Ahsan Tv

Ahsan Tv আসসালামু আলাইকুম
(7)

25/03/2023

আত্মশুদ্ধির মাস রমজান মাস।

08/02/2023

মাওলানা:নুরুল ইসলাম বাহুবলী।

08/02/2023

আব্দুল হাই বাহুবলি।

03/02/2023

আরিফ বিন হাবিব সাহেবকে যুগের বুখারী উপাধি দিলেন, আল্লামা হাসান জামিল ক্বাসেমী সাহেব।

02/02/2023

কারাগারে রাসূল সাঃ কে স্বপ্নে দেখলেন আল্লামা মামুমুল হক।

28/01/2023

মানুষ বানরের বাচ্চা হতে পারে না। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

23/01/2023

👀আযান শুনলেই মনে হয়..!🤔
মুয়াজ্জিন জান্নাতের দিকে ডাকছে..!🥰❤️🤍🥀
কুরআন তেলাওয়াত ও শ্রবণ সরব উত্তম ইবাদত
🌺আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

সফল হোক
23/01/2023

সফল হোক

22/01/2023

masghghjghhhghhhfbjkjvvfbjj

22/01/2023

বর্তমান পাঠ্যবইয়ের পরিবর্তন নিয়ে প্রতিবাদী সংগীত।

কথাঃ জুনাইরা নুহা
সুর ও কণ্ঠঃ Mushahid Al Bahar
সাউন্ডঃ শাহান আল আসাদ

21/01/2023

মালোশিয়ার প্রখ্যাত ইসলামী দায়ী বাংলাদেশে এসে মানবতার সেবা করতে ব্যস্ত।
আলহামদুলিল্লাহ

বাংলাদেশে এসে মানবতার সেবা করছেন এবিট লিউ।আলহামদুলিল্লাহ
20/01/2023

বাংলাদেশে এসে মানবতার সেবা করছেন এবিট লিউ।
আলহামদুলিল্লাহ

19/01/2023

বিশ্বজয়ী ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীমের হৃদয় ছোঁয়া কোরআন তেলাওয়াত

মালোশিয়ার প্রখ্যাত ইসলামী দায়ী ইবিট লিউ বাংলাদেশে এসেছেন।আলহামদুলিল্লাহ। কায়েম হোক ইসলামী হুকুমত।
19/01/2023

মালোশিয়ার প্রখ্যাত ইসলামী দায়ী ইবিট লিউ বাংলাদেশে এসেছেন।
আলহামদুলিল্লাহ।
কায়েম হোক ইসলামী হুকুমত।

আলহামদুলিল্লাহ! এভাবেই হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসুক ঘরে খুশির আমেজ ফিরে আসুক প্রিয়জন হারানো পরিবারে।সবাইকে নিয়ে সুখী...
18/01/2023

আলহামদুলিল্লাহ!
এভাবেই হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসুক ঘরে
খুশির আমেজ ফিরে আসুক প্রিয়জন হারানো পরিবারে।

সবাইকে নিয়ে সুখী থাকুক তার পরিবার।

18/01/2023

যে যেমন তার ধারণাও তেমন

আমরা আদম (আ.) এর সন্তান, কোনো বানরের সন্তান নই।যারা বলে বানর থেকে মানুষ হয়েছে, তারাই হলো মানুষ রুপি বানর।

কক্সবাজারের চকরিয়ার ঢাকা বিজ্ঞান কলেজের মেধাবী ছাত্র সাঈদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থ...
16/01/2023

কক্সবাজারের চকরিয়ার ঢাকা বিজ্ঞান কলেজের মেধাবী ছাত্র সাঈদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাফন করা হয়েছে।
চকরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় সহপাঠীরা তার লাশ গ্রহণ করে শুক্রবার বাদ মাগরিব বিজ্ঞান কলেজ মাঠে জানাজার পর রাতেই বাড্ডা কবরস্থানে দাফন করা হয়।
ধর্মান্তরিত হওয়ায় কৈশোরে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন সাঈদ আবদুল্লাহ (২২)। তবে হাল ছাড়েননি তিনি। কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। ছাত্র পড়িয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতেন। এইচএসসি পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু ট্রেনে কাটা পড়ে অবসান হলো তার জীবন সংগ্রামের।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকার তেজগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার। রেলওয়ে থানা (ঢাকা-জিআরপি) জানায়, সাঈদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে সাঈদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
পশ্চিম কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সইফুল হক যুগান্তরকে বলেন, সাঈদ আবদুল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ায়। তার নাম জুয়েল শীল পিতা বিধু কুমার শীল। সে দশম শ্রেণিতে পড়ার সময় ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার সঙ্গে সম্পর্কছেদ করে। সাঈদ এসএসসি পাস করে ঢাকায় গিয়ে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়।
তিনি জানান, সাঈদের মৃত্যুর খবর শুনে তার বাবা মাকে লাশ গ্রহণের জন্য অনুরোধ করতে এলাকাবাসীর পক্ষে আমরা গিয়েছিলাম ওর বাবা তার লাশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দেন।
এদিকে সাঈদ আবদুল্লাহর সহপাঠী ও বন্ধু আবদুল্লাহ নোমান বলেন, সাঈদ অনেক কষ্ট করে চলত। কিন্তু কারো কাছে কিছু খুলে বলত না। পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন করলেও সাঈদ তার মায়ের সঙ্গে গোপনে দেখা করত। আমাকে সে বলেছিল, এইচএসসির রেজাল্ট দিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই বাড়িতে গিয়ে গোপনে মায়ের সঙ্গে আবার দেখা করবে। তার সে আশা আর পূরণ হলো না।
সাঈদের স্মৃতিচারণা করে আবদুল্লাহ বলেন, সুযোগ পেলেই তারা দুজনে একসঙ্গে বসে গল্প করতেন। কলেজ চলাকালে সাঈদ আর তিনি এক টেবিলে খেতেন। সাঈদ অত্যন্ত ভদ্র ও মেধাবী ছিলেন। ফুটবলও ভালো খেলতেন। সাঈদের লাশ গ্রহণ নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় পরে চকরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় সহপাঠীরা তার লাশ গ্রহণ করে শুক্রবার বাদে মাগরিব বিজ্ঞান কলেজ মাঠে জানাজা পড়ে, রাতেই বাড্ডা কবরস্থানে তার দাফন কার্য সম্পাদন করা হয়েছে বলে জানান আবদুল্লাহ।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী যুগান্তরকে বলেন, সাঈদের পিতা বিধু কুমার শীল ছেলের লাশ গ্রহণ করবেন না বলে লিখিত দিয়েছেন। বিষয়টি তেজগাঁও থানাকে অবগত করা হয়েছে।
তেজগাঁও থানার ওসি অপুর্ব হাসান যুগান্তরকে বলেন, সাঈদের লাশ তার বাবা গ্রহণ করবেন না মর্মে চকরিয়া থানার মাধ্যমে নিশ্চিত হয়ে ঢাকা বিজ্ঞান কলেজের সহপাঠীদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

চারদিকে মৃত্যুর খবর শুনি 😥আমিও সেই দিনের প্রহর গুনি!!হঠাৎ যদি চলে যাই আসল গন্তব্যে ক্ষমা করে দিয়ো সকলে নিজ গুনে!
16/01/2023

চারদিকে মৃত্যুর খবর শুনি 😥
আমিও সেই দিনের প্রহর গুনি!!
হঠাৎ যদি চলে যাই আসল গন্তব্যে
ক্ষমা করে দিয়ো সকলে নিজ গুনে!

16/01/2023

উলামা কি শান

আলহামদুলিল্লাহ, আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমা।
15/01/2023

আলহামদুলিল্লাহ,
আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমা।

মাহমুদ জা'ফর। বাংলাবাজার আর সারা দেশের বইপ্রেমী পাঠকের কাছে পরিচিত মোল্লা জা'ফর নামে! বই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷...
15/01/2023

মাহমুদ জা'ফর। বাংলাবাজার আর সারা দেশের বইপ্রেমী পাঠকের কাছে পরিচিত মোল্লা জা'ফর নামে! বই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷ নিরীহ ও সাধারণ একজন মানুষ। বই ভালোবাসেন, বিক্রি করেন; এটিই তার পেশা ও নেশা! তার শপের নাম মোল্লার বই.কম।
১০ জানুয়ারি মঙ্গলবার রাতে, যাত্রাবাড়ী তার নিজের দোকান থেকে শনির আখড়া বই ডেলিভারি দিতে যান। সে রাতে আর ফিরে আসেননি তিনি। সেই থেকে এখন পর্যন্ত নিখোঁজ সবার প্রিয় মোল্লা জাফর।
ফুটফুটে দুটি কন্যাসন্তান, স্ত্রী, পরিবার-পরিজন, বন্ধুমহল—সবাই পথ চেয়ে বসে আছেন প্রিয় জাফরের!
প্রশাসনের অনেক সুহৃদ ভাইয়েরা আছেন, যারা বই পড়েন, ভালোবাসেন। আপনারা কি আমাদের জানাতে পারেন, মোল্লা জা'ফর কোথায় আছে! একটা মানুষ এভাবে পথে নেমে হারিয়ে যাবে—কেউ জানবে না, এটা কি হতে পারে!
আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই ব্যাপারে কেউ এগিয়ে আসুন! তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক! আমাদের প্রিয় এই ভাই আবার আমাদের কাছে নিরাপদে ফিরে আসুক!
আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

#মাহমুদজাফরেরসন্ধানচাই

15/01/2023

এই প্রথম বাবা ও ছেলে একই স্টেজে জাগরণী সংগীত গাইলেন

14/01/2023

দুই দিন যাবত অসুস্থতার নেয়ামতে ভুগতেছি।
বন্ধুদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ পাক যেন সুস্থতার নেয়ামত দান করেন
🤲🤲🤲🤲🤲

13/01/2023

❤️ তাবলীগ ❤️ তবলীগ নিয়ে চমৎকার উর্দু সংগীত

#তাবলীগ

হায়রে সোনার হরিণ ইউরোপের জীবন,,,আর কত প্রাণ হারাবে এ ভাবে!!! 😪এখন ২০২৩ এ এসে যদি কেউ পায়ে হেঁটে ইউরোপ আসার চিন্তা করে ত...
13/01/2023

হায়রে সোনার হরিণ ইউরোপের জীবন,,,

আর কত প্রাণ হারাবে এ ভাবে!!! 😪
এখন ২০২৩ এ এসে যদি কেউ পায়ে হেঁটে ইউরোপ আসার চিন্তা করে তার কপাল কতটা দুর্ভাগ্যময়..
৯ জানুয়ারী তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডার কারণে বরফে জমে এই ভাই এর মৃত্যুবরণ হয়।
নাম মোঃ তানিম, বাড়ি সুনামগঞ্জ জেলায়, গ্রামের বাড়ির ঠাকুরভোগ।
Copy,

আজকের ইজতেমা জনসমুদ্র, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জুম্মার নামাজ হয়েছে টঙ্গী, তুরাগ নদীর তীরে । বিশ্ব ইজতেমা ২০২৩
13/01/2023

আজকের ইজতেমা জনসমুদ্র, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জুম্মার নামাজ হয়েছে টঙ্গী, তুরাগ নদীর তীরে ।

বিশ্ব ইজতেমা ২০২৩

দেখেন তো চিনেন কিনা?হ্যাঁ তিনিই যুগের মুহাক্কিক আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী হাফিজাহুল্লাহ! যিনি মাওলানা সাদ সাহেবে...
13/01/2023

দেখেন তো চিনেন কিনা?
হ্যাঁ তিনিই যুগের মুহাক্কিক আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী হাফিজাহুল্লাহ! যিনি মাওলানা সাদ সাহেবের আসল রূপ লিখে জাতিকে সতর্ক করেছেন।

উল্লেখ্য: বিশ্ব ইজতেমা ময়দানে পবিত্র কুরআন তিলাওয়াতরত অবস্থায় ধারণকৃত চিত্র।

সাদ ভ্রান্ত ও পথ ভ্রষ্ট এতে কোন সন্দেহ নাই

গত দুই দিন আগে আদালত প্রাঙ্গণে বাবা ও ছেলে (মামুনুল হক ও যিমামুল হক)দুজন দুজনের দিকে কষ্ট ভরা চোখে তাকিয়েছেন 😥😥ইয়া আল্ল...
13/01/2023

গত দুই দিন আগে আদালত প্রাঙ্গণে বাবা ও ছেলে (মামুনুল হক ও যিমামুল হক)

দুজন দুজনের দিকে কষ্ট ভরা চোখে তাকিয়েছেন 😥😥
ইয়া আল্লাহ, তুমি আল্লামা মামুনুল হককে তার পরিবারের সাথে মিলিয়ে দাও মালিক। প্রায় আড়াই বছর ধরে হযরত জেলে।😭😭😭

12/01/2023

তাবলীগ তাবলীগ চলে।
বিশ্ব ইজতেমায় আপনাদের দাওয়াত।

12/01/2023

আমার এই পেজে সমস্যা হয়েছিল কিছু দিন আগে।

আপনাদের দোয়ায় এখন আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে।

11/01/2023

বয়ান করছেন মুফতি সাঈদ আহমদ কলরব

live🔴 ১১/০১/২০২২ বয়ান করছেন , আয়োজনে ঐতিহাসিক বরাইগ্রাম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান-খালের মুখ বাজার,মোগলা বাজার,দক্ষিণ সুরমা,Bangla waz live,ওয়াজ মাহফিল লাইভ

11/01/2023

বয়ান করছেন লোকমান সাদী সাহেব

11/01/2023

বয়ান করছেন মুফতি মাহফুজুর রহমান জাবের

live🔴 ১১/০১/২০২২ বয়ান করছেন , আয়োজনে ঐতিহাসিক বরাইগ্রাম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান-খালের মুখ বাজার,মোগলা বাজার,দক্ষিণ সুরমা,Bangla waz live,ওয়াজ মাহফিল লাইভ

11/01/2023

বয়ান করছেন তাফহিমুল হক হবিগঞ্জী

live🔴 ১১/০১/২০২২ বয়ান করছেন , আয়োজনে ঐতিহাসিক বরাইগ্রাম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান-খালের মুখ বাজার,মোগলা বাজার,দক্ষিণ সুরমা,Bangla waz live,ওয়াজ মাহফিল লাইভ

10/01/2023
10/01/2023

হাজারো হাফেজ আলেমদের উস্তাদ হাফেজ মাওলানা আমিরুল ইসলাম নোওয়াগাওর হুজুরের জানাজার নামাজ 🔴সরাসরি লাইভ🔴

নিচের পেইজটি ফলো করুন প্লিজ
https://www.facebook.com/profile.php?id=100089202285493&mibextid=ZbWKwL

09/01/2023

অবিশ্বাস্য হলেও সত্য
👇👇👇👇👇https://www.facebook.com/profile.php?id=100089202285493&mibextid=ZbWKwL
☝️☝️পুরাতন পেইজে প্রবলেম হয়েছে 😥😥
এখন থেকে এই পেইজে নিয়মিত লাইভ হবে ইনশাআল্লাহ

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Tv:

Videos

Share

Category