সিলেটের নিউজ আপডেট -Sylhet News update

সিলেটের নিউজ আপডেট -Sylhet News update নিস্টার সাথে আছি সর্বদা

18/01/2025

“আসুন জাটকা ও সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় বেহন্দী এবং কারেন্ট জালসহ সকল অবৈধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকি।
মৎস্য অধিদপ্তর; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়”

🔳বিসমিল্লাহির রাহমানির রাহীম।*সুরা আন-নিসা*আয়াতঃ ৬৯ থেকে ৭৫ পর্যন্ত।(৬৯) আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসুলের হুকুম ...
17/01/2025

🔳বিসমিল্লাহির রাহমানির রাহীম।

*সুরা আন-নিসা*
আয়াতঃ ৬৯ থেকে ৭৫ পর্যন্ত।

(৬৯) আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসুলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, সে তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাঁদের সান্নিধ্যই হল উত্তম।

(৭০) এটা হল আল্লাহ--প্রদত্ত মহত্ত্ব। আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত।

(৭১) হে ঈমানদারগণ ! নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈনদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়।

(৭২) আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে, যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোন বিপদ উপস্থিত হলে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে, তারা আমি তাদের সাথে যাইনি।

(৭৩) পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ আসলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোন মিত্রতাই ছিল না। (বলবে) হায়, আমি যদি তাদের সাথে থাকতাম, তাহলে আমিও যে সফলতা লাভ করতাম।

(৭৪) কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখেরাতের পরিবর্তে বিক্রি করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব।

(৭৫) আর তোমাদের কি হল যে, তোমরা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা ! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে অত্যাচারী। আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।

17/01/2025

With Abdul Quddus – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

16/01/2025
নেককার নারীর গুণাবলি! ১. নেককার : ভাল কাজ সম্পাদনকারী ও নিজ রবের হক আদায়কারী নারী।২. আনুগত্যশীল : বৈধ কাজে স্বামীর আনুগ...
16/01/2025

নেককার নারীর গুণাবলি!

১. নেককার : ভাল কাজ সম্পাদনকারী ও নিজ রবের হক আদায়কারী নারী।
২. আনুগত্যশীল : বৈধ কাজে স্বামীর আনুগত্যশীল নারী।
৩. সতী : নিজ নফসের হেফাজতকারী নারী, বিশেষ করে স্বামীর অবর্তমানে।
৪. হেফাজতকারী : স্বামীর সম্পদ ও
নিজ সন্তান হেফাজতকারী নারী।
৫. আগ্রহী : স্বামীর পছন্দের পোশাক ও সাজ গ্রহণে আগ্রহী নারী।
৬. সচেষ্ট : স্বামীর গোস্বা নিবারণে সচেষ্ট নারী। কারণ হাদিসে এসেছে, স্বামী নারীর জান্নাত বা জাহান্নাম।
৭. সচেতন : স্বামীর চাহিদার প্রতি সচেতন নারী। স্বামীর বাসনা পূর্ণকারী।

যে নারীর মধ্যে এসব গুণ বিদ্যমান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে জান্নাতী। তিনি বলেছেন, “যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজ সতীত্ব হেফাজত করে ও স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ কর।” [কর।-মুসনাদে আহমদ, হাদীস : ১৬৬১; সহীহ ইবনে হিববান, হাদীস : ৪১৬৩]

আবু উমামা রা. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিনের জন্য আল্লাহর তাকওয়া অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই। কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে, তার দিকে দৃষ্টিপাত করলে সে (স্বামী) মুগ্ধ হয়। তাকে নিয়ে শপথ করলে সে তা (শপথকৃত কর্ম) পূরণ করে। স্বামীর অনুপস্থিতিতে নিজেকে (অন্যায়-অপকর্ম থেকে) এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে। [সুনানে ইবনে মাজাহ, হাদীস : ১৮৫৭]

সাওবান রা. হতে বর্ণিত, তিনি বলেন, সোনা-রূপা সম্পর্কিত আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কোন ধরনের মাল সঞ্চয় করব? তিনি বললেন, তোমাদের প্রত্যেকেই যেন সঞ্চয় করে কৃতজ্ঞ অন্তর, যিকিরকারী মুখ এবং পরকালীন কর্মকান্ডে সহায়তাকারিনী মুমিনা নারী। [মুসনাদে আহমদ, হাদীস : ২৩১০১; জামে তিরমিযী, হাদীস : ৩০৯৪; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ১৮৫৬]।

15/01/2025

অবশেষে টিউলিপ পদত্যাগ হতে বাধ্য

15/01/2025

সিলেটের নিউজ আপডেট -Sylhet News update
Suhena Akter Hena
#ফেঞ্চুগঞ্জ

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!নারী উদ্যোক্তা Sanvee's by Tony  এর কর্নধার রুবায়েত ফাতেমা তনী'র স্বামী সাদাত হোসে...
15/01/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!

নারী উদ্যোক্তা Sanvee's by Tony এর কর্নধার রুবায়েত ফাতেমা তনী'র স্বামী সাদাত হোসেন এর আজ ব্যাংকক সময় রাত ৩:০০ ঘটিকার সময় মৃত্যু হয়।
আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌসের সু উচ্চ মাকাম দান করুন।

আমিন

"বাবার লাঠি"এম এ চৌধুরী হাছিবসিলেটের নিউজ আপডেট -Sylhet News update
14/01/2025

"বাবার লাঠি"
এম এ চৌধুরী হাছিব

সিলেটের নিউজ আপডেট -Sylhet News update

শুভ জন্মদিন 🌹ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের কৃতিসন্তানমানবিক ব্যক্তিত্ব মুফজ্জিল আলী ফ্রী মেডিকেল সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক...
14/01/2025

শুভ জন্মদিন 🌹

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের কৃতিসন্তান
মানবিক ব্যক্তিত্ব মুফজ্জিল আলী ফ্রী মেডিকেল সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ইংল্যান্ড প্রবাসী জনাব মো:আবদুল ওয়াদুদ এর আজ শুভ জন্মদিন!
সিলেটের নিউজ আপডেট -Sylhet News update এর পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও
শুভ জন্মদিন!

এই দিনটা যেন আসে বারবার ফিরে,
অনেক স্বপ্ন দেখতে পারি যেনো আপনাকে ঘিরে.

ইসলাম মানে নন স্টপ শান্তি।আপনি কোনো কিছু ভেবে অশান্তি অনুভব করছেন মানে আপনি তখন শ*য়*তা*নে*র ওসোয়াসায় প্রভাবিত হচ্ছেন।...
14/01/2025

ইসলাম মানে নন স্টপ শান্তি।
আপনি কোনো কিছু ভেবে অশান্তি অনুভব করছেন মানে আপনি তখন শ*য়*তা*নে*র ওসোয়াসায় প্রভাবিত হচ্ছেন।
একজন অশান্তি লাগার মতো কি করেছিলো শ*য়*তা*ন মনে করালে তাতে প্রভাবিত হলে শ*য়*তা*ন তখন সে অশান্তি লাগার মতো কি কি করেছিল একটার পর একটা মনে করাতে থাকে।
তখন একজন নন স্টপ স্ট্রেসে থাকে।
প্রথমি প্রভাবিত না হলে শ*য়*তা*ন তখন আরেকজনের কথা মনে করায়। কোনো মানুষের কথায় প্রভাবিত না করতে পারলে শ*য়*তা*ন তখন কিভাবে বাঁচবো, আল্লাহ আমাকে কি দেয় নাই এইসব চিন্তায় প্রভাবিত করে আল্লাহর উপর অসন্তুষ্টি আনতে চাইবে আর স্ট্রেসে রাখতে চাইবে।
স্ট্রেস হল শ*য়*তা*নে*র মূল অ*স্ত্র।
স্ট্রেসের মাধ্যমে শ*য়*তা*ন একজনকে পূন্য থেকে বিরত রাখতে পারে আর পা*পে*র ভিতর ডুবিয়ে রাখতে পারে।
হেদায়েতের উপর থাকা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। সবসময় জিকির আমলের ভিতর থাকা। সব ধরনের পা*প থেকে বেঁচে থাকা।
আল্লাহর হক, মানুষের হক আদায় করা।
এতে সকল পরিস্থিতিতে প্রতি মুহূর্তে একজনের মনে শান্তি থাকে। এখানে স্ট্রেসের কোনো সুযোগ নাই।
আর স্ট্রেসে থাকা মানে অশান্তিতে থাকা।
মানুষ স্ট্রেসে না থাকতে গা*ন শুনে, গে*ম*স খেলে পা"প হয় বা পরকালে কোনো উপকারে আসবে না এমন সব কাজ বেছে নিলে শ*য়*তা*ন তখন অশান্তির চিন্তায় প্রভাবিত করে না।
ঘুরেফিরে আবার প্রভাবিত করে। নামাজ পড়া অবস্থায় নামাজের ভিতর ঢুকে যাওয়া আর নামাজের বাহিরে সবসময় জিকির আমলের ভিতর ঢুকে থাকা, সব ধরনের পা*প থেকে বেঁচে থাকা এটাই শ*য়*তা"নে*র ওসোয়াসায় অশান্তির চিন্তা, ভ*য়ে*র চিন্তা, বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা, অ*শ্লী*ল চিন্তায় প্রভাবিত না হওয়ার সঠিক পদ্ধতি।
এমনটা যে করতে পারবে সেই শুধু শ*য়*তা*ন*কে উপলব্ধি করতে পারবে। তার মনে সকল পরিস্থিতিতেই শান্তি থাকবে আর পরকালেও জান্নাতুল ফেরদাউসের উঁচু স্তর নিশ্চিত করতে পারবে। তাকে পরকালে সময় নষ্ট করার আফসোস করতে হবে না।
কিন্তু যে ইসলাম থেকে দূরে থেকে স্ট্রেস থেকে বাঁচতে গা*ন শুনে, গে*ম*স খেলে, মে*ডি*টে*শ*ন করে এই ধরনের মানুষ কখনো শ*য়*তা*ন*কে উপলব্ধি করতে পারবে না। তারাই পরকালে সময় নষ্ট করার আফসোস করবে।
এই ধরনের মানুষের ঈমান নিয়ে ম*রা*টা*ই কঠিন হয়ে যাবে। কারন শ*য়*তা*ন*কে উপলব্ধি করতে না পারলে মৃ*ত্যু*র আগে আগে হলেও শ*য়*তা*ন ঈমান হারা করার চেষ্টা করবে।
মস্তিষ্কে আসা সকল কিছুকে নিজের ভাবনা ভাবা মানুষ তখনো তা নিজের ভাবনা ভেবে বে*ই*মা*ন হয়ে মা*রা যাবে।
আর বে*ঈ*মা*ন হয়ে মা*রা গেলে সকল নেক আমল বরবাদ হয়ে যায়। অনন্তকালের জা*হা*ন্না*ম নিশ্চিত হয়ে যায়।
ঈমান নিয়ে ম*র*তে পারলেও সাথের কারিন জীনকে উপলব্ধি করতে না পারা ব্যক্তি সময় কাজে লাগাতে পারে না।
শ*য়*তা*ন তাকে এমন সব জিনিস ভালো লাগায় যা পা*প বা পরকালে কোনো উপকারে আসবে না।
এমন ব্যক্তিকে আল্লাহ মাফ করে জান্নাত দিলেও সে জান্নাতের একশোটি স্তরের নিচের দিকে স্তরে অনন্তকাল থাকবে।
জান্নাত আটটি। সর্বোৎকৃষ্ট জান্নাত হল জান্নাতুল ফেরদাউস। কিন্তু জান্নাতের স্তর একশোটি।
মধ্য স্তর থেকেই জান্নাতুল ফেরদাউস শুরু।
প্রতিটি স্তরের মাঝে আসমান ও জমিনের ব্যবধান। নিচের স্তরের জান্নাতিরা উপরের স্তর দেখবে তারার মতো। যার আমল যতো সুন্দর হবে সে ততো উঁচু স্তরের জান্নাত পাবে।
এইজন্য মানুষ পরকালে সময় নষ্ট করার আফসোস করবে। এর জন্য দায়ী অদৃশ্য শ*য়*তা*ন।
আর শ*য়*তা*ন*কে হারাতে হলে আগে তাকে উপলব্ধি করতে হবে।
শ*য়*তা*ন*কে উপলব্ধি করতে হলে শুধু ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম বিশ্বাস করলেই হবে না ইসলামের কাছে নিজের ইচ্ছে কে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে।
তাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও দূ*র্নী*তি করে সম্পদের পাহাড় গড়েছে এমন মানুষো সাথের কারিন জীনকে উপলব্ধি করতে পারে না।
বিভিন্ন ধরনের হারাম পা*প কাজ নিজের জন্য জায়েজ করে নিলে এমন ব্যক্তি কখনো সাথের কারিন জীনকে উপলব্ধি করতে পারবে না।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমীন।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটের নিউজ আপডেট -Sylhet News update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেটের নিউজ আপডেট -Sylhet News update:

Share

Category