Mustaq Ahmad

Mustaq Ahmad Thank you.
(6)

This page is all about make money on youtube bangla tutorial,how to make money on youtube.All the make money online tutorials, are in Bengali.Mustaq Creator owns this page.

আলহামদুলিল্লাহ ২ ডলার আবার নিলাম।
01/11/2024

আলহামদুলিল্লাহ ২ ডলার আবার নিলাম।

15/09/2024

প্রিয় নবীর (সঃ) জন্ম কোন মাসে?
মিলাদ পড়েছ কিনা?
রোজ কিয়ামতে জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু প্রিয় নবীর (সঃ) অনুসরণ করেছ কিনা?
জিজ্ঞাসা করা হবে।

নামাজে শেষে দোয়া করেছ কিনা?
জিজ্ঞাসা করা হবেনা
কিন্তু নামাজ পড়েছ কিনা?
জিজ্ঞাসা করা হবে।

কবর জিয়ারত করেছ কিনা?
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু আল্লাহর সাথে শিরিক করেছ কিনা?
জিজ্ঞাসা করা হবে।

কোন আলেম সম্পর্কে মন্তব্য কেন করনি?
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু অযাচিত মন্তব্য কেন করেছ? জিজ্ঞাসা করা হবে।

তুমি পাগড়ি পড়েছ কিনা?
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু পাগড়ির ইজ্জত রক্ষায় কি করেছ?
জিজ্ঞেস করা হবে।

কোন ধরনের জামা পরেছ?
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু জামায় লুকিয়ে থাকা লজ্জাস্থানের কতটুক হেফাজত করেছ?
জিজ্ঞাসা করা হবে।

তুমি গরীব না ধনী ছিলে?
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু সম্পদ কিভাবে উপার্জন করেছ? ব্যয় করেছ?
জিজ্ঞাসা করা হবে।

বাল্যকালে কি করেছ?
জিজ্ঞাসা করা হবেনা
কিন্তু যৌবন কিভাবে কাটিয়েছ? জিজ্ঞাসা করা হবে।

তুমি কেন বড় আলেম হলেনা?।
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু যা শিখেছ,কতটুকু আমল করেছ?
জিজ্ঞাসা করা হবে।

বিরাট মাদ্রাসা-এতিমখানা কেন গড়ে তুলনি?
জিজ্ঞাসা করা হবেনা।
কিন্তু প্রতিবেশী ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারেনি,
তুমি উদোর পুর্তি করে ঘুমালে,তার কেন খোঁজ নেওনি? জিজ্ঞাসা করা হবে।

হে আল্লাহ! আমাদের জিজ্ঞাসার সম্মুখিন করিওনা।
বিনা হিসাবে রহম করিও।

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিলো !! ...
10/09/2024

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিলো !!

শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন রকম
জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিলো !

বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে বদমাস তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম !!
এখনতো দুজনেই মরবো রে !!

গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল !!

একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে ! বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।

ঠিক সন্ধে বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল !!

নীতি কথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো, আমাদের মালিক ( আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন !! হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে !!

Mustaq Ahmad
08/07/2024

Mustaq Ahmad

ঘর মেরামত তথা পূর্ণবাসনে এগিয়ে আসার আহবানদীঘির পার হাওর এলাকায় পাহাড়ি ঢলে তছনছ করে দেয় তাদের শেষ সম্বল বসত ভিটা, হে আল্ল...
02/06/2024

ঘর মেরামত তথা পূর্ণবাসনে এগিয়ে আসার আহবান
দীঘির পার হাওর এলাকায় পাহাড়ি ঢলে তছনছ করে দেয় তাদের শেষ সম্বল বসত ভিটা, হে আল্লাহ তুমি উত্তম অভিবাবক

01/06/2024

শিক্ষানীয় পোস্ট, আশা করি সবাই পড়বেন

" বাবা বালতি টা একটু ছাঁদে নিয়ে দিবি? কাপড় গুলো শুকাতে দিবো।
" আমি পারবো না। আমি ব্যাস্ত আছি।
" তুই তো মোবাইল টিপছিস ।
" হ্যাঁ, যাও তো নিজের কাজ নিজেই করো। একটু দেখলেই এটা নয়তো ওটা কাজের কথা বলো শুধু।
মা কে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুক করতে লাগলাম। দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে।

সন্ধ্যায় ছাঁদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি। হঠাৎই মোবাইলটা বেজে উঠলো। মা!
" হ্যালো!
" কোথায় আছিস বাবা?
" আমি তো বলেই আসলাম আমি ছাঁদে যাচ্ছি তারপরও ঘর থেকে ফোন করার কোনো মানে হয়?
" ঘর একা একা ভালো লাগছে না। আয় না একটু ঘরে।
" ধূর কোথাও গিয়ে একটু শান্তি নেই। যাচ্ছি, তবে কোনো কাজের কথা বলা যাবে না।
মুচকি একটা হাসি দিয়ে মা বললো- আচ্ছা আয়।

ঘরে আসলাম ।
মা রান্না ঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পরেই আবার মা রান্না ঘর থেকে আমার কাছে এসে বললো- বাবা!
" কিছু বলবা?
" রান্নাঘরের ট্যাবে জল আসছে না। একটু জল এনে দিবি ঐ ট্যাব থেকে?
" আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না। এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারবো না। তুমি যাও তো আমায় কার্টুন দেখতে দাও।
মা ভার ভার মুখ করে চলে গেলো।

প্রায় ২০ মিনিট চলে গেলো। টিভির সাউন্ড একটু বেশিই দেওয়া ছিলো । হঠাৎই নজর পড়লো ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে জলও দেখা যাচ্ছে!
- এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল দিয়ে ভিজিয়ে দিছো? কথা গুলো বলছি আর রান্না ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু রান্না ঘরে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই।
" মা! মা!
কোথাও কোনো সাড়াশব্দ নেই।
বাইরের ট্যাবের কাছে এলাম। একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠলো । মা মেঝেতে পড়ে আছে। চারদিকে রক্তে লাল হয়ে আছে।
দৌড়ে আসলাম মা র কাছে - মা! ও মা! কি হইছে তোমার? মা কথা বলো!
কি করবো মাথায় ঠিক কিছুই আসছে না। কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটা নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম। বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার।
মা কে নিয়ে আসতেই তাকে ওটি তে নেওয়া হলো।

নিজের উপর আজ খুবই রাগ হচ্ছে। এক বালতি জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো? মা র কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না।
একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বললো- এগুলো নিয়ে আ

01/06/2024

#মহিলাদের চেয়ে
#পুরুষের লজ্জা বেশী!

এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"

কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ।

প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো আপা, আপনি কি করেন? তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি। প্রথম মহিলা বললো, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।

প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন। বললেন তার মানে?

প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।

আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?

#পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে।

#লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না. (আফসোস) পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়া এবং শেয়ার করার দরকার আছে।

Mustaq Ahmad

31/05/2024

দুবাই এক মিথ্যার শহর। 😞

দুবাই ছবিতে টিবিতে বা বিজ্ঞাপনে দেখতে সুন্দর দুবাইয়ের বাস্তব জীবন খুব কঠিন।

দুবাই মধ্যেপ্রাচ্যের এক শহর হওয়া সত্বেও আধুনিক এই শহরে আরব সংস্কৃতি চোখে পরে না বল্লেই চলে। দুবাইয়ের সমুদ্র সৈকত আর কিছু পর্যটন এরিয়াতে গেলে বিশ্বাস হয় না যে এটা আরব দেশ। দুবাইয়ে অতিরিক্ত তাপমাত্রায় আর দাবদাহে মে থেকে সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ থাকে মানুষের জীবন।
এই সময়ে দিনের বেলা রাস্তা ঘাটে বের হওয়া একাবারেই অসম্ভব বললে চলে। এই দুবাইয়ে নেই কোনো মানবিক বা বন্ধুত্বের ছিটে ফোঁটা। এই পুরো শহর টা একটা বাণিজ্যিক শহর ।

এখানে ধনীরা আসে অর্থ উড়াতে আর প্রবাসীরা আসে টাকা রুজি করতে। মাফিয়ারা আসে আশ্রয় নিতে আর বাটপার, চিটাররা আসে তাদের কাজ করতে। এখানে মনুষ্যত্ব ওয়ালা মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। এখানের সবাই তার নিজের স্বার্থের কথা আগে ভাবে।

বিশ্বের সব মাফিয়া আর জালিয়াত গুলোই পুলিশের হাত থেকে বাঁচার জন্য দুবাইয়ে আশ্রয় নেয়..এটাই দুবাইয়ের বাস্তবতা।

দুবাইয়ে অলি গলি যেনো বাংলাদেশের দালাল, বাটপার আর চিটার দের স্বর্গরাজ্য।

একেকটা সাধারণ শ্রমিক কতটা অসহায় দালালদের কাছে। দুবাইয়ের সাধারণ প্রবাসীর চেয়ে দালাল আর বাটপারদের সংখ্যাই যেনো বেশি। 😞

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -১। মানসিক ব্যায়ামঃশ...
16/05/2024

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -

১। মানসিক ব্যায়ামঃ
শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর বিকল্প নেই তেমনি একইভাবে, আপনার মস্তিষ্ক সচল রাখতে মানসিক ব্যায়াম জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আমাদের চিন্তাশক্তি লোপ পায়।
ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা হারিয়ে যাবে। বই পড়া মানসিক ব্যায়াম এর একটি বড় মাধ্যম। আপনার মস্তিষ্ক সচল রাখার জন্য নিয়মিত বই পড়া জরুরি।

২। মানসিক চাপ কমানোঃ
আপনি ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, একাডেমিক কিংবা চাকরিজীবনে যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই সকল চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যখন আপনি একটি ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেন।
একটি ভালো বই আপনার দুশ্চিন্তা ও অবসাদ্গুলোকে পাশে সরিয়ে আপনাকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যেতে পারবে, যার মাধ্যমে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারবেন।

৩। জ্ঞানঃ
বই পড়লে জ্ঞান বাড়বে - একথা বলাই বাহুল্য। নতুন নতুন তথ্য যা অব্যশই কোন না কোনো দিন আপনার দরকারে আসবে। আপনার জ্ঞানের ভান্ডার যত সমৃদ্ধ হবে, আপনার জীবনের বাধা বিপত্তি গুলো অতিক্রমে আপনি ততটাই শক্তিশালী হবেন।
একটি কথা আমরা সবাই জানি - আপনার চাকরি/ব্যবসায়, আপনার সম্পত্তি, আপনার অর্থবিত্ত, আপনার স্বাস্থ্য - সবই হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান সবসময়ই আপনার সাথে থাকবে।

৪। শব্দভান্ডার বৃদ্ধিঃ
আপনি যত পড়বেন, তত নতুন নতুন শব্দ শিখবেন। আর এতেই আপনার শব্দভান্ডার সমৃদ্ধ হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ আমাদের শিক্ষাজীবন, ব্যক্তিজীবন বা কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন।
এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সব থেকে সাহায্য করবে, 'বই পড়া'। নতুন শব্দ, এর অর্থ ও প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে তুলতে পারে।

৫। স্মৃতিশক্তির উন্নতিঃ
তীক্ষ্ণ স্মৃতিশক্তি আমরা কে না চাই! প্রায়ই আমরা বলে থাকি, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। আবার ভালো স্মৃতিশক্তির মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি।
আপনি যখন একটি বই পড়েন, আপনাকে বইয়ের চরিত্র ও তাদের ভূমিকা, তাদের পটভূমি, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, সূক্ষ্মতা স্মরণে রাখতে হয়।
আর মজার ব্যাপার হলো, আপনি যখনই আপনার মস্তিষ্কে নতুন একটি স্মৃতি দেন, তা

বাড়িতে চোর ঢুকেছে! গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু, না। কুকুর ...
15/05/2024

বাড়িতে চোর ঢুকেছে! গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটা কিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি। হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারল না,
সে গগন বিদারী চেঁচামেচি শুরু করে দিল।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হল।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে যাওয়া বোকামী ছাড়া আর কিছুই না।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি, তাদের অবস্থাও ওই গাধার মত। কথা বলে অপরাধী হচ্ছি। আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে- ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় নেই ।
তবে একথা সত্য যে,
"চোরের দশ দিন, গেরস্তের একদিন।"

কথায় বলে
"পাপ বাপকেও ছাড়ে না।"

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
13/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

আহ😭!প্রচন্ড তুফানের মধ্যে সুনামগঞ্জ কালিবাড়ি দিয়ে রুগী নিয়ে হাসপাতাল যাচ্ছিলো এক সিএনজি চালকসহ তিনজন মহিলা আরোহি। কিন্তু...
31/03/2024

আহ😭!প্রচন্ড তুফানের মধ্যে সুনামগঞ্জ কালিবাড়ি দিয়ে রুগী নিয়ে হাসপাতাল যাচ্ছিলো এক সিএনজি চালকসহ তিনজন মহিলা আরোহি। কিন্তু তুফানের বেগ এত বেশি ছিলো যে গাছ ভেঙে গিয়ে সিএনজির উপর পড়ে। তিনজনের অবস্থা খুব খারাপ।
আল্লাহ আমাদের সহায় হোন এবং সব রকম বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন।

যেখানে শেষ রাতে অশ্রু ঝরে, সেখানে সন্ত্রাসী নয় আল্লাহর ওলী হয়।
29/03/2024

যেখানে শেষ রাতে অশ্রু ঝরে,
সেখানে সন্ত্রাসী নয় আল্লাহর ওলী হয়।

25/02/2024

বরকতময় রাতে সবার দোয়ায় গুনাহগার কে শামিল রাখবেন।🤲

13/01/2024

আলহামদুলিল্লাহ!

দক্ষিণ আফ্রিকায় গির্জার প্রধান ধর্ম
"যাজক" দশ হাজার অনুসারী কে নিয়ে
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন...

ভাবছিলায় হুজুররা কি ভাবে রাষ্ট্র পরিচালনা করবেএখন দেখা যায় হুজুররাই সর্বদিকে সেরা।মাশাআল্লাহ্
16/12/2023

ভাবছিলায় হুজুররা কি ভাবে রাষ্ট্র পরিচালনা করবে
এখন দেখা যায় হুজুররাই সর্বদিকে সেরা।
মাশাআল্লাহ্

Address

Sunamganj
3001

Alerts

Be the first to know and let us send you an email when Mustaq Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustaq Ahmad:

Videos

Share