10/12/2024
মুফতি নুরুল ইসলামের মৃত্যুতে
ছাতক প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক
ডেক্স সংবাদ:
মাওলানা মুফতি ক্বারী নুরুল ইসলাম ছৈলার হুজুরের মৃত্যুতে ছাতক প্রেসক্লাব, আল ইসলাহসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মতিনিয়া শহীদিয়া হুফফাজুল কুরআন পরিষদের নির্বাহী সদস্য ও সাওতুল মদীনা তাহফীযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা ক্বারী আশফাকুজ্জামান আদনান ও মাওলানা রুহুল আমিনের পিতা ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও হাজী নোয়াব আলী জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা মুফতি ক্বারী নুরুল ইসলাম। হযরতুল আল্লাম ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর একান্ত স্নেহধন্য ও মসলকের একনিষ্ঠ খাদিম ছিলেন তিনি। দ্বীনি বহুমুখী খেদমত তথা দারুল কিরাতের খেদমতে তাঁর অসামান্য অবদান রয়েছে। সামাজিকভাবে 'ছৈলার হুজুর' খ্যাত, সর্বমহলে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় এবং সাদা মনের একজন মানুষ।
তিনির মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, আল ইসলাহর সহ- সভাপতি মাওলানা সরওয়ারে জাহান, মহাসচিব মাওলানা মুফতি একে এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মনোয়ার হোসেন, মতিনিয়া-শহীদিয়া হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিয আব্দুল গফফার আল হাসান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাফিয মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বোহা, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, নির্বাহী সদস্য, মোশাহিদ আলী ও নাজমুল ইসলাম প্রমুখ।
মরহুমের জানাযায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আল ইসলাহর সহ- সভাপতি মাওলানা সরওয়ারে জাহান, মহাসচিব মাওলানা মুফতি একে এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতুবুল আলম, ফেঞ্চুগঞ্জ মুহাম্মদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাওলানা ফরিদ উদ্দিন আতহার, রাখালগঞ্জ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী,বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ফুলতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নাজমুল হুদা খাঁন, সোবানীঘাট কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খাঁন, সৎপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী,হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেদ্বাউল করীম,ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্ব হাফিজ আব্দুশ শহীদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সহ সভাপতি মনজুরুল করিম মহসিন, দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোশাহিদ আলী, মাওলানা আবু সাইদ, আল ইখওয়ান মহিলা মাদরাসার সুপার মাওলানা কাজি শামসুল ইসলাম, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মাসুম আহমদ, বিয়ানীবাজার বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, বরায়া উত্তরভাগ আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুর, হাউসা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, সোবহানীঘাট কামিল মাদরাসার সাবেক প্রবীন শিক্ষক মাওলানা আজিজুর রহমান রাখালগন্জী হুজুর, ইয়াকুবিয়া বোর্ড সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির, সেক্রেটারি মাওলানা ফয়েজ আহমদ, সিলেট সদর উপজেলার সভাপতি হাফিজ আমির আলী, ইয়াকুবিয়া বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান, মাওলানা আব্দুল আহাদ জিহাদি প্রমুখ।
শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাতের পাশাপাশি জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। #