SITAKUNDER SOMOY TV

SITAKUNDER SOMOY TV সীতাকুণ্ড এবং দেশ-বিদেশের সব সংবাদ সবার আগে জানতে আমাদের পেইজের সাথে থাকুন সীতাকুণ্ড এবং দেশ-বিদেশের খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।
(9)

হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি শেয়ার করার অনুরোধ রইলো তাহমিনা আক্তার বয়স ৪০,স্বামী সাইয়েদ   মোহাম্...
29/11/2023

হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি
শেয়ার করার অনুরোধ রইলো
তাহমিনা আক্তার বয়স ৪০,স্বামী সাইয়েদ মোহাম্মদ ইকরাম শাফী,স্থায়ী ঠিকানা,গ্রাম নিউ রাজাপুর বড় কুমিরা,উপজেলা সীতাকুণ্ড,জেলা চট্টগ্রাম,গত ২৮ নভেম্বর ২০২৩ ইং দুপুর ১২:৩০ মিনিটের সময় ৬ বছরের শিশু সন্তান সাইয়েদ আবরার ইকরাম জাওয়াদ কে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
উল্লেখ্য যে,তাহমিনা আক্তার প্রায় কয়েক বছর যাবত মানসিক রোগে আক্রান্ত।
অতএব যদি কোন সম্মানীত মহোদয় মহল তাদের সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক ০১৮৮১৪৭৭২০৬ ১৮৩০০৪৫৮০৮ উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।

বর্তমান পরিস্থিতি
07/11/2023

বর্তমান পরিস্থিতি

30/10/2023

কা রা গা রে মির্জা ফখরুলকে ডিভিশন দেওয়ার আদেশ

30/10/2023

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বাজে কটুক্তি আরিফকে ১ঘন্টার মধ্যে আটক করা হয়েছে, বাঁশখালী থানার চৌকশ ওসি কামাল উদ্দিন পিপিএম!!
সীতাকুণ্ডের সময়

#মাননীয় #প্রধানমন্ত্র #শেখ #হাসিনাকে #নিয়ে #অশালীন #বাজে #কটুক্তি #আরিফকে #ঘন্টার #মধ্যে #আটক #করা #হয়েছে, #বাঁশখালী #থানার #চৌকশ #ওসি #কামাল #উদ্দিন #পিপিএম!!

12/10/2023
01/08/2023

আজকের হাদিসঃ

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলো এবং উচ্ছসিত প্রশংসা করা হলো। তিনি বলেন, অবধারিত হয়ে গেলো। তারপর আরেকটি লাশ তাঁর নিকট দিয়ে নিয়ে যাওয়া হলো এবং কুৎসা বর্ণনা করা হলো। তিনি বলেন অবধারিত হয়ে গেলো। বলা হলো, হে আল্লাহ্‌র রসূল! আপনি এই লাশের জন্যে অবধারিত হয়ে গেলো এবং ঐ লাশের জন্যও অবধারিত হয়ে গেলো বললেন। তিনি বলেন, দলের সাক্ষ্য অনুপাতে। মু’মিনরা পৃথিবীর বুকে আল্লাহ্‌র সাক্ষীস্বরুপ।

সুনানে ইবনে মাজাহ, ১৪৯১
হাদিসের মানঃ সহিহ হাদিস

কুমিরা সন্দিপ ঘাটে সন্দিপগামী মানুষ জন অতর্কিত ভাবে ঘাটের টিকেট কাউন্টার ভাংচুর করেন। পরবর্তীতে সীতাকুণ্ড থানার পুলিশ এস...
28/06/2023

কুমিরা সন্দিপ ঘাটে সন্দিপগামী মানুষ জন অতর্কিত ভাবে ঘাটের টিকেট কাউন্টার ভাংচুর করেন। পরবর্তীতে সীতাকুণ্ড থানার পুলিশ এসে পরিস্থিতি শীতল করেন এবং হামলাকারী কয়েকজন কে গেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কুমিরা গুপ্তছড়া ফেরিঘাট

কারো পথচলা শেষের দিকে। আবার কারো পথচলা শুরু দিকে
24/05/2023

কারো পথচলা শেষের দিকে। আবার কারো পথচলা শুরু দিকে

আপনার স্মার্ট কার্ড তৈরি  কিনা চেক করতে পারেন নিচের দেওয়া লিংকে। https://services.nidw.gov.bd/nid-pub/card-status/সহযোগি...
24/05/2023

আপনার স্মার্ট কার্ড তৈরি কিনা চেক করতে পারেন নিচের দেওয়া লিংকে।
https://services.nidw.gov.bd/nid-pub/card-status/
সহযোগিতায় ঃ উপজেলা ডিজিটাল সেন্টার সীতাকুণ্ড।

উপজেলা নির্বাহী অফিসার সীতাকুন্ড
সীতাকুণ্ডের ২,৬৯,০০০টি স্মার্ট আইডি কার্ড এসেছে। আগামী ২৯/০৫/২০২৩ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হতে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

ফেরেশতা সিফাত ইনসান।রাখাল থেকে শাহী মেহমান!১৫ বছর ছাগল চড়ানোর অর্থে ওমরা হজ পালন!নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তা...
27/04/2023

ফেরেশতা সিফাত ইনসান।
রাখাল থেকে শাহী মেহমান!
১৫ বছর ছাগল চড়ানোর অর্থে ওমরা হজ পালন!

নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তানের অধিবাসী। থাকেন পরের জমিতে ঝুপড়ি বানিয়ে। ঝুপড়ির বেড়া দিয়েছেন ঝাউ জাতীয় কাঁটাদার গাছ দিয়ে। একদম প্রান্তিক অজপাড়া গাঁ। নেই কোনো বিদ্যুতের ঝলমল। বুঝেন না মোবাইল কী? নেই নেটওয়ার্ক ব্যবস্থা। কিন্তু রবের সাথে সম্পর্ক নিবিড়। বুকে আশার বাসা বেঁধে রেখেছেন বায়তুল্লাহর জিয়ারত করবেন। তাওয়াফ করবেন কাবার চারপাশে। নবীয়ে রহমতের দোরগোড়ায় দাঁড়িয়ে সালাম পেশ করবেন। পান করে সিক্ত হবেন জমজম। দেখবেন মিনা আরাফাত। দৌড়বেন সাফা মারওয়ায়। আরো কতশত স্বপ্ন বুনে রেখেছেন হৃদয় জুড়ে।

কিন্তু আশা করলেই তো আর দূর দেশে আরব সাগর পাড়ি দিয়ে নবীর দেশে যাওয়া যায় না। প্রয়োজন হয় অর্থের। স্বাদ থাকলেই তো আর মিঠানো যায় না। থাকতে হয় সাধ্যের মধ্যে। কিন্তু এই আশা তো সাধ্যের চেয়ে অনেক উর্ধ্বে। তবে প্রেম ভালোবাসার স্বাদ যত উর্ধ্বের হোক। মানে না সাধ্যের বাঁধা। অতিক্রম করে সিক্ত হয় প্রেমের অমিয় সুধায়।

বাবাজি আবদুল কাদের একজন সাধারণ রাখাল। অন্যের ছাগল লালন-পালন করে দিন করেন গুজরান। হজের জিয়ারতের ভাসনা কীভাবে মিঠাবেন? একজন রাখালের পক্ষে তো অসম্ভব। সারা বছর ছাগল পালন করার পর এলাকার নিয়মমাফিক বছর শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মিলে মাত্র একটি ছাগল ছানা। থাকার ঘর নেই। সংসার চালানোর যোগান হয় না ঠিক মতো। কিন্তু রবের ভালোবাসা যে পূরণ করতেই হবে।

এই ইচ্ছেশক্তি নিয়ে শুরু করলেন টাকা জমানো। কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন। তা বিক্রি করে বানালেন পাসপোর্ট। কিন্তু হায়! উপযুক্ত অর্থ জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলো।

পিছপা না হয়ে আবারো ছাগল জমাতে শুরু করেন। দীর্ঘ পনেরো বছর রাখালি করে ছাগল লালন-পালন করে জমানো টাকা দিয়ে শেষ-মেষ উমরাহ পালনের অর্থ কোনোভাবে জমেছে। তাও শুধু নতুন পাসপোর্ট যাতায়াত ভাড়া ও সামান্য হাত খরচ। নেই হোটেলে থাকার ভাড়া। তার জমানো অর্থ পরিমাণ কোনো হজ এজেন্সির কাছে কোনো প্যাকেজ তো দূর ধারে কাছেও নেই। তাই স্থীর করেছেন একা যাবেন। পড়ে থাকবেন কাবা চত্বরে বা আশপাশের কোথাও।

১৪৪৪ হিজরী এই রমজানে মাসে ইতিহাস রচনাকারী আল্লাহ প্রেমীদের সমাগম হয়েছে। রিপোর্ট বলছে শুধু রমজানে ৫০ লাখ মানুষ উমরাহ পালনের জন্য সৌদি গমন করেছেন। পাকিস্তানের এই বাবাজি আবদুল কাদেরও একজন। কিন্তু সবার থেকে আলাদা। সাথী নেই। নেই এজেন্সিও। চিনেন না অযুখানা বাথরুম বা অযু ইস্তেঞ্জার জায়গা। জানেন না আরবি ভাষা। এমনকি নেই উর্দু ভাষার সাথেও দূরতম সম্পর্ক। কথা বলেন আঞ্চলিক বালুচ ভাষায়। খাবার হিসেবে হারামে পাকে যা ইন্তিজাম আছে তাই যথেষ্ট। অযু করবেন অযুখানা চিনেন না। পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে অযু সেরেছেন। পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই আছে সব।

একজন দুইজন এভাবে সবার নজরে আসতে থাকেন আবদুল কাদের নামের বালুচী এই রাখাল বাবাজি। একে একে সবাই। বাবাজি আবদুল কাদেরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে লাগল আরব মিডিয়া থেকে নেট দুনিয়ায়। মুহূর্তেই ভায়রাল কাবার অঙ্গিনায় তার হাঁটাচলার দৃশ্য। কিন্তু তার কোনো খবরই নেই ঐসব কিছুর। ভূপৃষ্ঠে কতশত অখ্যাত অপরিচিত মানুষ আল্লাহর কাছে খুব পরিচিত প্রিয়। কখনো কখনো দুনিয়াবাসির কাছেও প্রিয় হয়ে যান।

না হয় এই রমজানে উমরাহ পালন করেছেন কত রাজা বাদশাহ আমীর উমারাহ! কতশত উযির নাযির মন্ত্রী মিনিস্টার! সবাইকে পিছে পেলে ছাগল চড়ানোর সাধারণ রাখাল আলোচনায় সবার শীর্ষে। কেউ বলছেন ফেরেশতা সিফাত ইনসান। কেউ বলছেন দরবেশ। কেউ বলছেন সাহাবাদের যুগের মানুষ। কেউ কাছে এসে দোয়ার আবেদন করছেন। হাদিয়া দিচ্ছেন। ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন। কিন্তু তিনি মজে আছেন রবের প্রেমে।

আবদুল কাদের বাবাজি কে ঘিরে মানুষের এই আলোচনা পৌঁছে গিয়েছে রাজ প্রাসাদের রাজ পরিবারের সদস্যদের কাছে। কোনো এক রাজপুত্র বিডিও বার্তায় তাঁর তালাশির সংবাদ জানালেন। রাজকীয় মর্যাদায় শাহী মেহমান বানাতে চেয়ে আশা ব্যক্ত করেছেন। ততক্ষণে আবদুল কাদের বাবাজি বালুচের বালুভূমির সেই ঝুপড়িতে ফিরে গেছেন।

তালাশ করে খুঁজে পেলেন তিনি একজন পাকিস্তানী। দেওয়া হলো দাওয়াত। ঘোষণা করা হলো রাজকীয় মর্যাদায় মেহমানদারির। অফার করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ১৪৪৪ হিজরীতে হজের জিয়ারতের। আল্লাহু আকবার।

আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিয়ে চেয়েছিলেন সমান্য একজন ভিখারি বেশে হলেও একটু হাজিরা দেওয়ার আল্লাহ পাক কবুল করে নিলেন মেহমান হিসেবে। ব্যবস্থা করে দিলেন রাজকীয় মর্যাদায় মেহমানদারির।
আল্লাহর প্রতি তাঁর ঘর ও নবীয়ে রহমতের দোরগোড়ায় হাজিরা দেওয়ার এমন আকুতি আল্লাহ পাক সবাইকে দিন। আমাদের সবাইকে এমন প্রত্যাশী বানিয়ে দিন। আমীন।

(সংগৃহিত)

20/04/2023

মসজিদুল হারামে খতমে তারাবিতে ২৫ লাখের বেশি মুসল্লি

সন্ধান চাইসীতাকুণ্ডের বড় কুমিরা মাজার গেইট এলাকায় এই মহিলা কে পাওয়া গেছে। দেখে মনে হয় মানসিক ভারসাম্যহীন। বর্তমানে মাজার...
19/04/2023

সন্ধান চাই
সীতাকুণ্ডের বড় কুমিরা মাজার গেইট এলাকায় এই মহিলা কে পাওয়া গেছে। দেখে মনে হয় মানসিক ভারসাম্যহীন। বর্তমানে মাজার গেইট আছেন। উনার পরিচিত কেও চিনে থাকলে মাজার গেইট এসে যোগাযোগ করুন।
আর সবাই শেয়ার করে দিন যাতে উনার পরিবারের খুঁজ পাওয়া যায়।

15/04/2023

ঢাকার নিউমার্কেট জ্বলছে!
আল্লাহ তুমি রক্ষা করো।

07/04/2023

সাংবাদিককে পিটিয়ে তৃতীয় তলা থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

রোয়াংছ‌ড়ি‌তে আতঙ্কে গ্রাম ছেড়েছে ১৯৫ পরিবার
07/04/2023

রোয়াংছ‌ড়ি‌তে আতঙ্কে গ্রাম ছেড়েছে ১৯৫ পরিবার

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধ্বসে ৩ জনের মৃত্যু, এখনো উদ্ধার অভিযান চলছে
07/04/2023

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধ্বসে ৩ জনের মৃত্যু, এখনো উদ্ধার অভিযান চলছে

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ( চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স হাই স্কুলের)  ছাত্রী সানজিদা আক্তার (১৪) চিকিৎসাধীন...
07/04/2023

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ( চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স হাই স্কুলের) ছাত্রী সানজিদা আক্তার (১৪) চিকিৎসাধীন অবস্থায় মা-রা গেছে।
জানাজা নামাজ বিকাল ৩ টা এস কে এম আলী চৌধুরী পাড়া জামে মসজিদে।

06/04/2023
https://www.sitakundersomoy.online/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e...
06/04/2023

https://www.sitakundersomoy.online/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%95/

সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু আমার কিছু আপনার এ স্লোগান নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক সংগঠন বিএন্ডএফ কেয়া....

05/04/2023

আমরা শোকাহত

বাংলাদেশের আসল হিরো 💝
05/04/2023

বাংলাদেশের আসল হিরো 💝

05/04/2023
বঙ্গবাজারে সব পুড়ে ছাইপুড়েনি মহাগ্রন্থ আল কোরআনসুবহানাল্লাহ্
05/04/2023

বঙ্গবাজারে সব পুড়ে ছাই
পুড়েনি মহাগ্রন্থ আল কোরআন
সুবহানাল্লাহ্

Address

Sitakunda
Sitakund
4310

Alerts

Be the first to know and let us send you an email when SITAKUNDER SOMOY TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SITAKUNDER SOMOY TV:

Videos

Share

Nearby media companies