প্রিয়-ঘর / Prio-ghor

প্রিয়-ঘর / Prio-ghor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয়-ঘর / Prio-ghor, Digital creator, Sylhet.

12/06/2023

You may find it hard to be grateful and to thank the Almighty when you’re going through a struggle. But give thanks as He strengthens you even more. That’s your real test.

M***i Menk

11/06/2023

Don’t expect things to go your way. They won’t. If He delays what you’ve asked for, it’s one of the biggest tests of your faith and patience. Don’t lose the plot. Stay firm.

©M***i Menk

Mesmerizing Natural View of Meghalaya
03/06/2023

Mesmerizing Natural View of Meghalaya

25/05/2023

বাকি প্রফেশনের কথা তেমন জানি না। কিন্তু ডাক্তারি একটা কেমন যেনো পেশা। পড়াশোনা করলে সংসার থাকে না,সংসার থাকলে পড়াশোনা হয় না।

বুড়া বয়সে ভাবতে হয়,বিয়ে করিবো নাকি কোচিং করবো। চাকরি করবো নাকি পড়তে যাবো। বাচ্চা নিবো নাকি বিয়ে করবো।

পড়বো,ওকে, বিসিএস না এফসিপিএস/এমডি?
সংসার করবো, ওকে চাকরী আর পড়া বাদ দিয়ে শান্তি পাবো?
চাকরী করবো ওকে। জামাই এক দেশে আর তুমি আরেকদেশে,মানায় নিতে পারবো?

বাচ্চা নিবো? ১ম বাচ্চার পর পড়াবো নাকি ২য় টার পর পড়বো?তখন ব্রেন চলবে তো?

মানে একটা বিচ্ছিরি অবস্থা। আর যদি কেউ ফাঁকিবাজ (সংসারে এবং পড়াশোনায়) তাহলে তার জীবন অন্ধকার। তাদের নিয়ে কিছু বলার নাই।
যারা জীবনে সাকসেসফুল( মানে ডিগ্রী, বাচ্চা,সংসার,চাকরি এবং শান্তি) হয়,তাদের কাছ থেকে শোনা ২ ধরনের কথা আছে।

১. সবই ভাগ্য।আলহামদুলিল্লাহ। আমি তেমন পড়ি নাই।তেমন সংসার নিয়া ভাবি নাই,বাচ্চা কবে হয়ে গেলো,সবই আল্লাহর ইচ্ছে।চাকরিও হয়ে গেলো। প্রিপারেশন ছাড়াই গেছিলাম ইন্টারভিউ দিতে।

২. অনেক কষ্ট করছি জীবনে। সকালে ৫ টায় উঠে পড়তে বসতাম। চুলায় ভাত দিয়ে, বই খুলে রাখছি পাশে। গায়ে হলুদ আর বিয়ের পড়ানোর মাঝের টাইমটাতেও পড়েছি। দিনে চাকরী ছিলো,রাত জেগে পড়েছি। প্রাকৃতিক কাজে সাড়া দেয়ার সময় পড়েছি। বাসে,রিকশায় পড়েছি। বাচ্চার কান্না থামাতে পড়াগুলা সুর করে গেয়ে গেয়ে, পড়েছি।বাচ্চার পড়ার বয়স হওয়ার পড় দুজনে একসাথে পড়েছি। শপিং,ফেইসবুক, কারো বিয়ে-জন্মদিন, হানিমুন, কোথাও যাই নাই। খালি পড়েছি। চাকরি, বাচ্চা,জামাই সব সামলে এখন আমি এই অবস্থায় আসেছি। অনেক পরিশ্রম।

ফ্রাস্টেশন,ডিপ্রেশন, বাইপোলার মুড,এনজাইটি কি নাই এই প্রফেশনে। এই পেশায় পড়াশোনা না করা একটা পাপ। টাকা কামাতে না পড়া একটা লজ্জা।আর সংসার না হওয়া তো একটা বড় অপূর্ণতা। এতো কিছু হওয়ার পরেও দেখা যায় সন্তান হলেও,মানুষ হয় খুব কম। বাবা মা সময় দিতে পারে না।বেশী বয়সের বাবা মার জন্য সন্তানের জিনগত সমস্যা।

যাই হোক। তবুও এই প্রফেশন ভাল।মহৎ। এতো ব্যস্ততা, এতো চিন্তা,এতো স্ট্রেস থাকে অন্যদের রোগবালাই, অন্যদের ভাল থাকা নিয়ে,যে নিজের টা তেমন একটা মনে পড়ে না। যদি সব সময় এইসব মনে পড়তো,তাহলে ডাক্তারদের জন্য আলাদা করোনা হাসপাতাল না করা গেলেও,মানসিক হাসপাতাল করা লাগতোই।

©ইশরাত অবন্তি

চা ☕ নাকি  কফি 🧋কোনটা পছন্দের পানীয়?
24/05/2023

চা ☕ নাকি কফি 🧋

কোনটা পছন্দের পানীয়?

Which one??
24/05/2023

Which one??

23/05/2023

পেইজের নাম চেঞ্জ করতে চাচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যায় এইরকম নামের সাজেশন চাচ্ছি আপনাদের কাছে।
থ্যাংকস ইন এ্যাডভান্স😊

23/05/2023

When you ask the Almighty for something, ask with confidence. Ask with positivity. He always hears and knows what is best for you. If what He gave you seemed like a NO to your request, understand that He has something better in store. Embrace what you have and look ahead.

© M***i Menk

22/05/2023

পাহাড় নাকি সমুদ্র ? কোনটা বেশী ভালো লাগে  আপনার কাছে ??
22/05/2023

পাহাড় নাকি সমুদ্র ?

কোনটা বেশী ভালো লাগে আপনার কাছে ??

দৃষ্টিনন্দন টিউলিপ ফুল, স্বপ্ন ছিল নেদারল্যান্ডের  টিউলিপ ফুলের বাগান দেখব , কিন্তু এখন আর নেদারল্যান্ডে যেতে হবে না ইংল...
20/05/2023

দৃষ্টিনন্দন টিউলিপ ফুল, স্বপ্ন ছিল নেদারল্যান্ডের টিউলিপ ফুলের বাগান দেখব , কিন্তু এখন আর নেদারল্যান্ডে যেতে হবে না ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় টিউলিপ ফুলের বাগান করে রেখেছে, নেদারল্যান্ডের মতোই বিশাল বিশাল,
ইংল্যান্ডের বিশাল টিউলিপ ফুলের বাগানের জায়গার নাম হল Norfolk tulip garden London.

পৃথিবীতে এমন কে আছে যে টিউলিপ ফুলের নাম শুনেনি! ছোট গাছ হলেও জগতজুড়ে এর সৌন্দর্যের এত বিশালতা যে তা বর্ণনা করা বড়ই কঠিন।
দীর্ঘদিন স্থায়িত্বের কারণে এর জনপ্রিয়তা সেই আদিকাল থেকেই। টিউলিপ হল সবচেয়ে প্রশংসিত, সুন্দর এবং জনপ্রিয় বাল্বস উদ্ভিদের মধ্যে একটি যা বসন্ত ঋতুতে ফুল ফোটে। এগুলি লম্বা সবুজ ডালপালা সহ উজ্জ্বল রঙের এবং কাপ আকৃতির ফুল।টিউলিপ হল লম্বা, চওড়া, সমান্তরাল-শিরাযুক্ত পাতা এবং কান্ডের ডগায় কাপ আকৃতির, একক বা ডবল ফুল সহ খাড়া ফুল। ফুলের রং লাল থেকে হলুদ থেকে সাদা যে কোনো জায়গায় হতে পারে।

টিউলিপ ইরান এবং তুরস্ক উভয় দেশের জাতীয় ফুল।
টিউলিপ ফুলদানিতে থাকা অবস্থায়ও সূর্যকে অনুসরণ করে। সেজন্য দিনের বিভিন্ন সময়ে আপনাকে সেগুলি আপনার বাড়ির চারপাশে সরাতে হবে।টিউলিপগুলি কাটার পরেও বাড়তে থাকে।

টিউলিপফুলের উপকারিতা_

১/ পারস্যে লাল টিউলিপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে গণ্য করা হয়।
২/ হলুদ টিউলিপ আনন্দ এবং বন্ধুত্বের প্রতীক।
৩/ সাদা টিউলিপ শান্তি, বিশুদ্ধতা এবং সম্প্রীতির প্রতীক। একইসঙ্গে এটি মঙ্গলেরও প্রতীক।
৩/ নীল টিউলিপ ফুল আন্তরিকতা এবং বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। আবার উপহার হিসেবেও এটি বেশ আকর্ষণীয়।
৪/বেগুনী টিউলিপ আভিজাত্যের সঙ্গে জড়িত।
কালো টিউলিপ রহেস্যের প্রতীক।
৫/ গোলাপী ‍টিউলিপ প্রেম, ভালোবাসার সাথে সম্পৃক্ত।

টিউলিপ ফুল বাণিজ্যিক উপকারিতা:

বিভিন্ন দেশে টিউলিপ ফুলের আর্থিক উপযোগীতা রয়েছে। এমনকি এই ফুলের উপর নির্ভর করে কিছু কিছু দেশের অর্থনৈতিক কর্মকান্ড সচল রয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যে টিউলিপ ফুলের বিনিময় মূল্য প্রায় ১১ হাজার মিলিয়ন ইউরো।
টিউলিপ সৌন্দর্য এবং খুবই লাভবান একটি ফুল। যেটি প্রকৃতির শোভাবর্ধনের পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট অনেক মানুষের জীবিকা নির্বাহ করে যাচ্ছে।
সংগৃহীত।


🌱Tea Gold🌱যার সংক্ষিপ্ত নাম টিজি। টিজি নাম টা সিংগাপুরের কোম্পানি TWG এর নাম অনুসারে করা।দুধ চা এর জন্য সাধারণত ব্যবহার ...
10/08/2021

🌱Tea Gold🌱

যার সংক্ষিপ্ত নাম টিজি।
টিজি নাম টা সিংগাপুরের কোম্পানি TWG এর নাম অনুসারে করা।
দুধ চা এর জন্য সাধারণত ব্যবহার হয়।
অবশ্যই তা ঘন গরুর দুধ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে।
পাউডার দুধ দিয়েও কিন্তু খেতে অনন্য।
প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির চা।

🌱Modhupuri/মধুপুরী :-

এক্সপোর্ট কোয়ালিটির চা পাতা।
বাংলাদেশের এর একটি মাত্র চা বাগানে এই চা পাতা হয়।
আমাদের স্পেশাল প্রোডাক্ট।
এইটা রং চা এর জন্য প্রসিদ্ধ। রং চা একবার খাইবেন তো বারবার চাইবেন।
দুধ চাও খেতে দারুন।

#প্রিয়ঘর



🍯🍯 বোতলের মুখ খোলার সাথে সাথে ঘ্রান আশে পাশে ছরিয়ে যাবে। হাতে লাগলে ২-৩ বার হাত ধোয়ার পরেও হাতে সুগন্ধ থেকে যাবে।সেটা কি...
04/08/2021

🍯🍯 বোতলের মুখ খোলার সাথে সাথে ঘ্রান আশে পাশে ছরিয়ে যাবে। হাতে লাগলে ২-৩ বার হাত ধোয়ার পরেও হাতে সুগন্ধ থেকে যাবে।সেটা কি জানেন,সেটা হলো খাঁটী ঘি। আর সেটা যদি হয় পাবনার খাঁটি গাওয়া ঘি তাহলে তো আর কোনো কথাই নেই।

আসল ঘি চেনার উপায়ঃ

🍄অবশ্যই দানাদার থাকবে। নরমাল অবস্থায় পুরো তেল উপরে চলে আসবে এবং দানাগুলো নিচে চলে যাবে।

🍄 হাতে নিলে পরিস্কার তেলের মত মিলিয়ে যাবে।

🍄টাটকা ঘি এর সতেজ এবং মন ভুলানো ঘ্রাণ থাকবে।

🍄ভাল এবং পরিপূর্ণ জাল দেয়া ঘি অবশ্যই উজ্জল বর্ণের হবে দেখতে।

#প্রিয়_ঘর
#ঘি_বার্তা
#খাঁটি_গাওয়া_ঘি




Alhamdulillah... One of the finest review of prio-ghor special pure gawa ghee.. #খাঁটি_গাওয়া_ঘি  #প্রিয়_ঘর
31/07/2021

Alhamdulillah... One of the finest review of prio-ghor special pure gawa ghee..

#খাঁটি_গাওয়া_ঘি
#প্রিয়_ঘর

বাংগালীপনার অদ্ভুতুড়ে জিনিসপাত্তি!
#শূন্যশূন্যএক!০০১

যদি আপনাকে জিজ্ঞেস করি একটা ভর্তার নাম বলুনত!
আপনার মাথায় নির্দ্বিধায় যেই নামটি আসবে সেটি হলো......

আলু ভর্তা!

আহ আলু ভর্তা সাথে গরম ভাত!

আলু ভর্তাতে যদি সরষের তেলের বদলে ঘি কিংবা সাথে এক্সট্রা ভাজা শুকনো মরিচ থাকে!😋

গরম ধোঁয়া উঠা সাদা সাদা ভাত! 😋
হোক খুদের ভাত কিংবা বাশমতি!😋
অথবা পানতা ভাত!😋

কত রকম ভাবে যে এই আলু ভর্তা কে আকর্ষনীয় করা যায়! অঞ্চলভিত্তিতে! কেউ কেউত আবার ভর্তাটাকে ভেজে নেন চুলায়! শেরপুরের মানুষ আমার হেল্পিং হ্যান্ড, সে ভেজে ভেজে আলু ভর্তা বানায়!
আমরা কুমিল্লার মানুষজন সিদ্ধ আলু, পেয়াজ, মরিচ সরিষার তেল চটকে বানাই!
কেউ কেউ ভাজা শুকনো মরিচ কেউবা কাচা মরিচ কেউবা দুটোই দেয়!
রংপুরের মানুষ আবার অতিরিক্ত ঝাল দেবে এই ভর্তাতে!

আবার এই গোল আলুর ও রকম ফের আছে।
লাল আলু, ছোট আলু, নতুন আলু!
এই আলুর ধরণের লাইন মেলা বড়!
এক এক আলু দিয়ে বানানো ভর্তার স্বাদ কিন্তু ভ্যারি করে!

ষোলকলা পূর্ণ লাগে আমার কাছে এই কম্বোটি!
তবে এখানে আমি উল্লেখ করব আমাদের অদ্ভুতুড়ে ব্যাপারটি!

কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাচ্ছি আমরা!
কিশোয়ার মাস্টার শেফ অস্ট্রেলিয়াতেত তাক লাগিয়ে দিয়েছে এই ঘরোয়া খানাপিনা দিয়ে!
আমাদের কাছে তাই উনিই জয়ী!

যদি একটুখানি ভাবি!

শর্করা দিয়ে শর্করা মেখে মেখে খাচ্ছি আমরা!
তাতে কি আমাদের ঐতিয্যবাহী খাবারত!
আমাদের কাছেত স্বাদের!
কিসব তাল গোল গুলিয়ে যাচ্ছে!
হালের ম্যাশড পটেটোর সাথে আমরা আবার সুইট কর্ণ স্টেক কম্বো খাই!

***পুষ্টিমান বিবেচনায় কিন্তু পিছিয়ে এই ভাত - আলু ভর্তা কম্বো! ওজন বৃদ্ধি সহ ব্যালেন্সড ডায়েট থেকে অনেক খানি দূরের এই মিলটি(!), ডায়াবেটিস / উচ্চরক্তচাপ রোগিদের জন্য কিন্ত এই কম্বোটি স্বাস্থ্যকর নয়! তাই বলে কি ছেড়ে দিব! মোটেই না!
খাবো তবে সেটা হবে ব্যালেন্সড ডায়েট !

বিদ্রঃ ঘরে তৈরী খাঁটি গাওয়া ঘি পাবেন ডা. রওশন এর প্রিয়-ঘর / Prio-ghor এ! 🥰🥰

29/07/2021

আলহামদুলিল্লাহ।
প্রিয়-ঘরের টি গোল্ড এবং মধুপুরী চা পাতা এর ডিটেইলস রিভিউ। অনেক ধন্যবাদ ডা.সায়মা মিশি আপু।

ভেজালের ভীড়ে খাঁটি ঘি পাওয়া অনেক কষ্টকর। বাজার থেকে ক্রয় করা ঘি এর স্বাদ ও ঘ্রান কোনোটাই নেই। কিন্তু খাঁটি ঘি এর স্বাদ ও...
26/07/2021

ভেজালের ভীড়ে খাঁটি ঘি পাওয়া অনেক কষ্টকর। বাজার থেকে ক্রয় করা ঘি এর স্বাদ ও ঘ্রান কোনোটাই নেই। কিন্তু খাঁটি ঘি এর স্বাদ ও ঘ্রান ঠিকই থাকে। প্রিয়-ঘর নিয়ে আসলো নিজস্ব তত্বাবধানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি খাঁটি দুধের খাঁটি গাওয়া ঘি। যা সম্পূর্ণ রঙ ও কেমিক্যাল মুক্ত।

প্রিয়-ঘরে দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলেই খাঁটি গাওয়া ঘি পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

খাঁটি গাওয়া ঘি পেতে এখনি ইনবক্সে যোগাযোগ করুন অথবা কল করুন ০১৮৮৭৩৫৯০৬৫

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয়-ঘর / Prio-ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share