SU. ARMAN

SU. ARMAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SU. ARMAN, Digital creator, Sonagazi.

08/04/2024

★★★ মানবতার ঘর ★★★

আলহামদুলিল্লাহ কোন দিন ইফতারের আয়োজন না বাদ দিয়ে আজকে ২৭ রমজানে ইফতারের আয়োজন ইনশাআল্লাহ আমরা যেন আরো ভালো কিছু করতে পারি আমরা এই মানবতার ঘর এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন

মানবতার ঘর

ধন্যবাদ ওয়াফি লাইফ
19/03/2024

ধন্যবাদ ওয়াফি লাইফ

28/01/2024

কত সমস্যা

15/01/2024

★১০৮৪ তিরমিজি

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ ابْنِ وَثِيمَةَ النَّصْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي حَاتِمٍ الْمُزَنِيِّ وَعَائِشَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ قَدْ خُولِفَ عَبْدُ الْحَمِيدِ بْنُ سُلَيْمَانَ فِي هَذَا الْحَدِيثِ ‏.‏ فَرَوَاهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُرْمُزَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً ‏.‏ قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ اللَّيْثِ أَشْبَهُ ‏.‏ وَلَمْ يَعُدَّ حَدِيثَ عَبْدِ الْحَمِيدِ مَحْفُوظًا ‏.‏

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যে ব্যক্তির দীনদারী ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছ তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও। তা যদি না কর তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।

হাসান সহীহ, ইরওয়া (১৮৬৮), সহীহাহ (১০২২), মিশকাত (২৫৭৯)

আবু হাতিম আল-মুযানী ও আইশ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ আবদুল হামীদের বিরোধিতা করা হয়েছে আবু হুরাইরা (রাঃ)-এর হাদীসের সনদে। এটাকে মুরসাল হিসেবে আবু হুরাইরা (রাঃ)-এর সূত্রে লাইস ইবনু সা'দ ইবনু আজলান হতে বর্ণনা করেছেন। লাইসের বর্ণনাটিকে ইমাম বুখারীও বিশুদ্ধতার নিকটতর বলেছেন এবং আবদুল হামীদের বর্ণনাকে সংরক্ষিত বলে মনে করেন না।
হাদিসের মানঃ হাসান সহিহ
সরাসরি

28/12/2023

আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনা থেকে উত্তম

28/12/2023

যারা বলে আমি কাউকে ভয় পাইনা

26/12/2023

আপনি জানেন অহংকার থাকলে,আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না।
অথচ অহংকার কি! আপনি জানেনও না।
🎤 ওয়াছিউজ জামান হাফিজাহুল্লাহ

16/12/2023

❝বিজয়ের দিন হোক শপথের দিন,
স্বাধীনতা রক্ষায় হবো ভয়হীন ❞

-কবি মতিউর রহমান মল্লিক

💐- জেনারেলে পড়েও যদি কেউ আপনাকে এই কথা প্রশ্ন করে? তুমি কি মাদ্রাসায় পড়ো?.. তাহলে বুঝে নিবেন রব আপনাকে অনেক বেশি রহম কর...
14/12/2023

💐- জেনারেলে পড়েও যদি কেউ আপনাকে এই কথা প্রশ্ন করে? তুমি কি মাদ্রাসায় পড়ো?.. তাহলে বুঝে নিবেন রব আপনাকে অনেক বেশি রহম করেছেন। 😌

- এই প্রশ্নের সম্মুখীন হতেও আল্লাহর রহমত আর ভালোবাসা থাকা লাগে , যা সবার ভাগ্যে থাকে না। 😊

অহংকার নয় বরং রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। 🤲🌸

আলহামদুলিল্লাহ 💗

07/12/2023

আলহামদুলিল্লাহ

30/11/2023
30/11/2023
30/11/2023

মহানবী (স:) বলেছেন,,,,
তোমাদের মধ্যে সেই পুরুষ উত্তম,যে নিজের স্ত্রীর কাছে উত্তম।

সূত্র:ইবনে মাজাহ ১৯৭৭

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)● "হায়! যদি পরকালের জ...
07/11/2023

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ ফজর, আয়াত : ২৪)

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (সূরাহ আল-হাক্কা, আয়াত : ২৫)

● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)

● "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (সূরা আহযাব, আয়াত : ৬৬)

● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)

● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)

● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরা কাহফ, আয়াত : ৪২)

● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ আনআম, আয়াত : ২৭)

সেইদিন আপসোস করে কোন লাভ হবে না। সুতরাং রবের নীড়ে ফিরে আসুন। কারণ, প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ অস্বাদন করবে।

আল্লাহ সুবহাহু ওয়া তায়ালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন ।

06/11/2023

যদি কেউ সূরা ফাতিহা জানে তবে সে কুরআনের ৭৮০০ টা শব্দ জানে

06/11/2023

"আমি তো ইচ্ছা করলে মেঘ থেকে লোনা পানি বর্ষণ করতে পারি, তাহলে তোমারা কেনো শুকরিয়া আদায় করো না?"

(সুরা ওয়াকিয়া-৭০)

_আলহামদুলিল্লাহ।🥀

06/11/2023

সবসময় টাকনুর নিচে প্যান্ট পড়া
ছেলেটাও ফেসবুকে ইসলামিক লেখক ।
ক্লিন সেভ করা ছেলেটাও ফেসবুকে
লম্বা পোষ্ট দেয় দাঁড়ির বিষয়ে ।
ফজরের নামাজ না পড়া ছেলেটাও
ফেসবুকে লিখে কবে যে জিহাদ এ
যাবো ।
হাতে পায়ে মোজা পড়া আপুটা ছবি
দিয়ে ক্যাপশন দেয় পর্দা করা ফরজ তাই
আমিও পর্দা করি ।
বাড়ির পাশে মসজিদে যায় না, কিন্তু
ফেসবুকে পোস্ট দেয় ইনশাআল্লাহ
একদিন মক্কা যাবো।
অন্যের সম্পদ আত্মস্বাৎ করা নেতার ছবি
দিয়ে তার কর্মী পোস্ট দেয় আমার
নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ।
চার পাঁচটা জাস্টফ্রেন্ড থাকা
আপুটাও পোস্ট দেয় প্রেম করা হারাম ।
আর জাস্ট ফ্রেন্ড থাকা আরাম ।
অন্যের কুড়ানো নিয়ামাত গুলো
নিয়ে একদিন নিজেই বৃদ্ধাশ্রম গড়ে
তুলবো বলা ছেলেটিও মায়ের সাথে
চোখ রাঙ্গিয়ে কথা বলে ।
তাহাজ্জুদ নামাজে কান্নাকাটি
করা ভাই বা বোনটিও ফেসবুকে
মেসেজ ফরোয়ার্ড করে বলে এই
মেসেজ দশ জনকে দাও তাহলে তুমি
সকালে ভালো খবর শুনতে পাবে ।
আর যদি না করো তাহলে সকালে
তোমার মা মারা যাবে ।
ইসলামিক গ্রুপ এর এ্যাডমিন ও ফেসবুকে
এসে নিজের হাফপেন্ট পড়া ছবি দেন৷
নিজের শরীরে রাসুল সা. এর সুন্নাত এর
বালাই নাই কিন্তু ফেসবুকে সুন্নাহ এর
উপড় সে বড় একজন লেখক ।
একটা কথাই বলবো, যে জ্ঞান
নিজেকে আলোকিত করে না, সে
জ্ঞান অন্যকেও আলোকিত করে না৷
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু
আনহু থেকে বর্ণিত তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম
বলেছেন, "মিরাজের রাতে আমি একদল
লোকের পাশ দিয়ে গিয়েছিলাম
_যাদের ঠোঁট আগুনের কাচি দিয়ে
কাটা হচ্ছে। " আমি জিজ্ঞসা করলাম
এরা কারা?
নবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বললেন,
"এরা হলো দুনিয়ার সেসব বক্তা যারা
মানুষকে ভালো কাজের আদেশ দেয়
কিন্তু নিজেদেরকে ভুলে যায়
" [আহমাদ,৩|১২০ ইসনাদে কোন সমস্যা
নেই]
ফেসবুক থেকে দীর্ঘ দিন এর
অভিজ্ঞতায় লিখা৷
-আমিরুল ইসলাম
copy post

ধৈর্য ধরো
29/10/2023

ধৈর্য ধরো

29/10/2023

একটা একটা করে আপনার সমস্যার গুলোর কথা আল্লাহকে বলেন।
:
আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন।
আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যা গুলোও স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে।
:
তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো।
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কতো শত পথ আপনার জন্য খুলে যাবে... অথবা আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।

🎙️- নোমান আলী খান

Address

Sonagazi

Alerts

Be the first to know and let us send you an email when SU. ARMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share