22/12/2024
চলছে শীতকাল, টেপ টেনিস ক্রিকেটের ভরা মৌসুম। মাঠে জমে উঠেছে ক্রিকেট খেলা, শুধু আপনার মতো একজন নেই, ডিকে রাকিব।
#ডিকে_রাকিব_00 – বোলারদের জন্য ছিলেন তিনি এক আতঙ্কের নাম। তার কাছে ক্রিকেট বল যেন ছিল ফুটবলের ন্যায় বড়। স্ট্রাইকে দাঁড়ানো অবস্থায় প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর মুহূর্ত তৈরি করতেন তিনি। তিনি স্ট্রাইকে থাকা অবস্থাতে উইকেটরক্ষককে খুব কম সংখ্যক বলই গ্লাভ্সবন্ধি করতে হতো। ব্যাটে বল লাগার সাথে সাথেই বল চলে যেত বাউন্ডারির বাইরে। তার স্ট্রেইট ড্রাইভের টাইমিং, নিখুঁত শট, এবং লং অন-লং অফের উপর দিয়ে বিশাল বিশাল ছক্কাগুলো ছিল সত্যিই মুগ্ধকর।
শান্ত, বিনয়ী, ও কঠোর পরিশ্রমী এক ক্রিকেটারের উজ্জ্বল উদাহরণ ছিলেন ডিকে রাকিব। তার ক্যারিয়ার ছিল অগণিত হাফসেঞ্চুরি, সেঞ্চুরি, ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজের সাফল্যে ভরপুর।
এই ক্রিকেটের ভরা মৌসুমে আপনাকে আমরা সত্যিই খুব মিস করছি, ডিকে রাকিব। যেখানেই থাকুন, ভালো থাকুন।