Md Alamin Sarker

Md Alamin Sarker বিভিন্ন প্রকার মজার ভিডিও পোস্ট এর মাধ্যমে আপনাদের বিনোদনই আমার প্রধান লক্ষ্য

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার ওয়াজ মাহফিল কুরআন তেলাওয়াত সুরা কেরাত ইসলামিক গান গজল আমার নিজের মাহফিল আমার নিজের কন্ঠে গাওয়া গজল সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক+গান নাচ হিন্দি গান ভারতি বাংলা গান স্টেজ সং অনুষ্ঠানের গান কলেজের গান স্কুলের অনুষ্ঠানের গান স্কুলের অনুষ্ঠানে ডান্স কলেজের অনুষ্ঠানের ডান্স আধুনিক গান ভাওয়াইয়া গান লোকগীতি রবীন্দ্র সংগীত নজরুল সংগীত শর্ট ভিডিও ফানি ভিডিও কমে

ডি ভিডিও পার্সোনাল ব্লক ভিডিও স্নেক ভিডিও রিল ভিডিও শর্ট ভিডিও যে সকল নিউজ তুলে ধরবো। আপনার সামনে রাজনৈতিক খবর খেলার খবর সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর
বিভিন্ন পোস্ট করে থাকি।

Md Alamin Sarker পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

কি দোষ ছিল আমারকি দোষ করেছিলাম আমি,কি ই বা ভুল ছিল আমার?কেন তুমি এভাবে এলে,আর কেনই বা চলে গেলে?এমন একটি সময় ছিল,যখন তুম...
06/05/2023

কি দোষ ছিল আমার

কি দোষ করেছিলাম আমি,
কি ই বা ভুল ছিল আমার?
কেন তুমি এভাবে এলে,
আর কেনই বা চলে গেলে?
এমন একটি সময় ছিল,
যখন তুমি আমাকে বলতে,
নিজের থেকেও অনেক
বেশি ভালোবাসো।
কোথায় তোমার সেই ভালবাসা?
তবে কি তুমি আজ তোমার নামটিও
ভুলে গেছো যে,
আমাকে তুমি এক মিনিটের জন্যও,
মনে করতে পার না,
বুঝিয়ে দিতে পার
না,তুমি আমাকে ভুলে যাও নি
আজ ও ভালোবাসো।
তুমি আমাকে এ ভাবে ভুলে যাবে
সেটা আগে কেন বল নি?
আর ভুলেই যদি যাবে
তবে কেন এসেছিলে আমার জীবনে?
কেউ কাউকে খুন করলে,
তোমরা বিচার চাও
খুনির ফাঁসি হোক।
কিন্তু আজ তুমি যা করছ
তার শাস্তি কি হওয়া উচিৎ?
খুনি তো কাউকে খুন করেছে একবার
আর তুমি আমাকে খুন করছ
প্রতি মুহূর্তে শত শত বার।

এই চোখ কতদিন স্বপ্নহীনচুপ চাপ বসে আছি কত দিন!ভেজা মন বৃষ্টিতে ভিজে যেই মনে হয় এ মনে সুখে নেই।কত রাত সারা রাত জেগে রইশুন...
05/05/2023

এই চোখ কতদিন স্বপ্নহীন
চুপ চাপ বসে আছি কত দিন!
ভেজা মন বৃষ্টিতে ভিজে যেই
মনে হয় এ মনে সুখে নেই।

কত রাত সারা রাত জেগে রই
শুন শান গিলে খেল হই চই
জোছনা ছুঁতে হাত বাড়ালেই
মনে হয় এ মনে সুখে নেই।

ভরা রৌদ্রে আকাশে উড়ে মেঘ
চোখ মুছে ভরা চোখে চেয়ে দেখ
বসে বসে তার কথা ভাবি যেই
মনে হয় এ মনে সুখে নেই।

আজও লুকিয়ে কাদি,,,তোমার পাওয়া বেদনায়😝😛😛🫠থেকেও নেই তুমি আজ আমারকাছাকাছি,ছিলে এক সময় তুমি আমি পাশাপাশি,জানিনা কি দোষ ছিল...
05/05/2023

আজও লুকিয়ে কাদি,,,
তোমার পাওয়া বেদনায়😝😛😛🫠

থেকেও নেই তুমি আজ আমার
কাছাকাছি,
ছিলে এক সময় তুমি আমি পাশাপাশি,
জানিনা কি দোষ ছিল আমার,
শুধু জানি ভালবাসা আমার অপরাধ
ছিল না,
ছিল একটা আশা তুমি হবে আমার সেই
ভালবাসা,
কেন পাল্টে গেলে,?
দেখ আমি আগের মতই আছি
মনে ব্যাথা হলে আগের মতই
লুকিয়ে কাদি…

যে কথা হয়নি বলা আগেথাক না বলায় থাকযে কথা হয়নি বলা আগেশুরুতেই যে কথা শেষ হয়ে গেছেসে কথা তুলে আর কি হবে ?আমিতো বেশ আছি...
05/05/2023

যে কথা হয়নি বলা আগে

থাক না বলায় থাক
যে কথা হয়নি বলা আগে
শুরুতেই যে কথা শেষ হয়ে গেছে
সে কথা তুলে আর কি হবে ?

আমিতো বেশ আছি ভালো
গুছিয়ে নিজেকে নিজেই
না বলে গিয়েছো চলে,নিয়েছি তো মেনে
পা ধরে sorry বলার অভ্যাস আমার নেই

হয়তো কোনদিন স্মৃতির দুয়ার খুলে খুজবো তোমায়
অগভীর রাতে কিছু চিরচেনা স্বপ্নেরা হানা দিতে পারে
তবুও ভুল করে ডাকবোনা তোমায়
আমার দেওয়া পুরানো নামটি ধরে

না রয় সব সম্পর্ক চিরজীবন
না হয় মানুষের সব চাওয়া পূরণ
এখনও সেই পুরানো জায়গায় রোজ বিকেলে বসি
সময় পেলে একদিন এসো
গল্প করা যাবে,বসে পাশাপাশি ৷

05/05/2023

মানুষকে গুরুত্ব দিয়েও দেখেছি,
অবহেলা ছাড়া কিছুই পাই নি। 💔🥀

05/05/2023
03/05/2023

Address

Sundarganj Gaibandha
Sundarganj

Alerts

Be the first to know and let us send you an email when Md Alamin Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share