সোনাগাজী সংবাদ

সোনাগাজী সংবাদ www.fb.com/SonagaziSongbad 24hrs news
Update Here! Share it.

16/04/2024
কণ্ঠশিল্পী খালিদ মা*রা গেছেন..বিস্তারিত কমেন্টে
18/03/2024

কণ্ঠশিল্পী খালিদ মা*রা গেছেন..
বিস্তারিত কমেন্টে

পিকআপ ও লেগুনার মুখোমুখি সং'ঘ'র্ষে....
18/03/2024

পিকআপ ও লেগুনার মুখোমুখি সং'ঘ'র্ষে....

এটাই ফেনীর সৌন্দর্য... আল্লাহর ৯৯টি নাম সংবলিত ইসলামিক ভাস্কর্য। ফেনী শহরের মিজান রোড়ের মাথায়।অসাধারণ এ ভাস্কর্যটি কেমন ...
18/03/2024

এটাই ফেনীর সৌন্দর্য...

আল্লাহর ৯৯টি নাম সংবলিত ইসলামিক ভাস্কর্য। ফেনী শহরের মিজান রোড়ের মাথায়।

অসাধারণ এ ভাস্কর্যটি কেমন হয়েছে। মন্তব্য করতে পারেন।

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত''সিআইডির প্রতিবেদন দাখিল, আসামিদের বিরুদ্ধে সমন'ফেনী :ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডে...
11/10/2023

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত'
'সিআইডির প্রতিবেদন দাখিল, আসামিদের বিরুদ্ধে সমন'

ফেনী :
ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে নির্মাণাধীন রুহুল আমিন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত হওয়ার ঘটনায় একটি মানবাধিকার সংগঠনের দায়ের করা মামলার প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ফেনী।

বুধবার (১১ অক্টোবর) সকালে শুনানি শেষে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী সদর আমলী আদালতের পেশকার শাহনুর আলম শাহীন।

জানাযায়, ২০২২ সালের ২৬ জুলাই সকালে নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন- আব্দুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সি। তারা তিনজন ভাই। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বলে জানা গেছে।

এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় দিনমজুর হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যায়নি এবং সেখানে ঘুমিয়েছিল। বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় চারদিন পর (৩০জুলাই) ফেনী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন বাংলাদেশ মানবাধিকার সম্মিলন -বামাস'র চেয়ারম্যান অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু।
তিনি বলেন, ভোরের কাগজসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে বিষয়টি অবহেলাজনিত মৃত্যু ও ভবন নির্মানে ত্রুটি মনে হওয়ায় ভবন মালিক রুহুল আমিন ও তার ছেলে নাজমুস শাহাদাতকে আসামি করে মামলা দায়ের করি। নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এই দুর্ঘটনা ঘটে।

সিআইডি ফেনীর পরিদর্শক শামছুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনা তদন্তে ভবন মালিকের অবহেলা ও স্বেচ্ছাচারিতার সত্যতা মিলেছে।

ফেনীতে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, গ্রেফতার ১সোনাগাজী থেকে অপহৃত সিফায়েত উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে কে মঙ্গলবার বিকাল...
11/10/2023

ফেনীতে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, গ্রেফতার ১

সোনাগাজী থেকে অপহৃত সিফায়েত উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে কে মঙ্গলবার বিকালে ফেনী শহরের নূরীয়া পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত মো. সাইফ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কেফায়েত উল্যাহর ছেলে সিফায়েত উল্যাহকে তুলে আনতে সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই সোহেবের নেতৃত্বে ৫-৬জন যুবক তার বাড়িতে হানা দিয়ে তল্লাশী চালায়। এসময় সিফায়েত ভাদাদিয়া গ্রামের খালার বাড়িতে ছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ফোনে ডেকে নিয়ে ফেনী শহরের নূরীয়া পাড়ার একটি বাসায় তাকে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায়। সকালে তার পিতার মুঠোফোনে ফোন দিয়ে দুর্বৃত্তরা ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উপায়ন্ত না দেখে পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে এবং ফেনী থানায় অভিযোগ করলে পুলিশ ওই ছাত্রকে উদ্ধারে নামে। বিকাল সাড়ে পাঁচটার দিকে নূরীয়া পাড়া থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতের পিতা কেফায়েত উল্যাহ বাদী হয়ে মো. সোহেব, মো. সাইফ, ফুলগাজী উপজেলার সাকিল ও আরিফ সহ ৪জনের নামোল্লেখ করে এবং ৫-৬জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ফেনী মডেল থানার সহকারি উপ-পরিদর্শক কেশব কুমার দাস অপহৃতকে উদ্ধার ও একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজীর ডাকবাংলায়  বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত ডাক বাংলায় একটু আগে বাসের ধাক্কায় ছবির বাইক আরোহী    ঘটনাস্থলে মা-রা ...
05/10/2023

সোনাগাজীর ডাকবাংলায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

ডাক বাংলায় একটু আগে বাসের ধাক্কায় ছবির বাইক আরোহী ঘটনাস্থলে মা-রা গেছে, লোকটির বাড়ী আমিরাবাদের সোনাপুর, হালকাপাতলা লম্বা, মুখে দাঁড়ি আছে, র-ক্তাক্ত ছবি থাকায় ফেসবুকে দেওয়া যাচ্ছেনা।

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট
17/08/2022

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

17/03/2022

গভীর রাতে সবার ঘরের দরজা বন্ধ থাকলেও আল্লাহর রহমতের দরজা কখনাে বন্ধ হয় নাহ! সুবহানআল্লাহ,❤️

17/03/2022

নাপা সিরাপে নয় ‘পরিকল্পিতভাবে’ দুই শিশুকে হত্যা, মা গ্রেফতার 😱

16/03/2022

আগামী শুক্রবার দিবাগত রাত,পবিত্র শবে বরাত পালিত হবে।
আলহামদুলিল্লাহ

16/03/2022

উঠে গেলো মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতা। এখন থেকে যতদিন ডেটা থাকবে ততদিন ব্যবহার।

14/03/2022

ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছেছে

13/03/2022

ব্রেকিং নিউজঃ
ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের সালেহ আহমদ!🇧🇩

Address

Sonagazi
3039

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনাগাজী সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Sonagazi

Show All