Speak Of Sylhet

Speak Of Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Speak Of Sylhet, TV Network, Sylhet Bishwanath, Sylhet.

24/03/2023

তারাবীর নামাজ পড়লাম, সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতার করলাম এসব লিখে পোস্ট করা থেকে বিরত থাকুন কেননা ইবাদত গোপনেই সুন্দর!

দ্বিতীয় লন্ডন সিলেটে শুভ উদ্বোধন হল দেশের প্রথম ডিজিটাল কদমতলী বাস টার্মিনাল। 👌অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সিলেট নগ...
18/02/2023

দ্বিতীয় লন্ডন সিলেটে শুভ উদ্বোধন হল দেশের প্রথম ডিজিটাল কদমতলী বাস টার্মিনাল। 👌

অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সিলেট নগরীর নবনির্মিত কদমতলী বাস টার্মিনাল গত বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।

অত্যাধুনিক সব সুযোগ সুবিধাসহ সিলেট নগরীর নবনির্মিত কদমতলী বাস টার্মিনাল বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।

নগরীর কদমতলীতে নির্মিত বাস টার্মিনালটিকে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে সব সুযোগ-সুবিধা ও সেবা পরীক্ষার জন্য অনানুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

এ সময় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, 'দেশসেরা সুযোগ-সুবিধাসম্পন্ন এই বাস টার্মিনাল সিলেটের জন্য গর্বের। আনুষ্ঠানিকভাবে চালু হলে এ টার্মিনাল পরিবহন ব্যবস্থায় সিলেটকে বিশ্বমানে উন্নীত করবে।'

তিনি বলেন, 'বাস টার্মিনালের সর্বোচ্চ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সবাইকে করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে বাস টার্মিনালের সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। সবাই মিলে সেবার মান ও সুবিধা যাত্রী সাধারণের জন্য নিশ্চিত করতে পারলেই সার্থকতা আসবে।'

পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করার সময় কয়েকটি বাস টার্মিনালের আগমন অংশে আসে এবং যাত্রীদের নামিয়ে দিয়ে নির্ধারিত পার্কিং এলাকায় যায়। এ সময় বাস টার্মিনালে শত শত মানুষ সমবেত হয়।

সাড়ে ৭ একর জমিতে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিস প্রজেক্টের আওতায় এ বাস টার্মিনাল নির্মাণ করেছে সিলেট সিটি করপোরেশন।

স্থপতি সুব্রত দাস বলেন, 'আমরা নকশা করার সময় সিলেটের ঐতিহ্যকে দৃশ্যমান করেছি, কিন্তু চেয়েছি যাত্রীদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে। প্রচলিত বাস টার্মিনালের ডিজাইনে সাধারণত সামনে আগমন ও বহির্গমনের ব্যবস্থা থাকে এবং পেছনে থাকে যাত্রী সেবার সুবিধা। কিন্তু এখানে আমরা তার বিপরীত করেছি।'

বহির্গমন ভবনে ৯৭০ জন যাত্রীর বসার আসন, ৩০টি ভিআইপি আসন, ৩০টি টিকিট কাউন্টার, একটি স্তন্যপান করানোর জোন, লকার সুবিধা, ধূমপান জোন, প্রার্থনা হল, মেডিকেল বে, রেস্টুরেন্ট ও কনভেনিয়েন্ট স্টোর রয়েছে।

আগমন ভবনে ২০০ যাত্রীর আসন, ফুড কোর্ট এবং কনভেনিয়েন্ট স্টোরসহ অন্যান্য সুবিধা রয়েছে। এ ছাড়াও একটি পৃথক বহুমুখী কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখানে বাস মালিক চালকদের জন্য অফিস এবং ২৪ শয্যার বোর্ডিং হাউজ আছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে এটি সবচেয়ে সুন্দর বাস টার্মিনাল। 👌🌹🌺💐💓🫶🇧🇩

18/02/2023

স্পিকিং এ A+ 🤣🤣🤣

18/02/2023

হায় হায় কি কয়??? 🤣🤣🤣🤭😃🤔

Address

Sylhet Bishwanath
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speak Of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category