21/02/2024
মাঝরাতে যখন দক্ষিণা দমকা বাতাসে তোলপাড় হয়ে যায় চারিদিক। বাতাসের শব্দে ঘুম ভেঙে যায় 🎋 মনে পড়ে কত কথা। এতটুকু সময়ে যেন মানুষ এই দুনিয়া, ঐ দুনিয়ার সব ভেবে ফেলে। বাতাসের শব্দে ভয়ংকর কিছু সৃতি মনে পড়ে, মনে হয় এমনটা না হলেও হত!!
কিন্তু তাতে কি ই বা আসে যায়। জিবন তো থেমে থাকে না। জিবন চলবেই অবিরাম। কারো জন্য, কারো কিছু থেমে থাকে না। থামিয়ে রাখা উচিত না। কেউ কারো না। মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। আর মানুষ স্বার্থপর হয়ে গেলে বেশি হিংস্র হয়ে যায়। মানুষ নিজের অবস্থান ঠিক রাখার জন্য যেকোনো মাত্রা অতিক্রম করে ফেলবে। আপনি তাকে কতটুকু করেছেন, তাতে যদি কলিজাও খাইয়ে ফেলেন এগুলো ভুলে যাবে, খাইয়ে কারো কাছে ভালো হওয়া যায় না, যতক্ষণ দিতে পারবেন, করতে পারবেন, ততদিনই আপনি ভালো, সবার কথামতো যদি চলেন, সব ফরমায়েশ পূরণ করেন তাহলে আপনি ভালো। তার সাথে আপনার কতটুকু ভালো সম্পর্ক এটা ভাববে না। সে সব সময় চাইবে সে নিজেই উপরে থেকে আপনাকে নিচে নামিয়ে রাখতে। অবস্থানটা অলওয়েজ ঠিক রাখতে চাইবে। ভালো কাজগুলো কখনোই তার ভালো লাগবে না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয় যতই সে পর্দা করুক, নামাজ পড়ুক আল্লাহওয়ালা ওলী হোক, তার কোন আমলই কাজে আসবে না। কারণ যারা স্বার্থপর ভালো হলেও এরা মৃত্যুর আগ পর্যন্ত এর শাস্তি ভোগ করে যাবে । কারো ক্ষমতা চিরস্থায়ী না,,,, কোন স্বৈরাচারী শাসকেরই ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আমাদের ইতিহাসে এরকম নজির অনেক রয়েছে। তারা ভাবে যে, তাদের সময় সব সময় একই রকম থাকবে, চিন্তাটা ভুল!! সবার সময় সব সময় একই রকম থাকবে না। কারণ আল্লাহতা'লা কোন না কোন একটা ওয়াসিলা দিয়ে কিন্তু,, মানুষের জীবনে পরিবর্তন আনবে। মানুষের অবস্থান চেঞ্জ হবে, অসহায় মানুষগুলোর মন আরো শক্ত হবে। ভালো অবস্থানে তারা আসবে । আর যারা ভালো অবস্থান পেয়ে, সুযোগ পেয়ে,, মানুষের অসহায়ের সুযোগ নিয়ে, মানুষকে কষ্ট দিয়েছে, সবার কাছে খারাপ করেছে, তারা এগুলোর ফল পাবে, এই সময়গুলা তাদেরও আসবে। নীরব থাকুন,, চুপ থাকুন, দেখুন কি করে সৃষ্টিকর্তা আপনার জন্য । স্বার্থপর মানুষরা কখনোই সুখী হতে পারে না আর আল্লাহতা'লা ও এদেরকে কখনো সাহায্য করেন না। নিজের স্বার্থের কথা আগে ভাববেন এটা কোন হাদিসে নেই। নিজেরটা আগে ভাবো তার পরে পরেরটা । অনেকেই বলে থাকেন যে এই দুনিয়াতে স্বার্থপররাই ভালো থাকে এটা ভুল এরা ভালো থাকে না। কিছুদিনের জন্য আল্লাহতা'লা ভালো রাখেন। এরা এদের পাপ থেকে এরা বিরত হতে পারেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। কিন্তু এরা বিরত হয় না এদের সময় সব সময় ভালো থাকে না এদের শেষ ভালো হয় না। আর যারা কোন জুলুমকারীর দ্বারা কষ্ট পায়,তাদের কোনো কথার জন্য মানুষ কাঁদে , কষ্ট পায় এর শাস্তি ভয়ংকর, ভয়ংকর।। কারণ মুসলিমদের সাথে করা খারাপ আচনের জন্য, কোন স্বার্থপর ব্যক্তি কখনোই সুখী হতে পারেনা। কঠোর নিষ্ঠুর তো মনে হয়ে থাকে। এরা স্ট্রেইট ফরওয়ার্ডের নামে যে কথা বলে মানুষকে অপমান করে, কথা দিয়ে আঘাত করে মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে নিয়ে উপহাস করে, তার দুর্বলতা নিয়ে অসহায়ের সুজুকে তাকে অন্য মানুষের কাছে খারাপ করে এদের অবস্থান কখনোই ভালো হয় না। কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে নিজের অবস্থান ঠিক রাখার জন্য, আপনাকে সবার কাছে খারাপ করে থাকবে, কিছু কিছু উপকারে অনেক বড় ক্ষতি লুকিয়ে থাকে। হাসিখুশি কথা বলবে ঠিকই মনে হবে সে আপনাকে কত পছন্দ করে, এটা যদি ধরে থাকেন তাহলে আপনার ধারণা ভুল। আপনাকে পিছন দিয়ে ছুরি মারবে, আপনাকে এইসব মানুষ থেকে সব সময় দূরে থাকতে হবে। জিবনের অভিজ্ঞতা থেকে এ কথাগুলো বলতেছি। মানুষের এরকম বহুরূপ দেখেছি। নারীদের থেকে খারাপ ফিতনা দুনিয়াতে কোথাও নেই নারীদের থেকে ভয়ংকর বহুরুপি আর কোথাও নেই। কোন নারী যদি ভালো হয় তাহলে পুরো পরিবার, সমাজ সুন্দর। ্। আর নারী যদি খারাপ হয় গোটা পরিবার ধ্বংস হয়ে যায়। আসলেই নারী ছলনাময়ী। নারীর ছলনা সাপের চেয়ে বিষাক্ত। যখন বুঝতে পারবেন সে আপনাকে ধোঁকা দিচ্ছে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন। তার কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা নিবেন না।কিছু কিছু সম্পর্ক না রাখাই ভালো।