জাকিরুল আলম জাকির

জাকিরুল আলম জাকির Allah is allmighy

07/01/2024

আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না!
তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন!
ইনশা আল্লাহ🤲

05/01/2024

- আজ শুক্রবার,❤️

- নিরবে ক'ষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুন,

- আমিন!🤲

04/01/2024

যেদিন থেকে আমি জানতে পেরেছি,আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ🤲🤲🤲

26/12/2023

কিছু ডাবল ফেইসের মানুষ দেখবেন আপনার সাথে চলাফেরা করবে আর ভালো সাজার ভান ধরে থাকবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে, ওরা পিছনে আপনার নামে মিথ্যা সমালোচনা করে বেড়ায়।😊💔

26/12/2023

ছোটো বেলায় কোথাও ব্যথা লাগলে, মায়ের সেই ফুঁ ফুঁ করে দিয়ে বলা, এখুনি সব ঠিক হয়ে যাবে।
আজ পর্যন্ত এমন মলম কোথাও পেলাম না।🙏🏻😢

24/12/2023

জিবনের কঠিন সময়ে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করেছে কোন প্রাপ্তির আশায় নয় তাঁরাই আত্মার আত্মীয়,রক্তের সম্পর্ক না থাকলেও তাঁরাই আপন💚

21/12/2023

'হে আল্লাহ! দুনিয়াতে কেও যদি আমার সাথে অন্যায় করে থাকে তাহলে তুমি আমাকে তৌফিক দিও তাকে যেনো আমি ক্ষমা করতে পারি, এই ক্ষমার বদলে তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ো। এই যে আমার কষ্ট হলো কিন্তু আমি সবর করলাম এই সবরের বদলে তুমি তাকে শাস্তি দিওনা, তার শাস্তি তো আমার আখিরাতের হিসাবে কোন প্রভাব ফেলবে না বরং এর বদলা হিসেবে আমাকে আখিরাতে পুরষ্কৃত করে দিও।

আর আমার দ্বারা যদি কারও প্রতি অন্যায় হয়, কারও হক নষ্ট হয়, ও আল্লাহ! তুমি আমাকে সেটা উপলব্ধি করার আর তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দিও, সৎ সাহস দিও। তার অন্তরে আমার জন্য ক্ষমার অনুভূতি ঢেলে দিও।'

আমিন ❤️

I've received 60,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
21/12/2023

I've received 60,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

20/12/2023

কাউকে পছন্দ না হলে এড়িয়ে চলা উচিত পেছনে সমালোচনা করে নিজের পাপের বোঝা বাড়ানোর কি প্রয়োজন🖤🫴

19/12/2023

খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে বিষ ঢেলে দিলে ওটার চিকিৎসা সম্ভব না ‌।
😎

14/12/2023

আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ভালো কিছু একটু দেরি করেই আসে, তাড়াহুড়ার কিছু নেই ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে 💯💚

13/12/2023

বিশ্বাস রক্ষা করতে শিখুন! বিশ্বাস মানুষকে অনেক উপরে নিয়ে যায়!আর বিশ্বাস ভেঙ্গে গেলে সত্যি কথাগুলোও মিথ্যে মনে হবে! 🙋

13/12/2023

হে আল্লাহ
মৃত্যুর সময় কালেমা নসিব করিও🤲
لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ
•─────আমিন─────•

পিয়াজ কাঁচামাল এটা পচনশীল, প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু কিনবেন, রান্নায় পেঁয়াজের ব্যবহার কিছুটা কমিয়ে দিন, প্রয়োজ...
10/12/2023

পিয়াজ কাঁচামাল এটা পচনশীল, প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু কিনবেন, রান্নায় পেঁয়াজের ব্যবহার কিছুটা কমিয়ে দিন, প্রয়োজনের বেশি অতিরিক্ত পেঁয়াজ কিনে ঘরে রাখবেন না, দেখবেন দুই-তিন দিনের ভিতরে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে,৫০০/ ১ কেজি এর বেশি কিনবেন না,তাহলেই ওদের পেঁয়াজ গোডাউনেই পচে যাবে, দাম কমাতে বাধ্য হবে, চলেন আওয়াজ তুলি একসাথে।

09/12/2023

বিদ্যুৎ ছাড়া একটা দিন যদি এত জঘন্য হয়, তাইলে কবরের একটা দিন কত কটিন ভেবেছেন কি?
আল্লাহ সকল কবর বাশিকে জান্নাতের মেহেমান হিসেবে কবুল করুন।

দ্বিতীয়বার সুযোগ দেওয়ার প্রশ্নই আসেনা
06/12/2023

দ্বিতীয়বার সুযোগ দেওয়ার প্রশ্নই আসেনা

05/12/2023

“জীবন নিয়ে দুঃচিন্তা করবেন না, কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য।

রিযিক নিয়ে পেরেশান হবেন না, রিযিকের বন্টন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।

ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, ভবিষ্যৎ ফায়সালাও আল্লাহর জিম্মায়।”

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 💓

এই দুনিয়ার জন্য কতই মায়া 😭
03/12/2023

এই দুনিয়ার জন্য কতই মায়া 😭

02/12/2023

এই দুনিয়াতে আমি মেহমান,মেহমানদের দুনিয়ার সব বিষয়ে নাক গলাতে নেই, চিন্তা করলাম যতদিন বেঁচে আছি দুনিয়া নিয়ে নাক গলাবো না....শুভ সন্ধ্যা 👋

02/12/2023

অদম্য মনোবল নিয়ে ধাপে ধাপে শিখে যাওয়ার নামই জীবন।শিখার তো শেষ নেই জানার ইচ্ছে প্রবল।

02/12/2023

শিক্ষীত আর মূর্খের মধ্যে পার্থক্য হলো, চিলে কান নিয়ে গেছে শুনে মূর্খ চিলের পিছে দৌড়ায় আর শিক্ষীত লোক আগে কানে হাত দিয়ে দেখে তার পর সিদ্ধান্ত নেয়👌👌

30/11/2023

ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে শিক্ষিত মূর্খরা ভাবে লোকটি দুর্বল। কিন্তু তারা জানেনা এই গুণটি অর্জন করা কত কঠিন।

29/11/2023

A mother is always a mother.
No matter how many times you break her heart,
she never stops worrying about her children and never stops praying for them.

𝙼𝚘𝚝𝚑𝚎𝚛'𝚜 𝚕𝚘𝚟𝚎

একজন মা সবসময় একজন মা।
আপনি তার হৃদয় কতবার ভেঙ্গে ফেলুন না কেন,
তিনি তার সন্তানদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন না এবং তাদের জন্য প্রার্থনা করা বন্ধ করেন না।

𝙼𝚘𝚝𝚑𝚎𝚛'𝚜 𝚕𝚘𝚟𝚎

26/11/2023

আজ অনেকের রেজাল্ট ভালো আসবে অনেকের খারাপ আসবে। এটা নিয়ে কখনোই মন খারাপ করবে না,অনেকে ভাবে এখানেই হয়তো সব শেষ। একদম না,সবে মাত্র জীবনের শুরু!

তোমার জন্য হয়তো আল্লাহ আরো ভালো কিছু রেখে দিয়েছেন,সঠিক সময়ে তুমি ঠিকই সেটা পেয়ে যাবে। হতাশ হওয়া যাবে না,নিজের প্রতি আত্নবিশ্বাস রাখবে সব সময়! 🖤

26/11/2023

"নামাজ" হলো এমন একটি ইবাদত.!
যা মানুষের আত্মা এবং শরীর দুইটাকে'ই সুস্থ রাখে।"আলহামদুলিল্লাহ" -🌸

মনোবিজ্ঞানীদের মতে,যদি তুমি ক'ষ্টে বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো! কারন মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোশিন ...
25/11/2023

মনোবিজ্ঞানীদের মতে,
যদি তুমি ক'ষ্টে বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো! কারন মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোশিন নামক কেমিক্যাল রিলিজ করে! যার ফলে মুড ভালো হয়ে যায়....❤️

25/11/2023

নামাজ শেষ করার পর মসজিদে কিছুটা সময় বসে থাকার মুহূর্তটা একটা অন্যরকম শান্তি দেয়!🖤🥰

24/11/2023

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ):

কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না।আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।"

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।

আল্লহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।

23/11/2023

নিরাশ কেনো হচ্ছো?
তোমার মনের গভীর থেকে গভীরতম সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন।
ধৈর্য ধরতে হবে তো! আল্লাহ যা করেন,সেই সব কাজের ভিতর কোন না কোনও কারণ থাকে। আল্লাহর উপর ভরসা রাখো....আল্লাহ কষ্টের পর সুখ অবশ্যই দিবেন।

ইনশাআল্লাহ"

21/11/2023

যদি দেখেন নামাজ না পড়লে আপনার ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপর রহমত নাযিল করেছেন!🖤

আলহামদুলিল্লাহ!❤️🌸

05/11/2023

ওই কপাল কখনোই খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সেজদা করে তাই নামাজ পড়লে আল্লাহ অবশ্যই সঠিক পথ দেখাবেন এতে কোন সন্দেহ নাই।

31/10/2023

জীবনকে উপভোগ করতে হলে অভিমান নয় নিজের সাথে অভিনয় করতে হবে।

30/10/2023

ক্ষমতার দাপট,অর্থের অহংকার আর অট্টালিকা নিয়ে ব্যাস্ত থাকা মানুষটি ভুলে যায় যে,মাত্র সাড়ে তিন হাত জায়গাই তার এ কমাত্র সম্বল!

23/10/2023

এটাই আসল বাস্তবতা 👋
খুব কাছের বলতে কি আদৌ কেউ আছে? কত কাছের মানুষের কথায় ক্ষতবিক্ষত হয়ে যায় অন্তর! কত গভীর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় মুহুর্তেই! পাহাড়সম বিশ্বাস ছিল যার প্রতি, অবিশ্বাসের দেয়াল উভয়ের মাঝে দাঁড়িয়ে যায় সহসাই!

মানসিক কষ্ট যাই আপনি পেয়ে থাকেন এই দুনিয়ার জীবনে, তার সিংহভাগই তো আসে এই কাছের মানুষদের থেকে। প্রচন্ড বিপদে দিক বিদিক শুন্য আপনি, অবাক হয়ে তাকিয়ে দেখবেন, আপনার ভালবাসার মানুষগুলোর মধ্যেই অনেকে সেদিন চিনেও করবে না চেনার ভান।

এ পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ফোরন হয় মানুষের এই ছোট্ট অন্তরে। আর তা হয় মানুষের কারনেই।

এরই নাম দুনিয়া। গেঁথে নিন অন্তরে, এ দুনিয়া আপনার বাড়ি নয়। এখানকার কষ্টগুলোও চিরস্থায়ী নয়। দেখবেন, কষ্টগুলো তখন আর অসহ্য মনে হবে না। পারবেন শত বিপদেও বলতে সহজেই “আলহামদুলিল্লাহ”।

বিশ্বাস করুন গভীরভাবে, আপনার একমাত্র বন্ধু আপনার রব। যিনি আপনাকে মায়ের পেটে লালন পালন করেছেন, যখন আপনার কোনই বন্ধু ছিল না। কবরের একাকিত্বে যদি কেউ সাথী হয়, তাহলে হবে একমাত্র তারই রহমত ও দয়া। তাকে সন্তুষ্ট রাখাই যদি হয় আপনার একমাত্র চাওয়া পাওয়া, কে দুরে সরে গেলো, কেই বা কাছে আসলো, খুব একটা ভাবান্তর আর হবে না কখনই।

20/10/2023

ধৈর্য রাখো, সবকিছু
সহজ হওয়ার আগে
কঠিন হয়।
শেখ সাদী(রঃ)

21/09/2023

**আজ যখন শুনি কেউ আমার নামে গীবত করছে বা মিথ্যা রটাচ্ছে বা আমার বিপরীত ষরযন্ত্র করছে তার বিপরীত একটা খারাপ চিন্তাও আমার মাথায় আসেনা
শুধু বলি আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর)

** আজ যখন কেউ আমাকে হিংসা করে তখন বলি আলহামদুলিল্লাহ ( সমস্ত প্রশংসা আল্লাহর)

**আজ যখন কেউ অন্যায় আচরণ করে তখন বলি আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর)

**কার সাথে তর্কে জড়াই না, সে যা বলছে তাই সঠিক তাই আজ শব্দহীন শুধু শুনে যাই আর শুধু বলি
আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর)

18/09/2023

❝শক্তির জোরে রিজিক পাওয়া গেলে বাঘ কোনো দিন না খেয়ে থাকতো না আর চড়ুই পাখি রিজিকই পেতো না। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।❞

14/09/2023

ঐ কপাল কখনোই খারাপ হতে পারে না যে কপাল তার সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহকে সিজদা করে। পরিকল্পনা একমাত্র আল্লাহর হাতে।

14/09/2023

এখন যৌবন যার ইবাদত করার শ্রেষ্ঠ সময় তার।

08/09/2023

একই পাপ বারবার করার কারনে একটা সময় এসে আমরা সেটাকে পাপই মনে করিনা। এটা খুবই ভয়াবহ ব্যাপার!!

Address

Kumarpara
Sylhet
3100

Telephone

+8801711156795

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাকিরুল আলম জাকির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাকিরুল আলম জাকির:

Share



You may also like