AllahuAkbarツ-الله أكبر

AllahuAkbarツ-الله أكبر Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AllahuAkbarツ-الله أكبر, Broadcasting & media production company, Dhakadakshin, golapgonj, Sylhet.

02/05/2022

কুরআন নাজিলের মাসের শেষ দিনের সময় কাটুক কুরআনের সাথে।
[] ৩০তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

02/05/2022

আলহামদুলিল্লাহ 🥰🥰
চলছে নিশ্চিন্ত শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাযের সব রকমের প্রস্তুতি। ঈদের দিন যারা ঈদের নামাজ আদায় করতে আসবেন তাদের যেন কোন রকমের সমস্যা না হয় তার সার্বিক প্রস্তুতি চলছে।ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাঁশের অবকাঠামো নির্মাণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।
পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮ঃ৩০ মিনিটে নিশ্চিন্ত শাহী ঈদগাহ মাটে অনুষ্ঠিত হবে।

01/05/2022

ঈদের রাতে ২রাকাত নামাজের সিজদায় ১টি দোয়া পড়ুন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ⁉️

মুফতি জামির হুসাইন

01/05/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২৯তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

30/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২৮তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

29/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২৭তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

28/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২৬তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

26/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২৪তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

25/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২৩তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

25/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২২তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

24/04/2022

আজ ২৩ রমযানের রাত বিজোড় রাত আজকে লাইলাতুল কদর হতে পারে।

24/04/2022

আজ ২৩ রমযানের রাত বিজোড় রাত আজকে লাইলাতুল কদর হতে পারে।

23/04/2022

গুরুত্বপূর্ণ প্রশ্ন
যারা জানেনা তাদের যানা এবং মানা দরকার
মসজিদে ছোট বাচ্চাদের নিয়ে আসা যাবে কিনা ?
শায়খ আহমাদুল্লাহ। Sheikh Ahmadullah

আলহামদুলিল্লাহ 💞লাইলাতুল ক্বদর💞লাইলাতুল ক্বদর কোন দিনে, এটা আল্লাহ আমাদেরকে নিশ্চিতভাবে জানান নেই। তবে বিভিন্ন হাদীস সমূ...
22/04/2022

আলহামদুলিল্লাহ
💞লাইলাতুল ক্বদর💞

লাইলাতুল ক্বদর কোন দিনে, এটা আল্লাহ আমাদেরকে নিশ্চিতভাবে জানান নেই। তবে বিভিন্ন হাদীস সমূহ একত্রিত করে এতোটুকু বলা যায়ঃ লাইলাতুল ক্বদর রমযান মাসের শেষ দশ দিনের যেকোন এক বেজোড় রাত্রিতে রয়েছে। অর্থাৎ, রমযানের ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখ রাতে। এর মাঝে কোন কোন আলেম মনে করেন, এটা ২৭ তারিখের রাতে রয়েছে। কিন্তু এটার উপরে নির্ভর করা উচিত নয়। ২৭ তারিখে লাইলাতুল ক্বদর আশা করে সেইদিন ইবাদতের ব্যপারে বেশি জোর দেওয়া যেতে পারে। কিন্তু, রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর উপদেশ অনুযায়ী রমযানের ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখে - এই সবগুলো রাতেই লাইলাতুল ক্বদর তালাশ করতে হবে।

💞লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত হাদীসে পাওয়া যায়। তা নিন্মরুপঃ

(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।

[সহীহ ইবনু খুযাইমাহঃ ২১৯০, সহীহ বুখারীঃ ২০২১, সহীহ মুসলিমঃ ৭৬২]

❑ লাইলাতুল ক্বদরে যেই আমলগুলো করা যেতে পারেঃ

(১) নামাযঃ দুই রাকাত, দুই রাকাত করে তারাবীহ বা তাহাজ্জুদের নামায পড়বেন। এই নামাযে সুরা ক্বদর বা সুরা ইখলাস এতোবার পড়তে হবে, এমন কোন ধরাবাঁধা নিয়ম নেই। অন্য যেকোনো নফল নামাযের মতোই দুই রাকাত নফল নামায পড়বেন। চেষ্টা করবেন দীর্ঘ কিরাতে নামায লম্বা করার জন্য। বড় সুরা না পারলে এক রাকাতে ছোট সুরা ২-৩টা পড়ে বড় করা যাবে।

নিচের আমলগুলো ঋতুবতী নারীসহ সকলেই করতে পারবেনঃ

(২) কুরআন তেলাওয়াত। আরবী কুরআন স্পর্শ না করে ঋতুবতী নারীরা মুখস্থ অথবা বাংলা অর্থ দেওয়া আছে এমন কুরআন থেকে, মোবাইল থেকে বা হাতে রুমাল বা কাপড় দিয়ে স্পর্শ করে কুরআন পড়তে পড়তে পারবে, আলেমদের এই মতটাই সঠিক। তবে সন্দেহের কারণে কেউ কুরআন তেলাওয়াত করতে না করতে চাইলে, অথবা যেই সমস্ত আলেম ঋতুবতী নারীদের কুরআন তেলাওয়াত হারাম মনে করেন, এটার সাথে একমত হলে, কুরআনের তাফসীর, হাদীস, দ্বীনি অন্যান্য বই-পুস্তক পড়তে পারেন।

(৩) তওবাহঃ সারা জীবনের সমস্ত গুনাহর জন্য কান্নাকাটি করে তওবাহ করা ও মাফ চাওয়া। বাংলা বা আরবী যেকোনো ভাষায়, অতীতের ভুলের জন্য লজ্জিত হয়ে আন্তরিকভাবে ভবিষ্যতে আর না করার সংকল্প নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরবীতে করতে চাইলে - আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি – হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও তোমার দিকে প্রত্যাবর্তন করছি, এতোটুকু পড়ে বা কুরআন-হাদীসের অন্য দুয়া দিয়ে তওবাহ করা যাবে।

(৪) দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যানের জন্য দুয়া করা। নিজের জন্য, মাতা পিতা বা ভাই বোন, স্ত্রী-সন্তান, মযলুম, জীবিত ও মৃত সমস্ত মুসলমানদের জন্য দুয়া করতে হবে।

(৫) জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য দুয়া করতে হবে।

(৬) যিকির-আযকারঃ লা ইলাহা ইল্লাল্লাহ ১০০বার, ৩৩ বার সুবাহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকালাহু...... ১০ বার বা ১০০ বার করে সহ, লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। আরো দুয়া পড়ার জন্য হিসনুল মুসলিম দেখুন। মুখস্থ না পারলে বই খুলে পড়তে পারবেন। আরবী দুয়াগুলো না পারলে বাংলাতেই পড়ুন।

(৭) দুরুদঃ দুরুদের ইব্রাহীম বা নামাযে যেই দুরুদ পড়া হয় সেটা পড়াই সবচাইতে বেশি সওয়াব। আর দুরুদের হাজারী, লাখী, জামিল, মাহী, দুরুদে আকবর এইরকম যত্তগুলো দুরুদ দেওয়া আছে ওযীফার বেদাতী কিতাবে – এইসবগুলো দুরুদ হচ্ছে বানোয়াট বেদাতী দুরুদ, এর ফযীলত যা দেওয়া আছে সমস্তটাই হচ্ছে ধোঁকা। এইগুলো পড়া বেদাত।

(৮) সাধ্যমতো কিছু দান-সাদাকাহ করতে পারেন। দান ছোট হোক, কোনটাই কম নয়, এমনকি হাদীস শুকনো একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার জন্যে চেষ্টা করতে বলা হয়েছে।

(৯) জাহান্নামের আগুনের শাস্তি থেকে বাঁচার জন্যে ফকীর মিসকীনকে খাদ্য দেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ইবাদত, সুতরাং শবে কদরের রাতে সম্ভব হলে গরীবকে খাবার দিতে পারেন।

(১০) রাতের বেলা সুরা ইখলার তেলাওয়াত করা সুন্নত। সুতরাং শবে কদরের রাত্রিগুলোতে সুরা ইখলাস পড়তে পারেন। সুরা ইখলাস তিন বার পড়লে একবার কুরান খতম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। সুরা ইখলাস দশ বার পড়লে আল্লাহ তার জন্যে জান্নাতে একটা প্রাসাদ নির্মান করবেন (মুসনাদে আহমাদ)

(১১) প্রতিদিন রাতের বেলা সুরা মুলক ও সুরা সিজদাহ পড়া সুন্নত। সুতরাং আপনারা কুরান তেলাওয়াতের সময় এই দুইটি সুরা পড়ে নেবেন।

(১২) এছাড়া ওয়াক্ত মতো নামাযগুলো সুন্দরভাবে আদায় করবেন, সুন্নত নামায সহকারে। ফরয নামাযের পরে যিকিরগুলো করবেন, নামায দীর্ঘ ও সুন্দর করতে চাইলে রুকু সিজদাহর তাসবীহ বেশি করে পড়বেন, নামাযে বিভিন্ন সময়ে যেই দুয়া আছে সেইগুলো পড়বেন। নামাযে বেশি বেশি দুয়া করবেন।

(১৩) ঘুমানোর পূর্বের যিকির-আযকারগুলো করবেন। আযানের জবাব ও দুয়া পড়বেন।

(১৪) তাহিয়াতুল ওযুর নামায পড়তে পারেন। তওবাহর নামায পড়তে পারেন।

(১৫) আরো যত সুন্নতী যিকির আযকার আছে করতে পারেন।

আল্লাহ আমাদেরকে আমলগুলু করার তাউফিক দিন।

🍂উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন
ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ
প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ]🍂


📝আবু জাহিদ মাহিম📝
(M.S.S.-Master’s of Social Science)
(Sylhet Mc College)

(Kamil-Depertment of Hadith)

পবিত্র লাইলাতুলকদর আসুন এই রামাদানে শেষ দশকের বেজোর রাএি গুলুতে তথাপি  (২১,২৩,২৫,২৭,২৯) এই ৫ রাতে লাইলাতুলকদর এর জন্য ন...
22/04/2022

পবিত্র লাইলাতুলকদর
আসুন এই রামাদানে শেষ দশকের বেজোর রাএি গুলুতে তথাপি (২১,২৩,২৫,২৭,২৯) এই ৫ রাতে লাইলাতুলকদর এর জন্য নেক আমল করি তাওবা করে আল্লাহর কাছে মাফি চাই ইনশাআল্লাহ এই ৫ রাতের মধ্যেই একরাত নিশ্চয়ই লাইলাতুলকদর হবে হবেই যা আল্লাহর রাসুল সা এর হাদিস থেকেই প্রমাণিত।সুতরাং শুধুমাত্র ২৭ রামাদানের আশা না করে এই ৫টি রাতকেই আমরা ইবাদাতে কাজে লাগাই তাহলে আমাদের রামাদান সফল হবে ইনশাআল্লাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ


পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

আমি একে নাযিল করেছি শবে-কদরে।
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

📝আবু জাহিদ মাহিম📝

আলহামদুলিল্লাহ বিষয়>ইতিকাফ কেন এবং ইতিকাফের ফজিলত।ইতিকাফের স্বপক্ষে আল্লাহ তাআলা এরশাদ করেন-‘ওয়া আনতুম আ’কিফু-না ফিল মাস...
22/04/2022

আলহামদুলিল্লাহ
বিষয়>ইতিকাফ কেন এবং ইতিকাফের ফজিলত।

ইতিকাফের স্বপক্ষে আল্লাহ তাআলা এরশাদ করেন-
‘ওয়া আনতুম আ’কিফু-না ফিল মাসা-জিদ’; তিলকা হুদু-দাল্লাহি ফালা-তাক্বরাবু-হা’।(সুরা বাক্বারা : আয়াত ১৮৭)

অর্থাৎ আর যখন তোমরা মসজিদ ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা এর ধারে কাছেও যেয়ো না।
ইতিকাফে বসার অর্থই হচ্ছে, রমজানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করা এবংএই দিনগুলোকে আল্লাহর যিকিরের জন্য নির্দিষ্ট করা। এই ইতিকাফে থাকা অবস্থায় নিজের মানবিক ও প্রাকৃতিক প্রয়োজন (অজু, গোসল, মিসওয়াক, পায়খানা-পেশাব) পূর্ন করার জন্য মসজিদের বাইরে যাওয়া যায় কিন্তু যৌন স্বাদ আস্বাদন করা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা একান্ত অপরিহার্য।

কেননা অন্যান্য নবী-রাসুলদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করে শত শত বছর ইবাদাত-বন্দেগীতে লিপ্ত থাকত। কিন্তু আমাদের হায়াত কম যার কারণে শত শত বছর বেঁচে থেকে ইবাদত করার কোনো সুযোগ নেই।
তাছাড়া লাইলাতুল ক্বদরের রজনী যদি আমরা পেয়েই যাই; তবে হাজার মাসের ইবাদতের সমপরিমাণ ইবাদত একরাত্রিতেই সম্ভব। সুতরাং আমরা লাইলাতুল ক্বদরের জন্য ইতিকাফ করবো। লাইলাতুল ক্বদরের অর্জন ইতিকাফের মাধ্যমেই পাওয়ার সম্ভাবনা বেশি। আর এই জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিকাফের জন্য জোর তাগিদ দিয়েছেন।

নবী করীম (সাঃ) ও তার পরিবার বর্গের এর ইতিকাফ পালন
১) উম্মুল মুমিনীন আয়েশা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন:

إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ ، وَأَحْيَا لَيْلَهُ ، وَأَيْقَظَ أَهْلَهُ
“রামাযানের শেষ দশক প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোমর বেঁধে নিতেন, নিজে সারা রাত জাগতেন এবং পরিবারকেও জাগাতেন।”[1] কোমর বাঁধার অর্থ হল: পূর্ণ প্রস্তুতি নিয়ে চেষ্টা-সাধনায় লিপ্ত হওয়া। কোন কোন আলেম এর ব্যাখ্যায় বলেন: স্ত্রী সহবাস থেকে দূরে থাকা।

২) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাযানে শেষ দশকে যত বেশি পরিশ্রম করতেন অন্য কখনো করতেন না:

আয়েশা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন:

كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِهِ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাযানের শেষ দশকে (ইবাদত-বন্দেগীতে) যে পরিমাণ পরিশ্রম করতেন অন্য কখনো করতেন না।”

ইতিকাফ সর্ম্পকিত হাদিস সমূহ
লাইলাতুল কদরের অনুসন্ধান ও এর ফজিলত লাভের উদ্দেশ্যে রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। জীবনের শেষ রমজান পর্যন্ত তিনি এ সময়কাল পালন করেছেন। মাহে রমজানের শেষ দশক এলে তিনি স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতেন এবং ইবাদতে মশগুল হতেন। সারা রাত নিজেও জাগতেন এবং পরিজনকেও জাগিয়ে রাখতেন। ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা এক রাত বলে হাদিস শরিফে উল্লেখ আছে। তবে ইতিকাফ দীর্ঘ সময় ধরে করা উত্তম, বিশেষত মাহে রমজানের শেষ ১০ দিন ইতিকাফ অবস্থায় থাকায় ‘লাইলাতুল কদর’ বা হাজার মাসের শ্রেষ্ঠতম ভাগ্যের রজনী লাভের সৌভাগ্য হতে পারে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জীবনে রমজানের শেষ দশকে ইতিকাফ করে গেছেন। (বুখারি, মুসলিম)। হযরত আয়শা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘রাসুলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ কষ্ট করতেন, এত কষ্ট অন্য সময় করতেন না।’ (মুসলিম)। তিনি আরও বলেন, ‘শেষ দশক হাজির হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা রাত জাগতেন, পরিবারের সবাইকে জাগাতেন। খুব কষ্ট করতেন এবং কোমরে কাপড় শক্ত করে বেঁধে নিতেন।’ (বুখারি, মুসলিম)।
সুতরাং আখিরাতের চূড়ান্ত কল্যাণে গুনাহ মাফ ও জান্নাত লাভের জন্য ইতিকাফের প্রস্তুতি নেয়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। ইতিকাফকালীন সময়ে পরিবারের সকল খরচাদি ও প্রাথমিক সমস্যা সমাধান করে আল্লাহর রাস্তায় নিজেকে রমজানের শেষ দশ দিন সপে দেয়ার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করি। আল্লাহ আমাদেরকে ইতিকাফের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাছিলের তাওফিক দান করুন।আমিন।

নবীজি ইতিকাফের এত বেশি গুরুত্ব দিতেন যে, কখনো তা ছুটে গেলে ঈদের মাসে আদায় করতেন। হজরত আয়েশা (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) প্রতি রমজানের শেষ দশক (মসজিদে) ইতিকাফ করতেন। এ আমল তাঁর ইন্তেকাল পর্যন্ত কায়েম ছিল। নবী করিম (সা.)-এর ওফাতের পর তাঁর বিবিগণও এ নিয়ম পালন করেন।’ (বুখারি ও মুসলিম)

হাদিস শরিফে বর্ণিত আছে, ‘রাসুলুল্লাহ (সা.) এক বছর ইতিকাফ করতে পারেননি, পরবর্তী বছর তিনি ২০ রাত ইতিকাফ করেন।’ (তিরমিজি) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘নবী করিম (সা.) প্রতি রমজান মাসের শেষ ১০ দিন ইতিফাক করতেন। তারপর যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর ২০ দিন ইতিফাক করেন।’ (বুখারি)
রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নত এবং এর ফজিলত অপরিসীম। নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের শেষ দশক ইতিকাফ করবে, তার জন্য দুই হজ ও দুই ওমরার সওয়াব রয়েছে।’ (বায়হাকি) তিনি আরও বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিনের ইতিকাফ করল, তার ও দোজখের মধ্যখানে আল্লাহ এমন তিনটি পরিখা তৈরি করে দেবেন, যার একটি থেকে অপরটির দূরত্ব হবে পূর্ব ও পশ্চিমেরও বেশি।’ (তিরমিজি)

যে ব্যক্তি ইবাদত মনে করে সওয়াবের নিয়তে ইতিকাফ করেন, তাঁর সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী করিম (সা.)-এর ফরমান, ‘ইতিকাফকারী ব্যক্তি যাবতীয় পাপ থেকে মুক্ত থাকে আর ইতিকাফে লিপ্ত থাকার জন্য কোনো ব্যক্তি বাইরের কোনো নেক কাজ করার সুযোগ থেকে বঞ্চিত থাকলেও ওই নেক কাজগুলোর পূর্ণ নেকি সে লাভ করবে।’ (ইবনে মাজা) ‘ইতিকাফকারী মূলত গুনাহ থেকে দূরে থাকে এবং তাকে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হবে, যেন সে সব নেকি অর্জনকারী।’ (ইবনে মাজাহ)
আল্লাহ আমাদেরকে এই রামাদানে মাফ করে দিন করোনার আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।

📝আবু জাহিদ মাহিম📝
(M.S.S.-Master’s of Social Science)
(Sylhet Mc College)

(Kamil-Depertment of Hadith)
(Sylhet Government Alia Madrasah)

22/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ২০তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

কেউ যদি  #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...১। রাত দশটার পর থেকে দুনিয়াবি কাজ থেকে বিরত থাকুন।২। বেশি গরম ল...
22/04/2022

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে দুনিয়াবি কাজ থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৮।সেহরি খান।

০৯। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

হাজার মাসের চেয়ে উত্তম যে রজনী তা হল  #লাইলাতুল_কদর। হাদিসে বর্ণিত আছে, মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা শব...
22/04/2022

হাজার মাসের চেয়ে উত্তম যে রজনী তা হল #লাইলাতুল_কদর।
হাদিসে বর্ণিত আছে, মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা শবে-কদর সন্ধান করো।

 #লাইলাতুল_কদররাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের আশায় কদ...
21/04/2022

#লাইলাতুল_কদর
রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের আশায় কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করবে, আল্লাহ তা'য়ালা তার পূর্বের সমস্ত গুনাহ্‌ সমূহ ক্ষমা করে দিবেন -[সহিহ বুখারীঃ- ৩৫]

আয়িশাহ (রাঃ) বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দু'আ পাঠ করবো? রাসূল (সাঃ) বললেনঃ- তুমি পাঠ করবে

« اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي »

উচ্চারণঃ- “আল্ল-হুম্মা ইন্নাকা 'আফু'উন,তুহি্ব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী”

অর্থঃ- “হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব, আমাকে ক্ষমা করে দিন।” -[তিরমিযীঃ- ৩৫১৩, ইবনে মাজাহঃ- ৩৮৫০]

#লাইলাতুল_কদর_অনুসন্ধান_করার_রাত_সমূহ👇👇

21/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১৯তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

শেষ দশকের দশটি সুন্নাতি আমল : শাইখ সালাহউদ্দীন মাক্কী🕌 মসজিদে ইতিকাফ🔍 লাইলাতুল ক্বদর অন্বেষণ🌙 সারা রাত জেগে ইবাদাত করা👪 ...
20/04/2022

শেষ দশকের দশটি সুন্নাতি আমল : শাইখ সালাহউদ্দীন মাক্কী

🕌 মসজিদে ইতিকাফ

🔍 লাইলাতুল ক্বদর অন্বেষণ

🌙 সারা রাত জেগে ইবাদাত করা

👪 পরিবারের সদস্যদের ইবাদাতের জন্য জাগিয়ে দেয়া

❤️ কোমড় বেঁধে (দৃঢ় হয়ে) ইবাদাতে মনোনিবেশ করা

📗 কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন

💰 দান-সদাকা করা

🍲 সদাকাতুল ফিতর যথাসময়ে আদায় করা

📈 বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা

🙌 সকল ভালো কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করা

20/04/2022

জীবনে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করুন! এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি!
Mizanur Rahman Azhari

20/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১৮তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

18/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১৬তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

16/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১৪তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

15/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১৩তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

14/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১২তম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

12/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ১০ম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

যে ব্যক্তি সিয়াম অবস্থায় ভুলে কিছু খেয়েছে বা পান করেছে সে যেন তার সিয়াম পূর্ণ করে।কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান ...
11/04/2022

যে ব্যক্তি সিয়াম অবস্থায় ভুলে কিছু খেয়েছে বা পান করেছে সে যেন তার সিয়াম পূর্ণ করে।কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন।
[]সহীহ মুসলিম[]

11/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ৯ম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

11/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ৯ম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

10/04/2022

কুরআন নাজিলের মাসে সময় কাটুক কুরআনের সাথে।
[] ৮ম পারা []
🇧🇩 ক্বারী আবু রায়হান 🇧🇩

Address

Dhakadakshin, Golapgonj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when AllahuAkbarツ-الله أكبر posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Broadcasting & media production in Sylhet

Show All