Entertainment By Mehedi

Entertainment By Mehedi Assalamu-Oylaikum,This Is Mehedi.Welcome To My Page ENTERTAINMENT BY MEHEDI.This Page Is Not Only Min
(195)

-প্রচীনকালে এই জিনিস টা নাম এই যুগের অনেকই জানেন-•আপনারা কি কেউ বলতে পারবেন এইটা নাম কি🥀🌼🖤
06/01/2024

-প্রচীনকালে এই জিনিস টা নাম এই যুগের অনেকই জানেন-
•আপনারা কি কেউ বলতে পারবেন এইটা নাম কি🥀🌼🖤

06/01/2024

যদি চিনতে পারেন তবে বুঝবো আপনার শৈশব অনেক সুন্দর ও মধুময় ছিলো👌🥰🥰
05/01/2024

যদি চিনতে পারেন তবে বুঝবো আপনার শৈশব অনেক সুন্দর ও মধুময় ছিলো👌🥰🥰

আপনার আঞ্চলিক ভাষায় এই মাছের নাম কি?
04/01/2024

আপনার আঞ্চলিক ভাষায় এই মাছের নাম কি?

" কেউ কথা রাখেনি "—সুনীল গঙ্গোপাধ্যায়কেউ কথা রাখেনি, তেত্রিশ বছরকাটলো, কেউ কথা রাখেনি।ছেলেবেলায় এক বোষ্টুমি তারআগমনী গান...
04/01/2024

" কেউ কথা রাখেনি "
—সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি।

ছেলেবেলায় এক বোষ্টুমি তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এল না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের
আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে?

একটাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ন
কঙ্কনপরা-পরা ফর্সা রমনীরা কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যালগুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!
তবুও কথা রাখেনি বরুনা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখে না!

শীতের সকাল।- কুমিল্লা
12/12/2023

শীতের সকাল।
- কুমিল্লা

গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য। কেউ চিনে থাকলে নাম বলে যাবেন?
11/12/2023

গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য।
কেউ চিনে থাকলে নাম বলে যাবেন?

কত নিরবতা , কত শান্তি কত মনোরম পরিবেশ..!!
08/12/2023

কত নিরবতা , কত শান্তি কত মনোরম পরিবেশ..!!

অসাধারন একটি গ্ৰামের দৃশ্য।শুভ সকাল 🥀
08/12/2023

অসাধারন একটি গ্ৰামের দৃশ্য।
শুভ সকাল 🥀

একমাত্র গ্রামের লোকেরাই চিনবে।                            বলুনতো কি এটা ?
07/12/2023

একমাত্র গ্রামের লোকেরাই চিনবে। বলুনতো কি এটা ?

জয়নুল আবেদীন পার্ক,ময়মনসিংহ
07/12/2023

জয়নুল আবেদীন পার্ক,ময়মনসিংহ

গ্রামের মেঠো পথে সূর্যাস্ত!
07/12/2023

গ্রামের মেঠো পথে সূর্যাস্ত!

যে নারী শূন্য পকেটে পাশে থাকে, সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে!!❤️‍🩹🫶Rs Fahim Chowdhury
06/12/2023

যে নারী শূন্য পকেটে পাশে থাকে, সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে!!❤️‍🩹🫶
Rs Fahim Chowdhury

গ্রামের ভাষায় কি ফল এটা,, 😉
06/12/2023

গ্রামের ভাষায় কি ফল এটা,, 😉

প্রকৃতি এক মায়াময় জিনিস 🌸🖤লোকেশনঃ দূর্গাপুর, নেত্রকোনা, ময়মনসিংহ
06/12/2023

প্রকৃতি এক মায়াময় জিনিস 🌸🖤

লোকেশনঃ দূর্গাপুর, নেত্রকোনা, ময়মনসিংহ

একমাত্র গ্রামের লোকেরাই বলতে পারবে এইগুলা কি?
05/12/2023

একমাত্র গ্রামের লোকেরাই বলতে পারবে এইগুলা কি?

গ্রাম বাংলার রুপ সৌন্দর্য!
05/12/2023

গ্রাম বাংলার রুপ সৌন্দর্য!

জীবন  চলার  পথে  এমন একটা  বাড়ি দরকার।🥀
04/12/2023

জীবন চলার পথে এমন একটা বাড়ি দরকার।🥀

প্রকৃতির থেকে বেশি সৌন্দর্য আপনি কোথায় খুঁজে পাবেন।(শুভ সকাল)-কুমিল্লা।
03/12/2023

প্রকৃতির থেকে বেশি সৌন্দর্য আপনি কোথায় খুঁজে পাবেন।(শুভ সকাল)
-কুমিল্লা।

অভিনন্দন চ্যাম্পিয়ন জার্মানি।অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে জয় নিয়েছে জার্মানি।শ্বাসরুদ্ধকর জয়🇩🇪🥰💪
02/12/2023

অভিনন্দন চ্যাম্পিয়ন জার্মানি।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে জয় নিয়েছে জার্মানি।
শ্বাসরুদ্ধকর জয়🇩🇪🥰💪

গ্রামের প্রাকৃতিক  মেঠো পথ মনে হয় হাজার বছরের সম্পর্ক।🥰
02/12/2023

গ্রামের প্রাকৃতিক মেঠো পথ মনে হয় হাজার বছরের সম্পর্ক।🥰

ইউরোপ-আমেরিকা নয়, এটা বাংলাদেশের শহর রাজশাহী !!
01/12/2023

ইউরোপ-আমেরিকা নয়, এটা বাংলাদেশের শহর রাজশাহী !!

সত্যিই মনোমুগ্ধকর প্রাকৃতিক  গ্রামীণ দৃশ্য।🥰
30/11/2023

সত্যিই মনোমুগ্ধকর প্রাকৃতিক গ্রামীণ দৃশ্য।🥰

বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশ বনাম উগান্ডা ম্যাচ!শুভ কামনা রইলো উগান্ডার জন্য। 🥀
30/11/2023

বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশ বনাম উগান্ডা ম্যাচ!
শুভ কামনা রইলো উগান্ডার জন্য। 🥀

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।সব...
30/11/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

কে কে এই গাড়ির পেসেন্জার হয়েছিলেন।🖐️
30/11/2023

কে কে এই গাড়ির পেসেন্জার হয়েছিলেন।🖐️

ছবিটি এঁকেছেন নেএকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব কামরুল হাসান স্যার।🥰🥀
30/11/2023

ছবিটি এঁকেছেন নেএকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব কামরুল হাসান স্যার।🥰🥀

শীত এলেই মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা। গ্রামের সেই শীতের সকাল আজো হূদয়কে আশাহত করে, আমি জানি আর কখনো ফিরে পাব না হারিয়ে...
30/11/2023

শীত এলেই মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা। গ্রামের সেই শীতের সকাল আজো হূদয়কে আশাহত করে, আমি জানি আর কখনো ফিরে পাব না হারিয়ে যাওয়া দিনগুলো। তবুও ফিরে যেতে ইচ্ছে করে প্রকৃতির খুব কাছে, ইচ্ছে করে উপভোগ করি মুক্ত আকাশে হারিয়ে যাওয়া শীতের সকাল।

ছোটো বেলায় বাসা বানানো থেকে শুরু করে, ডিম ফুটে এরকম বাচ্চা হওয়া পর্যন্ত অনেকেই হয়তো অপেক্ষা করেছেন।প্রশ্ন হলো পাখিটির না...
30/11/2023

ছোটো বেলায় বাসা বানানো থেকে শুরু করে, ডিম ফুটে এরকম বাচ্চা হওয়া পর্যন্ত অনেকেই হয়তো অপেক্ষা করেছেন।প্রশ্ন হলো পাখিটির নাম বলে যাবেন?

কার গ্রামে কি নামে পরিচিত?
29/11/2023

কার গ্রামে কি নামে পরিচিত?

- অগ্রহায়ণ মাসের ধান 🌾মারগান্ডা, জামধলা বাজার, ধলামূলগাঁও, পূর্বধলা🥀
29/11/2023

- অগ্রহায়ণ মাসের ধান 🌾
মারগান্ডা, জামধলা বাজার, ধলামূলগাঁও, পূর্বধলা🥀

পাড়ার ক্রিকেটের কিসে সেরা ছিলেন? 💪
29/11/2023

পাড়ার ক্রিকেটের কিসে সেরা ছিলেন? 💪

29/11/2023

খুব ভোরে উঠে আকাশের দিকে চেয়ে থাকলে, নিজেকে অনেক দূরের মানুষ মনে হয়। সামনের পথটা কুয়াশায় ঢেকে আছে। আর আমি!
সেই আবছা আলোয় দাঁড়িয়ে পৃথিবীর সবটুকু পড়ে নিতে চাইছি।।
সুপ্রভাত সকলকে।

রোনালদোকে ফাউল করায় ডিবক্সের ভেতরে রেফারি পেনাল্টি দিয়েছিলেন। কিন্তু রোনালদো নিজে গিয়েই রেফারিকে বললেন এটা পেনাল্টি হ...
28/11/2023

রোনালদোকে ফাউল করায় ডিবক্সের ভেতরে রেফারি পেনাল্টি দিয়েছিলেন। কিন্তু রোনালদো নিজে গিয়েই রেফারিকে বললেন এটা পেনাল্টি হয় না।

তারপর VAR এ গিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন।

মোরালিটি। ❤️

অনেকদিন আমাকে এক বড় ভাই আমাকে বলেছিলেন - “রোনালদোর মতো পরিশ্রমী মানুষ কখনও খারাপ বা অসৎ হতে পারে না।” ❤️

অভিনন্দন অস্ট্রেলিয়া 🥰ম্যাক্সওয়েল অবিশ্বাস্য ☺️ ম্যাক্সওয়েল মাঠে থাকলে যেকোনো কিছুই ঘটতে পারে 🤙
28/11/2023

অভিনন্দন অস্ট্রেলিয়া 🥰

ম্যাক্সওয়েল অবিশ্বাস্য ☺️

ম্যাক্সওয়েল মাঠে থাকলে যেকোনো কিছুই ঘটতে পারে 🤙

ময়মনসিংহ হলো একটা ব্রান্ড,সত্যিই কি ময়মনসিংহ ব্রান্ড?ময়মনসিংহ বাসীরা সারা দেন 💪
28/11/2023

ময়মনসিংহ হলো একটা ব্রান্ড,সত্যিই কি ময়মনসিংহ ব্রান্ড?
ময়মনসিংহ বাসীরা সারা দেন 💪

অবশেষে জয় 💪৩-৩ গোলে সমতায় আসার পর পেনাল্টি তে আরো ৪ টাহ গোল দিয়ে জয় পেয়েছে জার্মান অনূর্ধ্ব ১৭৩+৪=৭ ঐতিহাসিক সংখ্যা...
28/11/2023

অবশেষে জয় 💪

৩-৩ গোলে সমতায় আসার পর পেনাল্টি তে আরো ৪ টাহ গোল দিয়ে জয় পেয়েছে জার্মান অনূর্ধ্ব ১৭

৩+৪=৭ ঐতিহাসিক সংখ্যা 😂

৬৩* নট আউট!ক্রিকেটের পাতায় আজও আপনি অপরাজিত, আপনার ইনিংসটা অসমাপ্ত! সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৪ সালের আজকের এই দিনে চলম...
28/11/2023

৬৩* নট আউট!
ক্রিকেটের পাতায় আজও আপনি অপরাজিত, আপনার ইনিংসটা অসমাপ্ত!

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৪ সালের আজকের এই দিনে চলমান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ড ম্যাচে ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ। শন এ্যাবেটের হাত থেকে ছুটে আসা বাউন্স এর আঘাত হেলমেট ভেদ করে ফিলিপের মাথায়, লুটিয়ে পড়লেন মাটিতে! আঘাতের তীব্রতা এত ছিল যে হসপিটালে ভর্তির ২ দিন পরে পারি জমান পরপারে, ৬৩* রানে অপরাজিত থেকে! ফিলিপ হিউজ থাকবেন আজীবন অপরাজিত হয়ে, থাকবেন অসমাপ্ত ইনিংসের আত্মজীবনীতে....

©

বাংলাদেশের সুযোগ!সামনে ফিলিস্তিনের সাথে ২ ম্যাচ!সম্ভবত দুই ম্যাচ বাংলাদেশে হবে,যদি ২ ম্যাচের মধ্যে বাংলাদেশ ১ টাতে জয় এব...
28/11/2023

বাংলাদেশের সুযোগ!
সামনে ফিলিস্তিনের সাথে ২ ম্যাচ!সম্ভবত দুই ম্যাচ বাংলাদেশে হবে,যদি ২ ম্যাচের মধ্যে বাংলাদেশ ১ টাতে জয় এবং আরেকটাতে ড্র করতে পারে তাইলে কাজ শেষ আর কিছু লাগেনা ❤️

বাকি আছে ৪ ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হোম লেবানন এর সাথে এ্যাওয়ে ম্যাচ! অস্ট্রেলিয়ার আর লেবানন এর সাথে ২ ম্যাচের মধ্যে ১ ম্যাচ ড্র করতে পারে তাইলে হয় আর কিছু চাইনা ☺️❤️

বাকি স্বপ্ন ২০২৪ সালে!২০২৩ সালে জাতীয় দলের আর কোন খেলা নাই।ভালো কিছু দিয়ে ২০২৪ শুরু করবে এই প্রত্যাশা।

এগিয়ে যাও আমার দেশ
এগিয়ে যাও বাংলাদেশ
নিজদের সক্ষমতা দেখিয়ে দাও সবাইকে 🔥

গাবরা খালী গারো পাহাড় হালুয়াঘাট।
26/11/2023

গাবরা খালী গারো পাহাড় হালুয়াঘাট।

Address

Dharmpasha Road
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment By Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment By Mehedi:

Videos

Share

Category