عبداللہ - Abdullah

عبداللہ - Abdullah I have chosen Islam to be my way and guidance for life. The path is clear, the reward is great.

22/06/2024

কবর খোঁড়ার কাজ.. 💚

খুবই গুরুত্বপূর্ণ কথা।

আলহামদুলিল্লাহ্ ❤️
03/05/2024

আলহামদুলিল্লাহ্ ❤️

🥺অতি আবেগের ফল...!
02/05/2024

🥺
অতি আবেগের ফল...!

কাশিমপুর 🤲মুক্ত বাতাসের অপেক্ষায় ....
02/05/2024

কাশিমপুর 🤲
মুক্ত বাতাসের অপেক্ষায় ....

29/04/2024

নামাজ পড়ার সময়ই পাচ্ছি না।

দিনে একবার কুরআন তেলাওয়াত করবো, সময় কোথায়?

লাস্ট কবে তাহাজ্জুদ পড়েছি মনে নাই।

ফরজ শেষে নফল নামাজ পড়বো? ভাই, সুন্নত পড়ারই টাইম পাই না।

একটা ইসলামি বই পড়ার সময় নাই। চাকরি, পড়াশোনায় এতো ব্যস্ততা যাচ্ছে। বলার মতো না।
উপরে যে সিনারিও বললাম, সেগুলো আমাদের প্রায় প্রত্যেকেরই জীবনে আছে। আমরা সময় পাই না। শুধু ধর্মীয় কাজ করার সময় পাই না এমন না। দুনিয়াবি কাজেও দেখা যায় সময় নাই। স্ত্রী অভিযোগ করে, "আগের মতো সময় দাও না।"

বন্ধু অভিযোগ করে, "কই থাকিস? দেখা পাই না?"

মা অভিযোগ করে, "ফোন দেয়ারও সময় নাই? এতো ব্যস্ত?"

অফিসের বস অভিযোগ করেন, "প্রতিদিন আপনার লেইট হয় কেনো?"
আমাদের প্রত্যেকের জীবনে এমন কী ঘটছে যার জন্য আমরা সময় বের করতে পারছি না?

না দুনিয়ার জন্য, না দ্বীনের জন্য, না পরিবারের জন্য না নিজের জন্য।

কী হচ্ছে আমাদের সাথে?
উত্তরটা খুবই সহজ।
দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা আল্লাহর জন্য সময় দেয়া কমিয়ে দেই। ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ি না। রাত জেগে মিটিং করি, কিন্তু কুরআন তেলাওয়াত করি না। বছরেও একবার তাহাজ্জুদ পড়ার 'সময়' (!) পাই না।
আমরা যখন আল্লাহর জন্য সময় দেয়া কমিয়ে দেবো, এর শাস্তি হিসেবে আল্লাহ দুনিয়াতে আমাদের কর্মব্যস্ততা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে কর্মব্যস্ততা বাড়লে উপার্জন বেশি হবার কথা না?

না, সেটাও হবে না।

এতো ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের উপার্জন বাড়বে না, উপার্জন বাড়বে না মানে রিজিক বাড়বে না। অভাব-অনটন দূর হবে না।

আল্লাহ বলেন, "হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেবো এবং তোমার অভাব দূর করে দেবো। তা না করলে আমি তোমার দুই হাতকে কর্মব্যস্ততায় পূর্ণ করে দেবো তোমার অভাব-অনটন দূর করবো না।" [জামে আত-তিরমিজি : ২৪৬৬]
নেক্সট টাইম যখনই মনে হবে - সময় পাচ্ছি না, সময়ে বরকত পাচ্ছি না, কেমনে যে সময় চলে যায় বুঝতেই পারি না; তখন মনে করবেন আপনি আল্লাহর জন্য পর্যাপ্ত সময় বের করছেন না বলেই সময় পাচ্ছেন না।

আল্লাহ আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করার তাওফিক দান করুন।

~ আরিফুল ইসলাম!

11/03/2024

গত ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ মহা ধুমধামে শাবিপ্রবি ক্যাম্পাসে পালিত হয় সরস্বতী পূজা। অথচ মাত্র এক মাসের ব্যবধানে এই ক্যাম্পাসেই ঠুনকো অজুহাত দেখিয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। এমন সাম্প্রদায়িক বৈষম্য কেন?

#ইফতার

আনিস আনসারীর কণ্ঠে....  ‘কবরের আজাব কত কঠিন’
07/03/2024

আনিস আনসারীর কণ্ঠে.... ‘কবরের আজাব কত কঠিন’

কবরের আযাব কত...কঠিনসইতে আমি পারিব নামৃত্যু যন্ত্রণা কত...কঠিনসইতে আমি পারিবো নাকবরের আযাব কত...কঠিনসইতে আমি পারিব ...

16/02/2024

Passive গুনাহ্ ❗

দীর্ঘ দশ বছর পর কারামুক্ত হলেন মাওলানা জসিম উদ্দীন র হ মা নি। কিন্তু যাবেন কোথায়? পরিবার হারিয়ে তো বহু আগেই নিঃস্ব। রব ত...
21/01/2024

দীর্ঘ দশ বছর পর কারামুক্ত হলেন মাওলানা জসিম উদ্দীন র হ মা নি। কিন্তু যাবেন কোথায়? পরিবার হারিয়ে তো বহু আগেই নিঃস্ব। রব তার এই সবর কবুল করুন। সব মুসিবত থেকে হেফাজতে রাখুন। আগামীর পথচলা সুন্দর করুন।

© Ali Hasan Osama

মৃত্যু কতই না নিকটবর্তী...
26/12/2023

মৃত্যু কতই না নিকটবর্তী...

Jamia Masumia Islamia, Masimpur, Sylhet, Bangladesh -এর নাইবে মুহতামিম, শায়খ শহিদ আহমদ কাসিমি হুজুর কিছুক্ষণ আগে দুনিয়াক...
17/12/2023

Jamia Masumia Islamia, Masimpur, Sylhet, Bangladesh -এর নাইবে মুহতামিম, শায়খ শহিদ আহমদ কাসিমি হুজুর কিছুক্ষণ আগে দুনিয়াকে বিদায় জানালেন!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

09/12/2023

🔰 Death - Mout
✍️ Allama Iqqbal


24/11/2023

ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন,
কালব বিনষ্টকারী বিষয় পাঁচটি:
১- অধিক বন্ধু বাৎসল্য বা বেশি সামাজিকতা।
২- অধিক ভোজন।
৩- অধিক ঘুম।
৪- অধিক আশা-আকাঙ্ক্ষা
৫- আল্লাহ ব্যতীত অন্য কিছুতে কলবকে সম্পৃক্ত করা।

- মাদারিজুস সালেকীন ১/৪৫১।

18/11/2023

দুনিয়ায় আসক্ত মানুষগুলোর সাথে কিছুক্ষণ কথা বললে- নিজের স্মার্টনেসের,টাকার,সরঞ্জাম এর কমতি উপলব্ধি হয়!🙂

আর পরকালের ভয়ে ভীত মানুষগুলোর সাথে কথা বললে-নিজের আমলের কমতি,আখলাকের অবনতি উপলব্ধি হয়!💔

(সংগৃহীত)

Address

Sylhet
3190

Telephone

+8801921561480

Website

Alerts

Be the first to know and let us send you an email when عبداللہ - Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to عبداللہ - Abdullah:

Videos

Share