Abdul Odud - আব্দুল ওদুদ

Abdul Odud - আব্দুল ওদুদ তুমি কী করলে তা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কতটা ভালোবাসা দিয়ে তোমার কর্ম করলে তা-ই মুখ্য। "নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়"
(4)

I Love Palestine Today's the best Photo 🌿🥰•🔵Beautiful                             •
16/10/2023

I Love Palestine
Today's the best Photo 🌿🥰
•🔵Beautiful
























মুহাম্মাদ– ওই নামের সাথে নাম জুড়ে পরিচয় দেই। ওই নামে সাল্লি আলা পড়ি। ওই নাম নিয়ে আহ্লাদী হই, গর্ব করি। ওই নামে চোখে পানি...
14/10/2023

মুহাম্মাদ– ওই নামের সাথে নাম জুড়ে পরিচয় দেই। ওই নামে সাল্লি আলা পড়ি। ওই নাম নিয়ে আহ্লাদী হই, গর্ব করি। ওই নামে চোখে পানি আসে, ফুপিয়ে কাঁদি। ওই নামের গীত গেয়ে হৃদয় শান্ত হয়। ওই নামের মাঝে শাফাআত খুঁজি৷ মুহাম্মাদ– ওই নাম মুবারকের প্রতি আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতাকুল, জিন ও ইনসান এবং সমগ্র মাখলুকাতের শত-সহস্র, অযুত-নিযুত দুরূদ ও সালাম বর্ষিত হোক।

ইয়া নাবী সালামু আলাইকা
ইয়া রাসূল সালামু আলাইকা
ইয়া হাবীব সালামু আলাইকা
সালাওয়াতুল্লাহি আলাইকা ❤️❤️❤️

গাজাঃ যুদ্ধ, রক্ত, বারুদ আর বিশ্বাসঘাতকতার গল্পফিলাস্তিন-ইজরায়েল চলমান যুদ্ধে আমরা আমাদের ফিলাস্তিনি ভাইদেরকে সমর্থন দিয়...
14/10/2023

গাজাঃ যুদ্ধ, রক্ত, বারুদ আর বিশ্বাসঘাতকতার গল্প

ফিলাস্তিন-ইজরায়েল চলমান যুদ্ধে আমরা আমাদের ফিলাস্তিনি ভাইদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। তার মানে এই নয় যে, আমরা যুদ্ধকে ‘সেলিব্রেট’ করছি। রাসূল ﷺ বলেছেন, “তোমরা যুদ্ধের আকাঙ্খা করো না” (সহীহ বুখারী, ২৯৬৫)। নিশ্চয়ই অন্য সবার মতো ফিলাস্তিনিরাও একটি সুখ-শান্তির জীবন চায়। কিন্তু আজ তাঁদের বসবাস যুদ্ধ, রক্ত আর বারুদের সাথে। কেন?

প্রায় একটি শতাব্দী ধরে ফিলাস্তিনের মানুষ তাঁদের অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। নিজদেশে তাঁদের পশুর মতো বাঁচতে বাধ্য করা হচ্ছে। অর্ধেক জীবন কেটে যাচ্ছে প্রিয়জনকে দাফন করে। ব্রিটেন কেন ফিলাস্তিনের ভূমি ইহুদিদেরকে দিয়ে দিল– সে প্রশ্ন বাদই দিলাম। জাতিসংঘ প্রণীত ১৯৬৭ সালের মানচিত্রও মানছে না ওই দখলদাররা। প্রতিদিন নতুন ভূমি দখল করে যাচ্ছে। তবু কোনো আন্তর্জাতিক সংস্থা বা আদালতে তাদেরকে জবাবদিহি করতে হয় না। আজ ফিলাস্তিনকে বিক্রি করে আরব রাষ্ট্রগুলো দখলদারদের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত।

২০২০ সালে আরব আমিরাত ইজরায়েলের সাথে ‘সম্পর্ক’ তৈরি করল। তাতে সঙ্গী হলো বাহরাইন, মরোক্কো ও সুদান। বিনিময়ে ইজরায়েল পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ করবে বললেও তা করেনি। কয়েক বছর ধরে সৌদি ইজরায়েলের সাথে ‘সম্পর্ক’ তৈরি করছে। শুনেছি ফিলাস্তিন নিয়েও দর কষাকষি হচ্ছিল। অথচ এই সম্পর্ক উন্নয়নের মাঝখানে চলতি বছর জাতিসংঘে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু নতুন মধ্যপ্রাচ্যের এক মানচিত্র দেখালো। তাতে ফিলাস্তিন পুরো গায়েব! জাতিসংঘ সম্মেলনেই এরদোয়ান প্রথমবারের মতো নেতানিয়াহুর সাথে একটি ‘উষ্ণ বৈঠক’ করলেন। নতুন প্রেমের ইঙ্গিত পাওয়া গেল। ফলে ইরান ও কাতার ছাড়া ফিলাস্তিনের আর শক্ত কোনো সাপোর্ট রইল না।এবার গাজার কথা চিন্তা করুন। সাড়ে ৩শ কি.মিটারের ছোট্ট এই জনপদে ২৩ লাখ মানুষের বসবাস। সিসি মিশর সীমান্ত বন্ধ করে দেওয়ায় গাজাবাসী খাদ্য, পানীয়, বিদ্যুৎ সবকিছুর জন্য ইজরায়েলের ওপর নির্ভরশীল। ২০০৭ থেকে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। প্রায়ই পানি ও বিদ্যুৎ বন্ধ করে বড় অমানবিক পরিস্থিতি সৃষ্টি করে। গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা বলা হয়। একদিকে পশ্চিম তীর অনবরত দখল হচ্ছে, আকসায় রক্তপাত হচ্ছে, ওদিকে নেতানিয়াহু তো ঘোষণা দিয়ে গাজাকে মুছে ফেলতে চাইছে। আরবরাও তা প্রায় মেনে নিচ্ছে। ফিলাস্তিনিরা কী করবে? চোখের সামনে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেতে দেখবে?

হামাসের হামলার কারণে ইজরায়েল গাজা আক্রমণ করছে এটি ঠিক। কিন্তু এটি তো নতুন নয়৷ দখলদাররা প্রতিবছরই গাজায় বোম্বিং করে। অন্য বছর ৬ জন ইহুদি মরে, ফিলাস্তিনে মারা যায় ছয়শ। এবার গাজায় মৃতের সংখ্যা ১৯শ হলে ওদিকেও ১৩শ পার হয়েছে৷ কিন্তু ফিলাস্তিনকে নিজের অস্তিত্ব জানান দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি আমাকে ভুলে যেতে পারেন। কিন্তু আমি তো আমাকে ভুলে যেতে পারি না।

হামাসের হামলার পর এরদোয়ান প্রথমে গোলালু মার্কা একটি বিবৃতি দিলেও পরে আবার ফিলাস্তিনের অধিকার চেয়েছেন। মিশর সম্ভবত ত্রাণের জন্য সীমান্ত খুলেছে। তুর্কিয়ে ও কাতার ত্রাণ পাঠিয়েছে। সৌদি ও আমিরাত দু-তিনটি করে ভিন্ন ভিন্ন বিবৃতি দিয়ে রেখেছে। যখন যা কাজে লাগে আরকি! গত পরশু আরব লীগের বৈঠকে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ জন্য ইজরায়েলকে জোর দেওয়া হয়েছে। এই যে সুর পাল্টেছে, তাতে হামাসের পর বড় অবদান হচ্ছে সাধারণ মুসলমানদের। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সামি হামদি এবং পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক সালীম বাটের মতে, ফিলাস্তিনের পক্ষে বিপুল অনলাইন এক্টিভিটি ও বিশ্বজুড়ে বিক্ষোভ মুসলিম নেতাদের ইজরায়েলঘেষা মনোভাব পরিবর্তনে বাধ্য করছে। মাত্র কিছু মিডিয়া ব্যতীত মূলত সাধারণ মানুষই ফিলাস্তিনের পক্ষে বলছে, লড়ছে। এত বেশি টুইট, এফবি পোস্ট ও ভিডিও শেয়ারিং হয়েছে যে, এটি একটি শক্ত জনমত গড়ে দিয়েছে। অনলাইন ও রাজপথে বিক্ষোভ ফিলাস্তিন ইস্যু যিন্দা রেখেছে। নইলে নেতারা তো ফিলাস্তিনকে ভুলতেই বসেছিল।

এটি সত্য যে, গাজায় বড় কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে৷ খাদ্য, পানীয়, বিদ্যুৎ সব বন্ধ। ইজরায়েল বড় আকারে হামলা করছে। হয়তো অর্ধেক গাজা বেহাত হয়ে যাবে। বিপুল প্রাণহানি ঘটবে। এটি এমনিতেই হতো, দুদিন আগে-পরে। তবুও চিন্তা করলে দম আটকে যায়।

আকসা একদিন মুক্ত হবেই হবে। কিন্তু গাজার মানুষের কুরবানি চোখে আঙুল দিয়ে মুসলিম বিশ্বের অনৈক্য ও কাপুরুষতা এবং পশ্চিমাদের ঐক্য ও কপটতা দেখিয়ে দিয়ে যাচ্ছে। ইয়া রাহমান, তোমার হাবীবের মজলুম উম্মাতের প্রতি দয়া করো।

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
14/10/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































30/09/2023

শায়খ আলী হাসান উসামা'র চ্যালেঞ্জের প্রতিত্তোরে যা বললেন


আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ
আমার বক্তৃতার একটি কর্তিত ক্লিপ এবং এর সাথে সেটে দেওয়া একটি শিরোনাম দেখে আপনি মিলাদুন্নবী ﷺ এর তারিখ নিয়ে ডিসকাস/ডিবেট করার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন। আহ্বানের প্রেক্ষিতে আমি ক’টি কথা বলতে চাই।

#প্রথমত, বিষয়টি আমার জন্য পীড়াদায়ক যে, আপনি ভেবেছেন, আমি আপনার কথার জবাব দিচ্ছি। অথচ আমি ওই ক্লিপগুলো দেখেছি আপনার লেখা পড়ার পর। আপনি জানেন, আমাদের ইউটিউবার ভাইয়েরা এরকম টপিক নিয়ে চিত্তাকর্ষক শিরোনাম তৈরি করতে পছন্দ করেন। অথচ উক্ত বক্তৃতা এবং মিলাদুন্নবী উপলক্ষে আমার যে কোনো বক্তৃতায় আপনি আমাকে বলতে শুনেবেন যে, রাসূল ﷺ এর মিলাদের তারিখ নিয়ে উলামায়ে সিয়ার বিভিন্ন মত প্রকাশ করেছেন। এমনকি যে কিতাব থেকে আমরা তাওয়াল্লুদ তথা রাসূল ﷺ এর জন্ম ও বংশবৃত্তান্ত পাঠ করি, সেই ‘ইকদুল জাওহার ফি মাউলিদিন নাবিয়্যিল আযহার’ কিতাবেও এই ভিন্নমতের বিষয়টি উল্লেখিত হয়েছে। যে ক্লিপটি শুনে আপনি ভেবেছেন আমি আপনাকে খণ্ডন করছি, সেই বক্তৃতায় আমি মূলত প্রসিদ্ধ মত তথা ১২ই রবিউল আউয়ালের কথা কে কোন কিতাবে উল্লেখ করেছেন তা জানাচ্ছিলাম। এমন নয় যে, অন্যান্য মত সম্পর্কে আমি ওয়াকিবহাল নই।

#দ্বিতীয়ত, ‘আকীদার মৌলিক অংশ নয়’ এমন সব বিষয়ে ইলমি মতানৈক্য নিরসন করার জন্য পাবলিক প্লাটফর্ম কি উৎকৃষ্ট জায়গা? নাকি এখন বাংলাদেশের মুসলমানদের সেই ‘লাক্সারি’ আছে যে, কয়েকজন দা‘ঈ পাবলিকের সামনে বসে একটি তারিখ নিয়ে বিতর্ক করবেন? এতে বৃহত্তর অর্থে উম্মাহ’র কী ফায়দা হবে? ব্যাপারটি কি এমন হয়ে গেল না যে, পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা এগিয়ে আসছে, আর ভারতের উলামা বসে “আল্লাহ মিথ্যা বলতে পারেন কি না”– এসব বিষয়ে তর্কে লিপ্ত? অস্বস্তিকর সেই ইতিহাস তো আপনারও অজানা নয়।

#তৃতীয়ত, রাসূল ﷺ এর মিলাদের তারিখ হিসেবে ১২ই রবিউল আউয়ালকে তারজীহ দিলেও আমাদের অর্থাৎ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এর মুরিদীন-মুহিব্বীনের মাঝে পুরো রবিউল আউয়াল মাসজুড়ে মাহফিল করার রীতি রয়েছে। সিলেটের ফুলতলী ছাহেব বাড়ি ও ঢাকাস্থ ফুলতলী কমপ্লেক্সে রবিউল আউয়াল মাসে এক সপ্তাহব্যাপী মিলাদুন্নবী মাহফিল হয়। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাসের ভিন্ন ভিন্ন তারিখে মাহফিল হয়। এসব মাহফিলে রাসূল ﷺ এর জীবনের নানাদিক নিয়ে আলোচনা হয়। ১১ই রবিউল আউয়াল সিলেট মহানগরে আমাদের র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে কোনো ব্যক্তির স্লোগান নয়; বরং রাসূলে আকরাম ﷺ এর শানে না‘ত-কসিদা পড়া হয়। মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কর্তৃক প্রকাশিত ‘সুবহে সাদিক’ নামক স্মারকে রাসূল ﷺ এর জীবনের নানাবিধ বিষয় নিয়ে নিবন্ধ লেখা হয়। রবিউল আউয়ালে তালামীযের আয়োজনে দেশব্যাপী সীরাত পাঠ ও প্রতিযোগিতা হয়। অর্থাৎ, না আমাদের মাহফিল ১২ই রবিউল আউয়ালে সীমাবদ্ধ, না আমাদের আলোচনা ও কার্যক্রম রাসূল ﷺ এর জন্মকালীন ঘটনায় সীমাবদ্ধ। হ্যাঁ, আমাদের উনওয়ান মিলাদুন্নবী। যদি বলা হয়, এই শিরোনাম দিয়ে সাহাবায়ে কিরাম মাহফিল করেননি, তাইলে সাহাবায়ে কিরাম তো সিরাতুন্নবী বা রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স শিরোনাম দিয়েও মাহফিল করেননি। অন্য শিরোনাম যদি গ্রহণযোগ্য হয়, তবে মিলাদুন্নবী শিরোনাম গ্রহণযোগ্য নয় কেন? আমাদের মিলাদুন্নবী র‍্যালিকে নিয়ে প্রশ্ন তোলা হয়। অথচ সিরাত র‍্যালি বা শোকরানা র‍্যালি নিয়ে কাউকে প্রশ্ন তুলতে দেখা যায় না। তবে আমরা আমাদের নবী ﷺ এর সাথে সম্পৃক্ত কোনো মাহফিলকে অপছন্দ করি না, চাই তা যে মাসলাকেরই মাহফিল হোক। আর এই শিক্ষা আমরা পেয়েছি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী (রহ.) এর কাছে। ফুরু‘ঈ বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি উলামায়ে দেওবন্দকে সাথে নিয়ে প্রতিটি ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জীবনভর লড়াই করে গেছেন। সিলেটসহ দেশের জ্যেষ্ঠ উলামা এটি স্বীকার করবেন।

দ্বীনি অঙ্গনে আপনার কণ্ঠকে আমি খুব কদর করি। আল্লাহ আপনাকে কবুল করুন। তবে এটিও মনে করি যে, বছরখানেক আগে আপনার বক্তৃতায় যেসব বিষয় আলোচিত হতো, ইদানিং তা কিছুটা ভিন্নদিকে সরে গেছে। আমার ভুলও হতে পারে। তবে আন্তরিকভাবে চাই, উম্মাহ’র স্বার্থে আপনি আগের ট্রেকে ফিরে আসুন।

#পরিশেষে, আপনাকে হাজারো ইয়াতিমের বাগান ফুলতলীতে বেড়াতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। উম্মাহ’র ঐক্য ও পুনর্জাগরণের স্বার্থে অবিরত কাজ করার তাউফিক দিন। আমীন।।

আপনার ভাই
মারজান আহমদ চৌধুরী

28/09/2023

Noor wala aya hai, noor lay ker aya hai
Saray aalam pay yeh daikho kaisa noor chaya hay

আজ ১২ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন।

❤️ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ❤️

22/09/2023

- আজ শুক্রবার.!🙂

- আল্লাহ আমাদের দুঃখ দূর করুন! এবং আমাদের প্রার্থনা কবুল করুন!'❤🥺

সুনামগঞ্জ শহর মুখরিত হোক নবীপ্রেমের নাত গেয়ে...আল্লাহ সফল করুন, আ-মীন🤲
21/09/2023

সুনামগঞ্জ শহর মুখরিত হোক নবীপ্রেমের নাত গেয়ে...
আল্লাহ সফল করুন, আ-মীন🤲

21/09/2023
13/09/2023

বিবেক বিবেচনা আপনার হাতে। আগে পড়ে দেখুন

কখনো কি ভেবে দেখেছেন....আপনার প্রিয় পছন্দের হিন্দি গানগুলো আপনার ঈমানকে শেষ করে দিচ্ছে না তো ??

কয়েকটা হিন্দি গানের অংশবিশেষ অর্থসহ দেওয়া হল। ঠান্ডা মাথায় অর্থ গুলু পড়ে দেখুন। তারপর নিজের ঈমান দিয়ে ভেবে দেখুন। আশাকরি আপনি বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে।

🚫Tu hi meri shab hai, subah hai,
tu hi din hai mera, tu hi mera rab hai,
jahaan hai,
tu hi meri duniya

তুমি আমার সবকিছু, আমার সুর্যোদয় তুমি,
দিন তুমি, তুমি আমার রব,
আমার পৃথিবী,
আমার দুনিয়া তুমি

🚫Tu Hi Ab Mera Deen Hai, Imaan Hai,
Rab Ka Shukrana
Mera Kalma Hai Tu, Azaan Hai,
Rab Ka Shukrana

তুমিই এখন আমার দ্বীন, আমার ঈমান,
খোদাকে তাই ধন্যবাদ
আমার কালেমা তুমি, আযান তুমি,
রবকে তাই ধন্যবাদ

🚫Tujh mein rab dikhta hai, Yaara mein kya karu?
Sajdhe sar jhukta hai, Yaara mein kya karu?

তোমার মাঝেই রবকে খুঁজে পাই আমি, প্রিয়া আমি কি করবো? সিজদার জন্য মাথা ঝুঁকে যায়, প্রিয়া আমি কি করবো?

🚫Khuda Jaane Ke Mein Fida Hoon
Khuda Jaane Mein Mitt Gaya
Khuda Jaane Yeh Kyun Hua Hai
Ke Ban Gaye Ho Tum Mere Khuda

খোদা জানে আমি প্রহৃত
খোদা জানে আমি হারিয়ে গিয়েছি
খোদা জানে এমন কেনো হয়েছে
তুমি আজ হয়ে গিয়েছো আমারই খোদা

🚫Tumhare siva kuch na chahat karenge
Ke jab tak jeeyenge mohabbat karenge
Saza rab joh dega woh manzoor humko
Ke hum ab tumhari ibaadat karenge

তোমাকে ছাড়া আমি কিছুই চাইবো না
আমি যতদিন বেঁচে থাকবো তোমাকেই ভালোবাসবো
খোদার যেকোনো শাস্তি আমি নেবো
এখন শুধু আমি তোমারই ইবাদত করবো

🚫Dil mein tujhe bithake
Kar lungi main band aankhen
Pooja karungi teri
Hoke rahungi teri

আমি তোমাকে আমার হৃদয়ে রাখব
এবং নিজের চোখ বন্ধ করবো
তোমার পূজা করবো
আমি তোমার হয়ে যাবো

🚫Dil Mein Ho Tum, Aankho Mein Tum
Bolo Tumhe Kaise Chahu
Puja Karu, Sajda Karu
Jaise Kaho Waise Chahu

আমার হৃদয়ে তুমি, চোখে তুমি
বলো তোমাকে কীভাবে চাইবো
পূজা করবো, সিজদা করবো
যেভাবে বলবে সেভাবে চাইবো

🚫Vaaste Jaan Bhi Du
Main Gawah Emaan Bhi Du
Kismato Ka Likha Mod Du

Badle Mein Main Tere
Jo Khuda Khud Bhi De
Jannate Sach Kahu Chhod Du

তোমার জন্য জীবনও দিব
ঈমানও বিসর্জন দিব
ভাগ্যের লেখাও বদলে দিব

তোমার বিনিময়ে
খোদা নিজেও যা দেন
সত্যি বলছি জান্নাতও ছেড়ে দিব

🚫Tujhse mohabbat ho gayi
Allah maaf kare
Tauba Qayamat ho gayi
Allah maaf kare

Dekha tujhe toh saansein ruk gayi
Sajde mein yeh aankhien jhuk gayi
Teri ibadat ho gayi
Allah maaf kare

তোমার সাথে ভালোবাসা হয়ে গেছে,
আল্লাহ যেন মাফ করে দেন।
তওবা কিয়ামত হয়ে গেছে,
আল্লাহ মাফ করেন যেন।

তোমাকে দেখে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম
তোমার সেজদায় এই চোখ ঝুঁকে গেছে
তোমার ইবাদত হয়ে গেছে আমার দ্বারা
আল্লাহ যেন মাফ করে দেন।

🚫God, Allah Aur Bhagwan ne
banaya ik insaan.

ঈশ্বর, আল্লাহ আর ভগবান
মিলে বানিয়েছে এক মানুষ।

এইবার একবার ভেবে দেখুন,
এতদিন ওরা আমাদেরকে শুরের মুরচনায় ফেলে কি কি মারাত্মক কথা বলিয়েছে। আমার বিশ্বাস কোন মুসলমান ভাই বোন এমন কথা নিজ ভাষায় কখনোই মুখে ও আনবে না। অতচ একি কথা হিন্দি গানের শুর দিয়ে ওরা আমাদের অনেক ভাই বোনদের কে শুনিয়েছে গাইয়েছে।

বেশীরভাগ ই গানের টোন শুর পছন্দ করে, অর্থ না জেনে এসব হিন্দি গান গেয়ে প্রতিনিয়তই মারাত্মক রকমের গুনাহ করে চলেছে। যা ঈমানের স্বাদকেই নষ্ট করে দিচ্ছে প্রতি নিয়ত। অন্তর মরে যায় যার ফলে। সাময়িক শান্তি মনে হলেও অন্তরের অশান্তি রয়ে যায় আজীবন। যা মন মস্তিষ্ককে ধীরে ধীরে কু পথের দিকে ধাবিত করে।

এরকম আরো অনেক গান আছে যেগুলো আরো বিভ্রান্তি কর। আপনি একটু খুজে দেখলেই পাবেন।

এইসব গান কথা ওদের কাছে একদম নরমাল বিষয় হতে পারে। অতি সামান্য বিষয় হতে। কিন্ত একজন মুসলিমের কাছে ঈমান ই সবচেয়ে দামী অমূল্য সম্পদ।
হাজারো ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ এক নিমিষেই হাসিমুখে কুরবান করে দিতে পারে মুসলমানরা আপন রবের খুশির জন্য।

ইমানদারগণের জন্য আসল জগত
দুনিয়া নয় পরকাল। তাদের সব আনন্দ উল্লাস জান্নাতে

যদি এই মূহুর্তে এমন কিছু স্মৃতি আপনার মনে পড়ে,
তাহলে মনে মনে রবের কাছে তাওবা করে নিন।
এবং ভবিষ্যতের জন্য এইসব নোংরা বিষয় থেকে সেইভে থাকার দোয়া করুন সব সময়।

আপনাদের কাছে এমন কোন গানের বার্তা জানা থাকলে কমেন্টস করুন। যেন অন্যরা বুঝে যায়।

আর এই পোস্টটি
আপনার প্রিয়দের কাছে পৌছে দিয়ে সতর্ক করে দিন

এই পোষ্টে কারো মনে কষ্ট দিয়ে থাকলে.... ...ক্ষমা করবেন....।

আল্লাহ আমাদের সবাইকে এসব ফিতনা থেকে হিফাজত করুন। আমীন।

15/08/2023

মাওলানা সাঈদী সাহেবের ইন্তিকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী'র শোক

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

ইয়া আল্লাহ রহম করুন....আ-মীন🤲হে আল্লাহ আপনি আপনার রহমতের কুদরতে আমাদের সবাইকে হেফাজত করুন..
09/08/2023

ইয়া আল্লাহ রহম করুন....আ-মীন🤲

হে আল্লাহ আপনি আপনার রহমতের কুদরতে আমাদের সবাইকে হেফাজত করুন..

09/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.
সবাই কেমন আছেন,আশা করি ভালো আছেন,,

আসাদ নূর'কে কমেন্ট/রিয়েক্ট দিয়ে আইডি রিচ করবেন নাহ,,
রিপোর্ট করুন/Report...

আমার মনে হয় আমরা একটা উদ্যোগ নিলে ভালো হয়,আমরা যদি ১০ হাজার মানুষ একসাথে একটিভ হয়ে তার পেইজে রিপোর্ট করি এবং যারা এক্সপার্ট আছে তারা তাদের বিভিন্নভাবে মিশন চলমান রাখলে আর আমরা ১০ হাজার সাধারণ জনগণ যার একটা আইডি আছে বা একাধিক আইডি আছে সবগুলো আইডি থেকে রিপোর্ট করলে হয়তো পেইজ টা ফেসবুক থেকে সরিয়ে ফেলতে সক্ষম হতে পারি!

20/07/2023

প্রস্তুত আছেন তো... ইনশা আল্লাহ....

আল্লাহ তায়ালা যে ৪টি মাসকে প্রধাণ সম্মানিত করেছেন তারমাঝে অন্যতম এক মাস হল মহরম (চলিত মাস)।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মহররম মাসে আশুরার রোজা।' (সুনানে কুবরা, হাদিস : ৮৪২১০)

আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )-কে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। (মুসলিম, হাদিস : ১১৬২)

অন্তত ২৭ ও ২৮ জুলাই রোজার জন্য প্রস্তুত তো... ইনশা আল্লাহ।

বেশী নফল ইবাদত, জিকির, দান সদকা, দরুদপাঠ ইস্তেগফার এর মাধ্যমে অতিবাহিত করার সাদ্যমত চেষ্টা যেন আমরা করি।

আপনার পরিচিতদের মনে করিয়ে দিন
এবং জানিয়ে দিয়ে নেকী কাজে উৎসাহিত করুন।

বর্তমানে এক কেজি গরুর গোশত ৭০০ টাকা,একজন ইমাম/ মুয়াজ্জিনের মাসিক সম্মানী ৪০০০/৫০০০টাকা।হুজুরের বাড়িতে অনুষ্ঠানে  মেহমান ...
21/12/2022

বর্তমানে এক কেজি গরুর গোশত ৭০০ টাকা,
একজন ইমাম/ মুয়াজ্জিনের মাসিক সম্মানী ৪০০০/৫০০০টাকা।
হুজুরের বাড়িতে অনুষ্ঠানে মেহমান আসলো
১৬-১৭ জন।
গরুর গোশত ৩কেজি, ভালো কোনো মাছ ক্রয়
এবং অন্যান্য খরচ সহ, খরচ আসে ৫০০০ টাকা।
মাসের বাকি দিনগুলোর কি অবস্থা হয় ইমাম - মুয়াজ্জিনের?
মসজিদের কমিটির লোকজন কি জবাব দিবেন আল্লাহর নিকট?
বছরের শেষে হিসাব দেন এ-বছর আমাদের খরচ বাদে বছর গিয়ে তিন লক্ষ টাকা ব্যাংকে মজুদ আছে।
বাকি মুসুল্লিরাও বলে উঠে আলহামদুলিল্লাহ!
কি হবে এ হিসাব দিয়ে? আর কি হবে এই আলহামদুলিল্লাহ বলে?
অপর দিকে সভাপতি/সেক্রেটারি/ক্যাশিয়ার বা অন্যান্য সদস্যদের মাসিক ইনকাম ত্রিশ হাজার-চল্লিশ হাজার টাকা।

আপনি ৩০,০০০-৪০,০০০ টাকা দিয়ে আপনার সংসারের জন্য যে রেটে সয়াবিন তৈল ক্রয় করেন মুয়াজ্জিন ৪০০০ টাকা বেতনে ঐ সয়াবিন তৈল ক্রয় করে।
আপনার হসপিটালে খরচ এসেছে ২০০০ /৩০০০টাকা ঐ একই খরচ এসেছে মুয়াজ্জিনেরই।

তাছাড়া বাচ্চাদের লালন-পালন, পিতা মাতাদের
খরচ,, স্ত্রী, ভাই বোনদের খরচ তো আছেই,

এগুলোর কারণে আগামী কয়েক বছর পরে ইমাম - মুয়াজ্জিন এবং মসজিদের খাদেম পেতে কস্ট হয়ে যাবে।
হিফয মাদ্রাসাগুলো শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে এ-সব কারণে, এখন বিজ্ঞপ্তি দেওয়া হয় ১২০০০-১৫০০০ টাকা দিবে,এর পরে-ও হাফেজ পাওয়া দুষ্কর হয়ে যায়।

একদিন এভাবেই বিজ্ঞপ্তি দেওয়া হবে কিন্তু ইমাম মোয়াজ্জেন পাওয়া দুষ্কর হয়ে যাবে।
আল্লাহ সকলকে সহীহ বুঝ দান করুন।
আমীন।

==================কালেক্ট==================

#ইমাম #মোয়াজ্জেন #ইসলাম #মুৃমিন #মুসলিম

চিন্তা করে দেখেন তো, এইটা আপনার হাশর। সুপারিশ করার জন্য পরিচিত ভালো কাউকে খুঁজছেন। কিন্তু আশপাশে তাকিয়ে দেখেন যাদেরকে বন...
29/11/2022

চিন্তা করে দেখেন তো, এইটা আপনার হাশর। সুপারিশ করার জন্য পরিচিত ভালো কাউকে খুঁজছেন। কিন্তু আশপাশে তাকিয়ে দেখেন যাদেরকে বন্ধু মনে করতেন তারা আপনার চেয়ে ভয়ংকর বিপদে আছে। এখন আপনি তাদেরকে খুঁজবেন যাদেরকে আপনি ধর্মব্যবসায়ী বলে গালি দিতেন।

কিন্তু এইরকম হাজারটা মাঠ পারি দিয়েও আপনি তাদের দেখা পাবেন না। কারণ কি জানেন? কারণ হাদিসে এসেছে: (المرء مع من أحب) মানুষ তার সাথেই উঠবে যাকে সে ভালোবেসেছিলো।

💢মেয়েদের দেরীতে বিয়ে দেওয়া এত ভয়াবহ!!! 💢বাস্তব সত্য সবাই জানে, কিন্তু বলে না!!!💢কিন্তু আমি আজ বলছি,,,!!!বর্তমানে মেয়েরা ...
07/11/2022

💢মেয়েদের দেরীতে বিয়ে দেওয়া এত ভয়াবহ!!!
💢বাস্তব সত্য সবাই জানে, কিন্তু বলে না!!!
💢কিন্তু আমি আজ বলছি,,,!!!

বর্তমানে মেয়েরা বেশীরভাগ জেনারেল লাইনে পড়ুয়া কিছু মাদ্রাসা লাইনেও আছে।যদি মেয়ে একটু লম্বা সুন্দরি বা মুটামুটি সুন্দরি বা পরিবার টা শিক্ষিত ভালো ভদ্র তবে মর্ডান পর্দাশীল মেয়ে হয় বা ডিজিটাল পর্দা করে। বেশীরভাগ মেয়ে বিয়ে করতে চায় না।
অযুহাত হিসাবে দেখায় বয়স কম মাষ্টার্স পাশ করে বিয়ে বসবে।চাকরি করবে, সেটেল হবে, মন মতো পেলে বিয়ে করবে , বুঝাপরা লাগবে, মানে প্রেম বা রিলেশনশিপ লাগবে।আরো নানা অযুহাত থাকতে পারে এর মধ্যে একটা হলো সরকারি চাকরি।
তো যে যেই কারনেই হোক মেয়েরা এভাবে বিয়ে করে না।
আরো ভালো খুজে বা এমনি দেরি করে যায়। অন্য দিকে বয়স বাড়ে দিন দিন,এভাবে দিন,মাস বছর পেরিয়ে ২৪-৩০ এর ভিতর পৌছে যায়!!
তখন হুশ হয় বিয়ে তো করা দরকার!!

ছেলে খুজো এবার।
তো আপনি ভাবুন আমি এভারেজ ২৫ ধরলাম, ২৫ বছরের মেয়ের জন্য কত বছরের পাত্র চাই?

সবাই বলবে ৩০ বছর হলেই এনাফ। আমি বলবো হ্যা, যথেষ্ট কিন্তু কখনোই সহজে ৩০ বছরের কোন ছেলে পারিবারিক ভাবে বিয়ে করলে ২৫-২৮ বছরের কাউকে বিয়ে করতে চাইবে না।

দুই একজন থাকতে পারে এইটা ভিন্ন কথা। এভারেজ সবাই আমতা আমতা করবে। কেন করবে..?

💓 মেয়েদের যৌবনের শুরুটাই আসল সময়. ১৬-২২ বছর পর্যন্ত উত্তম আকর্ষনীয় সময়। যে কেউ তখন কাছে পেতে চায় এটাই সত্য। তো ২৫-৩০+ মানে আপনার রূপ লাবন্যতায় বয়সের ছাপ স্পষ্ট আপনাকে মহিলা বললে ভুল হবে না।

💓 মেডিকেল সাইন্স বলে মেয়েদের মনোপোজ বা ( ঋতুচক্র বন্ধ) শুরু হয় ৪৫ বছরে বা আগে পরে। আপনি ভাবেন যে ছেলেটা ৩০ বছরে আপনাকে বিয়ে করবে ১৫-১৭ বছর পর আপনার যৌবন শেষ হয়ে যাবে আরো পরিষ্কার করে যদি বলি যৌনতার প্রতি আপনার অনিহা ৩৫ এর পর ই চলে আসবে।

💓তো সবাই জানে ছেলেদের যৌবন বা যৌন শক্তি মরন পর্যন্ত।আপনি বয়স্ক হয়ে বিয়ে করলে বাকি জীবন ছেলে তার চাহিদা পূরনে কাকে পাশে পাবে?

এই জন্য বয়স বাড়লে মেয়ের প্রতি ছেলেদের চাহিদা থাকে না ।কারন এইটাই হ্যা এইটাই সত্য। এবার সমাজে চোখ বুলান।কতো মেয়ে আছে ২৫-৩০ বছরে?

অনেক ২৩ বছর পেরিয়ে গেলেই ঐ পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব আসে না কেন?

কারন ২৬-৩০ এই বয়সের ছেলেরা বিয়ে করে 99% ছেলেই এই বয়সে বিয়ে করে ফেলে। তারা বিয়ের জন্য ১৮-২২ বছরের পাত্রী অহরহ পায়। কেউ কেনো যৌবনের কথা ভেবে বেশী বয়সী কাউকে বিয়ে করবে ?
হয় ও তাই করে না বা করলেও % হার খুব কম। আর যেই আপনি অযুহাত দিতেন ভালো ছেলেদের ফিরিয়ে দিতেন। আপনি এখন বাটি চালান দিয়েও পাত্র কাছে টানতে পারছেন না।

বরকত কি আল্লাহ তুলে দিয়েছেন নাকি আপনি নিজের হাতে নষ্ট করেছেন?

সাবধান হোন ২০ বছরের আগে ভালো হয় ২২-২৩ বছরের এর বেশী কখনোই যেন না হয়।
সব মেয়েদের প্রতি উৎসর্গ।বাস্তব তুলে ধরছি।ভুল হলে ক্ষমা প্রার্থী।

সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে!পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তুু সর্ম্পক না... লেখাঃ Abdul Odud - আব্দুল ওদুদ
24/10/2022

সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে!
পরিচয় সবার সঙ্গে রাখা যায়,
কিন্তুু সর্ম্পক না...

লেখাঃ Abdul Odud - আব্দুল ওদুদ

ইনাল বে যতই আল্প আরসালানের সাথে ক্ষমতার বিরোধ থাকলেও তিনি কখনোই আল্প আরসালান ক্ষতি চান না।বুঝতে পারলাম যুগে যুগে নারীরাই...
15/10/2022

ইনাল বে যতই আল্প আরসালানের সাথে ক্ষমতার বিরোধ থাকলেও তিনি কখনোই আল্প আরসালান ক্ষতি চান না।
বুঝতে পারলাম যুগে যুগে নারীরাই,পুরুষদের ক্ষতির কারণ হয়েছে।
ভাতিজার প্রতি ইনাল বে এর ভালোবাসা দেখে মুগ্ধ আমি। তাদের মধ্যে ক্ষমতার দ্বন্ধ থাকতে পারে কিন্তু রক্তের টানের কোনো কমতি নেই। 🔥

কথা রুপার মত, চুপ থাকাটা সোনার মত মুল্যবান।।।
15/10/2022

কথা রুপার মত,
চুপ থাকাটা সোনার মত মুল্যবান।।।

একটা বয়স পর আমরা বুঝতে পারি,তর্কের চেয়ে নীরবতা ভালো।
14/10/2022

একটা বয়স পর আমরা বুঝতে পারি,
তর্কের চেয়ে নীরবতা ভালো।

সফল হোক❤️🥀
14/10/2022

সফল হোক❤️🥀

সব ইচ্ছে কি আর পূর্ন হয়,মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়!
14/10/2022

সব ইচ্ছে কি আর পূর্ন হয়,
মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়!

অপেক্ষায় রইলাম সাফল্যের দুয়ারে একদিন আমিও পৌছাবো!যদি আল্লাহ তা'য়ালা চান।
13/10/2022

অপেক্ষায় রইলাম সাফল্যের দুয়ারে একদিন আমিও পৌছাবো!
যদি আল্লাহ তা'য়ালা চান।

মোবারক মাহফিলের সফলতা কামনা করি.. #মোবারক  #মাহফিল  #পবিত্র  #ঈদে  #মিল্লাদুন্নবী
10/10/2022

মোবারক মাহফিলের সফলতা কামনা করি..

#মোবারক #মাহফিল #পবিত্র #ঈদে #মিল্লাদুন্নবী

09/10/2022

আজ ঈদে মিলাদুন্নবী (সাঃ), দু জাহানের বাদশা আমাদের প্রিয় নবী হযরত
মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর শুভআগমন। সমস্ত পৃথিবীর জন্য রহমত, বরকত ও আনন্দের দিন আজ।

09/10/2022

Eid E Milaad Un Nabi (SAW)

🎤Mujahidul Islam Bulbul

বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস।
08/10/2022

বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস।

08/10/2022

আজ ১১রবিউল আওয়াল রোজ শনিবার বাগবাড়ী ছাতকের গজলসন্ধ্যায় যাদের সুরে আমরা মুগ্ধ হবো,
★আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাজিল, সুরকার ও গীতিকার, যাকে ধরা হয় এযুগের নজরুল, সুরসম্রাট কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠাতা প্রধান ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ।
★ কবি আনোয়ার হোসাইন গুলজার, প্রতিষ্ঠাতা পরিচাক অনুরাগ সাংস্কৃতিক ফোরাম।
★ আব্দুল ওয়াদুদ ময়নুল , পরিচালক ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ।
★ শামসুল হাসনাত, নির্বাহী পরিচালক, ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ।

#ছাতক #বাগবাড়ী #গজল #সন্ধ্যা

07/10/2022

আগামীকাল ১১রবিউল আওয়াল রোজ শনিবার বাগবাড়ী ছাতকের গজলসন্ধ্যায় যাদের সুরে আমরা মুগ্ধ হবো,
★আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাজিল, সুরকার ও গীতিকার, যাকে ধরা হয় এযুগের নজরুল, সুরসম্রাট কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠাতা প্রধান ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ।
★ কবি আনোয়ার হোসাইন গুলজার, প্রতিষ্ঠাতা পরিচাক অনুরাগ সাংস্কৃতিক ফোরাম।
★ আব্দুল ওয়াদুদ ময়নুল , পরিচালক ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ।
★ শামসুল হাসনাত, নির্বাহী পরিচালক, ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ।

#ছাতক #বাগবাড়ী #গজল

আল্লাহ তাআলা বলেন, 'তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সঙ্গে শরিক করো না এবং পিতা–মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ' (সুরা-৪ নিসা,...
06/10/2022

আল্লাহ তাআলা বলেন, 'তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সঙ্গে শরিক করো না এবং পিতা–মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ' (সুরা-৪ নিসা, আয়াত: ৩৬)।

© Abdul Odud - আব্দুল ওদুদ

04/10/2022

দৈনন্দিন জীবনে সুন্নাতি বাহার অনুসরণ করুন।

#জীবন #ইসলাম #মুসলিম

আমি তো আমার সকল দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি..[ সূরা ইউসুফ - ৮৬ ]
03/10/2022

আমি তো আমার সকল দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি..
[ সূরা ইউসুফ - ৮৬ ]

03/10/2022

হাজার ব্যাস্ততার ভিড়ে,আমার কলিজা মায়ের
"মন"ভাল রাখার একটু চেষ্টা।

#সংগৃহীত #বাংলাদেশ #মা #ছেলে

"ভাল কথা বলাও সাদকাহ"Follow : Abdul Odud - আব্দুল ওদুদ #হাদিস    #সাদকাহ
02/10/2022

"ভাল কথা বলাও সাদকাহ"

Follow : Abdul Odud - আব্দুল ওদুদ

#হাদিস #সাদকাহ

I am ok!  Because ALLAH is always with me..🌿🌸
02/10/2022

I am ok! Because ALLAH is always with me..🌿🌸

ইসলামে মূর্তিপূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোন মুসলমান পূজাকে "উইশ" করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম, স্পষ্ট কুফরী।...
02/10/2022

ইসলামে মূর্তিপূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোন মুসলমান পূজাকে "উইশ" করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম, স্পষ্ট কুফরী।



ইসলামে ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ বা একত্ববাদ। এই পোস্টে কোনো উসকানি নেই। কোনো দৃষ্টিতেই এটা অপরাধ নয়। এই পোস্টের কারণে পোস্ট দাতাকে গ্রেফতারের নিন্দা জানাই

Address

Kalaruka, Chhatak, Sylhet
Sunamganj
3080

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Odud - আব্দুল ওদুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Odud - আব্দুল ওদুদ:

Videos

Share

Nearby media companies



You may also like