Yousuf Alahi

Yousuf Alahi - জীবনে তো কষ্ট আসবেই!

-আপনি শুধু আলহামদুলিল্লাহ বলে এগিয়ে যান

-ইনশাআল্লাহ কষ্টের পরেই শান্তি আছে!
(1)

18/12/2023

মাজারে শুয়ে থাকা ব্যক্তি যদি কিছু দিতে পারতো,
তাহলে,প্রথমে উঠে দুটো থাপ্পর দিতো !!

Qawmi Telecom BD

🚫 #সতর্ক_বার্তা ⚠️আপনার ফ্রেন্ড লিস্ট এর অনেকেই কিছু  #লিংক  সেয়ার করতেছে যেখানে লেখা ' #সরকার  এর পক্ষ থেকে আপনাকে ৫০ জ...
13/12/2023

🚫 #সতর্ক_বার্তা ⚠️

আপনার ফ্রেন্ড লিস্ট এর অনেকেই কিছু #লিংক সেয়ার করতেছে যেখানে লেখা ' #সরকার এর পক্ষ থেকে আপনাকে ৫০ জিবি এমবি #ফ্রী দেওয়া হচ্ছে '
লিংক এ ডুকে সকল #ইনফরমেশন দিলে আপনার ব্যাক্তিগত আইডি চলে যাবে হেকারদের হাতে। তাই ৫০ জিবি এমবি ফ্রী দেখে লোভ করে নিজের #আইডি হারাইয়েন না।ধন্যবাদ। ⚠️

Yousuf Alahi

মানুষ যদি মানুষের বিপদে সান্তনা জানাতে না পারে,এবং না পারে সমবেদনা জানাতে!তাহলে কেন আর নিজেকে মানুষ বলে পরিচয় দেয়? #আব...
12/12/2023

মানুষ যদি মানুষের বিপদে সান্তনা জানাতে না পারে,
এবং না পারে সমবেদনা জানাতে!
তাহলে কেন আর নিজেকে মানুষ বলে পরিচয় দেয়?

#আবু_তাহের_ মেসবাহ
#হাফিজাহুল্লাহ

12/12/2023

وَلَا تَحۡسَبَنَّ اللّٰہَ غَافِلًا عَمَّا یَعۡمَلُ الظّٰلِمُوۡنَ ۬ؕ اِنَّمَا یُؤَخِّرُہُمۡ لِیَوۡمٍ تَشۡخَصُ فِیۡہِ الۡاَبۡصَارُ ۙ

তুমি কিছুতেই মনে করো না জালিমগণ যা-কিছু করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর। ৩৩ তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন, যে দিন চক্ষুসমূহ থাকবে বিস্ফারিত।

বর্তমান এই  #প্রযুক্তির যুগে নিজেকে একধাপ এগিয়ে রাখতে জ্ঞ্যান-অর্জন করা আবশ্যকীয়। এই জ্ঞ্যান-অর্জন ই আপনাকে বদলে দেবে। ...
04/12/2023

বর্তমান এই #প্রযুক্তির যুগে নিজেকে একধাপ এগিয়ে রাখতে জ্ঞ্যান-অর্জন করা আবশ্যকীয়। এই জ্ঞ্যান-অর্জন ই আপনাকে বদলে দেবে। বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার জানা, ইংরেজিতে কথা বলা, বিভিন্ন বিষয় এ জ্ঞ্যান অর্জন করা আবশ্যকীয়। আপনি যদি এগুলা না জানেন আপনি অবশ্যই পিছিয়ে পড়বেন। তাই জ্ঞান অর্জন করার বিকল্প আর কিছুই হতে পারে না। তাই আমাদেরকে দক্ষ হতে হবে। প্রেজেন্টেশন #স্কিল এ ইম্প্রুভ করতে হবে।নিজেকে তইরি করতে হবে ভালো কিছু করার জন্য। অলসতা কাটিয়ে উঠতে হবে। তাহলেই আমাদের ভবিষ্যৎ ব্রাইট হবে । #ইনশাআল্লাহ

01/12/2023

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

সবাই কেমন আছেন?
অনেক বেশি ব্যস্ত তাই পেজে সময় দিতে পারছিনা

26/11/2023

ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় স্কুল পর্যায়ে পাঠ্যভুক্ত হলো মহানবী( সা:) এর ৪০ হাদিস
আলহামদুলিল্লাহ

25/11/2023

মিশরে কুরআন প্রতিযোগিতায়
২৬০ জনকে পিছনে ফেলে ১ম হয়েছে বাংলাদেশের হাফেজ
মুতাসিম বিল্লাহ মুজাহিদ

আলহামদুলিল্লাহ
22/11/2023

আলহামদুলিল্লাহ

22/11/2023

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهُمُّ

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘‘লা- হাওলা ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হ’’ হলো নিরানব্বইটি রোগের ঔষধ, তন্মধ্যে সহজটা হলো চিন্তা।

▶️ Yousuf Alahi

চিন্তা করে দেখেন তো, এইটা আপনার হাশর। সুপারিশ করার জন্য পরিচিত ভালো কাউকে খুঁজছেন। কিন্তু আশপাশে তাকিয়ে দেখেন যাদেরকে বন...
20/11/2023

চিন্তা করে দেখেন তো, এইটা আপনার হাশর। সুপারিশ করার জন্য পরিচিত ভালো কাউকে খুঁজছেন। কিন্তু আশপাশে তাকিয়ে দেখেন যাদেরকে বন্ধু মনে করতেন তারা আপনার চেয়ে ভয়ংকর বিপদে আছে। এখন আপনি তাদেরকে খুঁজবেন যাদেরকে আপনি ধর্মব্যবসায়ী বলে গালি দিতেন।

কিন্তু এইরকম হাজারটা মাঠ পারি দিয়েও আপনি তাদের দেখা পাবেন না। কারণ কি জানেন? কারণ হাদিসে এসেছে: (المرء مع من أحب) মানুষ তার সাথেই উঠবে যাকে সে ভালোবেসেছিলো।

👍 Yousuf Alahi

দৈনন্দিন ইসলামী বাক্যগুলোর কালেকশন। পড়তে ও প্রিন্ট করে রুমে রাখতে পারেন!  #ইনশাআল্লাহ
19/11/2023

দৈনন্দিন ইসলামী বাক্যগুলোর কালেকশন।
পড়তে ও প্রিন্ট করে রুমে রাখতে পারেন! #ইনশাআল্লাহ

রাসূল (সা:) বলেন — হারানো সন্তানকে খুঁজে পেলে মা যেমন খুশি হন...!!ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়...
15/11/2023

রাসূল (সা:) বলেন — হারানো সন্তানকে খুঁজে
পেলে মা যেমন খুশি হন...!!
ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে
আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন...!!🥰🦋🫰
সুবহানাল্লাহ 😌🌸🌿

আলহামদুলিল্লাহ। দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন রাফিকুল ইসলাম   #মাদানী।
04/11/2023

আলহামদুলিল্লাহ। দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন রাফিকুল ইসলাম
#মাদানী।

দুনিয়ার জন্য তুমি ততটুকু কাজ করো যতটুকু সময় তুমি এখানে থাকবে।আখেরাতের জন্য ততটুকু সময় কাজ করো, যতটুকু সময় সেখানে থাক...
01/11/2023

দুনিয়ার জন্য তুমি ততটুকু কাজ করো যতটুকু সময় তুমি এখানে থাকবে।
আখেরাতের জন্য ততটুকু সময় কাজ করো,
যতটুকু সময় সেখানে থাকতে হবে।

08/10/2023
🤍......𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 𝑹𝒆𝒎𝒊𝒏𝒅𝒆𝒓.....🤍- সুরা কাহাফ তেলাওয়াত করা। 📖- বেশি বেশি ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ),  - দরুদ শরিফ পাঠ করা। ...
10/02/2023

🤍......𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 𝑹𝒆𝒎𝒊𝒏𝒅𝒆𝒓.....🤍

- সুরা কাহাফ তেলাওয়াত করা। 📖
- বেশি বেশি ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ),
- দরুদ শরিফ পাঠ করা।
- দোয়া কবুলের মুহুর্তে (আসর মাগরিব এর মধ্যবর্তী সময়)দোয়া। 🖤
দরুদ :
-اللهم صل وسلم على نبينا محمد

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাঃ)🌸

- সাইয়্যিদুল ইস্তিগফার :🖤

-اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম'।

-سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

-لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

09/02/2023

"যদি ফিতনা বিহিন কোন এক বস্তুির সন্ধান পেতাম,স্বর্নে মোড়ানো শহর ছেড়ে পালিয়ে যেতাম।মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় পালিয়ে যেতে এম...
08/02/2023

"যদি ফিতনা বিহিন কোন এক বস্তুির সন্ধান পেতাম,
স্বর্নে মোড়ানো শহর ছেড়ে পালিয়ে যেতাম।

মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় পালিয়ে যেতে এমন এক ফিতনাবীহিন পরিবেশে! 🤍🖤🤍

হাত বাড়ালেই যদি আকাশ ছোঁয়া যেতো....তবে আকাশ এতো প্রিয় হতো না কখনো।😊😊
06/02/2023

হাত বাড়ালেই যদি আকাশ ছোঁয়া যেতো....
তবে আকাশ এতো প্রিয় হতো না কখনো।😊😊

06/02/2023

মানুষ আপনার সম্মন্ধে ভালো ধারনা করলে বা আপনার প্রসংশা করলে আপনি অহংকার করা বা নিজেকে জ্ঞানী ভাবা শুরু করবেন না!
"এগুলো আপনার গুনাহসমূহকে আচ্ছাদনকারী হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত!" ❤

—শায়খ আহমদ মূসা জিবরীল।

"স্ত্রীর মোহরানা আদায় করে নি এমন ব্যক্তি রা কেয়ামতে একজন যেনাকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে!😓__________________[তারগী...
05/02/2023

"স্ত্রীর মোহরানা আদায় করে নি এমন ব্যক্তি রা কেয়ামতে একজন যেনাকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে!😓

__________________[তারগীব-১৮০৭]✅

- Allah has an amazing plan for you🌸❤️
03/02/2023

- Allah has an amazing plan for you🌸❤️

কারো মৃত্যু সংবাদ শুনলে চোখ দুটো বন্ধ করে একমিনিট নিজের কথা ভাবুন। নিজেকে কল্পনা করুন সেই মৃত ব্যক্তির জায়গায়। কী ভয়ংকর ...
03/02/2023

কারো মৃত্যু সংবাদ শুনলে চোখ দুটো বন্ধ করে একমিনিট নিজের কথা ভাবুন। নিজেকে কল্পনা করুন সেই মৃত ব্যক্তির জায়গায়। কী ভয়ংকর একটা দৃশ্য তাই না?

হ্যাঁ, এটা এমন এক ভয়ংকর বাস্তবতা যা অপেক্ষা করে আছে আমাদের সকলের জন্যে।

- আরিফ আজাদ

মৃত্যুর ফেরেশতা কখনো বয়স গণনা করে আসে না..!! “যখন মৃত্যুর সময় এসে যাবে তখন এক মুহুর্তও, বিলম্বিত কিংবা তরান্বিত হবে না!"...
29/01/2023

মৃত্যুর ফেরেশতা কখনো বয়স গণনা করে আসে না..!!

“যখন মৃত্যুর সময় এসে যাবে তখন এক মুহুর্তও,
বিলম্বিত কিংবা তরান্বিত হবে না!"

___সূরা-নাহল, আয়াতঃ০৬১

দায়িত্ব পালনের সালাত খুব সংক্ষিপ্ত হয়, আর ভালোবেসে আদায় করা সালাত হয় দীর্ঘ।  আমরা অনেকেই আছি যারা নিয়মিত সালাত পড়ি,কিন্ত...
28/01/2023

দায়িত্ব পালনের সালাত খুব সংক্ষিপ্ত হয়, আর ভালোবেসে আদায় করা সালাত হয় দীর্ঘ। আমরা অনেকেই আছি যারা নিয়মিত সালাত পড়ি,কিন্তু সবাই সালাতের মজা পাই না! হে প্রিয় ভাই আমার! আল্লাহ তায়ালাকে একটু ভালোবেসে সালাত আদায় করুন,দেখবেন সালাতে 'রূহ' ফিরে এসেছে। মজা অনুভূত হচ্ছে,এমন মজা যা বাজারে কিনতে পাওয়া যায় না।

26/01/2023

রাসুলুল্লাহ ﷺ বলেন,

حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ

আল্লাহ তাআলার নিয়ম হলো, দুনিয়ার যেকোনো জিনিসের উত্থান ঘটার পর তিনি এর পতনও ঘটান। [সহিহ বুখারি : ২৮৭২]

এ থেকেই লোকে বলে, প্রত্যেক উত্থানের পর পতন রয়েছে। এটা প্রাণী, ব্যক্তি, দল, সংগঠন, সরকার, রাষ্ট্র ও ব্যবস্থা সবকিছুর ব্যাপারেই প্রযোজ্য। যার উত্থান আছে, তার পতনও আছে। মানুষের যেমন বয়স থাকে, ছোট হয়ে জন্মে, এরপর কৈশোর পেরিয়ে তারুণ্য, যৌবন্য পেরিয়ে পৌঢ়ত্ব, বার্ধক্য পেরিয়ে অচলাবস্থা, অবশেষে মৃত্যু; একইভাবে সাম্রাজ্য ও ব্যবস্থাগুলোর ক্ষেত্রেও বিষয়টা এমনই ঘটে। ইবনে খালদুন তার আল-মুকাদ্দিমায় বিষয়টা অনেক সুন্দরভাবে বিস্তৃত আকারে বুঝিয়েছেন।

সুতরাং অহংকার ও অহমিকা কোনো মাখলুকের জন্যই সাজে না। বিনয়ের চাইতে উত্তম গুণ কিছু হতে পারে না। দাসত্ব ও বন্দেগিও বিনয়েরই ফল। উত্তম চরিত্রের ভিত্তিও হলো এই বিনয়। মায়ার পৃথিবীকে নিয়ে খুব বেশি স্বপ্ন সাজিয়ে লাভ নেই। কারণ, নিঃশেষ ও পতনেই এর সমাপ্তি। চিরসুখের জায়গা কেবল জান্নাতই। তাই সব স্বপ্ন জান্নাতকে ঘিরে সাজানোই বুদ্ধিমত্তার পরিচায়ক।

06/09/2021

একটা বাবার পছন্দে বিয়ে করবো
আরেকটা মায়ের পছন্দে
তারপর দুই বউয়ের পছন্দে আরেকটা
বিয়ে করবো 😉

06/09/2021

Ex: কি করো??,🙄

Me:গান শুনি,,

Ex:, কি গান??😉

Me: আমার আল্লাহ করবে তোমার বিচার😔

26/08/2021

-বাঙালি যতই শিক্ষিত হোক না কেন!😒

-Lipstick কে লিবিস্টিক বলবেই!🤭🤣

Address

Sonaimuri

Telephone

+8801833386332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf Alahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yousuf Alahi:

Videos

Share