা "Family Contribution" হিসেবে চার্জ করুন।
কিন্তু আসল ম্যাজিকটা অন্য জায়গায়...
এই কৌশলের সবচেয়ে শক্তিশালী অংশটি হলো এর টুইস্ট। আপনি আপনার সন্তানের কাছ থেকে যে টাকাটা নিচ্ছেন, তা আপনি নিজের জন্য খরচ করবেন না।
- গোপনে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন: আপনার সন্তানের নামে বা তার জন্য একটি আলাদা সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস (DPS) খুলুন।
- প্রতিটি টাকা জমা রাখুন: প্রতি মাসে তার কাছ থেকে নেওয়া প্রতিটি টাকা চুপচাপ সেই অ্যাকাউন্টে জমা করতে থাকুন। তাকে এই বিষয়ে কিছুই বলবেন না।
- ধারাবাহিক থাকুন: এই কাজটি religiously, অর্থাৎ ধর্মের মতো নিষ্ঠার সাথে প্রতি মাসে করতে থাকুন, কোনো মাস যেন বাদ না যায়।
The Big Reveal: ২৪তম জন্মদিনের সেরা উপহার
ভাবুন তো সেই মুহূর্তটার কথা। আপনার সন্তানের ২৪তম জন্মদিনে আপনি তার হাতে একটি ব্যাংক স্টেটমেন্ট বা ডিপিএস-এর কাগজপত্র তুলে দিলেন, যেখানে কয়েক লাখ টাকা জমা হয়ে আছে!
এই টাকাটা হতে পারে তার প্রথম বাড়ি কেনার ডাউন পেমেন্ট, তার প্রথম ব্যবসার প্রাথমিক পুঁজি, বা তার প্রথম বড় কোনো বিনিয়োগ।
এতে আপনি তাকে দুটি জিনিস উপহার দিলেন:
- Leverage: আপনি তাকে এমন এক আর্থিক সূচনা দিলেন, যা দিয়ে সে তার জীবনের দৌড়ে অন্যদের চেয়ে ১০ ধাপ এগিয়ে থাকতে পারবে।
- The Habit: এর চেয়েও মূল্যবান উপহার হলো, গত ৬ বছরে সে নিজের অজান্তেই টাকা জমানো, বাজেট করা এবং দায়িত্ব নেওয়ার অভ্যাসটি তৈরি করে ফেলেছে। সে শুধু টাকা পায়নি, সে টাকা ম্যানেজ করার শিক্ষাও পেয়েছে।
এভাবেই জেনারেশন তৈরি হয়, শুধু টিকে থাকা নয়।
কিছু প্র্যাকটিক্যাল টিপস:
- পরিমাণটা বাস্তবসম্মত রাখুন: "ভাড়া"-র পরিমাণ এমন রাখুন যা আপনার সন্তানের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। তার আয়ের ১০-২০% দিয়ে শুরু করতে পারেন।
- খোলামেলা আলোচনা করুন: তাকে বলুন যে এটা তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করার একটি ট্রেনিং।
- আর্থিক জ্ঞান দিন: এই সময়টাতে তাকে বাজেট করা, বিনিয়োগ করা এবং টাকা জমানোর গুরুত্ব সম্পর্কে শেখাতে থাকুন।
কিছু ভালো রিসোর্স:
- বই: "Rich Dad Poor Dad" বা "The Psychology of Money"-এর মতো বইগুলো তাকে পড়তে উৎসাহিত করুন।
- বিনিয়োগ সম্পর্কে জানতে: বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটটি দেখতে পারেন:
https://www.dse.com.bd
- ইউটিউব: "Financial Literacy Bangladesh" লিখে সার্চ করলে অনেক ভালো ভালো শিক্ষামূলক চ্যানেল পাবেন।
এই পোস্টটি সেভ করে রাখুন এবং আপনার সেইসব বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করুন যারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন।

04/01/2026

র‍্যাব জানায়, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সে ভুক্তভোগীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান এবং পরে নিজেই বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর সমীরন মালাকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

04/01/2026

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢালার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভিডিও দেখেই ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মাদ্রাসার তিন ছাত্র ও দুই শিক্ষকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা এক নারী খুঁটির সঙ্গে বাঁধা। আশপাশে কয়েকজন ঘিরে রেখেছেন। দেখেই বোঝা যাচ্ছে জটলা সৃষ্টি হয়েছে। তার গায়ে ছোট বালতি ও মগ দিয়ে পানি ঢালছেন দুজন। মুখে ছিল হাসি। তবে ওই নারীর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল ঠান্ডায় অস্বস্তিতে অনুভব করছেন।

04/01/2026

সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর..

04/01/2026

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশওই ব্যক্তি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ আটক করে।

04/01/2026

খুব খারাপ লাগার একটা বিষয়। আজকে সকাল ১০ টা ৫০ মিনিটের সময় হুমায়ুন চত্বর থেকে ৩ জন বাহিরের ডিস্ট্রিক্ট এর টুরিস্টকে পুলিশ তাদের সাথে জাফলং থেকে ২ টা কম্বল কিনে আনার কারণে গাড়িতে তুলে থানায় নিয়ে গেলো। ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগতেছে।

আচ্ছা ৩ জন পর্যটক ২ টা কম্বল আনলে কি আইন ওদেরকে এভাবে ফাঁসানোর কোন বিধান আছে?
Inbox থেকে

04/01/2026

আমি সম্প্রতি একটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি। সম্পর্কের বয়স বেশি দিন হয়নি। ৫-৬মাস চলছে। মেয়েটিও আমাকে ভালবাসে,এবং আমি ও। কিন্তু আমার কিছু জিনিস মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আমার সাথে সম্পর্কে আসার আগে মেয়েটি আরেকটি সম্পর্কে ছিল। মানে আমি বর্তমানে তা দ্বিতীয় ব্যাক্তি। যাইহোক, মেয়েটির আগে সম্পর্কটি ছিল ৩-৪ বছর। ওই সম্পর্কে থাকা অবস্থায় মেয়েটি ওই ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।এবং তারা ৩-৪বার ও মিলিত হয়। পরবর্তীতে ওই ছেলেটি তার সাথে ভীষণভাবে চিট করে।এবং মেয়েটিও ভেঙে পড়ে ভীষণ ভাবে। ওদের এই রিলেশনশিপ এর বিচ্ছেদ ঘটে আজ প্রায় ১বছর হয়েছে। এসব ঘটনা মেয়েটি আমাকে সম্পর্ক শুরুতেই অবগত করেছিল।এসব বিষয় নিয়ে।এবং সে তার করা এসব কাজের জন্য অনুতপ্ত ও লজ্জিত বোধ করে। এখন সে আমাকে বলে সে আমাকে ভালোবাসে এবং সে আমাকে বিয়ে করবে। তার সাথে যদি আমার ১০টা কথা হয় তার ৮টাই ও বিয়ে প্রসঙ্গে বলে। ও বলে এভাবে সম্পর্কে সে থাকবে না। যেকোনো মূল্যে ওর আমারেই লাগবে। ও তার ব্যাপারে কোনো কিছুই লুকোয় না।কারণ,ও নিজেই চায় না আমাদের মাঝে এসব নিয়ে কোনো ঝামেলা হোক। ও সব সময় আমার সাথে ক্লিয়ার থাকতে চায়।আরো বলে রাখি,আমি আমার জীবনে কোনো মেয়ের সাথে "শারীরিক সম্পর্ক" করি নাই।আর এমন চিন্তাও মাথায় আসে না(যা হবে বিয়ের পর)।আমি আমার জায়গা থেকে নারীদের যথেষ্ট সম্মান করে চলি।তাই বলতে পারেন এই বিষয়টি আমাকে একটু প্যারা দিচ্ছে।
এখন আমার কিছু প্রশ্ন হচ্ছে:

*এই মেয়ের সাথে বিয়ের ব্যাপারে কি আগানো ঠিক হবে? যেহেতু ও আগে এমন ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছিলো এবং এ বিষয়টা আমাকে মাঝে মাঝে প্যারা দেয়।

*শুনেছি মেয়েরা তার জীবনের ২য় পুরুষকে অনেক ভালোবাসে।আসলেই কি তাই?

*সে কি মানিয়ে নিয়ে থাকতে পারবে ?

Inbox থেকে

04/01/2026

গাজার রাফা ক্রসিং পরিদর্শন করলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

Address

Shibgonj
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটের হেল্প পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share