03/04/2024
সেই আবু হুরায়রা (রা:) যিনি পাঁচ হাজারেরও অধিক বেশি হাদীস বর্ণনা করেছেন তিনি কাঁদছিলেন তাঁর সল্প পাথেয়র জন্যে। তিনি কাঁদছিলেন তাঁর ঈমানের দুর্বলতার কারণে।
তিনি কাঁদছিলেন কিয়ামতের দিন পা ফসকে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যান কিনা সেই ভয়ে।
আর আজকাল তো কারোর ত্রিশ বছর পেরিয়ে যায় এক ওয়াক্ত নামায পড়ার সুযোগ হয় না।
আবু হুরায়রা যদি পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাওয়ার ভয় করেন তাহলে আপনার আমার কি বলা উচিত.?
আমাদের মতো ঈমান আমলহীন নিস্বদের কি বলা উচিত.?
ইয়া আল্লাহ কি হবে আমাদের!😢