কবি এম আর ঠাকুর, বানিয়াচং, হবিগঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • কবি এম আর ঠাকুর, বানিয়াচং, হবিগঞ্জ।

কবি এম আর ঠাকুর, বানিয়াচং, হবিগঞ্জ। সত্য প্রকাশ

17/02/2024

শিরোনাম
বাবা তোমার জন্য
কলমে
কবি এম আর ঠাকুর।

11/02/2024

বাবা তুমি আমার এক পৃথিবী

নিজের আদালতে, নিজের বিচার করেছেন , নিজেকে শাস্তি দিয়ে হয়েছেন ফেরারি, হয়েছেন ন‍্যায়বিচারক... আমার বাবা।আকাশে তারা আর চাঁদ...
02/02/2024

নিজের আদালতে, নিজের বিচার করেছেন , নিজেকে শাস্তি দিয়ে হয়েছেন ফেরারি, হয়েছেন ন‍্যায়বিচারক... আমার বাবা।

আকাশে তারা আর চাঁদের আলোতে সেই সবে বরাতে, নামাজ শেষে আমার কানে কানে বাবা বলতে লাগলেন, তোমার অমুক চাচাকে আমার নির্বাচন নিয়ে রাগান্বিত হয়ে উচ্চ-বাচ্চ করেছিলাম। আমাকে তাঁর কাছে মাফ চাইতে হবে। তুমি আমার সাথে চল। চলতে চলতে রাস্তায় বলতে লাগলেন, আমি একদিন মরে যাবো। দুনিয়ার কারো ভয়ে নয়। আমার আল্লাহকে খুশি করার জন্য মাফ চাইব। একটু পরে,
অমুক চাচাকে তাঁর বাড়ির সামনে রাস্তায় পেয়ে, তার পায়ে ধরে বাবা মাটির রাস্তায় লুটিয়ে পরে অবুঝ বাচ্চার মতো কাঁদতে থাকলেন। আমারও চোখের পানি আর আটকাতে পারলাম না। বাবার সাথে সাথে আমিও কেঁদে বললাম, চাচা; তুমি বাবাকে মাফ করে দাও।

আমার বাবা আমার কাছে শ্রেষ্ঠ অধ্যাপক। তাঁর কাছে ন‍্যায়বিচার, শিষ্টাচার, নমনীয়তা, আখলাখসহ অগণিত জ্ঞান শিখেছি।
বাবার আরোগ্য কামনা করি। প্রার্থনা করি রবের কাছে, দোয়া চাই আপনাদের কাছে।

মাস্টার মিজানুর রহমান ঠাকুর
তাহফীজুল কুরআন সেন্টার
মাধবদী, নরসিংদী।

অর্থ দিয়ে নয় বা অস্ত্র দিয়েও নয়, অমায়িক আচরণের মাধ্যমে মানুষের হৃদয় রাজ‍্য জয় করে, হয়েছেন বিনয়ের রাজা... আমার বাবা।২০২২ ...
02/02/2024

অর্থ দিয়ে নয় বা অস্ত্র দিয়েও নয়, অমায়িক আচরণের মাধ্যমে মানুষের হৃদয় রাজ‍্য জয় করে, হয়েছেন বিনয়ের রাজা... আমার বাবা।

২০২২ সালের ডিসেম্বর মাসে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচনে মাত্র ২০ ভোটের ব‍্যবধানে পরাজিত হলেন,
সেদিনটা ছিল আমার কাছে একটা ইতিহাসের দিন। বাবার পরাজয়ে বহু মানুষের চোখে কান্না দেখেছিলাম।
সেদিন দেখেছিলাম এক প্রকৃত ভালোবাসার বিজয়। এমন বিজয় আমি আর কোনো দিন দেখিনি। ৭ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে প্রায় ৫-৬ জন প্রতিদ্বন্দ্বির আত্মীয়স্বজনের আফসোস ছিলো আমার বাবার প্রতি। রেজাল্টের পরপর অনেকেই দেখতে এসেছিলেন আমার বাবাকে। বাবার হৃদয়েও কান্না ছিল। তবুও বাবা সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আমি তোমাদের ভালোবাসা পেয়েছি। এটাই আমার বড় পাওয়া।

নির্বাচনের পরের দিন,
কয়েকটি ভোট ব‍্যবধানে দুইবার নির্বাচন করে যার কাছে হেরে গেলেন, সেই বিজয়ী জিতু মিয়া মেম্বার তার সমর্থকদের নিয়ে আমাদের বাড়িতে এসে আমার বাবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় আমার বাবাকে আলিঙ্গন করলেন। সেই মূহুর্তের সাক্ষী অনেকেই। বাবার জন্য মানুষের এত ভালোবাসা দেখে। আমার মন সহজেই বুঝে গেল, অর্থ দিয়ে নয় বা অস্ত্র দিয়েও নয়, অমায়িক আচরণের মাধ্যমে মানুষের হৃদয় রাজ‍্য জয় করে, আমার বাবা হয়েছেন বিনয়ের মহারাজা।

বাবার সবুর দেখে, বাবার উদ্দেশ্যে মনে মনে আমি সেদিন বলেছিলাম এবং মাকে সরাসরি বলছিলাম,
আমার বাবাকে আল্লাহ্ হয়তো খুব বেশি পছন্দ করেন। তাই দুনিয়ার জামেলা থেকে মুক্ত রেখেছেন। বাবার এই সবুরের ফল হয়তো আল্লাহ্ দুনিয়াতে না দিয়ে আখিরাতে এর উত্তম বদলা হিসেবে জান্নাতে ঘর বানিয়ে দিচ্ছেন। আবারও বাবা গুরুতর অসুস্থ। আল্লাহ্ হয়তো আমার বাবার প্রতি রাজি ও খুশি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ্।

মাস্টার মিজানুর রহমান ঠাকুর
তাহফীজুল কুরআন সেন্টার
মাধবদী, নরসিংদী।

চাচাদের হৃদয়ের সিংহাসনে এ যুগের শ্রেষ্ঠ রাজা... আমার বাবা।আমি রাজা/বাদশার যুগ দেখি নাই, সম্রাজ‍্যও দেখি নাই। তবে মুকুট ব...
02/02/2024

চাচাদের হৃদয়ের সিংহাসনে এ যুগের শ্রেষ্ঠ রাজা... আমার বাবা।

আমি রাজা/বাদশার যুগ দেখি নাই, সম্রাজ‍্যও দেখি নাই। তবে মুকুট বিহীন রাজা দেখেছি। তিনি হচ্ছেন আমার বাবা। ভাইদের যখন, সম্পত্তি ধরে রাখার যোগ্যতা/বুঝ হয়েছে ঠিক তখনই নিজের অর্জন ও তাদের বাবার অর্জিত সম্পত্তি ভাগ করে দিয়েছেন। এর আগে নিজেই সম্পত্তি রক্ষার সংগ্রাম করেছেন আজীবন। ভাইদের ছোট বড় যেকোনো ভালো কাজে এ‍্যকশন হিরুর মতো কাজ করেছেন। তাদের বিপদ - আপদে পাশে থেকে সাহস ও সান্ত্বনা দিয়েছেন। আমি প্রায়ই দেখতাম, দরজায় দরজায় গিয়ে প্রতিরাতে ভাইদের খবর নিতেন। পৃথক পরিবার, তবুও কোনো একজন ভাই বাড়িতে না আসলে পেরেশান হয়ে যেতেন। তার সাথে যোগাযোগ করতেন। এর আগে রাতের খাবার খেতেন না। এমনকি ভাই না আসলে ঘুমাতেন না। প্রায়ই একটা কথা বলতেন, তোমরা অন‍্যায় বা মারামারি করবেনা। তাহলেই আমরা সুখি হতে পারব। আজ, আমার বাবা কথা বলতে পারছেন না। তবে মুখের কথাগুলো খাতায় লিখে দিচ্ছেন।

আজ বাবা অসুস্থ।
বাবার সামান্য অনুপস্থিতিতে চাচাদের হৃদয়ে বিশাল শূন্যতা, তাদের কয়েকজনের হৃদয় আমি পড়েছি, তাদের আসমানটা কালো মেঘে ভরে গেছে, অন্ধকার হৃদয়ের জমিনে বর্ষন হচ্ছে। তাদের চোখের দিকে থাকালে আমি আর নিজেকে সামলাতে পারছিনা।

লেখক,
মাস্টার মিজানুর রহমান ঠাকুর
তাহফীজুল কুরআন সেন্টার
মাধবদী, নরসিংদী।

তুমি আমার সম্পদ, আমাকে ইঙ্গিত করে বলতেন... আমার বাবা।বাবার সম্পদ হতে গিয়ে আমি চঞ্চল হতে পারিনি,বাবার বাধ্য হতে গিয়ে কোনদ...
02/02/2024

তুমি আমার সম্পদ, আমাকে ইঙ্গিত করে বলতেন... আমার বাবা।

বাবার সম্পদ হতে গিয়ে
আমি চঞ্চল হতে পারিনি,
বাবার বাধ্য হতে গিয়ে
কোনদিন ঘর ছাড়তে পারিনি।

বাবার কাছে যা কিছু পেতাম সবই আমার কাছে ইতিহাস। একদিন, বানিয়াচং স্টেডিয়ামে ফুটবল ফাইনাল খেলা। বায়না ধরেছি, আমিও দেখতে যাবো। সহজে কোন কিছুর জন্য বায়না করতাম না। তাই বাবা আমাকে নিয়ে গেলেন। কিন্তু খেলা দেখার উপায় নাই। মাঠ ঘিরে আছে হাজার হাজার মানুষ। বাবা, পিছনে এক জায়গায় দাঁড়িয়ে আমাকে উনার কাধে উঠালেন। আমি খেলা দেখলাম।

সেদিন বাবার কষ্টটা বুঝিনি। যখন নিজে বাবা হয়েছি তখন বাবার সুখ, আহলাদ বিসর্জনের চিত্র চোখে ভাসতে থাকলো। সেদিন বাবা যেভাবে নিজে খেলা দেখেননি তেমনি করে আজীবন আমাদেরকে সুখ দিতে গিয়ে, বাবা নিজে সুখের ছোঁয়া নিতে পারেননি। আমরা ভাইয়েরা যখন বুঝতে শিখেছি, বাবার যখন সুখে দিন যাওয়ার কথা ঠিক তখনই চরম অসুস্থ হয়ে গেলেন। এই অবস্থায়ও সন্তানের ভবিষ্যৎ ভাবনা। সন্তানের সুখের জন্য চেষ্টা আর আল্লাহ্ কাছে চাওয়া। বাবা নামক শব্দটি এত ত‍্যাগী কেন? বাবারা কেন নিজেকে নিয়ে ভাবতে পারেননা?

বাবার উহ্ শব্দটার জন্যও আজ আমার পৃথিবী কাঁদছে। জানিনা বাবা আমি তোমার কেমন সম্পদ হয়েছি?

হে আল্লাহ্ তুমি কবুল কর আমার বাবাকে। সুস্থ করে দাও। আমাদের কাছে ফিরিয়ে দাও। আমিন।

লেখক
মাস্টার মোঃ মিজানুর রহমান ঠাকুর (এম.এ)
সিনিয়র শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক
শায়েখ ইদ্রিস স্বন্দিপী রহ. তাহফীজুল কুরআন সেন্টার মাধবদী, নরসিংদী।

02/02/2024

শিরোনাম "বাবা তুমি আমার এক পৃথিবী "
কথা ও সুরে কবি এম আর ঠাকুর

"বাংলাদেশ জুড়ে বানিয়াচংয়ের আলোকিত মানুষ"ইতিহাস ঐতিহ্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং। গ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে স...
20/08/2023

"বাংলাদেশ জুড়ে
বানিয়াচংয়ের আলোকিত মানুষ"

ইতিহাস ঐতিহ্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং। গ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি এই গ্রামকে আলোকিত করে চলেছেন এই গ্রামের কৃতি সন্তানেরা। ছোট থেকে বড় এমন অনেক মানুষ আছেন, তারা কর্ম ক্ষেত্রে তাদের সফলতার জন্যই বানিয়াচং গ্রামের নাম ও সুনাম দিন দিন বৃদ্ধি করছেন। বাংলাদেশ জুড়ে কর্মরত বানিয়াচংয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ছোট থেকে বড় হওয়ার গল্প /ব‍্যর্থতা থেকে সফলতার গল্প ও জীবন কর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। গ্রন্থের শিরোনাম
"বাংলাদেশ জুড়ে বানিয়াচংয়ের আলোকিত মানুষ"।

আপনি কি বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেছেন?
আপনার কর্মক্ষেত্র কি বানিয়াচংয়ের বাইরে?
এমনকি অতীতে আপনার কর্মক্ষেত্র এর বাইরে ছিল?
আপনি কি কর্মক্ষেত্রে সফল?
যদি সফল হয়ে থাকেন, তাহলে আপনার জীবন-কর্ম ও সফলতার গল্প পাঠাতে পারেন।

"বাংলাদেশ জুড়ে বানিয়াচংয়ের আলোকিত মানুষ"
সম্পাদক কবি এম আর ঠাকুর
Gmail- [email protected]
phone - 01745901320

12/05/2021
25/02/2021

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় বক্তব্যে কামাল উদ্দিন লাল

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের নৌকা প্রচারণায় সাবেক সফল মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা জাহাঙ্গীর কবীর নানক সাহেবের আগমনী পথযাত্রায় হবিগঞ্জ জেলা কৃষকলীগের উপস্থিততে বানিয়াচং উপজেলা শাখা কৃষকলীগের আহবায়ক জননেতা কামাল উদ্দিন লাল বলেন, জেলা যুবলীগের কান্ডারী জননেতা আতাউর রহমান সেলিম ভাইয়ের বিজয়ের জন্য আমরা বানিয়াচং উপজেলা কৃষকলীগ প্রচারণায় নেমেছি। স্বাধীনতার মার্কা ও মুক্তির মার্কা - নৌকা মার্কার বিজয় চাই। এছাড়া এ পথসভায় বক্তব্য রাখেন, বানিয়াচং কৃষকলীগ নেতা সেবুল ঠাকুর, বানিয়াচং যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন ঠাকুর, কৃষকলীগ নেতা রুহুল আমীন, মধু মিয়া, লেবু মিয়া, বুলবুল, জানু মিয়া, হোসমান মিয়া, মুস্তাকিম মিয়াসহ উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সকল নেতাকর্মী।

21/12/2020

কবিতা - ওরে মাতব্বররচনা ও সুরে কবি এম আর ঠাকুর।উৎসর্গ- বিজয়ের দিনে পরাজিত প্যানেল প্রত্যাশী শিক্ষক তুমি মোল্লা তু....

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি এম আর ঠাকুর, বানিয়াচং, হবিগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি এম আর ঠাকুর, বানিয়াচং, হবিগঞ্জ।:

Videos

Share

Category