23/12/2024
বাংলাদেশের ৫ নারী পর্বতারোহী প্রথমবারের মতো শীতকালীন পর্বত অভিযানে অংশ নিতে যাচ্ছেন। নেতৃত্ব দেবেন পর্বতারোহী নিশাত মজুমদার। অভিযানে অংশগ্রহণকারী অন্য সদস্যরা হলেন– ইয়াসমিন লিসা, তাহেরা সুলতানা রেখা, এপি তালুকদার, ও অর্পিতা দেবনাথ। তারা নেপালের লাংটা হিমালয়ের তিনটি শিখরে (নয়া কাঙ্গা, ব্যাডেন পাওয়েলে পিক, ও ইয়ালা পিক) আরোহণ করবেন।
এ অভিযানের অনুপ্রেরণা বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন, যা ইউনেস্কোর বিশ্বস্মৃতি তালিকায় অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধ জাদুঘর ও মাস্টারকার্ডের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
এই অভিযাত্রা প্রমাণ করে, নারীর স্বপ্ন আর সাহসিকতার কোনো সীমা নেই।
#সুলতানাজ_ড্রিম #নারীর_অভিযান #গর্বের_বাংলাদেশ