Ayans World

Ayans World I always try to update new things because Its help me to improve my Knowledge.

13/05/2024
বুঝলাম না!!সঠিক ব্যাখ্যা জানলে জানাবেন।
04/02/2024

বুঝলাম না!!
সঠিক ব্যাখ্যা জানলে জানাবেন।

বিষয়টি সবার জানা উচিত।

17/09/2023

Sri Lanka are all-out for 50! 🤯

India need 51 runs to win the Asia Cup title. Scorecard- bdcricti.me/INDvSL-Final

আয়ান আমিন রাজ
17/09/2023

আয়ান আমিন রাজ

বেকারত্ব দূর করুন।বানিজ্যিক ভাবে আধুনিক উপায়ে কলা চাষ করুন।কলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল যা সারা বছর পাওয়া যায়।...
29/08/2023

বেকারত্ব দূর করুন।বানিজ্যিক ভাবে আধুনিক উপায়ে কলা চাষ করুন।

কলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল যা সারা বছর পাওয়া যায়। কলাকে প্রাচীন সাহিত্যে কদলি বলা হতো। কলাগাছ, কলাপাতা, কলাগাছের শিকড় ও কলা সবই উপকারী। কলাগাছ ও কলাপাতা শুধুমাত্র পশু খাদ্য নয়। এদের আছে আশ্চার্যজনক ভেষজ গুণ। রোগ নিরাময়ে অদ্বিতীয়।

কলার পুষ্টিগুণ প্রচুর। কলা উপাদেয় খাদ্য। কাঁচা পাকা দুই অবস্থায়ই খাওয়া যায়। কলায় রয়েছে জলীয় অংশ ৭০ গ্রাম, আঁশ ০.৫ গ্রাম, খাদ্য শক্তি (কিলোক্যালরি) ১০৯, আমিষ ০.৭ গ্রাম, চর্বি ০.৮ গ্রাম, শর্করা ২৫.০ গ্রাম, ক্যালসিয়াম ১১.০ মিলিগ্রাম, লৌহ ০.৯ মিলিগ্রাম, ভিটামিন সি ২৪ মিলিগ্রাম। নারিকেল ছাড়া আর কোনো খাদ্যেই কলার মতো খাদ্যশক্তি নেই। তাই যে কোনো সময় পরিশ্রান্তে অথবা শক্তিক্ষয়জনিত অবস্থায় কলা আহার করলে শরীর পুনরায় কর্মক্ষম হয়ে উঠবে। নারিকেলে ৩৫.৫৭ গ্রাম চর্বি থাকে। যদিও নারিকেলের শর্করা মাত্র ১০.২২ গ্রাম। নারিকেলে খাদ্য শক্তি ৩৭৬ কিলোক্যালরি। যা প্রচলিত ফলের মধ্যে সর্বোচ্চ। দৈনিক খাদ্য তালিকায় সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারে অন্তত ৬০ গ্রাম ফ্লাদি থাকা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে খাবারে আপনার পছন্দের যে কোনো কলা থাকতে পারে।

কলা চাষ: বাণিজ্যিক ভিত্তিতে যেসব জাতের আবাদ হচ্ছে তন্মধ্যে উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে বারিকলা-১ ও বারিকলা-২ (আনাজি কলা), অমৃতসাগর, সবরি, চম্পা, কবরি, মেহেরসাগর, বীচিকলা অন্যতম।

মাটি পর্যাপ্ত রোদযুক্ত ও পানি নিকাশের সুবিধাযুক্ত উঁচু জমি কলা চাষের জন্য উপযুক্ত। উর্বর দো-আঁশ মাটি কলা চাষের জন্য উত্তম। চাষ ও মই দিয়ে জমি সমতল ও আগাছামুক্ত করে নিতে হবে।

চারা রোপণ: কলার চারা বছরে ৩ সময়ে রোপণ করা যায়। ১ম রোপণ কান : আশ্বিন-কার্তিক সবচেয়ে ভালো সময়। ২য় রোপণ কাল মাঘ-ফাল্গুন ভালো সময়। ৩য় রোপণ কাল : চৈত্র-বৈশাখ মোটামুটি ভালো সময়।

চারার দূরত্ব সারি থেকে সারির দূরত্ব ২ মিটার এবং চারা থেকে চারার দূরত্ব ২ মিটার

গর্ত তৈরি : চারা রোপণের মাসখানেক আগেই গর্ত খনন করতে হবে। গর্তের আকার হবে ৬০ সেমি. চওড়া ও ৬০ সেমি,গভীর। গর্ত তৈরি হয়ে গেলে গোবর ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরে রাখতে হবে।

চারা রোপণ: রোপণের জন্য অসি তেউড় উত্তম। অসি তেউরের পাতা সরু, সুঁচালো এবং অনেকটা তলোয়ারের মতো, গুড়ি বড় ও শক্তিশালী এবং কা-ক্রমশ গোড়া থেকে ওপরের দিকে সরুহয়। তিন মাস বয়স্ক সুস্থ সবল তেউড় রোগমুক্ত গাছ থেকে সংগ্রহ করতে হয়।

সার ও সার প্রয়োগ পদ্ধতি : অর্ধেক গোবর জমি তৈরির সময় এবং অবশিষ্ট অর্ধেক গর্তে দিতে হবে। অর্ধেক টিএসপি একই সঙ্গে গর্তে প্রয়োগ করতে হবে। রোপণের দেড় থেকে দুই মাস পর ৪ ভাগের ১ ভাগ ইউরিয়া, অর্ধেক এমপি ও বাকি টিএসপি জমিতে ছিটিয়ে ভালোভাবে কুপিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এর দুই থেকে আড়াই মাস পর গাছ প্রতি বাকি অর্ধেক এমপি ও অর্ধেক ইউরিয়া প্রয়োগ করতে হবে। মোচা বের হওয়ার সময় অবশিষ্ট ৪ ভাগের ১ ভাগ ইউরিয়া জমিতে ছিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।

প্রকৃতি সত্যিই সেরা শিল্প।প্রকৃতিতে হাটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু।
20/08/2023

প্রকৃতি সত্যিই সেরা শিল্প।প্রকৃতিতে হাটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু।

পবিত্র আরব নগরীর গাছ থেকে পারা পাঁকা খেঁজুর।যারা অন্তত একবার খেয়েছে।স্বাদের কথা ভুলার নয়।
18/08/2023

পবিত্র আরব নগরীর গাছ থেকে পারা পাঁকা খেঁজুর।যারা অন্তত একবার খেয়েছে।স্বাদের কথা ভুলার নয়।

আমি চলে যাব বলেচালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলেনরম গন্ধের ঢেউয়ে?
16/08/2023

আমি চলে যাব বলে
চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
নরম গন্ধের ঢেউয়ে?

তোমার সৃষ্টি এত সুন্দর। না জানি তুমি আল্লাহ কত সুন্দর।
21/01/2023

তোমার সৃষ্টি এত সুন্দর।
না জানি তুমি আল্লাহ কত সুন্দর।

বাংলাদেশের হারিয়ে যাওয়া নোট গুলো!
23/12/2021

বাংলাদেশের হারিয়ে যাওয়া নোট গুলো!

20/12/2021

বারমাসি সজিনা সবজির চাষ পদ্ধতি।

Address

Sunamganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+971543766064

Alerts

Be the first to know and let us send you an email when Ayans World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayans World:

Videos

Share


Other Digital creator in Sunamganj

Show All