FUN BOX

FUN BOX শুধু একটাই অনুরোধ করবো,, ভালো লাগলে পেইজটিকে ফলো করে পাশে থাকবেন।।।
(10)

12/03/2024
21/02/2024

জীবনে ভালো কোনো চাকরি পাওয়ার জন্যও বাপের ভালো টাকা পয়সার দরকার আছে।ফ্যামেলির আর্থিক সাপোর্ট নাই, ভালো চাকরি পাওয়াও কঠিন হয়ে যায়

02/11/2023

আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায়।

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এমনকি নিজের পরিবারের কাছেও নিগৃহীত হবেন !

02/11/2023

সঠিক সিদ্ধান্ত নেয়াটা জরুরী, তাতে আপনার বা অন্য কারো কতটুকু কষ্ট হল তাতে কিছু যায় আসে না- আবেগ বা কষ্টের এক পয়সা দামও কেউ প্র্যাক্টিক্যাল লাইফে দেয় না এবং পায় না। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সারাজীবন কান্নাকাটি করার চেয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সারাজীবন কান্নাকাটি করা অনেক ভালো! প্রথম ক্ষেত্রে আমও যাবে, ছালাও যাবে- অর্থাৎ কষ্টও পাবেন এবং যা চেয়েছেন তা পাবেন না; দ্বিতীয় ক্ষেত্রে অন্তত ছালাটা থাকবে(!), অর্থাৎ কষ্ট হলেও যা দরকার সেটা পেয়ে যাবেন।

বন্ধুর স্ত্রীঃ =- আপনার বন্ধু তোবাড়িতে নেই। আপনি অন্যদিন আসুন।।আমি=- আমার যে অন্যদিন আসলে চলবেনা।।বন্ধুর স্ত্রী:=- ওনিতো...
31/10/2023

বন্ধুর স্ত্রীঃ =- আপনার বন্ধু তো
বাড়িতে নেই। আপনি অন্যদিন আসুন।

আমি=- আমার যে অন্যদিন আসলে চলবে
না।

বন্ধুর স্ত্রী:=- ওনিতো বাসায় নেই,
শহরের বাইরে গেছেন কয়েকদিন পর
আসবেন।

আমি=- কিন্তু আমার যে কাল জাতীয়
হাই জাম্প প্রতিযোগিতা, কোন
থাকার জায়গা নেই..সাথে তেমন
টাকাও নেই যে হোটেলে থাকবো...
বলেই করুণ দৃষ্টি নিয়ে থাকলাম।

বন্ধুর বউ=- স্বামীর বন্ধু, জাতীয়
পর্যায়ে খেলাধুলায় অংশ গ্রহন করতে
এসেছে, থাকার জায়গা নেই ভেবে
শেষে থাকতে দিতে রাজী হলেন।
রাতে খাবার দাবার শেষ করে
ঘুমানোর সময় পড়লেন বিপদে। এক রুম, এক
খাট, কি করে দু'জনে ঘুমান?.
ভদ্র মহিলা একবার চিন্তা করলেন
নিচে শুতে দিবেন, আবার ভাবলেন
স্বামীর বন্ধুকে কি করে নিচে শুতে
দেন। নিজে নিচে শু'লে ঠান্ডা
লেগে যায়, ইত্যাদি ভেবে দু'জনেই
উপরে শোবার সিদ্ধান্ত নিলেন।
খাটের মাঝ খানে একটা কোলবালিশ
দিয়ে ভদ্র মহিলা বললেন-
বন্ধুর স্ত্রীঃ=- দেখুন আমাদের এই
একটাই খাট, এখানেই আমাদের রাত
কাটাতে হবে। সুতরাং এই বালিশটা
হলো আমাদের দেয়াল, এর এই পাশে
আসা যাবে না।
আমি ঃ=- স্বলজ্জিত ভাবে মাথা নেড়ে
শুয়ে পড়লাম ।
সকালে ঘুম থেকে উঠে, ভদ্র মহিলা
ব্রেক ফাস্ট বানালেন।
আমি স্নান সেরে এসে ব্রেকফাস্ট
টেবিলে বসলাম। ভদ্র মহিলা
ব্রেকফাস্ট দিতে দিতে বললেন-

বন্ধুর স্ত্রী =- আপনি যেন কেন
এসেছেন? মিটিমিটি হেসে টিপ্পনী
কেটে কথাটা বললেন।
আমি=- জাতীয় হাই জাম্প
প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে।
দোয়া করবেন যেন
জয়ী হতে পারি।

বন্ধুর স্ত্রী = মুখে ভেংচি কেটে
বললেন- যে রাতের বেলা একটা
মামুলি কোল বালিশ টপকিয়ে আসতে
পারে না, সে হাই জাম্পে জয়ী হবে।
😀😀

হিন্দু ধর্মের ভাই বোনদের বলতেছি আপনারা আজকে আপনাদের দেবী মায়ের সাথে এই টিমটারেও বিসর্জন দিয়ে দেন Ton
24/10/2023

হিন্দু ধর্মের ভাই বোনদের বলতেছি আপনারা আজকে আপনাদের দেবী মায়ের সাথে এই টিমটারেও বিসর্জন দিয়ে দেন

Ton

17/10/2023

❝অসম্ভব ক্ষমতাবান লোকেরা প্রায় সময়ই নিঃসঙ্গ অবস্থায় মারা যায়।❞
🖋️ হুমায়ূন আহমেদ

কেউ কি একাউন্ট খুলবেন😀😀😀😀
16/10/2023

কেউ কি একাউন্ট খুলবেন😀😀😀😀

শুভ রাত্রি
11/10/2023

শুভ রাত্রি

সুরা হাশরের শেষ তিন আয়াত
10/10/2023

সুরা হাশরের শেষ তিন আয়াত

সফলতা ছাড়া পুরুষ মানুষ মুল্যহীন
10/10/2023

সফলতা ছাড়া পুরুষ মানুষ মুল্যহীন

অনেক অভিজ্ঞ লোক
09/10/2023

অনেক অভিজ্ঞ লোক

Address

Sylhet
3100

Telephone

+8801521477332

Website

Alerts

Be the first to know and let us send you an email when FUN BOX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FUN BOX:

Videos

Share