Airen

Airen " ঈমানদারদের জন্য
মৃত্যু উপহার স্বরূপ"।"

_____হযরত মুহাম্মদ (সাঃ)

22/04/2024

সবচাইতে মজার কথা কি জানেন
কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হবো তখন আল্লাহ নিজেই তাকে সাহায্য করে...

14/04/2024

ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়... 🥰

24/03/2024

এই আমল গুলো আপনাকে সুরক্ষিত রাখবে ইনশাআল্লাহ

20/03/2024

ঘুমাবোর আগে এই আমল গুলো করে নেন.. 🥰

12/03/2024

গন্তব্য যখন মাটির নিচে,তাহলে এত আকাশ ছোঁয়ার স্বপ্ন কেনো..?

05/03/2024

🥺🥺 নাশিদটা কলিজা কাপায় দেয় 🥲

04/03/2024

দুরুদ পড়ার ফাজিলত ___

02/03/2024

রাসুল মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

আল্লাহ বলেন, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা যামানাকে গালি দেয়, অথচ আমিই যামানা।
আমার হাতেই সকল ক্ষমতা, দিন ও রাত আমিই পরিবর্তন করি।

[ সহীহুল বুখারী -৪৮২৬]

02/03/2024

আর আল্লাহর কাছে আমরা একা একা ফিরে যাব 🥰 আল্লাহ কখন ডাক দিবেন তা আমরা কেউ জানি না তাই সর্বদা নিজেকে খারাপ কাজ হতে বিরত রাখি 🥰 (আমিন)

29/02/2024

একজন অগ্নিপুজারিকে যদি আল্লাহ এত ভালোবাসতে পারেন,
তাহলে তার কুদরতি হাতে বাছাই করা উম্মতে মোহাম্মদ(সাঃ) কে কতই না ভালোবাসেন... 🙂
আর ওই আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি 😅। আমারা তো তাকে রব বলে ডাকারও যোগ্যতা রাখি না, কিন্তু কত অন্যায় অপরাধ করে তারকাছে একবার ক্ষমাও চাই না।

28/02/2024

সুবহানাল্লাহ❤️

মহান আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ্ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন।

~ হযরত মোহাম্মদ (সঃ)

23/02/2024

জানিনা তিনি কার কাছে কেমন। কিন্তু এমন একটা বেডা যদি প্রতিটি বেডির কাছে করে থাকে তাহলে হয়তো সমাজটা আজ এত নোংরা থাকতো না। সমাজ থেকে নোংরামি দূর করার জন্য হলেও তার মতো পুরুষ অনেক প্রয়োজন। কারণ এটাই ইসলামের সৌন্দর্য। ❤️❤️ #আবুত্বহামোহাম্মাদআদনান #ইসলামিকভিডিও

13/02/2024

হযরত আলী (রাঃ) এর কাছে একজন ব্যক্তি এসে বললেন যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজের মধ্যে দুনায়াবি চিন্তা আসে.... আমার নামাজ কি কবুল হবে..??

হযরত আলী (রাঃ) বললেন না তোমার নামাজ কবুল হবে না! তখন ব্যাক্তিটি মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছিলেন।

এমন সময় রাসুল ( সাঃ) আসলেন এবং হযরত আলী (রাঃ) কে জিজ্ঞেস করলেন....... ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিলো আর মন খারাপ করে কেন চলে যাচ্ছে?? কি হইছে আমাকে বলুন!!
তখন হযরত আলী (রাঃ) বলেন তিনি আমার কাছে জানতে চেয়েছেন নামাজের মধ্যে দুনিয়ার কোন চিন্তা আসলে নামাজ হবে কি না?? আমি বলছি না নামাজ কবুল হবে না।

তখন রাসুল (সাঃ) বললেন ইয়া আলী আমি আপনাকে একটা চাদর উপহার দিতে চাই....
তবে একটা শর্ত আছে???
হযরত আলী (রাঃ) খুসি হয়ে বললে ইয়া রাসুলুল্লাহ কি শর্ত?
আমি আপনার সকল শর্ত মনে নিব....! ( বুঝতে তো পারছেন রাসুলুল্লাহ সাঃ এর চাদর বলে কথা হাত ছাড়া কে করবে)
রাসুল সাঃ বললেন আপনি যদি এই মূহুর্তে দুই রাকাত নামাজ একনিষ্ঠ ভাবে পরতে পারেন দুনিয়াবি সকল চিন্তা বাদ দিয়ে তাহলে আমি আপনাকে এই চাদরটি উপহার দিব।

হযরত আলী (রাঃ) বললেন এটাতো সাধারণ ব্যাপার। এই বলে তিনি নামাজে দারিয়ে পরলেন আর তিনি নামাজ পরতে শুরু করলেন এমন সময় তিনি ভাবনা চিন্তা আসতে শুরু করলো...
আচ্ছা রাসুল সাঃ যে চাদরটি দিবেন সেটা কি ফাতেমার চাদর না রাসুলের। চাদরটি দেখতে কেমন হবে?? এ সকল বিষয় তিনি ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন রাসুল সাঃ যে তাকে নামাজে দুনিয়ার চিন্তা করতে না করেছেন।এর মধ্যে আলীর নামাজ পরা শেষ।
রাসুল সাঃ কে বলছেন ইয়া রাসুলুল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন আপনি আমাকে চাদরটা উপহার দিন।
রাসুলুল্লাহ সাঃ বলছেন? ইয়া আলী আপনি কি আমার শর্ত মেনে খুসখুজুরের সহিত নামাজ পরেছেন। ( মানে আপনার নামাজ কি একনিষ্ঠ ভাবে বা দুনিয়াবি মুক্ত হয়ে নামাজ পরতে পেরেছেন)
আলী তখন মুচকি হাসি দিয়ে বললে ইয়া রাসুলুল্লাহ না আমি নামাজের মধ্যে আপনার দেওয়া চাদর দেয়া নিয়ে অনেক কিছু ভেবেছি।
তখন রাসুল সাঃ বললেন ইয়া আলী আপনার কি এই নামাজ হয়েছে??
তখন আলী কনফিউজড হয়ে গেছেন তখন রাসুল সাঃ বললেন ইয়া আলী তোমার নামাজ হয়েছে এবং তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছো তারও নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন।
দুনিয়ার চিন্তার ধারা নামাজ বাতিল হয় না। নামাজ মহান আল্লাহ তায়ালা কবুল করে নেন। যদি সেই নামাজ সকল ফরজ নিয়ম মেনে নামাজ পরা হয় নামাজ হবে ইনশাআল্লাহ।

তবে আমাদের সকালের উচিৎ নামাজের সময় দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে সরন করা। কেননা একমাত্র নামাজের মাধ্যমে আমরা আল্লাহর অনেক নিকটে চলে আসি। নামাজের সময় দুনিয়ার সকল চিন্তা শয়তান আমাদের মধ্যে নিয়ে আসে এটা শয়তানের একটা ফাদ। আল্লাহ আমাদের সকলে শয়তানের হাত থেকে বাচার তৌফিক দান করুক।

12/02/2024

❝হৃদয় আল্লাহর ঘর। মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি।❞

বই: আসমান

04/02/2024

আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি?

04/02/2024

অযুর জায়গায় দেখে আমি আমার উম্মত চিনব 😇😇 নামাজের মাধ্যমে আমরা ২টা জিনিস পাব আল্লাহর ভালোবাসা এবং নবী করিম (সাঃ) তিনি আমাদের হাসরের দিন চিনতে পারবেন 😇😇

22/01/2024

মনে থেকে হৃদয় থেকে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ 🥰🥰

18/01/2024

আল্লাহ কখনো তার ধৈর্য্যশীল বান্দাকে নিরাশ করেন না 😇❤️❤️❤️❤️

18/01/2024

alhamdulillah I'm a Muslim 😇🥰😊

18/01/2024

আল্লাহর কাছে আত্নসমর্পণ করলে সব পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা যায়.... 🥰

16/01/2024

মনে রাখবেন
আল্লাহ যদি আপনার সাথে থাকেন
আল্লাহ যদি আপনাকে কবুল করেন
তাহলে পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে তলাবে,,,,,,।
আলহামদুলিল্লাহ 😊🥰

07/01/2024

হযরত মোহাম্মদ (সা.) এবং তার মেয়ের জামাই আলী (রা.) এর সুন্দর একটি ঘটনা 🥰
একদিন জামাই শ্বশুর মানে নবী (সা.) ও আলী (রা.) এক সাথে বসে খেজুর খাচ্ছিলেন। নবী (সা.) খেজুর খেয়ে আটিগুলো আলী (রা.) যেখানে আটি রাখছিলেন সেখানে রাখছেন। একপর্যায়ে রসিকতা করে নবী (সা.) বললেন, আলী তোমার দেখছি খুব খিদে পেয়েছে! তোমার পাশে দেখছো তো অনেক খেজুরের আটি! জামাইও ছাড়ার পাত্র নয়। নবী (সা.)-কে লক্ষ্য করে আলী (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আমার চেয়ে দেখছি আপনার অনেক বেশি খিদে পেয়েছে! কারণ আমি তো আটি ফেলে দিচ্ছি কিন্তু আপনি তো আটি সমেত খেজুর খেয়ে ফেলছেন। এ কথার পর জামাই শ্বশুর সমস্বরে হো হো করে হেসে উঠলেন ..... 🤭🤭
মাশাল্লাহ কি সুন্দর সম্পর্ক ছিলো তাদের মাঝে 🥰

04/01/2024

এমন একজন নবী পেয়েছি যার কদম ছিলো জমিনে ☺️ হাত বাড়াইলে হাত চলে যাইত জান্নাতে 🫣☺️😇

03/01/2024

~ কেয়ামতের দিন রাসূলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যক্তি হবে সেই, যে তার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করেছেন!!!
________ তিরমিজি 🥰🥰

03/01/2024

~ মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান!!!!......

____মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)

Address

Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Airen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like