Sonaton DORMO Somproday

Sonaton DORMO Somproday Sanatan Dharma is one of the best religion in the world.

➡️প্রশ্নঃ- গলায় তুলসীমালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়? এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন ❓উত্তরঃ- স্কন্দপুরাণে বলা হয়েছে,—...
10/06/2024

➡️প্রশ্নঃ- গলায় তুলসীমালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়? এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন ❓

উত্তরঃ- স্কন্দপুরাণে বলা হয়েছে,—

"যৎকন্ঠে তুলসী নাস্তি, তে নরা মুঢ় মানসাঃ।"
সুনো বিষ্ঠা সমং চান্নং জলং চ মদিরা সমং॥"

যে ব্যক্তি নিজের গলায় তুলসী মালা ধারণ করে না, ওই মূঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ঐ জল মদের সমান হয়ে যায়, আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্ঠা (মল) সম হয়ে যায়।" তাই প্রত্যেক মানুষের তুলসী মালা পরিধান করা একান্ত কর্তব্য।

পদ্মপুরাণে বলা হয়েছে,—

"স্নানকালে তু যস্যাঙ্গে,দৃশ্য তে তুলসী শুভাঃ।
সর্ব তীর্থেসু স্নানং,ভবতি তে ন ন সংশয়॥"

যখন কোন মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়, ঐ ব্যক্তির এই পৃথিবীর সর্ব তীর্থ স্নানের পূণ্যফল প্রাপ্তি হয়ে যায়।" শ্রীল ব্যাসদেব পদ্মপুরানে এই সত্য লিখেছেন এতে কোনো সন্দেহ থাকতে পারে না।

এইবার তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক!

শাস্ত্র-সম্মতভাবে গলায় তিন প্যাঁচ দিয়েই তুলসী মালা ধারণ করা কর্তব্য, কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়ে তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে।

তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়,—

১) প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয় "আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।"

২) দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়--"আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।"

৩) তৃতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়,"আমি যাহাকে দেখিব, তাহাকে বলিব হরিনাম, উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা।"

তুলসীমালার প্রথম প্যাঁচে নির্দেশ করে "সম্বন্ধ তত্ত্ব" অর্থাৎ "জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস"। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে।

🌸 তুলসীমালার দ্বিতীয় প্যাঁচ নির্দেশ করে, "অভিধেয় তত্ত্ব" অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হল "ভক্তি"। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবদ্ভক্তির পন্থাকে "অভিধেয়" বলে বর্ণনা করা হয়েছে! তাই এই তুলসীর দ্বিতীয় প্যাঁচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি।

তুলসীমালার তৃতীয় প্যাঁচ নির্দেশ করে, "প্রয়োজন তত্ত্ব"। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল "কৃষ্ণপ্রেম" লাভ করা!

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
-----------------------------------------------------------------------------
পোস্টটি ভাল লাগে অবশ্যই স-কলকে শেয়ার করবেন।
প্রনিপাত

সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনও অসুবিধা অনুভব করতে হবে না।

জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।
শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ....

ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিণ্ময় আনন্দ অনুভব করবেন:

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ...(১০৮ বার)

হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন ...

দয়া করে পোস্টটির নিজস্ব মতামত জানান, এবং আপনার নিকটতম এবং প্রিয় ব্যক্তিদের সাথে লাইক ও শেয়ার করুন যাতে তারা ও কৃষ্ণভাবনাময় হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়... 🙏🙏🙏
Today,s Best photo
❤❤❤❤❤❤

























প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁ...
09/06/2024

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।

যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।

মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবেনিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।

#প্রতিচ্ছবি
Today,s Best photo
❤❤❤❤❤❤

























09/06/2024

পরানের বন্ধুরে আমায় ভুইলো না রে।
জানতে হলে সম্পূর্ণ ভিডিও টি দেখুন। এইরকম গান পেতে ফেসবুক পেজটি তে ফলো করুন।


08/06/2024

নির্জনও যমুনার কুলে বসিযা কদম্বতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। লোকগীতি, দুর্বিনশাহ্ কথা ও সুর।। #লোকগীতি #সিলেটি

✍️ উত্তম ভক্ত কখনও পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্...
08/06/2024

✍️ উত্তম ভক্ত কখনও পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করে।😊
এখানে যে যুক্তি -তর্কের উল্লেখ করা হয়েছে, তা বৈদিক শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত যুক্তি- তর্ক। উত্তম ভক্ত কখনোই সময়ের অপব্যয়কারী শুষ্ক মনোধর্মের প্রতি আকৃষ্ট হন না। ভগবদ্ভক্তিতে যাঁর দৃঢ় নিষ্ঠা জন্মেছে, তিনিই উত্তম ভক্ত। …………~ #ভক্তিরসামৃতসিন্ধু
#দেব #দেবী #পৌরাণিক #গণেশ #সিদ্ধি #পুরাণ #জপ #ভগবত #গীতা #বিষ্ণু #কৃষ্ণ
Today,s Best photo
❤❤❤❤❤❤















...একটা ধর্মনিরপেক্ষ পুকুর ছিল, তার মধ্যে একটা মেয়ে মাছ ছিল। পুকুরের পাশের জঙ্গলে একটা বক বাস করতো।..শিক্ষিত পুকুরবাসীদে...
08/06/2024

...একটা ধর্মনিরপেক্ষ পুকুর ছিল, তার মধ্যে একটা মেয়ে মাছ ছিল। পুকুরের পাশের জঙ্গলে একটা বক বাস করতো।
..শিক্ষিত পুকুরবাসীদের মধ্যে সবচেয়ে সুন্দরী আর বুদ্ধিমতী ছিল মেয়ে মাছটি। পড়াশোনায় ভালো, আধুনিক মনষ্ক, উদার মতি, ঘরের কাজে নিপুণ!
..মেয়ে মাছটির প্রতি বকটার লোলুপ দৃষ্টি ছিল!
..ও একবার মাছটির সাথে কথা বলার সুযোগ খুঁজছিল! অবশেষে একদিন পুকুর পাড়ে দুজনের কথা হয়। এরপর প্রায়ই ওদের কথা হতো।
..যথারীতি মেয়ে মাছটি কিছুদিন পর তার পরিবারের অন্য মাছেদের এই বিষয়ে কথা বলতেই, পরিবারের সবাই বোঝালো, "বেটি তুমি ওই বকের কথায় কান দিও না, ও তোমাকে খেয়ে ফেলবে!"
..মেয়ে মাছটি বললো ঠিক আছে। পরিবারের সবাই ভাবলো মেয়ে মাছটি বুঝে গেছে, তাদের কর্তব্য শেষ হয়ে গেল।
..কিন্তু বকটি জানে কিভাবে ফাঁসাতে হয় মেয়ে মাছদেরকে। এই ব্যাপারে ছোটবেলা থেকেই যথেষ্ট ট্রেনিং ছিল তার! বকটি জেনে-বুঝেই তার আশপাশে ঘুরঘুর করত। কখনো আম খেতো, কখনো গোলাপ জাম খেতো, কখনো বেদানা খেতো।
..মেয়ে মাছটি ভাবতে থাকে, বাড়ির সবাই তো বলে বক পোকামাকড়, মাছ সব খেয়ে নেয়! কিন্তু এ তো ফল ছাড়া কিছুই খায় না!
..কিছুদিন পর বকটি আবার মেয়ে মাছটির সাথে কথা বলার চেষ্টা করলো। মেয়ে মাছটি আবার ধীরে ধীরে বকের সাথে কথা বলতে শুরু করলো, অল্প সময়ের মধ্যেই দুজনের সখ্যতা গভীর হলো।
..বকের ব্যবহার সম্পর্কে পরিবারের সকলের কথা তখন সব মিথ্যা মনে হলো। এখন তো ভালোবেসে মেয়ে মাছটি বকটিকে বগুলা বলে ডাকে।
..কেউ বোঝাতে চাইলে নাক ফুলিয়ে বলে, "মেরা বগুলা ওইসা নহী হ্যায়!" ও মাছ খায়না, আমাকে আর আমার পরিবারের সবাইকে খুব শ্রদ্ধা করে। দেখতে ফর্সা, গালে চাপ দাড়ি, খুবই স্মার্ট আর স্টাইলিস্ট। "মেরা বগুলা অলগ হ্যায়!"
..একদিন মেয়ে মাছটি তার আদরের বগুলার ঘরে যাওয়া শুরু করলো। ঘরে গিয়ে সে বগুলার ফাই ফরমায়েশ খাটতো, আদরের বগুলাকে এন্টারটেইন করতো। অতিরিক্ত পরিশ্রমে ধীরে ধীরে মেয়ে মাছটির শরীর ভাঙতে শুরু করলো।
..এরপর বগুলা সুযোগ বুঝে লবণ-লংকা ছাড়াই একদিন মেয়ে মাছটিকে খেয়ে ফেললো! 🥴
Today,s Best photo
❤❤❤❤❤❤

























ভুয়া ফেসবুক আইডি সনাতনী দের সতর্কতা আপনার ছবি দিয়ে কেউ ফেসবুকে ভুয়া আইডি খুললে অথবা আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করলে কি...
08/06/2024

ভুয়া ফেসবুক আইডি সনাতনী দের সতর্কতা
আপনার ছবি দিয়ে কেউ ফেসবুকে ভুয়া আইডি খুললে অথবা আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করলে কি করবেন?

দিনে দিনে বাংলাদেশে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক গুন বেড়ে গেছে এবং এর সাথে পাল্লা দিয়ে বেড়ে গেছে ফেসবুকের সাথে জড়িত বিভিন্ন প্রকার অপরাধসমূহ।
এসকল অপরাধসমূহের মধ্যে সব থেকে মারাত্মক অপরাধ হলো অন্যের ফেসবুক আইডি হ্যাক করা।

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ নামে বাংলাদেশে একটি আইন পাস হয়েছে এই আইনের ৩৪ ধারায় অন্যের আইডি হ্যাক করার শাস্তি বর্ণিত আছে উক্ত ধারা অনুসারে যদি কোন ব্যক্তি হ্যাকিং করেন তাহলে সেই ব্যক্তি ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সুতরাং যারা অন্যের ফেসবুক আইডি হ্যাক করেন এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন তাদের এখনই সাবধান হতে হবে না হলে বড় ধরনের বিপদ হতে পারে।

বর্তমান বাংলাদেশে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ভিতর হাজার হাজার ব্যবহারকারী ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন কিন্তু বাংলাদেশের সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৪ ধারা অনুসারে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা এবং অ্যাকাউন্ট ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করা, অন্য কারোর ছদ্মবেশ ধারণ করা এবং এইসব যদি কারো ক্ষতি করার উদ্দেশ্যে হয় বা প্রতারণা করার উদ্দেশ্যে হয় তবে তা অপরাধ এবং উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা ১০ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

সুতরাং যারা ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিচ্ছেন বা অন্যকে ক্ষতি করার সুযোগ খুঁজছেন তাদের কি এখনই সাবধান হতে হবে না হলে বড় ধরনের বিপদ ঘটতে পারে।

Today's exact warning
❤❤❤❤❤❤

























আমি... না! নামটা নাহয় আমি নাই বললাম। আমি একজন নারী। ওই যে কবিতাটা আছে না..."আমি সেই মেয়ে।বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি...
07/06/2024

আমি... না! নামটা নাহয় আমি নাই বললাম। আমি একজন নারী। ওই যে কবিতাটা আছে না...
"আমি সেই মেয়ে।
বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি
আপনি রোজ দেখেন।"

হ্যাঁ... এমনই একটা নিতান্তই সাধারণ নারী আমি। একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ধীরে ধীরে বড়ো হতে হতেই বুঝেছিলাম... নারী হয়ে জন্মে ভীষণ বড়ো ভুল করে ফেলেছি আমি। প্রথম বুঝেছিলাম... যেদিন আট বছরের অবুঝ আমি'কে আমার নিজের মামা খারাপভাবে ছুঁয়েছিল। খুব কষ্ট হয়েছিল আমার। কেঁদেছিলাম খুব। মা'কে জড়িয়ে ধরে বলেছিলাম সবটা। মা সব শুনে আমার মুখ চেপে বলেছিলো,

— উনি না তোর গুরুজন হয়! গুরুজনের সম্পর্কে অমন কথা বলতে নেই, মা!

আমি অবাক হয়ে শুনেছিলাম। কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমরে মরেছিলাম। আরেকটু বড়ো হলাম। বুঝতে শিখেছিলাম... নারী শরীর সবাই খারাপভাবে ছুঁতে চায় বারংবার। বাসে পাশে বসা যাত্রী, টিউশনের স্যার... সবাই বারবার ছুঁতে চেয়েছে আমার স্তনযুগল, নিম্নাঙ্গ। কেউ একবারের জন্যও তাকায়নি আমার মুখের দিকে। আমার চোখে সে কী ভীতি জমেছে ধীরে ধীরে... তারা কেউ লক্ষ্য করেনি।

কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম। ভাসলাম আবেগের সাগরে। তখনও দেখলাম... আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমাকে। আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলের গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর। প্রত্যাখ্যান করলে বলেছিলো... আমি নাকি ভালোবাসিনা তাকে!

সত্যিই কি আমি ভালোবাসিনি? নাকি সে আমাকে? কেজানে...

সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম... আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিনা! তাই কলেজ শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত এক মানুষের হাতের সিঁদুর উঠলো আমার সিঁথিতে।

এই যে আজ... হ্যাঁ আজ! আজ আমার ফুলসজ্জা। যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখস্মৃতি থাকে। আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে! কিন্তু সে... সে যে এসেই আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো। আমার নগ্ন শরীর সে দুচোখ ভোরে দেখলো। আজও একটিবারের জন্য তাকালোনা আমার চোখের দিকে। যে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল, সে চোখে পাহাড় প্রমান ঘৃণা।

আমি ক্লান্ত...
নারীশরীর বহণ করতে করতে আমি ক্লান্ত। নারীশরীর মানে শুধুই কি তার স্তনযুগল আর নিম্নাঙ্গ? কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবেনা? স্তনের নীচ!
Today,s Best photo
❤❤❤❤❤❤

























07/06/2024

নয়নে লাইগাছে যারে গো।
ভুল ত্রুটি মার্জনীয় 🙏



07/06/2024

প্লাস্টিকের বোতল দিয়ে সুন্দর কারু কার্য করে ফুল বানানো ভিডিও সম্পুর্ন দেখুন শিখে নিন।





🌳🌹☘️ মালা দিয়ে হরিনাম জপ না করলে কি ভগবানকে পাওয়া যায় না??? কেন আমরা মালা দিয়ে হরিনাম জপ করব, বর্ণনা করুন???🌅উত্তরঃ মালা...
03/06/2024

🌳🌹☘️ মালা দিয়ে হরিনাম জপ না করলে কি ভগবানকে পাওয়া যায় না??? কেন আমরা মালা দিয়ে হরিনাম জপ করব, বর্ণনা করুন???

🌅উত্তরঃ মালা দিয়ে হরিনাম জপ না করলেও কৃষ্ণকে পাওয়া যায়। শ্রীমদ্ভাগবত ৭/৫/২৩ নং শ্লোকে কৃষ্ণভক্তি অনুশীলন বা শ্রীকৃষ্ণের উপাসনার ৯ টি অঙ্গের কথা বলা হয়েছে-
ভগবান শ্রীকৃষ্ণের গুনগাথা শ্রবন করা ( শ্রবনম্) ,শ্রীকৃষ্ণের গুনকথা কীর্তন করা( কীর্তনম্), শ্রীকৃষ্ণকে স্মরন করা( স্মরনম্),মনে মনে বা শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের পাদসেবা করা( পাদসেবম্) শ্রীকৃষ্ণকে অর্চন বা পূজা করা (অচর্নম্),শ্রীকৃষ্ণের কাছে বিনীত প্রার্থনা করা (বন্দনম্),শ্রীকৃষ্ণের দাসরুপে তাকে সেবা করা (দাস্যম্), শ্রীকৃষ্ণকে সখারুপে সেবা করা (সখ্যম্), জড়জগতের সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে নিজেকে শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে সমর্পন করে তার সেবা করা(আত্মনিবেদনম্)।

ভগবদ্ভক্তির বা শ্রীকৃষ্ণের উপাসনার এ নয়টি পদ্ধতির মধ্যে যেকোন একটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়।যেমন প্রহ্লাদ মহারাজ শুধু বিষ্ণুকে স্মরন করত,সে মালা জপ করত না।তাতে তার মুক্তি হয়।

এছাড়াও বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমভক্তি অনুশীলনের মাধ্যম বা শ্রীকৃষ্ণের উপাসনার মাধ্যম হিসেবে ধ্যান এবং যজ্ঞের বর্ণনা করেন।বিভিন্ন প্রকারের যজ্ঞ আছে,যেমন অগ্নিহোত্র যজ্ঞ,জপ যজ্ঞ ইত্যাদি।ভগবদগীতা ১০/২৫ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকারের যজ্ঞের মধ্যে জপযজ্ঞকে সর্বোত্তম যজ্ঞ বলেছেন ("যজ্ঞনামং জপযজ্ঞোহস্মি")।

👉 কলিযুগে আমাদের মন সবসময় স্মরন বা শ্রবন করতে চাই না।কেননা পাপ প্রচুর,কলি ও মায়া প্রবল।তাই ১ মালাতে ১০৮ বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায়।এভাবে যার ক্ষমতা যতটুকু,সে তত মালা জপ করতে পারে।

মালা জপের সুফলতা হচ্ছে আপনি মাত্র ৮ মিনিটে ১০৮ বার হরিনাম জপ করতে পারবেন।এতে আপনার পূর্বজীবনের পাপ বিনষ্ট হবে।কৃষ্ণে প্রেম বৃদ্ধি পাবে।সনাতনী শাস্ত্রে বর্ণিত হয়েছে কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তনে সর্বোত্তম ফল লাভ করা সম্ভব, যেখানে অন্যকোন প্রার্থনা, স্তব, স্তুতিতে এরুপ ফল কলিযুগে লাভ করা দুষ্কর।

💥 "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।ইত্যষ্টকশতকং নাম্নাং ত্রিকাল কল্মাষপহম।নাতঃ পরতরোপায় সর্ব্ব বেদেষু বিদ্যতে।।"

অনুবাদঃ ১০৮ বার হরে কৃষ্ণ মহানাম ত্রিকাল ( সকাল,দুপুর, সন্ধ্যা) জপে পাপ বিনষ্ট করে।সমগ্র বেদ শাস্ত্রে এর থেকে শ্রেষ্ঠ কোনো উপায় বিদ্যমান নাই।

-ব্রহ্মান্ড পুরানঃ রাধাহৃদয়,৬/৫৫-৫৬

💥 "কলে দোষ নিধে রাজন অস্তি এক মহান গুন। কীর্তনাৎ এব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরং ব্রজেৎ।।"

অনুবাদঃকলি যুগ পাপের সমুদ্র।কিন্তু তার এক মহান গুন আছে।সেটি হচ্ছে,শ্রীকৃষ্ণের নামকীর্তন। যদি কেউ তা করে তাহলে অনায়াসে এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে চিন্ময় জগৎ শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ করতে পারে।

- শ্রীমদ্ভাগবত পুরান ১২/৩/৫১

💥 " হরের্নাম হর্রেনাম হরের্নামৈব কেবলম।
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা।।"

অনুবাদঃ এই কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোন গতি নেই, গতি নেই, গতি নেই।

-বৃহন্নারদীয় পুরান- ৩/৮/১২৬

💥"নারদঃ পুনঃ পপ্রচ্ছ তন্নাম কিমিতি।সহোবাচ হিরণ্যগর্ভঃ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।ইতি ষোড়শকং নাম্নাং কলিকল্মষনাশনম।নাতঃ পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে ষোড়শকলাবৃতস্য জীবস্যাবরনবিনাশনম।ততঃ প্রকাশতে পরং ব্রহ্ম মেঘাপায়ে রবিরশ্মিমন্ডলীবেতি।।"২।।

অনুবাদঃ তখন নারদজী পুনঃ প্রশ্ন করলেন সেই নাম কি?তখন হিরন্যগর্ভ ব্রহ্মা বললেন,হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।এই প্রকার ষোড়শ নাম কলিযুগে সমস্ত পাপ নাশ করে।সমগ্র বেদ শাস্ত্রে এর থেকে শ্রেষ্ঠ কোনো উপায় নেই।এই মন্ত্র উচ্চারণে জীবের ষোড়শকলা যুক্ত আবরন বিনষ্ঠ হয়।বৃষ্টির পর যেমন মেঘ কেটে গিয়ে সূর্যরশ্মি প্রকাশিত হয় তেমনই জীব পরমব্রহ্মকে জানতে পারে।

-কলির্সন্তরন উপনিষদ ২ ( কৃষ্ণ যজুর্বেদ)

তাই শ্রীচৈতন্য ভাগবতে বলা হয়েছে, শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হওয়া সত্ত্বেও কলিজীবের শিক্ষার জন্য প্রতিদিন ১ লক্ষ বা ৬৪ মালা জপ করতেন। মহাপ্রভু তার সকল ভক্তদের মালাতে হরিনাম জপ করার নির্দেশ দিয়ে গেছেন।বিশেষ কিছু ভক্ত যেমন রুপ ও সনাতন নিয়মিত ১ লক্ষ হরিনাম জপ করতেন।হরিদাস ঠাকুর প্রতিদিন ৩ লক্ষ হরিনাম জপ করতেন।আর ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ তার দীক্ষিত সমস্ত শিষ্যদের প্রতিদিন ১৬ মালা হরিনাম জপ করার নির্দেশ দান করেন।

👉সুতারাং শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী কলিযুগে আধ্যত্মিক প্রগতির সর্ব্বোচ্চ চূড়ায় খুব সহসা উঠার জন্য প্রতিদিন নিদিষ্ট সংখ্যাক মালা জপ অপরিহার্য। আমাদের ব্যাক্তিগত অভিজ্ঞতায় দেখেছি,যারা নিয়মিত নিদিষ্ট সংখ্যাক( ১,২,৩,৪...) মালা নিয়মিত জপ করেন, তাদের অধিক পারমার্থিক উন্নতি হয়।আর যারা নিয়মিত মালা জপ করে না,তারা বিভিন্ন ধরনের পাপকর্ম গুলো সহজে ত্যাগ করতে পারে না,তাদের মন কখনো ভগবানে স্থির হয় না।

🙏হরে কৃষ্ণ, প্রণাম🙏
Today,s Best photo
❤❤❤❤❤❤

























এই কথা বিবেচনা করে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে সতর্ক করেন। ধন্যবাদ Today,s Best photo ❤❤❤❤❤❤                     ...
03/06/2024

এই কথা বিবেচনা করে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে সতর্ক করেন। ধন্যবাদ
Today,s Best photo
❤❤❤❤❤❤

























নিচের বিষয়ে সবাই একমত কি না? কমেন্টে জানান।Today,s Best photo ❤❤❤❤❤❤
01/06/2024

নিচের বিষয়ে সবাই একমত কি না? কমেন্টে জানান।
Today,s Best photo
❤❤❤❤❤❤

























আমার মনের ছোট্ট রাজ্যেকৃষ্ণ তুমি রাজা,,আমি হলাম তোমার রাজ্যেরছোট্ট এক প্রজা,,মনের রাজ্যে কৃষ্ণ তোমায়রাখবো যতন করে,,কৃষ্ণ...
31/05/2024

আমার মনের ছোট্ট রাজ্যে
কৃষ্ণ তুমি রাজা,,
আমি হলাম তোমার রাজ্যের
ছোট্ট এক প্রজা,,
মনের রাজ্যে কৃষ্ণ তোমায়
রাখবো যতন করে,,
কৃষ্ণ তুমি যেওনা কভু
এই আমাকে ছেড়ে☘️☘️
সবাই একবার প্রেমসে বলো হরেকৃষ্ণ
Today,s Best photo
❤❤❤❤❤❤


























একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।একজন মা তার অদেখা ছেলেকে ...
30/05/2024

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।
গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবে।
Today,s Best photo
❤❤❤❤❤❤



























#আমার

30/05/2024

শ্রী বিষ্ণুর এই মন্দিরে দেখা দেন স্বয়ং মহাদেব? জানতে হলে সম্পূর্ণ ভিডিও টি দেখুন। এইরকম হাজারো তত্ত্ব জানতে ফেসবুক পেজটি তে ফলো করুন।
#
#

স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, মনে রাখবেন আপনার বাপ দাদা ভাই বা অথবা আপনার প্রিয় মানুষটি আপনার স্বাধীনতা হরণ করার জন্য আপনা...
30/05/2024

স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, মনে রাখবেন আপনার বাপ দাদা ভাই বা অথবা আপনার প্রিয় মানুষটি আপনার স্বাধীনতা হরণ করার জন্য আপনাকে সংযত ও শালিন কাপড় পরতে বলে না, বরং আপনাকে যেনো সুশ্রী ও সম্মানীয় লাগে সেই জন্য বলে।

🚩অশ্লীল পোশাক সমন্ধে সনাতনধর্মে কি বলা আছে আসুন দেখি।

অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃশন্ স্ত্রী হি ব্রহ্মা বভূবিথ।।
(ঋগ্বেদ, ৮/৩৩/১৯)

অনুবাদ অর্থঃ— হে নারী ও পুরুষ, তোমরা ভদ্র ও সংযত হও। পোষাক পরিচ্ছেদ ও আচরনে অশ্লীলতা ও অসভ্যতা বর্জন কর।

#শব্দার্থঃ হে নারী! (অধঃ পশ্যস্ব) নিচে দেখ (মা উপরি) উপরে দেখ না। (পাদকৌ সন্তরাং হর) দুই পাকে ঠিক প্রকার হইতে একত্র করে রাখ। (তে কশপ্লকৌ) তোমার শরীরের=দুই স্তন, পীঠ আর পেট, দুই নিতম্ব, দুই জঙ্ঘা, দুই পিণ্ডলিয়া [পায়ের গোড়ালি], দুই কনুই (মা দৃশন্) দেখতে দেবে না। এইসব কিছু কি জন্যে? (হি) কেননা (স্ত্রী) স্ত্রী (ব্রহ্মা) ব্রহ্মা, নির্মাণকর্ত্রী (বভূবিথ) হয়ে থাকে।

#ভাবার্থঃ এই মন্ত্রে নারীর শালীনতার অনেকই সুন্দর চিত্রণ বলা হয়েছে। প্রত্যেক স্ত্রীর এই গুণকে নিজের জীবনে ধারণ করা উচিত।

১) স্ত্রীদের নিজের দৃষ্টি সদা নিচে রাখা উচিত, উপরে নয়। নিচে দৃষ্টি রাখা লজ্জা আর শালীনতার চিহ্ন হয়। উপরে দেখা নির্লজ্জতা আর অশালীনতার দ্যোতক হয়।

২) স্ত্রীদের চলার সময় দুই পাকে মিলিয়ে বড় সাবধানে চলা উচিত। হেলেদুলে চলা, অঙ্গভঙ্গীতে চলা, হাব-ভাবের প্রদর্শন করিয়ে, চঞ্চলতা আর চপলতা হইতে চলা উচিত নয়।

৩) নারিদের বস্ত্র এই প্রকার ধারণ করা উচিত যা তাহার গুপ্ত অঙ্গ-স্তন, পেট, পিঠ, জঙ্ঘা, পিণ্ডলিয়া আদি দেখতে দেবে না। নিজের অঙ্গর প্রদর্শন করা বিলাসিতা আর লম্পটতার দ্যোতক হয়।

৪) নারীর জন্য এমন বন্ধন কেন? ঐরূপ কঠোর সাধনা কি জন্য? এইজন্য যা নারী ব্রহ্মা হয়, সে জীবন-নির্মাত্রী আর সৃজনকর্ত্রী হয়। যদি নারীই বিগড়ে যায় তবে সৃষ্টিও বিগড়ে যায়। মাতাদের আর বোনেদের! নিজের অঙ্গকে প্রদর্শন করা উচিত নয়।

অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পদকৌ হর।
মা তে কশপ্লকৌ দষান্তস্রীহি ব্রক্ষা ভুবিথ।।
(ঋগ্বেদ ৮.৩৩.১৯)

অনুবাদ অর্থঃ— হে পুরুষ ও নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত, নগ্নতা হোক পরিত্যজ্য।

বি,দ্র..আপনার পোশাক পরিধাণের স্বাধীনতা আছে তাই যেমন ইচ্ছা পরতে পারবেন তবে একবার কথা গুলো ভেবে দেখবেন।



























প্রশ্ন:- একাদশী ১) বেদে কোথায় উপবাস থাকতে বলেছে⁉️ (২) একাদশীতে কি কি খাওয়া যায়? কোন শাস্ত্রে অনুকল্প খাওয়ার বিধান আছে⁉️ ...
28/05/2024

প্রশ্ন:- একাদশী ১) বেদে কোথায় উপবাস থাকতে বলেছে⁉️ (২) একাদশীতে কি কি খাওয়া যায়? কোন শাস্ত্রে অনুকল্প খাওয়ার বিধান আছে⁉️ (৩) সধবা নারীরা কি একাদশী করতে পারবে⁉️ (৪) কৃষ্ণপক্ষের একাদশী থাকবো নাকি শুক্লপক্ষের⁉️ (৫) একাদশীর উপবাসে কি ওষুধ খাওয়া যায়⁉️Today,s Best photo
❤❤❤❤❤❤


























সনাতনধর্ম সম্পর্কিত সব কিছু

সতর্কীকরণ পোস্টকেনো সন্তানরা ধর্মান্তরিত হচ্ছে?  এর কারণ গুলি কি কি?আপনার সন্তান ধর্মান্তরিত হচ্ছে সেটা আপনার দোষে,অন্য ...
27/05/2024

সতর্কীকরণ পোস্ট
কেনো সন্তানরা ধর্মান্তরিত হচ্ছে? এর কারণ গুলি কি কি?

আপনার সন্তান ধর্মান্তরিত হচ্ছে সেটা আপনার দোষে,অন্য কারো প্ররোচনা নয়।
কারণ-

১)আপনার সন্তান যখন সকালে ঘুম থেকে ওঠে তাকে কখনও বলেন নি মুখ পরিষ্কার করে পবিত্র হয়ে ঠাকুর ঘরে গিয়ে ভগবান কে প্রণাম কর । বলেছেন তাড়াতাড়ি মুখ পরিষ্কার করে বই নিয়ে বস। কেননা ধার্মিকের মূল্য আপনার কাছে নাই, মূল্য ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষার।

২)আপনার সন্তানকে দৈনিক তো দুরের কথা সপ্তাহেও কি একবার পবিত্র গীতা পাঠে বাধ্য করেছিলেন? উত্তর হলো করেন নি।

৩)আপনি কখনও আপনার শিশু সন্তানকে অন্তত সপ্তাহের শুক্রবার গ্রামের গীতা স্কুলে পাটিয়েছিলেন? পাঠান নি। কেন না ঐদিন আপনার সন্তান সংগীত শিল্পী, চিত্রশিল্পী, মিউজিশিয়ান, স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে ব্যস্ত ছিল।

৪)আপনার সন্তানকে কখনও গীতা প্রতীযোগিতায় নাম লিখিয়ে ছিলেন? উত্তর হলো না। কেননা ঐ সময় ছিল আপনার সন্তানের স্টার হওয়ার প্রথম প্রতিযোগীতা।

৫)আপনার সন্তানকে শিখিয়েছিলেন কি যে কোন পরিস্থিতি তে ভগবানের স্মরণ নিতে? উত্তর হলো না।

৬) আপনার সন্তানকে সাথে নিয়ে কখনও কি মন্দিরে এসে সম্মলিত হয়ে প্রার্থনা করতে বসেছিলেন?উত্তর হলো না!

৭)আপনার সন্তানকে ছোটবেলায় কখনও রামায়ন মহাভারতের গল্প সমূহ শুনিয়েছিলেন? উত্তর হলো না।

৮) আপনার সন্তান যখন বড় হয় তাকে কি বলেছিলেন স্কুলের পাশাপাশি গীতা অধ্যয়ন করার কথা? উত্তর না। বলেন নি আপনি । চাপ দিয়েছিলেন বেশি বেশি পড়ার জন্য গৃহশিক্ষকের।

আসলে লিখতে গেলে হাজার দোষত্রুটি পরিলক্ষিত হয়।
সর্বোপরি নিজের সন্তানদের শৈশব থেকে যদি স্বধর্মের প্রতি পরিচয় করিয়ে না দেওয়া হয় অদূর ভবিষ্যতে আমাদেরই কলংঙ্কের ভাগিদার হতে হবে।আসুন সনাতনী মা-বাবারা ধর্মের অস্তিত্ব রক্ষায় নিজে এবং নিজের সন্তানদের পাঠ্য বইয়ের পাশা-পাশি পবিত্র গীতা শিক্ষায় শিক্ষিত করি।
হরে কৃষ্ণ।।
বর্তমান প্রেক্ষাপটে লিখা - এম.কে.ডি.

25/05/2024

সংসার সুখের হওয়ার লক্ষণ৩তিনটি জিনিসস্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। ১. বয়স,২. জ্ঞান,৩. অর্থ,পাঁচটি জিনিসস্বামীর চেয়...
25/05/2024

সংসার সুখের হওয়ার লক্ষণ
৩তিনটি জিনিস
স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত।
১. বয়স,
২. জ্ঞান,
৩. অর্থ,
পাঁচটি জিনিস
স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত।
১. ধৈর্য,
২. ভালোবাসা,
৩. পরিচ্ছন্নতা,
৪. পরিকল্পনার জ্ঞান,
৫. শুদ্ধ জীবন যাপন,

তিনটি জিনিস
উভয়ের সমান হওয়া উচিত।
১. একে অপরকে বুঝতে পারা,
২. একে অপরের প্রতি সহনশীলতা
৩. একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা।

উপরোক্ত ১১ টি জিনিস সংসারের ভিত্তি।
Today,s Best photo
❤❤❤❤❤❤


























বেদং গৃহিত্বা ষঃ কশ্চিচ্ছশ্ত্রঞ্চৈবাবমস্ত্যতে।সস্ত্যঃ পশুতাং যাতি সম্ভবানেকবিংশতিম্।।(১১ অত্রিসংহিতা) যে ব্যাক্তি বেদ অধ...
20/05/2024

বেদং গৃহিত্বা ষঃ কশ্চিচ্ছশ্ত্রঞ্চৈবাবমস্ত্যতে।
সস্ত্যঃ পশুতাং যাতি সম্ভবানেকবিংশতিম্।।(১১ অত্রিসংহিতা)

যে ব্যাক্তি বেদ অধ্যায়ন করিয়া, সেই গর্ব্বে অন্যান্য শাস্ত্রের উপদেশ অগ্রাহ্য করে,সে একবিংশবার পশু জন্ম প্রাপ্ত হয়।

বি:দ্র: কিছু কিছু ধূরাচারী ভন্ড অকালকুষ্মাণ্ড আছে বেদ কিছু সামান্য অধ্যায়ন করে নিজেকে ভগবান মনে করে।আবার কিছু কিছু আছে গীতা পড়ে নিজেকে স্বয়ং শ্রীকৃষ্ণ ভাবে অন্য শাস্ত্র মানা যাবে না।এই দুই ব্যাক্তি অচিরেই ধঃস প্রাপ্ত হবে। কেননা গীতাই বলা আছে সমগ্র শাস্ত্রকে মেনে চলতে হবে।

🫵সাধু সাবধান
Today,s Best photo
❤❤❤❤❤❤


























Address

Sunamganj
3000

Telephone

+8801712319331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaton DORMO Somproday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonaton DORMO Somproday:

Videos

Share