05/12/2024
"তোমার হাতটা ধরে হারিয়ে যেতে ইচ্ছে করে এমন এক জগতে, যেখানে সময় থেমে থাকে আমাদের জন্য। কোনো দুঃশ্চিন্তা, কোনো গন্তব্যের প্রয়োজন নেই। শুধু তুমি, আমি, আর চারপাশে ছড়িয়ে থাকা ভালোবাসার নিঃশব্দ ভাষা। প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে একান্ত আমাদের, যেখানে তোমার স্পর্শের উষ্ণতায় আমার হৃদয় হারিয়ে যায় সুখের সীমাহীন জোয়ারে।"