উত্তর সুরমা - Uttar Surma

উত্তর সুরমা - Uttar Surma উত্তর সুরমা - Uttar Surma official page.

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান।তাকে মন ও মননে বড়ো হতে শেখান।তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী...
24/11/2023

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান।
তাকে মন ও মননে বড়ো হতে শেখান।

তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন।
'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন,যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।
নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে।
প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

প্লিজ,বাচ্চাদের অভাব শিখাবেন না।
অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না।
এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে।
খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না।
টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না।
অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।
এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

©️

মুক্তি যুদ্ধে নিহত জগতজ্যোতি দাসের লাশ রাজাকারেরা ট্রলারে নিয়ে হাওরের বিভিন্ন হাটে হাটে দেখিয়ে আনন্দ মিছিল করে শেষ পর্যন...
23/11/2023

মুক্তি যুদ্ধে নিহত জগতজ্যোতি দাসের লাশ রাজাকারেরা ট্রলারে নিয়ে হাওরের বিভিন্ন হাটে হাটে দেখিয়ে আনন্দ মিছিল করে শেষ পর্যন্ত হাওরের সবচে বড় বাজার আজমিরীগঞ্জে এসে একটি বৈদ্যুতিক খুঁটিতে লাশ বেঁধে সারাদিন রাত দেখানোর ব্যবস্থা করে। সেদিন ছিলো ঈদের আগের দিন চাঁদরাত। হাট করতে আসা হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখেছিলেন। পাকিস্তান আর্মি বাজারের এক ফটোগ্রাফারকে দিয়ে শেষ ছবিটা তোলায়। ফটোগ্রাফার জানের রিস্ক নিয়ে ছবিটির একটা এক্সট্রা কপি রাখে ও হাওরাঞ্চলের মুক্তিযুদ্ধ সমন্বয়কারী সালেহ চৌধুরীর কাছে পাঠান। পরবর্তীতে জগতজ্যোতির লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়!

মুক্তিযুদ্ধের সময় জগতজ্যোতি ছিলেন দাস পার্টি নামের সবচে আতংক সৃষ্টিকারী গেরিলা গ্রুপের লিডার। আজকের টেকেরঘাটের বড়ছড়া বাজার থেকে কিশোরগঞ্জের কটিয়াদী পর্যন্ত হাওরাঞ্চলে পাক বাহিনী ও রাজাকারদের অস্থির করে রেখেছিলো এই বাহিনী৷ একটা ৩৬ জনের ছোট গ্রুপ থেকে তাই শহীদ সিরাজসহ তিনজন বীর বিক্রম খেতাব পেয়েছিলেন। জগতজ্যোতির মৃত্যুর পর অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাঁকে বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হলেও ৭৩ সালের গেজেটে তাঁর নাম আসে বীরবিক্রম হিসেবে। ৭৩ সালের গেটেজ ঘোষিত ৭ জন বীরশ্রেষ্ঠের তিনজন ছিলেন সেনাবাহিনীর, দুইজন ইপিআরের, একজন বিমান ও নৌবাহিনীর! সামরিক রিকোমন্ডেশনে প্রণীত গ্যালান্টারি এওয়ার্ড তালিকায় তাই বীরশ্রেষ্ঠ হিসেবে বেসামরিক জনযোদ্ধা জগতজ্যোতি দাস ঠাঁই পাননি!

(স্বাধীনতা যুদ্ধের গ্যালান্টারি বা সাহসিকতার এওয়ার্ডসমূহ সন্মুখযুদ্ধে অংশ না নেওয়া এমনকি রাইফেল হাতে না নেওয়া সামরিক করণিকদের মধ্যে বিতরণ হতে দেখে ও জগতজ্যোতিকে তাঁর প্রাপ্য বীরশ্রেষ্ঠ উপাধি না দেয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী তাঁর বীর প্রতীক উপাধি বর্জন করেন।)

মঙ্গলকাটা-ডলুরা প্রশ্বস্ত রাস্তার কাজ দৃশ্যমাননিজস্ব প্রতিবেদক :সুরমা উত্তর পাড়ের প্রধান রাস্তা মঙ্গলকাটা- ডলুরা রাস্তার...
17/11/2023

মঙ্গলকাটা-ডলুরা প্রশ্বস্ত রাস্তার কাজ দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক :সুরমা উত্তর পাড়ের প্রধান রাস্তা মঙ্গলকাটা- ডলুরা রাস্তার মেরামত ও প্রশ্বস্তকরণ কাজ গত ০৭ নভেম্বর ২০২৩ উদ্ভোদন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এর একান্ত সচিব সুমিত চৌধুরী সন্তু , সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক,, সদর উপজেলা সভাপতি, জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব রসিদ আহাম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলকাটা বাজারে ওয়াটার সাপ্লাইপ্লান্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপননিজস্ব প্রতিবেদক :গত ০৯ নভেম্বর ২০২৩,বিকেল চারটায় ভিডিও কন...
17/11/2023

মঙ্গলকাটা বাজারে ওয়াটার সাপ্লাইপ্লান্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক :গত ০৯ নভেম্বর ২০২৩,বিকেল চারটায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর মঙ্গলকাটা বাজারে ওয়াটার সাপ্লাই প্লান্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ -০৪ আসনের মাননীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ।এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এর একান্ত সচিব সুমিত চৌধুরী সন্তু , সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক,, সদর উপজেলা সভাপতি, জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব রসিদ আহাম্মেদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ আহমদ, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সুনামগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাহিত্য ও পাঠাগার সম্পাদক শামীম আহমেদ রুবেল,জাপা নেতা শাহ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সুনামগঞ্জের শিশু শিল্পী পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শত আকাল, অশান্তি, অস্থির সময়ের মধ্যে সুনামগঞ্জবাসীর জন্য সুখবর। ...
15/11/2023

সুনামগঞ্জের শিশু শিল্পী পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

শত আকাল, অশান্তি, অস্থির সময়ের মধ্যে সুনামগঞ্জবাসীর জন্য সুখবর। তাহিরপুর উপজেলার হাওর পাড়ের মেয়ে ছোট্ট শিশু ফারজিনা আক্তার। সে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমায় অভিনয় করেছিলো।

মাত্র চার বছর বয়সের শিশু ফারজিনা আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সে তাহিরপুর উপজেলার ছিলানি তাহিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে। সে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

ভুমিহীন পরিবারের সন্তান ফারজিনা আক্তার বাবা একজন কৃষক, মা গৃহীনি। ফারজিনা আক্তাররা দুই বোন এক ভাই। বাবা আবু সায়েম একজন কৃষক মা আফিয়া আক্তার একজন সাদামাটা গৃহিণী। ফারজিনাদের বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, তারা থাকেন নানা শাহপরানের বাড়ির একটি কুড়ে ঘরে। খুব অসহায় এক পরিবারে বেড়ে ওঠেছে ফারজিনা আক্তার।

কোন রকমের প্রাতিষ্ঠানিক অভিনয় শিক্ষা ও নুন্যতম প্রশিক্ষণ ছাড়াই সে শিশু শিল্পী হিসাবে মুহাম্মদ কাঈয়ুম পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি কুড়া পক্ষির শূন্যে উড়া ছবিতে অনবদ্য অভিনয় করে ফারজিনা পুরস্কৃত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে পুরস্কার গ্রহণ করে ফারজিনা আক্তার।

অভিনন্দন ফারজিনা আক্তারকে। হাওর পাড়ে অসংখ্য ফারজিনা আক্তার বাস করে। তাদেরকে জন্য নিরন্তর শুভকামনা রইল।

অভাব অনটন দারিদ্র্য কোনটি শিশুদের মেধা বিকাশের অন্তরায় হতে পারে না। ফারজিনা এটি প্রমাণ করে দিয়েছে।

কার্টেসিঃ Himadri Shaker Bhodra

15/11/2023
আমাদের মাসিক উত্তর সুরমা ,  ৫ম (ডিসেম্বর ২০২৩) সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে শীঘ্রই। আমাদের সাহিত্য পাতার জন্য ছড়া,কবিতা, অণু...
14/11/2023

আমাদের মাসিক উত্তর সুরমা , ৫ম (ডিসেম্বর ২০২৩) সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে শীঘ্রই। আমাদের সাহিত্য পাতার জন্য ছড়া,কবিতা, অণুগল্প,প্রবন্ধ এবং অন্যান্য পাতার জন্য এলাকার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নিউজ প্রদান করার জন্য সকলের কাছে লেখা আহ্বান করা হচ্ছে।
লেখা এই গ্রুপে অথবা ইনবক্সে জমা দিন সবাই।

লেখা জমা দেওয়ার শেষ সময়
১ ডিসেম্বর ২০২৩

অনুরোধক্রমে,
শাহ আলম ইলিয়াস
সম্পাদক
মাসিক উত্তর সুরমা

উত্তর সুরমা - Uttar Surma এর মগ্ন পাঠক আমাদের ডা.মোহাম্মদ আবুল কালাম।
13/11/2023

উত্তর সুরমা - Uttar Surma এর মগ্ন পাঠক আমাদের ডা.মোহাম্মদ আবুল কালাম।

দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেনের হাতে আমাদের উত্তর সুরমা - Uttar Surma
13/11/2023

দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেনের হাতে আমাদের উত্তর সুরমা - Uttar Surma

সদর উপজেলা বেসরকারি  মাধ্যমিক  শিক্ষক সমিতির  নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত উত্তর সুরমার শামসুল আলম রাসেলস্ট...
12/11/2023

সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত উত্তর সুরমার শামসুল আলম রাসেল

স্টাফ রিপোর্টার
দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সদর উপজেলার ১৯টি বিদ্যালয়ের (ভোটারদের) শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমেদ, প্রিসাইডিং অফিসার ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম । বেলা ৩টায় ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। সভাপতি পদে শান্তিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পেয়েছেন ১২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন পেয়েছেন ৭৮ ভোট, রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ পেয়েছেন ২৩ ভােট। সাধারণ সম্পাদক পদে সৈয়দপুর সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল পেয়েছেন ১৪৩ ভোট, তার নিকটতম প্রার্থী সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান পেয়েছেন ৮৩ ভোট। সাংগঠনিক পদে লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজালাল সুমন পেয়েছেন ৮৬ ভোট, আলহাজ্ব জমিরুননুর উচচ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুরহান উদ্দিন পেয়েছেন ৭২ ভোট, কৃঞষনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উস্তার আলী পেয়েছেন ৬৮ ভোট। উল্লখ্য এই ৩ পদেই নির্বাচন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানান তিনি।

উত্তর সুরমা - Uttar Surma নভেম্বর সংখ্যা ২০২৩
09/11/2023

উত্তর সুরমা - Uttar Surma নভেম্বর সংখ্যা ২০২৩

পাঠকের হাতে হাতে মাসিক উত্তর সুরমা
09/11/2023

পাঠকের হাতে হাতে মাসিক উত্তর সুরমা

আগামীকাল প্রকাশিত হচ্ছে আমাদের উত্তর সুরমা - Uttar Surma
08/11/2023

আগামীকাল প্রকাশিত হচ্ছে আমাদের উত্তর সুরমা - Uttar Surma

উত্তর সুরমা সাহিত্য পাতায় যাদের লেখা প্রকাশিত হচ্ছে, নভেম্বর সংখ্যা ২০২৩। সকলকে অভিনন্দন।
07/11/2023

উত্তর সুরমা সাহিত্য পাতায় যাদের লেখা প্রকাশিত হচ্ছে, নভেম্বর সংখ্যা ২০২৩। সকলকে অভিনন্দন।

মাসিক উত্তর সুরমা - Uttar Surma নভেম্বর সংখ্যা, রঙিন প্রিন্ট সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে এ সপ্তাহেই।থাকছে চমৎকার সব আয়োজ...
07/11/2023

মাসিক উত্তর সুরমা - Uttar Surma নভেম্বর সংখ্যা, রঙিন প্রিন্ট সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে এ সপ্তাহেই।
থাকছে চমৎকার সব আয়োজন।

সুনামগঞ্জের ছেলে শাহ কামালি, লন্ডনে মিক্স মার্শাল আর্টে ৬ বার প্রথম রাউন্ডেই বিজয়ী শাহ কামালি, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়র স্ব...
06/11/2023

সুনামগঞ্জের ছেলে শাহ কামালি, লন্ডনে মিক্স মার্শাল আর্টে ৬ বার প্রথম রাউন্ডেই বিজয়ী শাহ কামালি, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়র স্বপ্ন সুযোগ রয়েছে।প্রথম রাউন্ডের নকআউটে সব লড়াইয়ে জিতে যাওয়া সহজ কাজ নয়। আশা করি আমরা একজন নতুন খবিব নুরমাগোমেদভকে পাচ্ছি যিনি একজন সিলেটি-বাঙালি। শাহ কামালী আপনাকে নিয়ে সত্যিই গর্বিত।আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন ও শুভকামনা এবং আপনি ব্রিটিশ নাগরিকত্ব হিসেবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। সত্যিই প্রশংসা এবং গর্বিত বোধ. আলহামদুলিল্লাহ।


ছবিতে শেরপুরে স্থানীয় কৃষক কর্তৃক পিটিয়ে মারা ১৩ ফুট লম্বা দাড়াশ সাপ দেখা যাচ্ছে। অথচ কৃষকের নীরব বন্ধু নির্বিষ সাপ দাঁড়...
05/11/2023

ছবিতে শেরপুরে স্থানীয় কৃষক কর্তৃক পিটিয়ে মারা ১৩ ফুট লম্বা দাড়াশ সাপ দেখা যাচ্ছে। অথচ কৃষকের নীরব বন্ধু নির্বিষ সাপ দাঁড়াশের প্রধান খাবার ইঁদুর। মূলত ইঁদুর খেয়েই সে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের বন্ধু হিসেবে কাজ করে। তবে অজ্ঞতা আর কুসংস্কারের কারণে মানুষের হাতে প্রতিনিয়ত মারা পড়ছে উপকারী দাঁড়াশ সাপ।

দাঁড়াশ এখনো বিপন্ন পর্যায়ে না গেলেও বর্তমান তেমন একটা দেখা যাচ্ছেনা। দাঁড়াশ দেখতে খুবই সুন্দর। এদের ইংরেজি নাম Rat Snake বৈজ্ঞানিক নাম Ptyas mucosa।

দাঁড়াশ সাপ কৃষি জমিতে থাকতে পছন্দ করে এবং যে জমিতে থাকে তার আশে পাশে প্রায় ৩ একর এলাকা সে বিচরণ করে এবং এই জায়গায় খুঁজে খুঁজে ইঁদুর শিকার করে যার ফলে ইঁদুরের কারণে যে ফসল হানী ঘটে তা থেকে রক্ষা মিলে।

কৃষি বিভাগের তথ্য মতে, প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতি হয় ধান ও গমের।

কিন্তু ইঁদুর নিয়ন্ত্রণের জন্য দাঁড়াশ সাপটি যেহেতু প্রাকৃতিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই এই সাপকে রক্ষা করতে পারলে বছরে প্রায় দশ হাজার কোটি টাকার ফসলের পাশাপাশি কৃষি বিভাগ যে টাকা ইঁদুর নিধনে খরচ করে সে টাকাও রক্ষা করা সম্ভব।

কিন্তু কৃষকের উপকারী এই সাপকে বিভিন্ন ভ্রান্ত ধারনা থেকে মেরে ফেলা হচ্ছে, দাঁড়াশ সাপ দেখতে অনেকটা বড় এবং কোবরার মত বলে মানুষ না জেনেই একে বিষধর ভাবে। সাপ নিয়ে আমাদের দেশে প্রচুর মিথ্যা কল্পকাহিনী প্রচলিত আছে। তেমনি দাঁড়াশ নিয়ে মানুষের ধারনা দাঁড়াশ সাপের ফনা না থাকলেও কোমরে বা লেজে কাঁটা আছে, সেই কাটা দিয়ে আঘাত করলে মানুষ মারা যায় এবং দাঁড়াশ সাপ রাতে গাভীর বান থেকে দুধ চুষে খেয়ে থাকে। কিন্তু এগুলো সবই ভুল ধারনা। দাঁড়াশ সাপের কোমর বা লেজ বা শরীরের কোথাও এমন কোনো কাঁটা নেই। বাস্তবে সাপটি খুব নিরীহ তবে রেগে গেলে বা ভয় পেয়েও যদি কাউকে কামড় দেয় তবু কিচ্ছু হবেনা কারণ এটি নির্বিষ সাপ।

কৃষকের ফসল রক্ষায় দারাজ সাপ নিয়ে কাজ করছেন রাজবাড়ীর সাপের খামারের পরিচালন রবিউল ইসলাম রঞ্জু তিনি জানান, আমি আমার এলাকায় কৃষকদের সাথে আলাপ করে বেশ কিছু দাঁড়াশ অবমুক্ত করেছি, কৃষকদের সচেতন করেছি এখন কৃষকরা দাঁড়াশকে পেলে মারেনা বরং তারা বুঝে এই সাপ বেচে থাকলে কৃষকের লাভ। এ সাপ নিয়ে বিভিন্ন বেদে-সাপুড়িয়াদের ভ্রান্ত কিছু তথ্য প্রচার করেছে তাদের তাবিজ-কবজ বিক্রি করতে আসলে এই ধারনাগুলোর কোনো প্রকার বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ নেই। সাপের জিহ্বা বিভক্ত সাপ কোনো কিছুই চুষে খেতে পারেনা।

জাবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বন্যপ্রাণি বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান বলেন, শুধু দাঁড়াশ কেন পৃথিবীর কোন সাপই দুধ চুষে খেতে পারেনা। গরুর উলানে এক ধরনের পোকায় কামড় দেয় যার ফলে সাধারণ কৃষক এই দাগ দেখেই ভ্রান্ত ধারণা থেকে প্রচার করে সাপে গাভীর দুধ খায়। এ সাপটি সম্পূর্ণভাবে বিষমুক্ত, তার গায়ে কোন কাটা নেই । বিপুল অংকের রবি ফসল বাচাতে এই সাপের প্রজনন বৃদ্ধির ব্যবস্থা করা উচিত।

একটা বড় সাইজের দাঁড়াস সাপ বছরে কমপক্ষে ৭০/৮০ টা ইঁদুর নিধন করে। ইঁদুরই এই সাপের প্রধান খাবার। ইঁদুর জন্মের দেড় মাসের মধ্যে সেক্সুয়ালী এডাল হয়, এবং আড়াই মাসের মধ্যে মধ্য বাচ্চা প্রসব করে। মাঠের ধেড়ে ইঁদুর গুলো প্রতি বারে ১৫/২০ টি বাচ্চা প্রসব করে। অর্থাৎ গবেষকরা একটা সাধারণ সমীক্ষা করে দেখিয়েছে যে- মাত্র একটি দাঁড়াস সাপের প্রতি বছর শিকার করা ৩০ জোড়া ইঁদুর নিশ্চিন্তে বংশ বৃদ্ধি করতে পারলে তাদের থেকে প্রতি বারে হওয়া বাচ্চা গুলো মাল্টিপল হারে বংশ বৃদ্ধি করতে থাকলে বছর শেষে তার সংখ্যা দাঁড়াবে অন্তত ২০ থেকে ৩০ হাজার। জ্বি জনাব, সব থেকে কম সংখ্যাটিই শুনলেন আপনি। নয়ত আমাদের মত ছোট একটি দেশে ইঁদুর বছরে দেড় হাজার কোটি টাকার ফসল নষ্ট করতে পারে না।

যে দাঁড়াস সাপ বা সাপকে আপনি মারলেন বছর শেষে আপনি গড়পড়তা যে ইনকাম করবেন তার থেকে বেশি টাকার লোকসানের হাত থেকে সে সাপটি বাঁচিয়ে দিচ্ছে আপনার দেশকে।

বেশি কিছু ভাবতে হবে না শুধ ভাবুন ২৫ হাজার ইঁদুরের প্রতিটি ইঁদুর প্রতি বছর মাত্র ১০০ টাকা করে ফসলের ক্ষতি করলে ২৫ লক্ষ টাকার ক্ষতি করে।

কি জনাব, ২৫ লক্ষ টাকা ১০ বছরে কামাতে পারবেন?অথচ সাপ দেখলেই বীরের মত লাঠি নিয়ে পিটিয়ে মারেন।
- Apu Nazrul

নানাকে আটকে যেভাবে তাঁর নাতনিকে বিয়ে করেছিলেন জসীম উদ্​দীনঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল্লাহ সাহেবের সঙ্গে এক দাওয়াতে...
25/10/2023

নানাকে আটকে যেভাবে তাঁর নাতনিকে বিয়ে করেছিলেন জসীম উদ্​দীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল্লাহ সাহেবের সঙ্গে এক দাওয়াতে গেলেন কবি জসীমউদ্​দীন। সেখানে প্রথম দেখাতেই প্রেমে পড়লেন নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর।

কবির বয়স যেন হুট করেই কুড়ি বছর কমে গেল। হৃদয়ে আনচান শুরু হলো। এ পর্যায়ে নানাভাবে মমতাজ বেগম নামের ওই কিশোরীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন তিনি। মমতাজের পিত্রালয় ফরিদপুর, কিন্তু তখন তিনি ঢাকায়, নানাবাড়ি থেকে পড়াশোনা করেন।

মমতাজের প্রেমে জসীমউদ্​দীন যখন দেওয়ানা, তখন কিশোরী মেয়েটি কি তা বোঝে? অগত্যা মমতাজের নানা মৌলভি ইদ্রিস মিয়াকে নানাভাবে বশে আনার চেষ্টা চালালেন কবি। বিভিন্ন অজুহাতে ওই বাড়িতে যাতায়াত শুরু করলেন। মৌলভি সাহেব কাব্যপ্রেমী মানুষ ছিলেন। তাই তাঁর বাড়িতে কবির আনাগোনাকে স্বাভাবিকভাবেই নিলেন। এভাবে এক দিন, দুই দিন করে মমতাজের ঘর অবধি পৌঁছে গেলেন জসীমউদ্​দীন এবং তাঁকে অবাক করে দিয়ে টেবিল থেকে খাতা নিয়ে লিখলেন:

‘আমারে করিও ক্ষমা
সুন্দরী অনুপমা
তোমার শান্ত নিভৃত আলয়ে
হয়তো তোমার খেলার বাসরে
অপরাধ রবে জমা
আমারে করিও ক্ষমা।’

মমতাজ এবার কবির আকুতি বুঝতে পারলেন। নিজের অজান্তেই তাঁর প্রেমে ডুবে গেলেন। এ প্রসঙ্গে নিজের স্মৃতিকথায় বেগম মমতাজ লিখেছেন, ‘ভদ্রলোক তো আমারে দেখার পর নানা দিক থেইকা আমার নানাভাইকে হাত করার জন্য লাইগা গেল। অনেককে দিয়া সুপারিশ করতে লাগল। ওই যে আমারে দেখল, আমার রূপ তার মনে ধইরা নিল। কবি তো!’

কিছুদিন যেতে না যেতেই নানা মৌলভি ইদ্রিসের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন জসীমউদ্​দীন। এরপর মৌলভি সাহেব যখন বুঝলেন এ বিয়েতে তাঁর নাতনিও রাজি, সে সময় তাঁর রাজি না হওয়ার তো কোনো কারণই নেই, মিয়া-বিবি রাজি তো কিয়া করেগা কাজি।

কিন্তু বাদ সাধলেন মমতাজের বাবা মোহসেনউদ্দিন। তিনি কিছুতেই এই ভবঘুরে কবির কাছে মেয়েকে বিয়ে দেবেন না। একে তো তাঁর বয়স বেশি, তার ওপর চেহারাও কৃষ্ণবর্ণ। এ অবস্থায় দীর্ঘ এক চিঠি লিখলেন তিনি মৌলভি ইদ্রিসের কাছে, ‘আপনি কি পাগল হইয়া গেলেন! এই লোকটা (জসীমউদ্​দীন) পাগল। চরে ঘুরে বেড়ায়। গান গেয়ে বেড়ায়। ভাবের গান, আধ্যাত্মিক গান, মুর্শিদি গান। গানের মজলিশে সারা রাত কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খায়। এই রকম ছেলের সাথে বিয়া দেবেন? তার চাইতে নাতিনকে পদ্মায় ফালাইয়া দেন।’

চিঠি পাওয়ার পর উভয়সংকটে পড়লেন ইদ্রিস সাহেব। তাঁর নিজেরও কবিকে খুব পছন্দ হয়েছিল। তা ছাড়া পাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষকও বটে।

অতঃপর পাত্র সম্বন্ধে খোঁজখবর নিতে বের হলেন ইদ্রিস সাহেব। কিন্তু নিউমার্কেট এলাকায় কবির মেসের সামনে গিয়ে ‘ধরা’ খেয়ে গেলেন তিনি, তাঁকে ঘরে নিয়ে গিয়ে খুব আপ্যায়ন করলেন জসীম। পরে বললেন, ‘আমার কাছে নাতিন বিয়া দিবেন কি না, কথা দিয়া যাইতে হইব। নইলে আইজকা আপনাকে ছাড়ুম না।’ একবেলা আটক থাকার পর নাতনি বিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে মুক্তি মিলল মৌলভি ইদ্রিসের।

ছাড়া পেয়ে বিয়ের বন্দোবস্ত শুরু করলেন ইদ্রিস সাহেব, ১৯৩৯ সালে মহাসমারোহে অনুষ্ঠিত হলো জসীমউদ্​দীন ও বেগম মমতাজের বিয়ে। রবীন্দ্রনাথসহ সব বড় সাহিত্যিকই সেই বিয়েতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন।

সূত্র: শতবর্ষে জসীমউদ্​দীন বইয়ে প্রকাশিত বেগম মমতাজ জসীমউদ্​দীনের লেখা ‘আমার কবি’

প্রথম আলো পত্রিকা- ২২ জুলাই ২০২২ প্রিন্ট ও অনলাইন সংস্করন

কতটুকু শিক্ষিত হলে মানুষ হওয়া যায়??-ম্যাজিস্ট্রেট ছেলের বাবার অমানবিক জীবন যাপন। যে বাবার আদরে ছেলে আজ ম্যাজিস্টেট, সেই ...
21/10/2023

কতটুকু শিক্ষিত হলে মানুষ হওয়া যায়??

-ম্যাজিস্ট্রেট ছেলের বাবার অমানবিক জীবন যাপন। যে বাবার আদরে ছেলে আজ ম্যাজিস্টেট, সেই বাবা আজ ভিক্ষা করে।
-----------------------------------------------------------------
বৃদ্ধ এই লোকটির নাম মফিজ উদ্দীন পাঠান। ময়মনসিংহ জেলার, গফরগাঁও পাগলা থানাধীন মুখি গ্রামে বাড়ি। বাসের ড্রাইভারি করে সন্তানদের লেখা পড়া করিয়েছেন।
এক ছেলে জজ কোর্টের ম্যাজিস্ট্রেট আর এক ছেলে কোম্পানীতে চাকুরী করেন।
মফিজ উদ্দিন বৃদ্ধ বয়সে স্ত্রীকে নিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন খারুয়ালী গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। ম্যাজিস্ট্রেট পুত্রধন কোথায় থাকেন তাও তিনি জানেন না তবে যত দুর জানেন ছেলে একাই খুলনায় বিয়ে করেছেন, শ্বশুর আব্বা নাকি সচিব। কতটুকু শিক্ষিত হলে মানুষ হওয়া যায়? কোন সন্তানই উনার খোঁজ রাখেন না। বর্তমানে উনি খুবই মানবেতর জীবন কাটাচ্ছেন। ম্যাজিস্ট্রেট ছেলে যতই আইনের উর্দ্ধে আর মানবতা নিন্মে থাক জাতি হিসেবে আমরা আজ কোথায়?
জীবন কেন অসভ্যতার হিংস্র আঁচরে ক্ষত বিক্ষত হবে? সচিব শ্বশুর ম্যাজিস্টেট জামাইকে চিনেন অথচ ম্যাজিস্ট্রেট জামাইয়ের বাবাকে চিনেন না। উচ্চ শিক্ষিত হলেই মানুষ অসভ্য হয়ে যায়? সন্তানদের পড়াতে প্রান কিভাবে পাবে গরিব বাবারা?? সরকার তথা প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি বৃদ্ধ বয়সে মা-বাবাকে আর যেন কাঁদতে না হয়।
দৃষ্টান্ত স্থাপনের মত এর বিচার যেন হয়।
Ali Atahar ( সংগৃহীত)

কিশোর জাগরণ এর ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক ::২০১৭ সালে উত্তর সুরমার...
20/10/2023

কিশোর জাগরণ এর ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::২০১৭ সালে উত্তর সুরমার নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক কিশোরের সমন্বিত প্রয়াসে প্রথমবারের মতো আলোর মুখ দেখেছিল 'ত্রৈমাসিক কিশোর জাগরণ '
।কিশোর জাগরণ ঐক্য পরিষদ নামক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলে কিশোরেরা এবং সংগঠনের মুখপাত্র হিসেবে পরপর তিনটি সংখ্যা প্রকাশ করে পত্রিকাটি,যা উত্তর সুরমার মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছিল।গত ২০ অক্টোবর ছিল 'কিশোর জাগরণ' এর ৭ম বর্ষে পদার্পণ। এ উপলক্ষে ২০ অক্টোবর সকাল ১০টায় জাহাঙ্গীর নগর ইউনিয়নের চৌমুহনী বাজারে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে কিশোর জাগরণ এর প্রায় অর্ধশতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা প্রচারণা ও সদস্য সংগ্রহ/নবায়ন উপলক্ষে কর্মী সভা।প্রধান অতিথি সুনামগঞ্...
26/09/2023

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা প্রচারণা ও সদস্য সংগ্রহ/নবায়ন উপলক্ষে কর্মী সভা।প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান প্রিয় নেতা Nurul Huda Mukut ,প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন।

স্থান: জাহাঙ্গীর নগর ইউনিয়ন,মঙ্গলকাটা বাজার, সদর,সুনামগঞ্জ

কোক স্টুডিও বাংলার মঞ্চ মাতালেন আমাদের উত্তর সুরমার বনগাঁও গ্রামের দারিদ্র্য বাউল শিল্পী হামিদা বানু।হাসন রাজার বিখ্যাত ...
25/09/2023

কোক স্টুডিও বাংলার মঞ্চ মাতালেন আমাদের উত্তর সুরমার বনগাঁও গ্রামের দারিদ্র্য বাউল শিল্পী হামিদা বানু।হাসন রাজার বিখ্যাত 'দিলারাম'গান দিয়ে সারাদেশের মানুষের কাছে এক পরিচিত মুখ হয়ে ওঠেন আমাদের হামিদা বানু।

ছবিতে আছেন ৯৯ বছরের একজন বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগ...
03/09/2023

ছবিতে আছেন ৯৯ বছরের একজন বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগাঁও এলাকা দিয়ে ভারতের বাগদা (Bagda) 'য় প্রবেশের মুহূর্তে photographer সন্তোষ বসাক এই দুর্লভ ছবিটি তুলেন।
'বসাক সেই লোকটিকে জিজ্ঞেস করেছিলো, 'কে এই বৃদ্ধা মহিলা? '
উত্তরে লোকটি জানায়, 'তিনি আমার মাতা। আমার মা এখন একটি শিশুর মতো। তিনি ঠিকমতো হাটতেও পারেন না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে কিভাবে যাই!! '
★উল্লেখ্য, এই ছবিটি পরবর্তীতে World Press Photo 1972 পুরস্কার লাভ করে।

আজ ১৫ এপ্রিল ২০২৩ খ্রি:ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সদস্য, মেধাবী শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক চৌকস ব্যক্তি ও স্...
15/04/2023

আজ ১৫ এপ্রিল ২০২৩ খ্রি:
ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সদস্য, মেধাবী শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক চৌকস ব্যক্তি ও স্মার্ট বয় জনাব তৌহিদুর রহমান শিকদারের ২০ তম মৃত্যু বার্ষিকী।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

বিদায় কিংবদন্তি জাফরুল্লাহ চৌধুরী
11/04/2023

বিদায় কিংবদন্তি জাফরুল্লাহ চৌধুরী

৪০ বছর ধরে লোকগান ও কবিতা  লিখে যাচ্ছেন লোক কবি কুদ্দুস কাদরী নিজস্ব প্রতিবেদক :১৯৫৫ সালের ৩০ মে সুনামগঞ্জের সদর উপজেলার...
08/04/2023

৪০ বছর ধরে লোকগান ও কবিতা লিখে যাচ্ছেন লোক কবি কুদ্দুস কাদরী

নিজস্ব প্রতিবেদক :
১৯৫৫ সালের ৩০ মে সুনামগঞ্জের সদর উপজেলার মালাইগাঁও গ্রামে জন্ম, স্বশিক্ষিত লোককবি কুদ্দুস কাদরীর।জীবিকার তাগিদে পেশায় যদিও একজন গ্রাম্য কবিরাজ তিনি। গ্রামের সাধারণ একজন মানুষ হয়েও যিনি কবিতা ও সংগীত কে আঁকড়ে ধরেছেন গভীরভাবে।ষাটোর্ধ এই লোক কবি, দীর্ঘ ৪০ বছর যাবৎ লিখে চলেছেন অসংখ্য লোক কবিতা ও লোক সংগীত , যার সংখ্যা আনুমানিক প্রায় হাজার হবে। শুধু তাই নয়, লিখেছেন প্রায় ৯টি উপন্যাস।যা গ্রামের একজন স্বশিক্ষিত ব্যক্তির কাছ থেকে কখনোই আশা করা যায়না। তার লেখা গুলো মূলত প্রাচীন বাংলার পুঁথিগানের (ছন্দের আলাদা নান্দনিকতা সম্বলিত লোকছড়া) আলোকে লেখা।তার এসব লিখনের মাঝে তিনি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন এদেশের মাটি ও মানুষের কথা,ফুটে উঠেছে প্রেম, দ্রোহ ও মিলনের শৈল্পিক সমন্বয়। তবে কুদ্দুস কাদরীর লেখার একাংশ জুড়ে রয়েছে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু।এখনো লিখে চলেছেন তিনি একাগ্রতার সাথে।লেখালেখির ক্ষেত্রে স্বশিক্ষিত হওয়ায় বানান ও শব্দ চয়নে যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে তার লেখায়।লোক কবি কুদ্দুস কাদরীর লেখায় ফুটে উঠেছে গ্রামীণ সৌন্দর্যবোধ ও নান্দনিকতা। লেখা গুলো জমা আছে বেশ কিছু খাতায় এবং অতি যত্নে রেখেছেন নিজের কাছে। কবির স্বপ্ন একদিন তার এই লেখা গুলো বই আকারে প্রকাশ পাবে এবং পৌঁছে যাবে তার লিখন দেশের সকল প্রান্তে, কবির ইচ্ছে জীবদ্দশায় তিনি যেন এই দৃশ্যটি দেখে যেতে পারেন।

হাটি হাটি পা পা করে উত্তর সুরমা সাহিত্য সংসদ, সুনামগঞ্জ ৩য় বর্ষে পদার্পণ করতে চলছে। এ উপলক্ষে সুনামগঞ্জের উত্তর সুরমার ব...
27/03/2023

হাটি হাটি পা পা করে উত্তর সুরমা সাহিত্য সংসদ, সুনামগঞ্জ ৩য় বর্ষে পদার্পণ করতে চলছে। এ উপলক্ষে সুনামগঞ্জের উত্তর সুরমার বৃহত্তর জনগোষ্ঠীর মুখপত্র উত্তর সুরমা - Uttar Surma এর উদ্যোগে 'উসসাস' ৩য় বর্ষপূর্তি স্মারক সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে।এতে সুনামগঞ্জের সকল সাহিত্য ও সংস্কৃতিমনাদের সাহায্য -সহযোগিতা প্রয়োজন। লেখা ও আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন :

মাসিক উত্তর সুরমা,
সম্পাদক মণ্ডলীর সভাপতি :০১৭৩৭৯৭৬৮২২
সম্পাদক :০১৭৯২৫৩৯১৫৫

অভিনন্দন উত্তর সুরমার কৃতী সন্তান   Mohin Ahmed Hira বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে এ্যাডভোকেট হিসে...
10/03/2023

অভিনন্দন উত্তর সুরমার কৃতী সন্তান Mohin Ahmed Hira
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে এ্যাডভোকেট হিসেবে মনোনীত হওয়ায় আপনাকে উত্তর সুরমা - Uttar Surma এর পক্ষ থেকে শুভেচ্ছা।

'নব সাহিত্য প্রকাশনী বেস্ট সেলার অ্যাওয়ার্ড ২০২৩'পেয়েছে উত্তর সুরমার তরুণ কবি এস আই শিমুল তরুণ কবি ক্যাটাগরিতে এবারের বই...
10/03/2023

'নব সাহিত্য প্রকাশনী বেস্ট সেলার অ্যাওয়ার্ড ২০২৩'
পেয়েছে উত্তর সুরমার তরুণ কবি এস আই শিমুল

তরুণ কবি ক্যাটাগরিতে এবারের বই মেলায় প্রকাশিত কালের পুরুষ কাব্যগ্রন্থের জন্য প্রকাশনীর বেস্ট সেলার পুরস্কার পেয়েছে উত্তর সুরমার কৃতী সন্তান তারুণ্যের কবি এস আই শিমুল।গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রে জাতীয় কবিতা মঞ্চ ও নব সাহিত্য প্রকাশনী আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্ভোদন করেন জীবন্ত কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণ (অসুস্থতার জন্য বেশির ভাগ সময় বসে ছিলেন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানি,জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কবি ও লেখক মাসুদ পথিক ও কবি মাহমুদুল হাসান নিজামী।কালের পুরুষ এস আই শিমুলের লেখা ৫ম গ্রন্থ।মাত্র ১৫ বছর বয়সে এস আই শিমুলের লেখা প্রথম পূর্ণাঙ্গ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়। লেখকের অন্যান্য গ্রন্থ গুলো হচ্ছে প্রারম্ভিকা,ধূলি ধূসর পায়ে, অনিঃশেষ আলো জ্বেলে ও অর্ধশতকের উপাখ্যান।এছাড়া এস আই শিমুল বেশ কিছু সাহিত্য পত্রিকা ও ছোট কাগজ সম্পাদনা করেছেন, সেগুলো হলো প্রাভাতিক, প্রজন্ম, তারুণ্য ও ছোট কাগজ রাজপথ।

উত্তর সুরমার বৃহত্তর জনগোষ্ঠীর প্রাণের দাবি ও একমাত্র আন্দোলন 'ধারারগাঁও- হালুয়াঘাট ব্রিজ '   - Kazi Md Mominul Islam
08/03/2023

উত্তর সুরমার বৃহত্তর জনগোষ্ঠীর প্রাণের দাবি ও একমাত্র আন্দোলন 'ধারারগাঁও- হালুয়াঘাট ব্রিজ '
- Kazi Md Mominul Islam

অভিনন্দন!সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ফারজানা ইয়াসিন, বাংলাদেশের শ্রেষ্ঠ...
05/03/2023

অভিনন্দন!
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ফারজানা ইয়াসিন, বাংলাদেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক(মহিলা) নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

উত্তর সুরমা - Uttar Surma বিশিষ্টজনদের সার্বিক সহযোগিতা কামনা করি।যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের প্রকাশনা ব্যাহত হচ্ছে।...
04/03/2023

উত্তর সুরমা - Uttar Surma বিশিষ্টজনদের সার্বিক সহযোগিতা কামনা করি।যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের প্রকাশনা ব্যাহত হচ্ছে।আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

শুভ জন্মদিন               বাউল শাহ আব্দুল করিম 'একবার কোন এক সংবর্ধনা অনুষ্ঠানের শেষের দিকে মাইকে ঘোষণা আসলো, এবারে বাউল...
15/02/2023

শুভ জন্মদিন

বাউল শাহ আব্দুল করিম

'একবার কোন এক সংবর্ধনা অনুষ্ঠানের শেষের দিকে মাইকে ঘোষণা আসলো, এবারে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের হাতে তুলে দেওয়া হবে তিন লাখ টাকার সম্মাননা চেক।

আব্দুল করিম বার্ধক্যে উপনীত। তিনি বোধহয় কানে ভুল শুনলেন। তাঁর বিশ্বাস হচ্ছিল না। তিনি পাশে বসে থাকা তার একমাত্র সন্তান জালালকে বললেন, জালাল ইতা কিতা কয়! তিন হাজার টাকা! এ তো অনেক টাকা! এত টাকা দিয়ে আমি কি করতাম!

আব্দুল করিমকে আস্তে করে জানানো হলো, তিন হাজার নয়, টাকার অংকটা তিন লাখ! শাহ আব্দুল করিম অস্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি হতভম্ব। তিনি বললেন, 'তিন লাখ? সর্বনাশ, অত টাকা! এগুলো নিয়্যা আমরা কিতা করমু? আমরার টাকার দরকার নাই, মানুষ যে ভালোবাসা দিছে, সেইটাই বড় প্রাপ্তি।' চল চল বাড়ি চল। বলেই তিনি বেরিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন।'

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ !

তথ্য ও ছবি সংগৃহীত

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর সুরমা - Uttar Surma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তর সুরমা - Uttar Surma:

Share

Category