HM Motivationalヅ

HM Motivationalヅ HM MOTIVATIONALヅ অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম

আসসালামু আলাইকুম।  পুর্বকালুয়াই, দেওয়ান বাড়ির,সোনাইমুড়ি নোয়াখালী এই ছেলেটি গাছ থেকে পড়ে  গুরুতর আহত হয়েছে তাকে ঢাকা পঙ্গ...
18/05/2023

আসসালামু আলাইকুম।
পুর্বকালুয়াই, দেওয়ান বাড়ির,সোনাইমুড়ি নোয়াখালী এই ছেলেটি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে তাকে ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি করা হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন। তাদের আর্থিক অবস্থা খুবই দূর্বল। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সবাই একটু হেল্প করেন।
আপনার ছোট ছোট সাহায্যে বেঁচে যাবে একটি প্রাণ
বিকাশ নাম্বার : 01741669773
যোগাযোগ নাম্বার 01826498319

একটি বিনীত আবেদন।।

09/09/2022


কাফনেরকাপড় এক আজব জিনিস যে বানায় সে বিক্রি করেদেয়,যে কিনে সে ব্যবহার করেনা।যে ব্যবহার করে সে জানেইনা

𝐈𝐧 𝐓𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐰𝐞 𝒔𝒆𝒆 𝑺𝒉𝒓𝒐𝒖𝒅 𝒄𝒍𝒐𝒕𝒉 𝒊𝒔 𝒂 𝒔𝒕𝒓𝒂𝒏𝒈𝒆 𝒕𝒉𝒊𝒏𝒈 𝒘𝒉𝒐 𝒎𝒂𝒌𝒆𝒔 𝒊𝒕 𝒂𝒏𝒅 𝒔𝒆𝒍𝒍𝒔 𝒊𝒕, 𝒘𝒉𝒐 𝒃𝒖𝒚𝒔 𝒊𝒕 𝒂𝒏𝒅 𝒅𝒐𝒆𝒔 𝒏𝒐𝒕 𝒖𝒔𝒆 𝒊𝒕. 𝑯𝒆 𝒘𝒉𝒐 𝒖𝒔𝒆𝒔 𝒊𝒕 𝒅𝒐𝒆𝒔 𝒏𝒐𝒕 𝒌𝒏𝒐𝒘

#𝐬𝐡𝐨𝐫𝐭𝐬

𝐎𝐍𝐋𝐘 𝐒𝐇𝐀𝐑𝐄 𝐓𝐇𝐈𝐒 𝐕𝐈𝐃𝐄𝐎

𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐞𝐬𝐬𝐮𝐞
➡️ 𝐃𝐨𝐧'𝐭 𝐜𝐨𝐩𝐲 𝐭𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐜𝐨𝐩𝐲 𝐭𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐜𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐥𝐚𝐰 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐢𝐠𝐧𝐨𝐫𝐞𝐝⬅️

our others videos
https://youtu.be/85J_IXWj2A0
https://youtu.be/zNWn1S98qHw
https://youtu.be/_zzOfMnP26I
https://youtu.be/jCjInT7w64E








09/09/2022
12/08/2022

এমন কাউকে জীবনসঙ্গী করুন যে আপনাকে ভালোবাসতে বাসতে পৃথিবী থেকে জান্নাতে নিয়ে যাবে।
HM Motivationalヅ

09/08/2022

চাঁদের চেয়ে অনেক সুন্দর ছিলেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাঃ

05/08/2022

শ্রেষ্ঠ দিন ও রাত গুলোকে আমরা সম্মান দিলেএবং যথাযথ ভাবে কাজে লাগালে জীবন অনেক উজ্জল হবে

02/08/2022

নামাজ কখনো ছেড়োনা নামাজের ওজুর পানি ঝরার সময় তোমার ছগিরা গুনাগুলো ঝরে যাবে
HM Motivationalヅ

31/07/2022

স্ত্রীরা স্বামীকে যথাযথ সম্মান করবেন।স্বামীর মতামতে হয়তো তুমি জান্নাত পেয়ে যেতে পারো।

30/07/2022

সব ছেড়ে কবরে কিভাবে থাকবেন ভেবে দেখেছেন।
𝐇𝐨𝐰 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐰𝐢𝐥𝐥 𝐬𝐩𝐞𝐧𝐝 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐧𝐞𝐱𝐭 𝐥𝐢𝐟𝐞

24/07/2022

ফ্যামিলির জন্য, নিজের ভবিষ্যতের জন্য দেশ ছেড়ে গেলো প্রবাসে আর এইভাবে নিজের জিবন দিতে হলো।

সাউথ আফ্রিকার জোহান্সবার্গের ব্যাকপান নামক জায়গায় ডাকাতের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা-যায় নিচের ছবি সদ্য নিহত হওয়া মোঃ আরিফ হোসেন ,তিনি নোয়াখালীর, সোনাইমুরি থানার বদরপুর এর বাসিন্দা ছিলেন!

নিহত আরেক জনের নাম জানা যায়নাই এখনো।

আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মো:হাসান নামের একজন।
আরো রিস্তারিত আসছে----

মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। ...
22/07/2022

মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত।
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)
https://www.facebook.com/ViralWorld.bd.gob.co/

21/07/2022

কি খেলা তোরা আবিষ্কার করলি ভাইরে ভাই🤣

17/07/2022

👉সকলের দৃষ্টি আকর্ষণ করছিঃ

সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী কয়েকদিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।

- দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসের কক্ষে থাকার চেষ্টা করুন।এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।

এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।

️- প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা গোসল দিন। ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে মাংস বাদ দিন। হিট ওয়েভ কোন ছেলেখেলা নয়।

- নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন। ভালো থাকুন! সুস্থ থাকুন!

ধন্যবাদ..

17/07/2022

🔺মানবিক পোস্ট🔻

- কবির এখনও লাইফ সাপোর্ট এ ICU তে রয়েছে,তার মাথায় ব্রেনে রক্তক্ষরণ হয়েছে,পাশাপাশি শরিরের অবস্থা অনেক খারাপ,অপারেশন করা লাগবে এবং সরকারি কোন হাসপাতালে ICU সুবিধা না পাওয়ায় প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে সব মিলিয়ে প্রতিদিনের ব্যায় হতে পারে ১লক্ষ টাকার উপরে (আনুমানিক)
আপনারাই ভরসা এখন,সবাই তার ফ্যামিলি সম্পর্কে জানেন💔সবাই একটু সহযোগিতা করবেন দয়া করে💔

বিকাশ (পার্সোনাল)- 01875776939
বিকাশ/ নগদ (পার্সোনাল)- 01601010715
বিকাশ (পার্সোনাল)- 01852589601
বিকাশ (পার্সোনাল) - 01839584147
ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বারঃ
Hasina akter
20504210200598806

Rs Fahim Chowdhury

#বদমেজাজ

16/07/2022

কেউ বুজে না😓

11/07/2022
11/07/2022

হাজারো ছেলের পদ্মা সেতুতে আশার কারন।

11/07/2022

আপনার সাথেও কি এমন হতো।🤐

10/07/2022

অনেক মজা পাইচি🤣🤣

09/07/2022

🤣🤣

08/07/2022

আসল পরিচয় বের হয়ে গেছে তেলবাজ মমতাজের।
কঠিন ধোলাই করবেন প্রধানমন্ত্রী।
যারা সময় সুযোগ করে দল পাল্টায় তাদের দলে কোন জায়গা নাই।

07/07/2022

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকালা সারিকালাকা লাব্বাইক।।। আগামীকাল পবিত্র হজ্জ এর আনুষ্ঠানিকা শেষ হবে।

06/07/2022

Bangladesh view🔻🔺

নিজকে ভালো রাখুন💙
04/07/2022

নিজকে ভালো রাখুন💙

03/07/2022

আর কেউ দিবা পোস্ট এ হা হা রিয়েক্ট🤣🤣🤣🤣
পাক্কা ৩.৩৫ সেকেন্ড হসছি মামা পেট ব্যাথা ওই হেছে🤣🤣🤣

02/07/2022
02/07/2022

👌👌👌

সম্পর্কে ৩য় ব্যক্তি নিয়ে ৪টা ছোট গল্প।
02/07/2022

সম্পর্কে ৩য় ব্যক্তি নিয়ে ৪টা ছোট গল্প।

যেখানে সব শেষ,সেখান থেকেই নতুন কিছু শুরু হয়..❤️🌼
01/07/2022

যেখানে সব শেষ,
সেখান থেকেই নতুন কিছু শুরু হয়..❤️🌼

মেয়েদের সব সমস্যার সমাধান বিয়ে না, সমাজে মেয়েদের বিয়ে নিয়ে কিছু অযোক্তিক কথা.🙂
01/07/2022

মেয়েদের সব সমস্যার সমাধান বিয়ে না, সমাজে মেয়েদের বিয়ে নিয়ে কিছু অযোক্তিক কথা.🙂

01/07/2022

- আসলেই ভালোবাসা সুন্দর ♥️🌸
ভালোবাসার মানুষ দুটো যদি ঠিক থাকে তাহলে
পৃথিবীর কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না ❤️✨

01/07/2022

- আল্লাহ্ আপনি আমার ধৈর্য বাড়াইয়া দেন.!🖤🤲

28/06/2022

""মায়ের কাছে লিখা আমার শেষ চিঠি""

মা,
আমি জানি তুমি আমার
লিখা এই অভিমান
পত্রটা কখনই
পড়তে পারবে না।
কিন্তু
অনেকটা নিরুপায়
হয়ে আজ তোমার
কাছে লিখছি।
জানো মা,,এখন আর
কেউ
আমাকে বকা দেয়
না,,
রাতে দেরি করে বাসায়
ফিরলেও কেউ
আমাকে কিছু
বলে না।
এখন আর কেউ আমার
জন্য রাতে খাবার
নিয়ে বসে থাকে না…
কেউ অভিমান
করে বলে না “এখন
বুঝি তোর বাসায়
ফিরার সময় হল
খোকা,
আমি কতক্ষন
ধরে তোর জন্য
অপেক্ষা করছি, তুই
কবে বড়
হবি বলতো?”
জান
মা,,তুমি চলে যাওয়ার
পর এখন আর
কেউ আমাকে আগের
মত ভালও বাসে না…
বাবাটাও না কেমন
জানি বদলে গেছে…
আমার দিকে একবার
ফিরেও তাকায় না।
আমি জানি,,,তুমি এখন
নিশ্চয়ই
মনে মনে বলছো “খোকা এখন
তুমি বড় হয়েছো,,, এই
জন্য তোমাকে এখন
আর কেউ বকা দেয়
না ”।
তাই
যদি সত্যি হয়
মা,,,,তাহলে আমি বড়
হতে চাই না..…
আমার
আবার তোমার
বকা শুনতে ইচ্ছা করে মা
আর
লিখতে পারছি না মা আমার
চোখ
দুটো ঝাপসা হয়ে আসছে…
এখন তো আর
তুমি নেই
পরে আবার আমার
চোখ
মুছে দেবে কে বলো......??
তুমি পারলে একবার
আমার
সপ্নে এসো মা,,,,তোমাকে না ভীষন
দেখতে ইচ্ছা হয়..
ইতি
____তোমার আদরের ছোট খোকা জাবেদ

Address

Sonaimuri, Chittagong Division
Sonaimuri
3827

Telephone

+966570915944

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Motivationalヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Motivationalヅ:

Videos

Share

Category

Nearby media companies



You may also like