Surjer Hashi Clinic

Surjer Hashi Clinic Women's And child health center SHN is now a trusted name in the communities where its clinics are located.

Surjer Hashi Network (SHN) has been operating a large number of clinics all over the country providing health and family planning services primarily to the low-income group and the ultra-poor people. Initiated in 1997 and funded by USAID, Surjer Hashi Clinics continued to serve the poor for about two decades through several NGOs, who managed the clinics until 2018. The clinics were later consolida

ted and registered as Surjer Hashi Network in 2018 as a not-for-profit company with a mission to provide quality and affordable health services to all Bangladeshis having mother and child health care in its focus. The network has been consistently making positive impacts in the areas of safe delivery, maternal and newborn care, vaccination and family planning, among other services. Additionally, SHN has been playing a critical role for the prevention of infectious diseases. It supports the government in the Expanded Programme on Immunization (EPI), Vitamin A and Hum-Rubella campaigns, TB Program, and Covid-19 vaccination campaign. SHN reaches out to hard-to-reach areas through outreach facilities to achieve universal health coverage in line with the Sustainable Development Goal 3. By embracing its values of excellence, collaboration, integrity, and ownership, SHN believes that it will expand its service to all Bangladeshis in the future. Inclusivity remains at the core of what SHN does and therefore it has continued to ensure its presence in the economically less-advanced areas. SHN ensures that an appropriate governance structure is in place, reflected through its accountability, disclosure, transparency, justice, and uprightness; SHN stands for all these virtues of good governance. To ensure transparency and fairness in the workplace, SHN’s activities are guided by standard policies in the areas of procurement, human resource and administration, finance and accounting, anti-trafficking, anti-sexual harassment, conflict of interest, code of conduct and clinic operation. SHN activities are managed by a highly dedicated and efficient management team, and governed by an expert voluntary Board of Directors, comprising public, development and the private sector experts, who are committed to advance the network further towards sustainabilit

15/01/2023

#স্বাস্থ্য_সেবা
#নরমাল_ডেলিভারি
#শিশু_সবাস্থ্য_সেবা
#মাএরসেবা

24/10/2022
24/10/2022

This video is designed to help viewers better understand this double burden of malnutrition and its drivers. It aims to raise awareness and contribute to the global dialogue and much-needed new narrative and action to achieve better health through nutrition.

06/10/2022
10/07/2022

Eid Mubarak

15/02/2022

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ।

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের এই দিনে তিনি জগতের মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমান।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইলের মোল্লাবাড়িতে জন্ম নেন এই কবি। যার পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম আব্দুর রব মীর ও মা রৌশন আরা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দির সাধনা উচ্চ বিদ্যালয় এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তার লেখালেখি শুরু।

সংবাদপত্রে লেখালেখির এক পর্যায়ে ১৯৫৪ সালে আল মাহমুদ ঢাকায় আসেন। কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত সাপ্তাহিক কাফেলায় লিখতে থাকেন। পাশাপাশি দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। পরে ১৯৫৫ সালে কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী কাফেলার চাকরি ছেড়ে দিলে তিনি সম্পাদক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয় তারই সম্পাদনায়। এ সময় এক বছরের জন্য কারাবন্দি থাকতে হয় তাকে।

আল মাহমুদের প্রথম বই 'লোক লোকান্তর' প্রকাশিত হয় ১৯৬৩ সালে। দ্বিতীয় বই 'কালের কলস' প্রকাশিত হয় ১৯৬৬ সালে। এ দুটি কবিতার বইয়ের জন্য তিনি ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। মুক্তিযুদ্ধের পর গল্প লেখায় মনোযোগী হন আল মাহমুদ। ১৯৭৫ সালে তার প্রথম ছোটগল্পের বই 'পানকৌড়ির রক্ত' প্রকাশিত হয়। পরে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। পরে তিনি পরিচালক হন। ১৯৯৩ সালে তিনি অবসর নেন।

সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ এবং কলকাতার ‘নতুন সাহিত্য’, ‘চতুষ্কোণ’, ‘ময়ূখ’, ‘কৃত্তিবাস’ ও ‘কবিতা’ পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা ও কলকাতার পাঠকদের কাছে তার নাম সুপরিচিত হয়ে ওঠে। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘কবি ও কোলাহল’।

তার অন্যান্য উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘মিথ্যাবাদী রাখাল’, ‘কাবিলের বোন’, ‘উপমহাদেশ’, ‘ডাহুকি’, ‘আগুনের মেয়ে’, ‘চতুরঙ্গ’ ইত্যাদি। ‘যেভাবে বেড়ে উঠি’ তার আত্মজীবনী গ্রন্থ। ছড়া রচনাতেও তিনি ছিলেন অতুলনীয়। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ- সবকিছুই তার ছড়ায় উঠে এসেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঢেউ তুলছে।

আল মাহমুদ তার কর্মের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জয় বাংলা পুরস্কার, হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার, কবি জসীমউদ্‌দীন পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদকসহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।

Address

Uposhahar
Sylhet
3100

Website

http://www.shnnetwork.org/

Alerts

Be the first to know and let us send you an email when Surjer Hashi Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surjer Hashi Clinic:

Videos

Share