01/02/2024
যোগ্যতা অর্জন না করে চাকরি পাবার আশা ছেড়ে দেওয়া উচিত। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের যোগ্যতার পরিচয় দিন আল্লাহ আপনার সহায়ক হবে ইনশাআল্লাহ। আপনি চাকুরীর পরীক্ষায় না টিকার কারণসমূহঃ
১)টানা কিছুদিন পড়ে লম্বা সময় বিরতি যাওয়া। অর্থাৎ অনিয়মিত পড়াশোনা।
২) সারাদিন ফোন নিয়ে বসে থাকেন।
৩) চাকুরীর সার্কুলার আসলে এত খুশি হন যে পড়ার টেবিলে বসার সময় পান না।
৪) বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আর্কষণ।
৫) কোন বই শেষ না করেই আরেকটা বই কিনে ফেলেন
৬) অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন।
৭) অতিরিক্ত ঘুমান।
৮) সব চাকুরীতেই পরীক্ষা দেন আপনি। ব্যাংক, বিসিএস, নন ক্যাডার, ইত্যাদি। কোনটাই হয় না শেষ পর্যন্ত।
৯) বন্ধুদের সময় দেন বেশি আপনি।
১০) আরামদায়ক জীবন যাপন পছন্দ করেন।
১১) নেতিবাচক চিন্তা বেশি করেন আপনি।
১২)প্রয়োজনে ফোন হাতে নিয়ে বিনোদনের মাধ্যমে সময় নষ্ট।
১৩) সাময়িক অর্থের লোভ সামলাতে না পারা।যেমন প্রয়োজনের বেশী টিউশন করার জন্য নিজেকে সময় না দেয়া।
আমি ও এসব থেকে মুক্ত নয়৷ আপনার সাথে কি কি মিল আছে কমেন্টে জানাবেন