★★★ মানবতার ঘর ★★★
আলহামদুলিল্লাহ কোন দিন ইফতারের আয়োজন না বাদ দিয়ে আজকে ২৭ রমজানে ইফতারের আয়োজন ইনশাআল্লাহ আমরা যেন আরো ভালো কিছু করতে পারি আমরা এই মানবতার ঘর এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন
মানবতার ঘর
আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনা থেকে উত্তম
যারা বলে আমি কাউকে ভয় পাইনা
আপনি জানেন অহংকার থাকলে,আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না।
অথচ অহংকার কি! আপনি জানেনও না।
🎤 ওয়াছিউজ জামান হাফিজাহুল্লাহ
যদি কেউ সূরা ফাতিহা জানে তবে সে কুরআনের ৭৮০০ টা শব্দ জানে
একটা একটা করে আপনার সমস্যার গুলোর কথা আল্লাহকে বলেন।
:
আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন।
আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যা গুলোও স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে।
:
তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো।
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কতো শত পথ আপনার জন্য খুলে যাবে... অথবা আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।
🎙️- নোমান আলী খান
চোখের পানি ধরে রাখা যায় না
মুয়াজ ইবনে জাবাল রাঃ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ’সর্বোত্তম ইসলামী কাজ কী?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।’’ (বুখারী-মুসলিম)
লোকমান হাকিম তার ছেলের উদ্দেশ্য যে সব নাসীহা করেছিলো।
জীবন পালটে দেওয়ার মতো তেলায়াত
মিশারি আল আফাসি💝