মোঃ আশরাফুল হক চৌধুরী

মোঃ আশরাফুল হক চৌধুরী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোঃ আশরাফুল হক চৌধুরী, Video Creator, পশ্চিম পাঠানটুলা, হাসান ভিলা নিবাস বি/১২, Sylhet.
(1)

ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি চায় যে, তার রিযক প্রাপ্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক; সে যেন তার আত্নীয়তার সাম্পর্ক অক্ষুন্ন রাখে আস-সালামুয়ালাইকুম
"মোঃ আশরাফুল হক চৌধুরী " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামি

ক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে "মোঃ আশরাফুল হক চৌধুরী " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

20/12/2024

এ যেনো বয়ান নয় সবার মনের কথা

08/12/2024

ইমান নষ্ট হয় কিভাবে শুনুন

26/11/2024

মোদি সরকার পূনরায় হাসিনাকে বাংলাদেশে বহাল করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে আসছে এবং সব চেষ্টা ব্যার্থ হয়েছে। তারা বাংলাদেশের উপর যে কোন ধরনের একশনে যেতে পারে যদি তাদের চেহারা উন্মোচিত হয়ে যায়। তাই সবাইকে জানিয়ে দিচ্ছি প্রশাসনিক সহযোগিতা সহ দেশের আপামর জনসাধারণ সর্বদা প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ আমরা জনগণ যদি সচেষ্ট থাকি তাহলে বাংলার জমিনে অন্য কারো হস্তক্ষেপ চলবে না !!
#সবাই

26/11/2024

একটা অপশক্তি দেশের পরিস্থিতি খারাপ করতে চুরান্ত পর্যায়ে লড়ে যাচ্ছে দুর থেকে,
সবাই দয়াকরে ধর্য্য ধরেন আর আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত

সেই মা শ্রেষ্ট মা যে তার সন্তানকে পাশে শুয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করেন !! কতোই না মধুর দৃশ্য যখন তেলাওয়াত শুনে শুনে গুমিয়ে...
25/11/2024

সেই মা শ্রেষ্ট মা যে তার সন্তানকে পাশে শুয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করেন !! কতোই না মধুর দৃশ্য যখন তেলাওয়াত শুনে শুনে গুমিয়ে যায় !!

23/11/2024

কি করে অস্বীকার করবে তুমরা
゚viralシfypシ゚

বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্...
21/11/2024

বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে।(১) নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।
সূরাঃ আলে-ইমরান | Al-i-Imran | سورة آل عمران - আয়াত নং - ২৬

ইন্না-লিল্লাহ। জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দূর্ঘটনায় মা-রা-ত্মক আ*হত! গতরাত্রে মাহফিল থেকে...
17/11/2024

ইন্না-লিল্লাহ।
জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দূর্ঘটনায় মা-রা-ত্মক আ*হত!

গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন তিনি। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।

তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। তবে তাঁর জ্ঞান ফিরেছে বলে জানান ডাক্তাররা। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
সবাই উনার জন্য দোয়া করবেন।

কে কি বল্লো সেটা বড় কথা নয় আপনার মনের সব কিছু জানেন শুধুমাত্র আল্লাহ, তাই মন খারাপ করবেন না
15/11/2024

কে কি বল্লো সেটা বড় কথা নয় আপনার মনের সব কিছু জানেন শুধুমাত্র আল্লাহ, তাই মন খারাপ করবেন না

14/11/2024

রব্বি হাবলি মুলকান
লা ইয়ামবাগী লিয়াহাদ আমিন🤲

সবাই একটু চেষ্টা করুন ইনশাআল্লাহ পারবেন  ゚viralシfypシ゚
03/11/2024

সবাই একটু চেষ্টা করুন ইনশাআল্লাহ পারবেন
゚viralシfypシ゚

তারা ভাবেনি এমন হবে, তারা ভাবেনি পালিয়ে রবে। তারা ভাবেনি ভবিষ্যৎ কেমন, তারা ভাবেনি আসবে জল্পনা কল্পনার এমন। তারা ভাবেনি ...
26/10/2024

তারা ভাবেনি এমন হবে,
তারা ভাবেনি পালিয়ে রবে।
তারা ভাবেনি ভবিষ্যৎ কেমন,
তারা ভাবেনি আসবে জল্পনা কল্পনার এমন।
তারা ভাবেনি সুখের পরে দুঃখ আসে,
তারা ভাবেনি হাসির পরে অশ্রু ভাসে।
তারা ভাবেনি তারা পরিকল্পনাকারি নয়,
তারা ভাবেনি আল্লাহ উত্তম পরিকল্পনাময়।
তারা ভাবেনি নমরুদ ফেরাউন টিকেনি,
তারা ভাবেনি তারা হারাবে সব এখনি।
তারা ভাবেনি জুলুমের ও শেষ আছে,
তারা ভাবেনি বৃষ্টি শুকিয়ে রোদ আসে।
তারা ভাবেনি দুঃখী মায়ের সে বিচারে ,
তারা ভাবেনি আরশ কেপেছে পাপাচারে।
তারা ভাবেনি ইসলামে অবাধ্যতার শাস্তি,
তারা ভাবেনি জালেমের নেই প্রসস্তি।
তারা ভাবেনি বাঙালি বীরের জাতি,
তারা ভাবেনি তারা অচিরেই খাবে লাথি।
তারা ভাবেনি এখনো দেশটা তাদের নয়,
তারা ভাবতে পেরেছে এবার তারা ভন্ড ছাড়া কিছু নয় !!! (লেখা নিজের)
゚viralシfypシ゚

25/10/2024

কেনো ভুলে গেলে তুমার রবকে

25/10/2024

সবাইকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে😪

23/10/2024

যখন একা থাকো তখন সিজদায় ঢলে পরো

একদিন আপনার আমার পাস দিয়ে মানুষ যাবে আর বলবে "আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর" 😭
23/10/2024

একদিন আপনার আমার পাস দিয়ে মানুষ যাবে আর বলবে "

আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর" 😭

16/10/2024

ইবলিস কেনো সব পারে শুনুন

14/10/2024

নিজের মাঝে এই গুণগুলো আছে কি না দেখে নিন ゚viralシfypシ゚

Address

পশ্চিম পাঠানটুলা, হাসান ভিলা নিবাস বি/১২
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ আশরাফুল হক চৌধুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share