ভালোবাসার সুন্দরগঞ্জ

ভালোবাসার সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জের সুন্দর মানুষ

জরু‌রি হারা‌নো বিজ্ঞ‌প্তি, দয়া‌ ক‌রে শেয়ার ক‌রে প‌রিবারের খোঁজ পে‌তে সহায়তা করুন।আজ সন্ধ‌্যায় হ‌রিপুর ইউ‌নিয়‌নের কাশিম...
17/01/2025

জরু‌রি হারা‌নো বিজ্ঞ‌প্তি, দয়া‌ ক‌রে শেয়ার ক‌রে প‌রিবারের খোঁজ পে‌তে সহায়তা করুন।

আজ সন্ধ‌্যায় হ‌রিপুর ইউ‌নিয়‌নের কাশিমবাজারের উত্তর পাশে এই মেয়েটিকে পাওয়া গেছে। পরিচয় সঠিক দিতে পারছে না। ত‌বে মে‌য়ে‌টি নি‌জের ও তার বাবার নাম বল‌তে পার‌ছে।

নাম: সুমনা
বাবার নাম: ফারুক
বাড়ি হরিপুর তিস্তা ব্রিজের কা‌ছে।

কেউ চিনে থাকলে বজরা ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী আলমের স‌ঙ্গে যোগা‌যোগ করুন। বর্তমা‌নে লাবনীর বাসার পাশে এক বাসায় আছে মে‌য়ে‌টি।

স্ব‌প্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু তিস্তা সেতু। উ‌দ্বোধন চল‌তি বছ‌রের মাঝামা‌ঝি।জ‌য়েন করুন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা...
16/01/2025

স্ব‌প্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু তিস্তা সেতু। উ‌দ্বোধন চল‌তি বছ‌রের মাঝামা‌ঝি।

জ‌য়েন করুন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

Sanvee's by Tony আপু‌, দোয়া রইল ধৈর্য ধারণ করুন। আল্লাহ তা‌কে জান্নাত দান করুন।
15/01/2025

Sanvee's by Tony আপু‌, দোয়া রইল ধৈর্য ধারণ করুন। আল্লাহ তা‌কে জান্নাত দান করুন।

উত্তরাঞ্চ‌লের বি‌শেষ ক‌রে রংপুর অঞ্চ‌লের ভাষায় বলে, এখন ইসকিমের রোয়া গাড়া চলছে।
14/01/2025

উত্তরাঞ্চ‌লের বি‌শেষ ক‌রে রংপুর অঞ্চ‌লের ভাষায় বলে, এখন ইসকিমের রোয়া গাড়া চলছে।

পাঁচপীর টু সুন্দরগঞ্জ...
06/01/2025

পাঁচপীর টু সুন্দরগঞ্জ...

স্বপ্ন যাবে বাড়ি হামার! কি কন বাহে? চিলমারি-হরিপুর তিস্তা সেতু 🥰
29/12/2024

স্বপ্ন যাবে বাড়ি হামার! কি কন বাহে? চিলমারি-হরিপুর তিস্তা সেতু 🥰

চেনা যায় বাহে? হামার...লাইক : চিলমারি-হরিপুর তিস্তা সেতুজয়েন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার
22/12/2024

চেনা যায় বাহে? হামার...

লাইক : চিলমারি-হরিপুর তিস্তা সেতু

জয়েন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

চিলমারি-হরিপুর তিস্তা সেতুর নতুন রাস্তা পাঁচপির টু তিস্তা সেতু।জ‌য়েন করুন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার
14/12/2024

চিলমারি-হরিপুর তিস্তা সেতুর নতুন রাস্তা পাঁচপির টু তিস্তা সেতু।

জ‌য়েন করুন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

আর যাবো না রংপুর  আর যাবো না বগুড়া। এখন থেকে হরিপুর সেতুর উপর দিয়ে চলে যাবো  ঢাকা।
04/12/2024

আর যাবো না রংপুর আর যাবো না বগুড়া। এখন থেকে হরিপুর সেতুর উপর দিয়ে চলে যাবো ঢাকা।

স্বপ্ন যা‌বে বা‌ড়ি, মা‌র্চে চালু হ‌চ্ছে চিলমারি-হরিপুর তিস্তা সেতু !জ‌য়েন করুন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজা...
04/12/2024

স্বপ্ন যা‌বে বা‌ড়ি, মা‌র্চে চালু হ‌চ্ছে চিলমারি-হরিপুর তিস্তা সেতু !

জ‌য়েন করুন : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

জুন মাসে নয়, আগামী বছরের মার্চে খুলে দেওয়া হবে চিলমারি-হরিপুর তিস্তা সেতু২০২৫ সালের মার্চে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে...
03/12/2024

জুন মাসে নয়, আগামী বছরের মার্চে খুলে দেওয়া হবে চিলমারি-হরিপুর তিস্তা সেতু

২০২৫ সালের মার্চে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে ১৪৯০ মিটার চিলমারি-হরিপুর তিস্তা সেতু। ইতোমধ্যে সেতুর ৯৫ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। গত ৩০ নভেম্বর সেতু পরিদর্শনে আসেন এলজিইডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষে সময়সূচি ঠিক করে ২০২৫ সালে মার্চ মাসে সেতুটি উদ্বোধন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সেতু নির্মাণ প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক, কনসালটেন্ট ও সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল রহমান প্রামানিক, ঢাকা সদর দপ্তরের প্রকল্প পরিচালক গোলাম মওলা, গাইবান্ধা জেলার নিবার্হী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, রংপুরের মো. মুসা, কুড়িগ্রামের মাসুদার রহমানসহ আরও অন্যান্য প্রকৌশলীগণ।

লাইক-ফলো চিলমারি-হরিপুর তিস্তা সেতু

জয়েন করুন গ্রুপে : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

চিলমারী -হরিপুর সড়কের হরিপুরের মোড় থেকে চিলমারীর দুই থানার মোড় অংশে কার্পেটিংয়ের কাজ চলছে।লাইক দিন: চিলমারি-হরিপুর তি...
28/11/2024

চিলমারী -হরিপুর সড়কের হরিপুরের মোড় থেকে চিলমারীর দুই থানার মোড় অংশে কার্পেটিংয়ের কাজ চলছে।

লাইক দিন: চিলমারি-হরিপুর তিস্তা সেতু

জ‌য়েন করুন: ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

খুব ঠাণ্ডা পড়ছে বাহে! 😁 তোমার ওতি কেমন ঠাণ্ডা?
27/11/2024

খুব ঠাণ্ডা পড়ছে বাহে! 😁 তোমার ওতি কেমন ঠাণ্ডা?

অতিথি পাখি জানান দেয় শীত আসছে...🥰
24/11/2024

অতিথি পাখি জানান দেয় শীত আসছে...🥰

যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কেবল একটা সেতু নয়; বরং লাখ লাখ মানুষের জন্য আশীর্বাদছবিতে যে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল স...
24/11/2024

যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কেবল একটা সেতু নয়; বরং লাখ লাখ মানুষের জন্য আশীর্বাদ

ছবিতে যে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল সেতুটা দেখা যাচ্ছে, সেটা কেবল সেতু নয়; বরং পুরো একটি অঞ্চলের লাখ লাখ মানুষের জন্য আশীর্বাদ। এই সেতু তিস্তা নদীর ওপর নির্মিত। এর নাম চিলমারি-হরিপুর তিস্তা সেতু।

সেতুটি চালু হলে উত্তরবঙ্গের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারী স্থলবন্দর, উলিপুর, চিলমারী, সোনাহাট স্থলবন্দর এসব প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে।

ঢাকা থেকে এসব এলাকায় যেতে গাড়িগুলোকে রংপুর হয়ে ঘুরে যেতে হয়। এতে সময় লাগে কমপক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা। সেতুটা চালু হয়ে গেলে এই রুটে প্রায় ১০০ কিলোমিটার পথ কমে যাবে।

এজন্য পলাশবাড়ী না হলে গোবিন্দগঞ্জে তৈরি হবে বিশাল বড় একটা ইন্টারচেঞ্জ। শুধু ওই এলাকার মানুষের জন্য বিশাল প্রজেক্ট নিয়ে কাজ চলছে। সেতুটি আগামী বছরের মাঝামাঝি সময়ের দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী বছরের জুনে চালু হবে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাবাসীর স্বপ্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু। রাজধানী থেকে সড়ক পথে কুড়ি...
22/11/2024

আগামী বছরের জুনে চালু হবে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাবাসীর স্বপ্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু। রাজধানী থেকে সড়ক পথে কুড়িগ্রামের দূরত্ব কমবে ১০০ কিমি।

ভাঙনে দিশেহারা হরিপুরের বাসিন্দারা, নেই ভাঙন রোধের উদ্যোগসুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা নদীর ভাঙনে বিপর্যস্ত ...
28/10/2024

ভাঙনে দিশেহারা হরিপুরের বাসিন্দারা, নেই ভাঙন রোধের উদ্যোগ

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা নদীর ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েকশ পরিবার। কানি-চরিতাবাড়ি, লখিয়ারপাড়া, পাড়াসাদুয়া, চর-মাদারীপাড়া ও বোয়ালীর চরসহ বিস্তীর্ণ এলাকায় তিন শতাধিক পরিবারের বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বহু পরিবার নতুন করে হুমকির মুখে রয়েছে।

প্রতিদিন ঘরবাড়ি হারানো এসব মানুষ এখন খোলা আকাশের নিচে, চরের পথে বা রাস্তার ধারে মানবেতর জীবনযাপন করছে। অনেকেই গৃহপালিত পশুপাখিসহ অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। কিছু পরিবার আত্মীয়-স্বজনের আশ্রয়ে থাকলেও আশ্রয়কেন্দ্রের অভাবে অধিকাংশ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন অতিবাহিত করছে। স্থানীয় প্রশাসনের প্রতি তাদের দাবি দ্রুত ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসন সহায়তা।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, নদীভাঙন ও বন্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে, তিস্তা নদীর চরের কারণে পানির প্রবাহ তাদের বসতভিটার দিকে ধাবিত হয়ে ভাঙন ত্বরান্বিত করছে। ফলে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। দুর্গত পরিবারগুলো তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তার পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

কানি চরিতাবাড়ি গ্রামের নদীভাঙনের শিকার আবদুল মতিন মিয়া বলেন, এবারের নদীভাঙনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছি। বাপ-দাদার ভিটে হারিয়ে পুরোপুরি শেষ হয়ে গেলাম। কোথায় গিয়ে দাঁড়াব, কী করব কিছুই বুঝতে পারছি না।

একই গ্রামের স্থানীয় বাসিন্দা‌ সিদ্দিক মিয়া বলেন, গত সপ্তাহ থেকে নদীভাঙন শুরু হয়েছে। অথচ ভাঙন রোধে কারও কোনো নজরই নেই। কখন যে নদী ভেঙে আমাদের ঘরবাড়ি তলিয়ে যায় সেই ভয়ে আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। সন্তানদের নিয়ে সারারাত জেগে থাকি।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, তিস্তা নদীর ভাঙনে এই ইউনিয়নের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকেই কর্মসংস্থানের জন্য রাজধানীসহ বিভিন্ন স্থানে চলে গেছেন। তবে এই দুর্যোগের সময় তাদের পরিবারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ভাঙনকবলিত পরিবারগুলোর জন্য চার দফায় ১২ টন চাল বরাদ্দ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। এছাড়া জিইউকে নামের একটি বেসরকারি সংস্থা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়ালিফ মন্ডল জানান, ভাঙনের কারণে এখন পর্যন্ত ২৮২ পরিবারের তালিকা প্রস্তুত হয়েছে। বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা ক্রমেই বাড়ছে, তাই আরও সহায়তার প্রয়োজন রয়েছে। এই পর্যন্ত প্রতি পরিবারকে ১০ কেজি বিশেষ ভিজিএফ চাল প্রদান করা হয়েছে।

শুভ সকাল!তিস্তা নদী, কা‌শিমবাজার, হ‌রিপুর, সুন্দরগঞ্জ!জ‌য়েন করুন গ্রু‌পে : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার লাইক...
27/10/2024

শুভ সকাল!
তিস্তা নদী, কা‌শিমবাজার, হ‌রিপুর, সুন্দরগঞ্জ!
জ‌য়েন করুন গ্রু‌পে : ‌চিলমা‌রি-হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

লাইক দিন : চিলমারি-হরিপুর তিস্তা সেতু

Address

Sundarganj
5720

Telephone

+8801728753597

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার সুন্দরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category