কখনো এভাবে ভেবে দেখেছেন #islamicreels
আল্লাহ বলেন,
একটা তোমার ইচ্ছে, আরেকটা আমার ই..! হবে সেটাই যেটা আমি চাই। কিন্তু তুমি যদি তোমার সমস্ত ইচ্ছা আমার উপর ছেড়ে দাও হবে সেটা যেটা তুমি চাও...! #islamicreels
দুনিয়ায় কেউ কারো আপন নয় #islamicreels #halal #islamicstatus
তোমাদের মধ্যে ওই ব্যাক্তি উত্তম, যে নিজের এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে..! হযরত মোহাম্মদ (সাঃ)
যে বেশি কাদে তার সহ্য ক্ষমতা আকাশচুম্বি
আর বেশি চুপ থাকে
সে নির্ঘাত মৃত্যুর কাছাকাছি..!🥺💔
আমরা এখানে শুধু পরীক্ষা দিতে এসেছি সময় হলে ঠিকি রবের কাছে ফিরে যাব। দুনিয়ায় কি আছে আমাদের কিছু নেই.. 🥺 দুনিয়ার কিছু কাজ আমাদের রবের সাক্ষাৎ পর্যন্ত পৌঁছে দিবে আবার কিছু কাজ রবের থেকে দূরে নিয়ে যাবে। যার সাক্ষাৎ লাভের জন্য দুনিয়ায় আসছি তারে যদি না পাই দুনিয়ায় আসা ব্যার্থ। ফিরে আসেন না রবের দিকে সবাই মিলে না হয় রবের সাথে সাক্ষাৎ করলাম 🥺 তিনিতো আমাদের এক মাত্র অভিভাবক তিনি ছাড়া কে আছে যে আমাদের ভালোবাসবে
Dreams are about you #islamicstatus #islamicreels #halal
সবচাইতে মজার কথা কি জানেন
কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হবো তখন আল্লাহ নিজেই তাকে সাহায্য করে... #mokarrambari
এই আমল গুলো আপনাকে সুরক্ষিত রাখবে ইনশাআল্লাহ
ঘুমাবোর আগে এই আমল গুলো করে নেন.. 🥰
🥺🥺 নাশিদটা কলিজা কাপায় দেয় 🥲
আর আল্লাহর কাছে আমরা একা একা ফিরে যাব 🥰 আল্লাহ কখন ডাক দিবেন তা আমরা কেউ জানি না তাই সর্বদা নিজেকে খারাপ কাজ হতে বিরত রাখি 🥰 (আমিন)
শিক্ষা ও বিধান
১. পরকালে মিথ্যা উপাস্যরা দায় অস্বীকার করে বলবে আমার তো উপাস্য হওয়ার কোনো যোগ্যতাই ছিল না।
তারা কেননা আমাকে উপাস্য বানাল।
২. পরকালে পাপিষ্ঠ অনুসৃতরা বিপদগ্রস্ত অনুসারীদের অস্বীকার করবে। বলবে, তোমরা আমার অনুসরণ করতে না।
৩. শুধু পরকালে নয়, বরং পার্থিব জীবনেও পাপী নেতারা অনুসারীদের বিপদে পাশে থাকে না, বরং তারা নিজের স্বার্থকেই বড় করে দেখে।(মাআরেফুল কোরআন : ৪/৫১১)
৪. পৃথিবীতে মানুষ অন্যের কর্মকাণ্ড বিচার করে। কিন্তু পরকালে মানুষ নিজের কাজকর্ম বিচার করবে।
৫. পরকালে আল্লাহ মানুষের ভালো ও মন্দ যাবতীয় কাজের সাক্ষী উপস্থিত করবেন। যদিও সাক্ষ্য হিসেবে তিনিই যথেষ্ট ও শ্রেষ্ঠতর।
(তাফসিরে মুয়াসসার : ১/২১২)
আল্লাহকে পেতে হলে নামাজের কোন বিকল্প নেই ❤️
আল্লাহ পাকের পক্ষ হতে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব 🥰
কাদের পিছনে সময় টা নষ্ট করেছেন??
আর শিগগিরই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুসি হয়ে যাবে 🥰
একজন অগ্নিপুজারিকে যদি আল্লাহ এত ভালোবাসতে পারেন,
তাহলে তার কুদরতি হাতে বাছাই করা উম্মতে মোহাম্মদ(সাঃ) কে কতই না ভালোবাসেন... 🙂
আর ওই আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি 😅। আমারা তো তাকে রব বলে ডাকারও যোগ্যতা রাখি না, কিন্তু কত অন্যায় অপরাধ করে তারকাছে একবার ক্ষমাও চাই না।