Sylhet Live 24 News

Sylhet Live 24 News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet Live 24 News, News & Media Website, Sylhet.

06/09/2023

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পনর্বাসন সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা।

02/09/2023

অনলাইন ডেস্ক- : sylhet live 24 news
বিজ্ঞাপন- " রৌজা সপ "
একই দোকানে পাচ্ছেন দেশী বিদেশী ভালো মানের সাশ্রয় মূল্যে ঘরের ব্যবহার ও সাজানোর জিনিস জিনিসপত্র। ব্যাগ, কসমেটিক, ছাতা, জুতা,হাত ঘড়ি,চশমা শিশুদের বাইসাইকেল ইত্যাদি।
" রৌজা সপ " পরিচালনায়- মো: জানেআলম) ইনাতগঞ্জ বাজার,নবীগঞ্জ, হবিগঞ্জ।

31/08/2023

অনলাইন ডেস্ক- : sylhet live 24 news
রঙ্গিন বাতি জালিয়ে মাছের রঙ্গ পরিবর্তন করে আকর্ষণ করা হচ্ছে , বুক্তাদের সাথে এক ধরনের প্রতারণা করছে মাছ বিক্রেতারা ,সিলেট বন্ধর কাচা বাজারে ঘুরে Sylhet live 24 new এর ক্যামেরায় ধরা পরে এই দৃশ্য।

31/08/2023

অনলাইন ডেস্ক- : sylhet live 24 news
নবীগঞ্জ উপজেলার শেরপুর খোলা বাজারে রাতে বসেছে বাসমান মুখরোচক খোলা খাবারের দোকান। খোলা হাতে স্পর্শ করা হচ্ছে এসব খাবার।

28/06/2023

হটাৎ মাটে ফুটবল এর ফাইল খেলা বন্ধ হয়ে গেল,আসর এর আজানের জন্য। কই খাইড় মাট , ইনাতগঞ্জ নবীগঞ্জ ।

22/06/2023

বিরাট এক কুরবানির পশুর হাট, স্থান ৩নং ইনাতগঞ্জ ইউপির ইনাতগঞ্জ বাজার। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে,আগামী (রবি বার থেকে ঈদের আগের দিন পর্যন্ত) এই হাট চলবে। এই হাটে দেশী বিদেশী জাতের গরু,ছাগল,ভেড়া,কেনা যাবে।

06/06/2023

অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
ইকবাল এন্ড ইমরান ফুটবল টুর্নামেন্ট কৈইখাইড় ২০২৩,
শুভ উদ্বোধনী ম্যাচে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব ফজলুল হক চৌধুরী সেলিম ।

06/06/2023

অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
ইকবাল এন্ড ইমরান ফুটবল টুর্নামেন্ট কৈখাইড় ২০২৩
শুভ উদ্বোধনী ম্যাচে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার ৩নং ইউপির মডেল চেয়ারম্যান মো: নোমান হোসেন।

" হারিয়ে যেতে বসেছে ইনাতগঞ্জের বারুণী(বান্নি)মেলা"  অনলাইন ডেস্ক- : sylhet live 24 Newsহবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং...
19/03/2023

" হারিয়ে যেতে বসেছে ইনাতগঞ্জের বারুণী(বান্নি)মেলা"
অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইউপির ইনাতগঞ্জ বাজার মাটে শত বছরের পুরনো বারুণী ( বান্নি) মেলা শুরু আজ রবিবার। প্রতি বছরের তুলনায় আগামীকাল এই দিনে দেশের বিবিন্ন জায়গা হবিগঞ্জের অনেক জায়গাতে বারুণী (বান্নি) মেলা শুরু হবে । শত বছরের পরনো মেলা হারিয়ে যেতে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের ইনাতগঞ্জের ঐতিহ্যবাহী বারুণী (বান্নি) মেলাটি । এই বান্নিতে সব ধর্ম বর্ণের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ঐতিহ্যের ধারাবাহিকতায় চৈত্রের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে নারী, শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ এতে উৎসাহ ভরে অংশ নেয়। এই মেলাতে প্রতি বছর দেখা যায়, মাটি, প্লাস্টিক, বেত থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পসার সাজিয়েছেন দোকানীরা। অন্য জায়গায় মেলার পরিসর ছোট হলেও এখানে প্রতি বছর মেলাতে কয়েকশ দোকানের এ মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড় প্রত্যক্ষ করা যায়। ছোট ছোট ছেলে মেয়েরা ব্যস্ত হয়ে উঠে খেলনা ও খাদ্য সামগ্রী কিনতে।কয়েক বছর যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বান্নি আগের মতো হয় না। বান্নি মেলাতে আগের মতো সষ্টল রকমারী দোকান বসেনা। কমেছে মানুষের ভিড়, নেই কোন জমকালো আয়োজন। আগামীকাল শুরু হবে বান্নি মেলা ইনাতগঞ্জ , নেই বান্নি মেলার আয়োজন। এই এলাকার মানুষ তাকিয়ে আছে ইনাতগঞ্জ বাজার ও স্কুল মাট কমিটির দিকে। এলাকার মানুষের একটিই প্রশ্ন হবিগঞ্জ জেলা সহ দেশের সব জায়গায় বারুণী (বান্নি) মেলা হবে,একানে কেন হারিয়ে যেতে বসেছে ? ইনাতগঞ্জ বাজার কমিটি ও স্কুল কমিটি সহ স্থানীয় প্রশাসনের সহযোগীতায় এই বারুণী (বান্নি)মেলাটি আগের মতো প্রাণ ফিরিয়ে ফিরে পাবে সেই প্রত্যাশায় করছে ইনাতগঞ্জ এর সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষ।
ফাইল ছবি - বারুণী (বান্নি) ইনাতগঞ্জ।

" নবীগঞ্জে মোটোরসাইকেল বাস মুখোমুখি সংঘর " নব বিবাহের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন সুবেদ মিয়...
10/03/2023

" নবীগঞ্জে মোটোরসাইকেল বাস মুখোমুখি সংঘর "
নব বিবাহের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন সুবেদ মিয়া

অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
ঢাকা টু সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার ফুলতলি বাজারে গতকাল ১০ মার্চ শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় সড়ক দূর্ঘটনা ঘটে। জানা যায়, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বাস চাপা দেয় এক মোটর সাইকেল আরোহিকে । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশ আহত মোটরসাইকেল আরোহিকে । সাথে সাথে তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জানা যায়, নিহতের নাম মোঃ সুবেদ মিয়া, নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ই্‌উ,পির লালাপুর গ্রামের বাসিন্দা । তার পিতার নাম মোঃ ইরফান উল্লাহ, ছয় ভাই চার বোনের মধ্যে নিহত সুবেদ মিয়া সবার ছোট ছিলেন । পরিবার সূত্রে জানা যায়, সুমেদ মিয়া এক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন শ্রীমঙ্গল উপজেলাতে । দূর্ঘটনার দিন তিনি শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। নব নিবাহের পর দ্বিতীয় বারের মতো শ্শুরবাড়িতে আর যাওয়া হলো না সুবেদ মিয়ার।
নিহত সুবেদ মিয়ার গ্রামে নেমে আসে শোকের ছায়া , নিহত সুবেদ মিয়ার বাড়িতে শোকের মাতম শুরু হয় সড়ক দুর্ঘটনার পর থেকে ।

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি হবীগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠনঅনলাইন ডেস্ক- : Sylhet live 24 Newsবাংলা...
10/02/2023

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি হবীগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

অনলাইন ডেস্ক- : Sylhet live 24 News
বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি (রেজি: নং- সিল ৯৪৬/০৪) এর হবীগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৮ জানুয়ারি নবীগঞ্জ উপজেলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাঃ শাহ মনসুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নবীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ডাক্তার মৃনাল কান্তি দাস বাদল, মাধবপুর উপজেলার সভাপতি ডাক্তার জামাল হোসেন, মাধবপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ফারুক মিয়া। এছাড়া উপজেলার প্রায় শতাধীক পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডাক্তার চন্দন রায় হারুকে সভাপতি, ডাক্তার মৃনাল কান্তি দাস বাদল সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও বিশ্বদাীপ বাগচী মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা পরিষদের চেয়াম্যান ও হবিগঞ্জ বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে প্রধান উপদেষ্টা হিসেবে কমিটিতে রাখা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার নুরুল আমিন অসহায় মানুষের সেবা করার পাশাপাশি সমাজে পিছে পড়া অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ প্রদান করে গ্রাম-গঞ্জের প্রত্যেক চিকিৎসকদেরকে সরকারি রিফেসার্স ট্রেনিং এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আহবান জানান।
পরিশেষে তিনি হবিগঞ্জ জেলার যেগুলো উপজেলা ও পৌর এবং ইউনিয়ন কমিটি এখনো করা হয়নি তা গঠন করার জন্য জেলা কমিটিকে নির্দেশ প্রদান করেন।

শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌর সভার মতবিনিময় সভা অনুষ্ঠিত। অনলাইন ডেস্ক- : Sylhet live 24 Newsমহান শহীদ দ...
06/02/2023

শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌর সভার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক- : Sylhet live 24 News
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌর সভার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (০৫ ফেব্রুয়ারী) বিকেলে পৌর সভার সভাকক্ষে পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও অমর একুশের গ্রন্থমেলা পালন কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর যুবরাজ গোপের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আশাহীদ আলী আশা, সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, কবি ও সাহিত্যিক আফতাব আল মাহমুদ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সাংস্কৃতিক সংগঠক বিন্দু সূত্রধর, শামসুল হক খেলা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব রক্ষক জালাল আহমেদ, শিক্ষক আব্দুল ওয়াহিদ, জাহাঙ্গীর বকত চৌধুরী, রুবেল মিয়া, গোপাল রায়, কাজী এম হাসান আলী, কবি ও সাহিত্যিক মাওলানা আব্দুর রকিব হক্কানি, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, সাংবাদিক তোফাজ্জল হোসেন, মোঃ আবু তালেব, সৈয়দ জাহির আলী, ইকবাল হোসেন তালুকদার, আলী হোসেন, জসিম উদ্দিন, স্বপন রবি দাশ, সেলিম উদ্দিন, সুমন আল হেরা বইঘরের সত্বাধিকারী জাকির হোসেন নোমান, হোসাইন ওয়াহিদ শাহ, প্রসাদ রায়, সুমন মিয়া, হিরক রায়, নারায়ন চন্দ্র দাশ, ইকবাল হোসাইন, আসাদুৃর রহমান, জালাল আহমেদ, জয়নুল হক, জাবেদুর রহমান, এসডি হামিদুর, মকবুল হোসেন চৌধুরী প্রমূখ।
উক্ত সভায় উপস্থিত সকলের পরামর্শে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

ঢাকার বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নবীগঞ্জের কৃতি সন্তান বেলাল আহমেদ তালুকদার  অনলাইন ডেস্ক- : sylhet live 24 N...
26/01/2023

ঢাকার বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নবীগঞ্জের কৃতি সন্তান বেলাল আহমেদ তালুকদার

অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
রিপোর্ট- ইকবাল হোসেন তালুকদার নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব তিমির পুর এর কৃতি সন্তান মৃত মকছুদ মিয়া তালুকদার এর ছেলে মো. বেলাল আহমেদ তালুকদার ঢাকার বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারন করা মো. বেলাল আহমেদ তালুকদার। সে হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে স্নাতকোত্তর এ পড়াশোনা করেন। রাজপথের সাহসী, পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান ছাত্রলীগ নেতা।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) ২০২৩ ঢাকা মহানগর উত্তর এর অর্ন্তগত বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সম্পাদক ১৯নং ওয়ার্ড ছাত্রলীগ,বনানী থানা ঢাকা মহানগর উত্তর এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি সরকারি তিতুমীর কলেজ শাখা ঢাকা। বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম মাহফুজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি নবীগঞ্জ-হবিগঞ্জ বাসীর কাছে দোয়া এবং ভালবাসা কামনা করেন।নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার এর বড় ভাই বেলাল আহমেদ তালুকদার।

চলে গেলেন ফুটবলের রাজা পেলে না ফেরার দেশেবিশ্বকাপ শেষ হলো, কিছু দিন পরই ৮২ বছর বয়সে আজ চলে গেলেন পেলে। সামাজিক যোগাযোগমা...
30/12/2022

চলে গেলেন ফুটবলের রাজা পেলে না ফেরার দেশে

বিশ্বকাপ শেষ হলো, কিছু দিন পরই ৮২ বছর বয়সে আজ চলে গেলেন পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তাঁর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।

" নবীগঞ্জ সংবাদদাতা নিযুক্ত রবিউল হোসেন "অনলাইন ডেস্ক- : sylhet live 24 News  দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ করেস...
15/12/2022

" নবীগঞ্জ সংবাদদাতা নিযুক্ত রবিউল হোসেন "
অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ করেসপন্ডেন্ট নিযুক্ত করা হয়েছে মোঃ রবিউল হোসেনকে, হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে অন্যতম একটি উপজেলা নবীগঞ্জ ,১৩টি ইউনিয়ন নিয়ে ঘটিত নবীগঞ্জ উপজেলা ,সমতল হাওর ও পাহাড়ে গেরা নবীগঞ্জ, শিক্ষা সংকৃতি রাজনীতি ইতিহাস ঐতিহ্যে লালিত সেই নবীগঞ্জ,নবীগঞ্জ উপজেলার উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেল এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলর অংশ বিশেষ। দক্ষিণে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা। পূর্বে মৌলভী বাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলা এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অংশ বিশেষ। পশ্চিমে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা।
আয়তন -: ৪৩৯.৬০ বর্গকিলোমিটার আয়ত।
জাতীয় পত্রিকা দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকা নতুন সংবাদ কর্মী রবিউল জানিয়েছেন সাংবাদিক পেশায় আসার সহযোগিতা অনুপ্রেরণা ও জাগিয়েছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক আশাহীদ আলী আশা,সবার সহযোগিতা কামনা করছেন তিনি। দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সংবাদ কর্মী দায়িত্ব পেয়েছেন তিনি, অভিনন্দন Sylhet live 24 News অনলাইন ডেস্ক এর পক্ষ থেকে মোঃ রবিউল হোসেন রবুলকে।

[ বাংলাদেশ আর্জেন্টাইন বক্তের জন্য মেসি করবে  সিরোপা জয় ]অনলাইন ডেস্ক- : sylhet live 24 News এবারের কাতার বিশ্বকাপ ফুটবল...
13/12/2022

[ বাংলাদেশ আর্জেন্টাইন বক্তের জন্য মেসি করবে সিরোপা জয় ]
অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
এবারের কাতার বিশ্বকাপ ফুটবলে এই উন্মাদনা চোখে পড়ার মতো। পিছিয়ে নেই কেউই,বাংলাদেশের সনামধন্য বাউল শিল্পী সাথী আক্তার রুনার দুই মেয়ে আর্জেন্টাইন মেসিদের জার্সি পরে গালে টেটু । ঝাঁঝটা এত বেশি যে তা পৌঁছে গেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা পর্যন্ত। আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশের ভক্তদের নিয়ে টুইটও করেছে ফিফা। আর্জেন্টিনার বাংলাদেশের ভক্তরা তো এক কাঠি সরেস। এদের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে আর্জেন্টিনার মাটিতেও।

বাংলাদেশের ভক্তদের তাই আনুষ্ঠানিক ধন্যবাদ না দিয়ে পারেনি দেশটি। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডল ‘সিলেকশন আর্জেন্টিনা’ থেকে টুইটারে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের তিনটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে তারা। ক্যাপশনে লেখা হয়, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি) আমাদের মতোই পাগলাটে।’

এর আগে বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের নিয়ে একটা ভিডিও টুইট করেছিল ফিফা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।’
আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশে ব্রাজিলের সমর্থকও অনেক। ব্রাজিলের ম্যাচের দিন সেগুলো লক্ষ্য করা যায় ভালোমতো। চোখ এড়ায়নি ফিফারও। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছিল, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্র করতে পারে না।’

বাংলাদেশের ভক্তদের ব্যাপারটি বেশ ভালো জানে আর্জেন্টিনার ফুটবলাররাও। লিওনেল মেসি তো জানে আরও আগে থেকে। ইদানীং মেসির স্ত্রী আন্তনেলা তার ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের কথা উল্লেখ করে কয়েকটি পোস্টও দিয়েছেন।

সাথে দিরাই তথা সিলেটের কৃতী সন্তান ( নেছার আলম চৌধুরী (মুকল) জেল সুপার সশরিয়তপুর জেলা ।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ...
06/12/2022

সাথে দিরাই তথা সিলেটের কৃতী সন্তান ( নেছার আলম চৌধুরী (মুকল) জেল সুপার সশরিয়তপুর জেলা ।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় সম্মেলনে।

"   অঘটন দিয়ে শুরু বিশ্বকাপ কাতার "অনলাইন ডেস্ক- : sylhet live 24 News অঘটনের বিশ্বকাপ চলছে কাতার ২০২২, এ নিয়ে দ্বিতীয় ...
23/11/2022

" অঘটন দিয়ে শুরু বিশ্বকাপ কাতার "
অনলাইন ডেস্ক- : sylhet live 24 News
অঘটনের বিশ্বকাপ চলছে কাতার ২০২২, এ নিয়ে দ্বিতীয় বারের মতো অঘটন ঘটলো আর্জেন্টিনার ম্যাচের মতো, চমক দেকালো জাপান, ২/১ গোলে হারিয়েছে জার্মানিকে । যা অঘটনে শেষ হতে পারে কাতার বিশ্বকাপ!।

Address

Sylhet
3374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Live 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Live 24 News:

Videos

Share