22/03/2023
📕 মানুষমন্ত্র 📕
🖍️ মিজান মোহাম্মদ
প্রকাশনীঃ চৈতন্য
মুদ্রিত মূল্য : ১৫০
২৫ % ছাড়ে পাচ্ছেন ১১২ টাকায়। ডেলিভারি চার্জ সারা দেশে ৪০ টাকা ।
প্রিয়তা প্রকৃতির সমস্ত রং রূপ নিয়ে ধরা দিয়েছে কবির সত্তায়। তাইতো কবি বারবার আলিঙ্গন করে গেছেন সেই শক্তিকে। উল্লাসে আত্মভোলা হয়ে কবি বলে উঠেছেন -
'প্রিয়তা-এখানে স্বপ্নের ওড়াউড়ি। আমরা স্বপ্ন উড়াই। স্বপ্ন বেচি। স্বপ্ন ধার দেই। স্বপ্ন নিয়ে খেলা করি।
তুমি কি স্বপ্ন নেবে?'
পরক্ষণেই নিজেকে তিরস্কার করে অকুতোভয় বলেছেন - 'প্রিয়তা-কবিরা দেবালয়ের দেবতা নয়, এরা বেশ্যালয়ের ইজারাদার।'
দ্বিধাহীন বলা যায় কবি এখানে সাবধান করছেন, দোহাই তোমার আমাকে আলিঙ্গন করো না। পবিত্র প্রেম মানুষ কে কতটা সরল ও নিষ্পাপ করে তুলে নিমেষেই।
যেখানে নিজের দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাল করার আহবান করেছেন। কবি স্বয়ং দুর্বলতা থেকে প্রেরণা নিয়ে দুঃসাহসিকতার সাথে বলেছেন -
'তবু এক টুকরো জমি চাই একান্ত নিজের।'
তাইতো কুসুম কে লিখা চিরকুটে ফোটে উঠেছে মনের খেদ। জানিয়েছেন-
'পুজোয় এসো। আমি মন্দিরে যাবো। পুজো দেবো।'
এমনই নানা বৈচিত্র্যময়তার ভিতর দিয়ে পড়তে পড়তে চোখের সামনে ভেসে উঠবে জীবনানন্দ, হেলাল হাফিজ কিংবা রুদ্রের মতো গুণিদের মুখ। 'মানুষমন্ত্র' গ্রন্থখানি যেনো ত্রিবেণীর এক আশ্চর্য ও অপূর্ব সঙ্গম স্থল। যেখান থেকে অমৃত না নিয়ে ফেরার উপায় নেই।
মানুষমন্ত্র গ্রন্থে সৃষ্টিই মূল মন্ত্র। কুসুম চরিত্রটি তারই বার্তা বাহক। আর এই জায়গাটাতেই কবি মিজান মোহাম্মদ ভাইয়ের প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয়। মানুষমন্ত্রের সার্থকতা।
★বই পেতে সরাসরি আমাদের পেইজে মেসেজ করুন।