Monir Hossain Emon

Monir Hossain Emon অতি ভদ্র আমি😍😍

আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিয়েন🙏

🩸Blood group : AB+
💉🩸23-02-23✌3rd
(1)

04/11/2024

আমি আনফ্রেন্ড করতে গেলে দেখি সবার প্রোফাইল চিনি, অথচ আমার পোস্টে রিয়্যাক্ট ১০/১২ টা।

23/08/2024

বাবার হাতটা ধরে রাখতে পারলেন না শেষ পর্যন্ত 🥺
বাবা, ছোট একটি মেয়ে ও একজন মহিলা পানির স্রোতের সাথে তলিয়ে গেছে।

23/08/2024

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ✊❤️

10/06/2024

এটা বাংলাদেশ!
এরা সহজে জিতে না, সহজে হারেও না! হারতে হারতে জিতে যাবে, জিততে জিততে হেরে যাবে 🙂

24/05/2024

কেউ যখন আমাকে বলে বিদেশে তো লাখ লাখ টাকা বেতন 🙂

27/03/2024

"মাংস আপনার হাড্ডি আমার" বলা বাবা মায়ের শাসনের জন্য আমরা মানুষ হয়েছি।

"আমার ছেলেকে ধমকানোর আপনি কে?" বলা অভিভাবকদের কারণে একটা বেয়াদব জেনারেশন বেড়ে উঠছে।

কথাটা অতিমাত্রায় সঠিক...

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
30/12/2023

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

08/12/2023

তুমি যাকে বোকা বানাতে পারো; সে মূলত বোকা'ই। তোমাকে বিশ্বাস করার চেয়ে তার জীবনের বড় বোকামি আর তো কিছু হতে পারেনা।

মানুষের সরলতার সুযোগ নেওয়া, মানুষের বিশ্বাসের অমর্যাদা করা, মানুষের দুঃসময়ে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ তুমি অহরহ পাবে; বিনিময়ে তুমি কিছু মানুষ হারাবে।

পৃথিবীর সমস্ত সুযোগকে গ্রহণ করতে নেই। যে সুযোগ খুব সহজেই তোমার হাতের মুঠোয় চলে আসতে পারে, তা গ্রহণ করা কোন অর্জন নয়; এমন সুযোগ বর্জন করাই মূলত সত্যিকারের অর্জন।

07/12/2023

আমি এতোদিনে যেটুকু আন্দাজ করলাম,আমার লাইফে আসলে Love Language বলতে কিছু নাই।
আমার কান্নাভেজা চোখ দেখে কারো মন গলেনি,আমি কষ্ট পাবো ভেবে কেউ কোনো কাজে পিছপা হয়নি, এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মনে রাখেনি-বরং তীর্যকভাবে আমার দিকে নিক্ষেপ করে গেছে নিঃসংকোচেই।মোট কথা,আমার আদ্র চোখ,রুক্ষ মুখ,মৌনতা,আমার নতি স্বিকার কারো মনে একটু আচড়ও কাটতে পারেনি। আমার কোনো কর্মকান্ডে কেউ কখনো মায়া-ভালোবাসা খুঁজে পায়নি। তাহলে লাভ ল্যাংগুয়েজটা আর আসলো কোত্থেকে? আমার লাইফে এসব ভারী কথাবার্তা রূপকথার মত,অবাস্তব।

Address

Sitakund, Chittagong Division
Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when Monir Hossain Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share