Saiful Alam

Saiful Alam This is my Official Page So Hit the Like button. Subscribe To youtube.com/

পৃথিবীর সবথেকে দূষিত শহর দিল্লি, তারপরেই নাকি ঢাকা, এই ঢাকায় আসতে না চাইলেও মাঝে মধ্যে আসতে হয়।
09/12/2024

পৃথিবীর সবথেকে দূষিত শহর দিল্লি, তারপরেই নাকি ঢাকা, এই ঢাকায় আসতে না চাইলেও মাঝে মধ্যে আসতে হয়।

ইন্না-লিল্লাহ!  আব্দুল কাদির  ভাই আর বেঁচে নেই! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অল্প সময়ে কত স্মৃতি উনার সাথে। আল্লাহ তাঁকে জান...
20/11/2024

ইন্না-লিল্লাহ! আব্দুল কাদির ভাই আর বেঁচে নেই! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অল্প সময়ে কত স্মৃতি উনার সাথে।
আল্লাহ তাঁকে জান্নাতের সুউচ্চ মাক্বাম দান করুন।
যার রচিত মরমী গজল ‘কেউ জানেনা কার যে কখন, হটাৎ করে আসবে মরন’ গানটিতে অধম কন্ঠ দিয়েছিলাম।
হঠাৎ চলে গিয়ে এ যেন নিজ গানের বাস্তবায়ন করে গেলেন! আহ!

28/09/2024

প্রফেসর ইউনুস জাতিসংঘের ভাষনে ফিলিস্তিনে গনহত্যা বন্ধের আহবান জানিয়েছেন। ধন্যবাদ।

“Shafa, the Afghani Drink”
20/09/2024

“Shafa, the Afghani Drink”

25/08/2024

ওরা কারা?

“নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।”[ সূরা আল-বুরুজ, আয়াত: ১২ ]
25/08/2024

“নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।”
[ সূরা আল-বুরুজ, আয়াত: ১২ ]

25/08/2024
কিছু করতে না পারার যন্ত্রনায় মন এত ছটফট করছে, মন চাচ্ছে ওখানে গিয়ে তাদের সাথে ডুববো,ভাসবো, তবুও তাদের পাশে দাঁড়াই।  😢 😢
23/08/2024

কিছু করতে না পারার যন্ত্রনায় মন এত ছটফট করছে, মন চাচ্ছে ওখানে গিয়ে তাদের সাথে ডুববো,ভাসবো, তবুও তাদের পাশে দাঁড়াই। 😢 😢

হৃদয়বিদারক!
22/08/2024

হৃদয়বিদারক!

21/08/2024

সময় এসেছে ৭৩৫০ ফিট বাঁধের বিপরীতে ৭৫০০ ফিট বাঁধ তৈরি করার।

চারিদিকে ক্ষুব্ধ জনতা। ধেয়ে আসা কিলঘুষি। ঘুষি থেকে মাথা বাঁচাতে হেলমেট। অবনত মস্তক! চতুর্দিকে পুলিশের ব্যারিকেড।মস্তকাবন...
21/08/2024

চারিদিকে ক্ষুব্ধ জনতা। ধেয়ে আসা কিলঘুষি। ঘুষি থেকে মাথা বাঁচাতে হেলমেট। অবনত মস্তক! চতুর্দিকে পুলিশের ব্যারিকেড।
মস্তকাবনত। বাড়ানো হাতে টাল সামলাচ্ছে ধাক্কা ও ধিক্কারের। হেটে চলছে আদালত পানে। বিচারের কাঠগড়ায়। আমি কল্পনা করছিলাম হেলমেটের আড়ালের মানুষটার অনুভুতিটা কেমন ছিল?
চোখগুলো কি ছলছল করছিল? নাকি চোখের জ্বলে ভিজেই ছিল গালটা। বুকটা। গায়ের জামাটা।
মাথা উঠানোর মতো হিম্মত নেই। চারিদিকে দুয়োদ্ধনি।
অথচ এইতো এক মাস আগেও যার দাপটে তটস্ত ছিল দেশবাসী। অহংবোধ আর ঔদ্ধত্ব এতোটাই বৃদ্ধি পেয়েছিল যে, দেশের জনগণকে গোলাম আর ভৃত্য মনে করতো। জুলুমের স্টিমরোলার চালাতো বিরোধী মতের মানুষদের উপরে।
এতে কি কোন শিক্ষা নেই জালিমদের জন্য?
কুরআন কি বলেনি যে, জালিমদের পরিণাম শুভ হয় না?
মহান রবের কথা কি তাদের কর্ণকুহরে প্রবেশ করে নি যে, আল্লাহর পাকরাও বড় ভয়ানক?
তারা কি শুনতে পায়নি, "জালিমের পরিণাম বড্ড অন্ধকার হবে" মর্মের নবীর বাণী?

অতীতের জালিমদের পরিণতি দেখে ভবিষ্যতে জালিম হবার মনোবৃত্তি লালনকারীদের জন্য রয়েছে শিক্ষা।
আছে কি কেউ শিক্ষা গ্রহণ করার?

Lutfor rahman faraezy

19/08/2024

অসাধারণ প্রতিবাদ!
ঢাবির বটতলায় কুরআন তেলাওয়াতে বাধা দেয়া শিক্ষকের রুমে তার সামনেই কুরআন তেলাওয়াত

14/08/2024

কোস্টগার্ড আনিসুলকে ধরে চলে যাচ্ছিল, দরবেশকে চিনতে পারছিল না।
আনিস বলল, উনি সালমান এফ রহমান উনাকেও ধরেন।😂

13/08/2024

সব জায়গায়
'সাখাওয়াতি' ঠিক নয়।

12/08/2024

কীযেএক্টাবস্থা !

08/08/2024

#শান্তিতে #নোবেল বিজয়ী ড. ইউনুস স্যারের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকারের কাছে আমার আগাম আরজি থাকলো ,অশান্ত ফিলিস্তিন নিয়ে জোরালো ভুমিকা রাখবেন, যেহেতু আন্তর্জাতিক পরিমন্ডলে আপনার ব্যাপক প্রভাব রয়েছে।

08/08/2024

যে শাসনব্যবস্থার বিরুদ্ধে বিপ্লব তার অধিনেই আবার শপথ!
~~~~~~~
বুঝিনা, কিচ্ছু বুঝিনা।

Address

Sylhet
3125

Telephone

+8801712320764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful Alam:

Videos

Share