Badepasha Times

Badepasha Times নতুন দিনের প্রত্যাশায়

Badepasha Times-
আমরা তথাকথিত কোনো নিউজ সাইট নই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি অনলাইন ম্যাগাজিন। যেখানে গুরুত্বপূর্ণ আপডেট খবরাখবর সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শেয়ার করে থাকি।
আমাদের লক্ষ্য তরুণ ও যুবসমাজকে তথ্য সমৃদ্ধশালী করে তোলা।

22/12/2024

চলছে শীতকাল, টেপ টেনিস ক্রিকেটের ভরা মৌসুম। মাঠে জমে উঠেছে ক্রিকেট খেলা, শুধু আপনার মতো একজন নেই, ডিকে রাকিব।
#ডিকে_রাকিব_00 – বোলারদের জন্য ছিলেন তিনি এক আতঙ্কের নাম। তার কাছে ক্রিকেট বল যেন ছিল ফুটবলের ন্যায় বড়। স্ট্রাইকে দাঁড়ানো অবস্থায় প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর মুহূর্ত তৈরি করতেন তিনি। তিনি স্ট্রাইকে থাকা অবস্থাতে উইকেটরক্ষককে খুব কম সংখ্যক বলই গ্লাভ্সবন্ধি করতে হতো। ব্যাটে বল লাগার সাথে সাথেই বল চলে যেত বাউন্ডারির বাইরে। তার স্ট্রেইট ড্রাইভের টাইমিং, নিখুঁত শট, এবং লং অন-লং অফের উপর দিয়ে বিশাল বিশাল ছক্কাগুলো ছিল সত্যিই মুগ্ধকর।
শান্ত, বিনয়ী, ও কঠোর পরিশ্রমী এক ক্রিকেটারের উজ্জ্বল উদাহরণ ছিলেন ডিকে রাকিব। তার ক্যারিয়ার ছিল অগণিত হাফসেঞ্চুরি, সেঞ্চুরি, ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজের সাফল্যে ভরপুর।
এই ক্রিকেটের ভরা মৌসুমে আপনাকে আমরা সত্যিই খুব মিস করছি, ডিকে রাকিব। যেখানেই থাকুন, ভালো থাকুন।

ষষ্ঠ বাদেপাশা টি-২০ লিগ শুরু:আজ ২২ ডিসেম্বর ২০২৪, বিকাল ২টায় মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় মাঠে বাগলা বনাম কেউটকোনার মধ্যক...
21/12/2024

ষষ্ঠ বাদেপাশা টি-২০ লিগ শুরু:
আজ ২২ ডিসেম্বর ২০২৪, বিকাল ২টায় মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় মাঠে বাগলা বনাম কেউটকোনার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন টি-২০ ক্রিকেট লিগের ষষ্ঠ আসর।
ইকবাল হোসেন সুমনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারম্যান জাহিদ হোসাইন।

মহান বিজয় দিবস
15/12/2024

মহান বিজয় দিবস

নতুন কেন্দ্র অনুমোদনের জন্য সিলেট শিক্ষা বোর্ড ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয...
15/12/2024

নতুন কেন্দ্র অনুমোদনের জন্য সিলেট শিক্ষা বোর্ড ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র হওয়ার আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে হতো। তবে এখন স্থানীয় শিক্ষার্থীদের জন্য কেন্দ্র পরিবর্তনের সুবিধা দেওয়া হলো।

উল্লেখযোগ্য তথ্য:
১. মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করার অনুমোদন শিক্ষার্থীদের পরীক্ষার দীর্ঘ যাতায়াত ঝামেলা কমাবে।
২. স্থানীয় প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এই কেন্দ্রের ব্যবস্থাপনা তত্ত্বাবধানে থাকবে।

এ পদক্ষেপ স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ বলে অভিভাবক ও শিক্ষক মহলে প্রশংসিত হয়েছে।

তবে কেন্দ্রটি এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন পেয়েছে। তাই বিদ্যালয় কর্তৃপক্ষকে এই সময়ে পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে ইতিবাচক ফলাফল প্রদর্শন করতে হবে। এবং এর ওপর ভিত্তি করে কেন্দ্রটির ভবিষ্যৎ স্থায়ীত্ব নির্ভর কররবে।

(নির্ভরযোগ্য তথ্য সূত্র: সিলেট শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাদেপাশা উত্তর বাড়ি নিবাসী জনাব কুটুচান মিয়া সাহেব ইন্তেকাল করেছেন।।  মরহুমের জান...
14/12/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বাদেপাশা উত্তর বাড়ি নিবাসী জনাব কুটুচান মিয়া সাহেব ইন্তেকাল করেছেন।। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।।
আল্লাহ পাক যেন উনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।

আগামীকাল রোজ শনিবার আরিফুল আহাদ স্মৃতি  ফাউন্ডেশনের  উদ্যোগে ফ্রী  গাইনী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনী  অনুষ্ঠানের সার্বি...
13/12/2024

আগামীকাল রোজ শনিবার আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী গাইনী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করি।
------------------------------------------------------------------------------------

ঐতিহ্যবাহী বাদেপাশা গ্রামের কৃতি সন্তান আমাদের শেখ নিদাই পরিবারের সদস্য এবং আমাদের শ্রদ্ধেয় চাচা আমেরিকা নিউইয়র্ক প্রবাসী জনাব আব্দুল আহাদ সাহেদ ও উনার সহধর্মিনী শাহরিয়া আহাদের অর্থায়নে আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রী গাইনী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষদ বিতরনী অনুষ্ঠান।
তারিখঃ ১৪ ডিসেম্ভর ২০২৪ ইং- রোজঃ শনিবার ।
সময়ঃ সকাল ০৯:০০ ঘটিকা
স্থানঃ- আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশন ভবন,বাদেপাশা।

এতে আপনাদের সকলের উপস্থিতি দোয়া ও সহযোগিতা কামনা করি।

সার্বিক সহযোগিতায়ঃ
বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদ ও বাদেপাশা শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থা।

বাংলাদেশ জামায়েত ইসলামী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উওর বাদেপাশা ইউনিয়ন জামায়াত এর ২০২৫-২০২৬ সেশনের কমিটি সম্পন্...
30/11/2024

বাংলাদেশ জামায়েত ইসলামী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উওর বাদেপাশা ইউনিয়ন জামায়াত এর ২০২৫-২০২৬ সেশনের কমিটি সম্পন্ন।।

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন বাদেপাশা সতুন মর্দন  নিবাসী জনাব আব্দুল হেকিম সাহেব সকাল ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।...
28/11/2024

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

বাদেপাশা সতুন মর্দন নিবাসী জনাব আব্দুল হেকিম সাহেব সকাল ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং পরিবার পরিজনদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

25/11/2024

১৫ শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি!
আমরা শাপলায় বুকে গুলি নিতে শিখেছি! চব্বিশেও রক্ত দিয়েছি,এ জমিন আমাদের রক্তেই উর্বর হবে,সেটা বেশি দূরে নয়,আমাদের গুলির ভয় দেখিয়ে লাভ নেই।

সকল আগ্রাসনই আমরা রুখে দিবো ইনশাআল্লাহ।

Adnan Mahmud Tamim

সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , ওসমানী মেডিকেল

#সিলেট
#প্রথমআলো
#বন্দরবাজার

25/11/2024

প্রথম আলো, ডেইলি স্টার এবং ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে উত্তাল সিলেট

মাসুদুর রহমান হৃদয়কে সিলেট রেলস্টেশনে অচেতন অবস্থায় পাওয়া গেছে। যারা খুঁজতে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ।
25/11/2024

মাসুদুর রহমান হৃদয়কে সিলেট রেলস্টেশনে অচেতন অবস্থায় পাওয়া গেছে। যারা খুঁজতে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ।

সন্ধান চাই।নাম: মাসুদুর রহমান হৃদয়পিতা:ছয়ফুল আলম বতাইগ্রাম: আলমপুর(কুশিয়ারা কলেজ সংলগ্ন) সে গতকাল দুপুরে গোলাপগঞ্জ খেলার...
24/11/2024

সন্ধান চাই।
নাম: মাসুদুর রহমান হৃদয়
পিতা:ছয়ফুল আলম বতাই
গ্রাম: আলমপুর(কুশিয়ারা কলেজ সংলগ্ন)
সে গতকাল দুপুরে গোলাপগঞ্জ খেলার জন্য বাড়ি থেকে বের হয়েছে। রাতে থেকে তার মোবাইল বন্ধ এবং এখন সে বাড়ি ফিরেনি।।
যদি কেউ তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন: 01749497261

সূরা বাকারা, আয়াত ২৮২; হলো কুরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত।এই আয়াতে মূলত ঋণ লেনদেনের নীতি ও ন্যায়ের বিধান নিয়ে, যা ইসলামের ...
21/11/2024

সূরা বাকারা, আয়াত ২৮২; হলো কুরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত।
এই আয়াতে মূলত ঋণ লেনদেনের নীতি ও ন্যায়ের বিধান নিয়ে, যা ইসলামের অর্থনৈতিক শৃঙ্খলা বোঝায়।

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন বাদেপাশা নিবাসী জনাব সুরমান উদ্দিন সাহেবের মাতা ইন্তেকাল করিয়াছেন।  মহান আল্লাহ পাক ম...
14/11/2024

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন বাদেপাশা নিবাসী জনাব সুরমান উদ্দিন সাহেবের মাতা ইন্তেকাল করিয়াছেন।

মহান আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং পরিবার পরিজনকে ধৈর্য্য ধারন করার তাওফিক দান করুন।
আমিন

13/11/2024

খতমে নবুয়ত সংরক্ষণ মাহফিল।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ।,,সিলেট।
১৩ নভেম্বর ২০২৪

12/11/2024

a random day in Badepasha ❤️
[○•] : Abidur Rahman

Address

Badepasha
Sylhet
3162

Alerts

Be the first to know and let us send you an email when Badepasha Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badepasha Times:

Videos

Share

Category