The Visca '

The  Visca ' Inssaallah "
one day, everything will be oky!

05/08/2024

নিজেকে হারতে দেখে অভ্যস্ত আমি, আল্লাহ আমার দেশ যেনো না হারে৷🤲

04/08/2024

এবরেও যদি বন্ধু তুমি ভয় পাও, তাহলে জেনে রাখ আর কোন দিন উঠে দাড়াতে পারবে না।
নিরবতা আর সৃংঙ্খলা এগুলো তো সভ্য সমাজ প্রতিষ্ঠার পর!এবরেও যদি বন্ধু তুমি ভয় পাও, তাহলে জেনে রাখ আর কোন দিন উঠে দাড়াতে পারবে না।
নিরবতা আর সৃংঙ্খলা এগুলো তো সভ্য সমাজ প্রতিষ্ঠার পর!

03/08/2024

ছাত্রদের পক্ষে কথা বলতে, কোনো দল করা লাগে না,, শুধু মনুষ্যত্ব ও বিবেক লাগে!

03/08/2024

আজকে সিলেটে ইতিহাসের সবচাইতে বড় ছাত্র-জনতার আন্দোলন হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

সিলেটের জনতার প্রতি সমন্বয়কদের ডাক
তারিখঃ ৩ আগষ্ট, ২০২৪
সময়ঃ দুপুর ২ঃ০০ ঘটিকা
স্থানঃ শহিদ মিনার, চৌহাট্টা পয়েন্ট।

সবাইকে জানিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে

03/08/2024

- চাকরি পাবার জন্য এই ছাত্র আন্দোলনে আমি যোগ দেইনি.

- কারণ আমি সিলেটি আমার চাকরির প্রয়োজন নেই আমি আজ হোক কাল হোক আমি দেশ ছেড়ে চলে যাব .

- কিন্তু আমি একজন স্টুডেন্ট আমার বিবেক থাকতে আমি বাসায় বসে থাকতে পারিনি যেখানে আমার মত হাজারও স্টুডেন্ট ন্যায়ের জন্য লড়াই করতেছে সেখানে আমি কিভাবে বসে থাকবো আমার হাজার ও ভাই\ বোন ওরা মেরে ফেলছে .এখন অন্তর থেকে আমার নিজের মৃত্যুরই ভয় চলে গেছে এই স্বৈরাচার সরকারের জন্য এতটাই ঘৃণা মন থেকে আসতেছে যে যা বলার ভাষা নেই ।
তবে এই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত আজ না হোক কাল হবেই হবে ক্ষমতা চিরস্থায়ী নয় এই দুনিয়াও চিরস্থায়ী নয়।

- আমার বাসাটা পুলিশ ক্যাম্পের সাইটে কয়েকজন পুলিশ পরিচিত তাই আমাকে গ্রেফতার করতে পারেনি ওরা। তারপর ও আমি ওদেরকে ভয় পাই নি বাসা ছেড়ে যাইনি আমি আমার বাসায় স্থান নিয়েছি কারণ আমার অন্তরে কোন ভয় নেই কারণ আমি ন্যায়ের জন্য লড়তেছি আমি ন্যায়ের পক্ষে নিজের জীবন দিতেও প্রস্তুত এবং আন্দোলনে প্রতিদিনই যুক্তি হচ্ছি। আল্লাহই ভাল জানেন কি হবে আমার,, তবে আমার অন্তর বলতেছে শীঘ্রই হয়তো আমিও গ্রেফতার হয়ে যাব বা মৃত্যুর সাদ ও গ্রহন করতে পারি তবে আমি সব কিছুর জন্য প্রস্তুত । ( আল্লাহ ভরসা )

- লিখতে গেলে হাজারটা বই লিখতে পারবো এই ২৪ এর ভয়ংকর ইতিহাস নিয়ে।

- সবাই আমার জন্য একটু দোয়া করবেন 🖤


-

03/08/2024

আমরা কেউ এইমাসে কারেন্ট বিল দিবো না। দরকার হলে জরিমানা ফি সহ আগামী মাসে পরিশোধ করবো, না হলে আগামী মাসেও দিবো না।
রাজস্ব যখন প্রায় খালি হবে তখন এই গুন্ডাদের বেতন কোথা থেকে দিবে? অসন্তোষ দেখা দিবে তখন।আমরা ১ কোটি জন যদি গড় ৫০০ টাকা পরিশোধ না করি তাহলে ১ মাসে প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া, তারউপর রেমিট্যান্স ও কম।
আমরা যেহেতু আন্দোলন করতে যাচ্ছি না, আমি এসব কৌশল ব্যবহার করতে পারি।

কপি পোস্ট

02/08/2024

আজীবন ক্ষমতায় থাকবে না কেউই। সময় বদলাবে। ক্ষমতা বদলাবে। রক্ত ঠান্ডা হবে। পেটে টান পড়বে। পেশী জোড় কমে যাবে। মাথার উপর ভাই, ব্রাদার, বন্ধু, নেতা কেউই থাকবে না। সব সরে যাবে। আপনি সংসার জীবনে যাবেন। স্ত্রী সন্তান হবে। নানান পেশায় জড়িয়ে জীবন যুদ্ধে নামবেন। আপনার জীবনের পুরো দৃশ্যপট ই বদলে যাবে। আজ যা করছেন তার প্রতিক্রিয়া হয়তো আপনি এখন পাবেন না। কালকেও পাবেন না। পরশুও পাবেন না। কিন্তু আপনাকে আজীবন প্রস্তুত থাকতে হবে। কারণ, যে মারে সে ভুলে যায়, কিন্তু যে মার খায় সে কখনো ভুলে না। তাই শত্রু না বানিয়ে, বন্ধু বানান। জীবন অনেক বড়। অনেক বাঁক। কোন বাঁকে এক সময় কোথায় গিয়ে পরবেন নিজেও জানেন না। সেদিন হয়তো অনেক আফসোস করবেন কিন্ত করবার কিছুই থাকবে না।
The Visca '

02/08/2024

আগামী রবিবার থেকে অসহযোগ আন্দোলন সফল করার জন্য আপনারা-
১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না।
২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন।
৩) সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন।
৪) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন।
৫) রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন।
৬) সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।

Remember that revolution will not come without suffering in personal life.It's now or never.

আমি আর কবিতা লিখবো না।আমি এখন ইতিহাস লিখব, একটা যুগের ইতিহাস ,একটা জাতির ইতিহাস।ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে ...
01/08/2024

আমি আর কবিতা লিখবো না।
আমি এখন ইতিহাস লিখব, একটা যুগের ইতিহাস ,একটা জাতির ইতিহাস।

ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে ,সেখানে এক জোড়া জুতো এনে রেখে দেব।

সেই জুতো ,
যে গুলো মানুষ চুরি হয়ে যাওয়া ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভিতরে নিয়ে রাখতে হয়।
পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল।

আমি গ্রামের বাজারে গিয়ে দশজন গিরস্তের কাছ থেকে দশ ফোঁটা দুধ কিনে এনে রেখে দেব এখানে।
আমি জানি ,রহস্য উদঘাটনের জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে।
অনেকক্ষণ রান্না করার পরও যখন এখান থেকে মালাই হবে না, দই মাখন হবে না, মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচাকেনার মান কেমন ছিল, ব্যবসায়ীক নৈতিকতা কেমন ছিল।

বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি রেখে দেব এর ভিতর।
ইতিহাস পাঠকরা যখন দেখবে উপাসনালয় গুলো সোনা রুপা মোড়ানো, আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুকদের কারো মুখে খাবার নেই ,কারো গায়ে পোশাক নেই।
পাটকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান এবং গোড়ামী দুটো সম্বন্ধেই পরিষ্কার ধারণা লাভ করতে পারবে।

আমি টাটকা নতুন কয়েকটা ১০০ টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতার সাথে গেঁথে রেখে দেব।
এটা দেখে পাঠকরা প্রথমে কিছু বুঝতে পারবে না, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখার পর তারা লক্ষ্য করবে যে ,প্রতিটি টাকার এক কোনে পোড়া। তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা করত।

আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ভ্রুন, খাল, বিল, জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্ত মাংস হাড় এনে রেখে দেব এখানে।
বইয়ের পাতা খুলতেই ওরা কান্না শুরু করে দেবে, ওরা চিৎকার করে বলবে আমরা নির্দোষ ছিলাম , আমাদেরকে অন্যায় ভাবে হত্যা করেছিল ওরা।
ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুমান করতে পারবে।

বন্দিসহ আস্ত একটা জেলখানা এনে আমি রেখে দেবো এর ভিতর।
মানুষেরা যখন দেখবে এর ভিতর কোন অপরাধী নেই,আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তে স্বীকার কিছু নিরপরাধ মানুষ।
তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল।

কোন এক সুন্দরী বধুর সুন্দর হাতে লেখা একটা প্রেমের চিঠি এনে রেখে দেবো এখানে।
চিঠির ভাষায় মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে, তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হতভম্ব হয়ে যাবে।
মানুষ যখন দেখবে এ চিঠি বধু তার স্বামীকে লিখেনি ,লিখেছে তার গোপন প্রেমিককে, তখন তারা আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে।

একজন পিতা আরেকজন পুত্রকে এনে রেখে দেবো এখানে আমি।
মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে, কিন্তু তার সম্পদশালী ছেলে তার কোন খোঁজ খবর নিচ্ছে না, তখন তারা আমাদের স্নেহপরায়ণতা ও দায়িত্বশীলতা সম্বন্ধে জানতে পারবে।

আমি বিশ্বকাপসহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কারের ট্রফি থেকে কিছু সোনা রুপা এনে রেখে দেবো এখানে।
ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় এবং চিকিৎসার অভাবে ভুগছে, কিন্তু মানুষেরা এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কাড়াকাড়ি করছে, পাঠকরা তখন আমাদের বুদ্ধি বিবেকের জীর্ণতা ও রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে।

শিক্ষাগুরুর যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করা কোন এক কিশোরীর ফাঁসির দড়িটা এনে রেখে দেবো আমি। সাথে তার লেখা চিরকুটটিও থাকবে।
ইতিহাস পাঠকরা চিরকুটটি পড়ে যা বোঝার তাই বুঝবে।

রাস্তার ধারে পড়ে থাকা মা হয়ে যাওয়া পাগলিটাকেও আনবো আমি।
ইতিহাস পাঠক পাগলীর পেটে থাকা বাচ্চার বাবার সন্ধান না পেয়ে, বুঝতে পারবে সে যুগে নারীর ইজ্জত কতটা নিরাপদ ছিল।

সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেবো।
মানুষেরা কলমটি হাতে নেওয়ার পর যখন এটার মধ্য থেকে কালি না পড়ে চোখের পানি পড়বে ,রক্ত পড়বে,তখন তারা বুঝতে পারবে সে যুগে সত্য কথা বলার কলম এবং কবি কোনটাই নিরাপদ ছিল না।
©

24/07/2024

‘অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল’।
( সূরা ইউনুস )

16/07/2024

আজীবন ক্ষমতায় থাকবে না কেউই। সময় বদলাবে। ক্ষমতা বদলাবে। রক্ত ঠান্ডা হবে। পেটে টান পড়বে। পেশী জোড় কমে যাবে। মাথার উপর ভাই, ব্রাদার, বন্ধু, নেতা কেউই থাকবে না। সব সরে যাবে। আপনি সংসার জীবনে যাবেন। স্ত্রী সন্তান হবে। নানান পেশায় জড়িয়ে জীবন যুদ্ধে নামবেন। আপনার জীবনের পুরো দৃশ্যপট ই বদলে যাবে। আজ যা করছেন তার প্রতিক্রিয়া হয়তো আপনি এখন পাবেন না। কালকেও পাবেন না। পরশুও পাবেন না। কিন্তু আপনাকে আজীবন প্রস্তুত থাকতে হবে। কারণ, যে মারে সে ভুলে যায়, কিন্তু যে মার খায় সে কখনো ভুলে না। তাই শত্রু না বানিয়ে, বন্ধু বানান। জীবন অনেক বড়। অনেক বাঁক। কোন বাঁকে এক সময় কোথায় গিয়ে পরবেন নিজেও জানেন না। সেদিন হয়তো অনেক আফসোস করবেন কিন্ত করবার কিছুই থাকবে না।

The Visca '

আমার ভাইদের র/ক্তাক্ত দৃশ্যপট যেনো আজ আকাশেও ফুটে উঠেছে।💔
15/07/2024

আমার ভাইদের র/ক্তাক্ত দৃশ্যপট যেনো আজ আকাশেও ফুটে উঠেছে।💔

15/07/2024

আমরা যারা পেজের এডমিন আছি৷ সারাদিন আজাইরা জিনিস পোস্ট করি৷ লেইম জিনিস পোস্ট করার কারণে অনেক কথাই শুনি৷ অথচ আজ কয়েকদিন ধরে এই লেইম পেজের এডমিনরাই দিনভর কোটা বিরোধী আন্দোলনে শামীল হয়েছিল৷ স্টুডেন্টসদের জন্যে পোস্ট করে যাচ্ছে৷ অথচ যাদের আপনারা আইডল মানেন৷ যাদের ফেসবুক সেলিব্রিটি ভাবেন৷ তারা নিজের লুঙ্গি ঠিক রাখার জন্যে চুপ করে বসে আছে

15/07/2024

আপনি আমি ছাত্রলীগ হই,ছাত্রদল হই কিংবা শিবির হই,বা যা হয়ে থাকি আজকের ঘটনা যদি আপনার কাছে ঘৃণ্য না হয় তবে আপনি বাঙালিও না রাজাকারও না,আপনি বিবেকহীন পরিচয়হীন..!🙂🫤

15/07/2024

নিজের বাপের খাইয়া পর'রে ডাকে অভিভাবক! কামলা হইয়া ইজ্জত বাঁচাতে নাম দিছে কর্মী আর মূর্খ গুলা এটাই বুঝেনা কর্মী আর কামলা যে এক!😅👍

15/07/2024

৫৩ বছর পর আজ সাধারন ছাত্র সমাজ। "রাজাকার"
শব্দের প্রকৃত অর্থ বুঝতে পেরেছে
#বৈষম্যের বিরুদ্ধে
আপোষহীন লরাইয়ের নাম।

Address

Sylhet City
Sylhet

Telephone

+8801891944502

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Visca ' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Visca ':

Videos

Share