Mehedi Hasan Imran

Mehedi Hasan Imran Welcome to my Facebook feed, where people come to enjoy me. (My Whatsapp number=01870920488)

😭বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আব...
27/12/2024

😭বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান।

আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়!

ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন,

‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে , আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’ 😢😢🤲🤲

24/12/2024

সাইন কপি

★ সার্ভার কপি

আইডি কার্ড

সার্ভার কপি আনঅফিসিয়াল

★ সকল সিমের বায়োমেট্রিক

★ সকল সিমের লোকেশন

★ অটো কার্ড মেক

★ অটো সার্ভার কপি

★ অটো টিন সার্টিফিকেট

★ নতুন কার্ড মেক

★ পুরাতন কার্ড মেক

★ নতুন নিবন্ধন মেক

★ পুরাতন নিবন্ধন মেক বাংলা

★ পুরাতন নিবন্ধন মেক ইংরেজী

★ সাইন টু সার্ভার কপি

★ সুরক্ষা ক্লোন সার্টিফিকেট

19/12/2024

দুনিয়াবি সামান্য কিছু স্বার্থের কারনে নিজের বিবেককে কখনো কারো কাছে সমর্পন করে দিবেন না। কারো কথায় কাউকে বিনা কারনে দোষী বানাবেন না।

মনে রাখুন, বেলা শেষে আল্লাহর কাছেই ফিরতে হবে এবং প্রতিটি কাজের জবাব তাঁর কাছেই দিতে হবে।

14/12/2024

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ

: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আপনি ক্ষমাশীল। ক্ষমা করাকে ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন।'

08/12/2024

মানুষের জীবনে হতাশা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। কিন্তু এসবকে হজম করেই বেঁচে থাকতে হবে। অন্য মানুষের কাছে বলে কোনো ফায়দা নেই বরং সিজদায় পড়ে কান্নাকাটি করতে হবে। আল্লাহর কাছেই সব চাইতে হবে তিনি যেন সবকিছু সহজ করে দেন।

হতাশায় বিপর্যস্ত হয়ে হুটহাট করে যা কিছু বলা বা সম্পর্ক নষ্ট করা কোনে সমাধান নয়, কোনো বুদ্ধিমানের কাজও নয়। সমাধান হলো সবরে। সবর করতে হবে। এই দুনিয়া কষ্টের জায়গা, এখানে পরিপূর্ণ সুখ, শান্তি আশা করাটা বোকামি। এখানে হয় আমরা কেউ কষ্টে আছি অথবা কষ্টের জন্য অপেক্ষা করছি। এটা মেনে নিয়েই আমাদের সামনে আগাতে হবে।

মুমিন কখনো হতাশ হয়না। তবে হ্যাঁ, তিনিও দিনশেষে একজন মানুষ। তারও মন খারাপ হয়, দুঃখ লাগে, কষ্টে বুক ফেটে যায়, সহ্য করতে পারেন না। তবে তিনি এসব ক্ষেত্রে সবর করেন। আল্লাহ তায়ালার কাছে উত্তম প্রতিদান আশা করেন। তিনি সবর করেন, দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরেন, কিন্তু হাল ছাড়েন না। উল্টোপাল্টা বলেন না। সম্পর্ক নষ্ট করেন না। অহেতুক কাউকে দোষারোপ করেন না। তার হতাশার জন্য অন্য কাউকে দায়ী করেন না। বরং তিনি কষ্টের সীমা অতিক্রম হলে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অভিযোগ করেন- সেই সত্তার কাছে, যাঁর কাছে বলা যায় সব কথা, চাওয়া যায় যে কোনো চাওয়া। তিনিই তো আমাদের একমাত্র আশ্রয়স্থল।

08/12/2024

সূরা ত্বলাকে আল্লাহ বলেন, 'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন' (সূরা ত্বলাক-৩)

ভরসা তো তার ওপরই করা যায়, যে সর্বাবস্থায় সাহায্য করতে পারেন। কাউকে সাহায্য করতে যার কারও কাছে যাওয়ার প্রয়োজন হয় না। যিনি নিজেই সর্বে সর্বা। তিনি আর কেউ নন; তিনিই হলেন মহান আল্লাহ তাআলা। ‘আল্লাহুল মুস্তাআন বা মহান আল্লাহ তাআলাই বান্দার একমাত্র সাহায্যস্থল।

আল্লাহ্‌ তোমার উপর আমার ভরসার গভীরতা এতটা বাড়িয়ে দাও যে আমি যেন সকল অবস্থায় তুমি ছাড়া আর কোন কিছুই চোখে না দেখি।

02/12/2024

মেরে ফেলবা? হাহাহ

কজনকে মারবা? শোনো মহাজন, আমরা নইতো একজন, আমরা অনেকজন।

অনেক আগেই তো মরে যাওয়ার কথা ছিলো। এখন বোনাস লাইফ লিড দিচ্ছি। আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নাই। আমরা আবরার আর আলিফের উত্তরসূরী।

মনে রেখো- শহীদরা মরে না।

30/11/2024

আমীরে জামায়াতের পুরো বক্তব্য শুনলাম। তিনি একবারও বলেন নি, মেয়েরা যা ইচ্ছা পোশাক পরবে। কিন্তু পুরো বক্তব্য না শুনে অনেক ভায়েরা তুচ্ছতাচ্ছিল্য করে পোস্ট করছেন। যা ইনসাফ নয়।

বিরোধিতা করতে গিয়ে জু*লু*ম করা মুমিনের জন্য শুভনীয় নয়। সেটা কোনো অমুসলিমের ক্ষেত্রে হলেও

আমি হুবহু বক্তব্য এখানে তোলে ধরছি।

#জোর করে বোরকা পরানো লাগবেনা। যে দেশে ইসলাম কায়েম হবে, সে দেশের মা বোনেরা সেদিন তারা আনন্দের সাথে নিজেদের ইজ্জতের সম্মানের পোশাক পরিধান করবে ইনশাআল্লাহ।

#তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি

#কারো উপর জোর খাটানো হবে না। কারণ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করে নি, ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়।

#তারা যদি সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে, তাহলে সেটা ভিন্ন কথা। তাদেরকে গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না..|

24/11/2024

আড্ডা টাইম ৩

24/11/2024

আড্ডা টাইম

18/11/2024

রোড লাইভ..২

12/11/2024

আল্লাহ্ মরণের কত দিন বাকি....
সঙ্গীত পরিবেশন করেছেন..
হাফিজ অন্ধ জহিরুল ইসলাম

10/11/2024

জহির ভাই

08/11/2024

বন্ধু আজহার এর ১০/১১/২০২৪ ইং প্রবাস যাত্রা উপলক্ষে,
বন্ধু দের নিয়ে আড্ডা।

07/11/2024

Address

সাতপারি
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan Imran:

Videos

Share