আলহামদুলিল্লাহ্ ◆ Muslim মুসলিম ◆ পেইজের একমাএ উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে কোরআন- হাদীস ও মুসলিম মনিষীদের সঠিক বাণী সঠিক ভাবে যথা সম্ভব সবার মাঝে ছড়িয়ে দেয়া /ইনশাআল্লাহ /
আপনিও হোন "ইসলামের প্রচারক" মানবতার মুক্তির লক্ষ্যে আপনার সামর্থ�্য অনুযায়ী ইসলামের আলো সবার মধ্যে ছড়িয়ে দিন কেননা....
মহান আল্লাহ্ তায়ালা বলেনঃঐ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহবান ক
রে, সৎ কাজ করে এবং বলেঃ আমিতো আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত।
[সূরা ফুসসিলাত,আয়াত-৩৩]
‘
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল।
[সহিহ বুখারী, হাদিস নং ৩৪৬১]
সুতরাং প্রচার করুন এবং দ্বীন প্রচারের কাজে সহযোগিতা করে সওয়াব হাসিল করুন /ইনশাআল্লাহ /
তাই আমাদের একমাএ উদ্দেশ্য ইসলাম প্রচার করা।
আপনাদের কাছে সহযোগিতা চাই দয়া করে পাশে থেকে পরুন জানুন জ্ঞান অর্জন করুন। এবং
-দেখুন আপনার রব কি বলেছেন।
-দেখুন আপনার আমার রাসূল (সঃ) কি বলেছেন।
চলুন একটু ঘুরে দেখি......
আজ আমরা গুনাহ করতে করতে আমাদের কোনো লজ্জা বোধ হয়না আল্লাহর সামনে দাড়াতে। আমরা ভুল পথে চলতে চলতে ভুল পথের নিয়মিত বাসিন্দা হয়ে গেছি। আমরা ভুলেই গেছি যে আমাদের কে একজন পাকড়াও করছেন। দেখছেন তাই পরম করুনাময় আল্লাহর কাছে তওবা করে সুন্দর ভাবে জিবন যাপন করি দেখি আমাদের কি বলেছেনঃ-
বারাকাতময় আল্লাহ তা’আলা বলেনঃ হে আদম সন্তান! যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে (ক্ষমা পাওয়ার) আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক, তোমাকে আমি ক্ষমা করব, এত কোন পরওয়া করব না। হে আদম সন্তান! তোমার গুনাহ্র পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরওয়া করব না। হে আদম সন্তান! তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিসাণ গুনাহ নিয়েও আমার নিকট আস এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাক, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাযির হব।
সহীহ : সহীহাহ্ (হা: ১২৭, ১২৮), রাওযুন নাযীর (হা: ৪৩২), মিশকাত তাহক্বীক্ব সানী (হা: ২৩৩৬)
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৫৪০
সুতরাং
- আধুনিকতার মোড়কে আপনার ধর্মকে ভূলে যাবেন না। সত�্যের সন্ধানী হতে শিখুন, ধর্ম সম্পর্কে জানুন।
- আমাদের পেইজটি অনুসরণ করুন, এটি উম্মতের কল�্যানে নিয়োজিত।