Rubel Vai

Rubel Vai আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
সবাই ফলো দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ

27/10/2024

২২/১০/২৪ কি ঘটেছে হুজুরের সাথে প্লিজ সবাই একটু শুনুন 😭
এখন থেকে হুজুরের প্রতিটা সেকেন্ড মৃত্যুর দিকে😭😭🤲
পুরো ভিডিওটা শোনার অনুরুধ রইলো,
সবাই বেশি বেশি করে শেয়ার করবেন,
নিজে দেখবেন অপর কে দেখার সুযোগ করে দিবেন।

18/10/2024

শায়খ আব্দুর রাজ্জাক হুজুর যখন ধরা খায় 🐸

12/10/2024

এরা কি মুসলিম???
মাজার পূজারী বলতে বলতে যারা মুখে ফেনা তুলছিল-
আজ তারা মূর্তি পূজা করতেছে।
ওনার নাম মোস্তফা কামাল আজহারী
Rubel Vai follow দিয়ে সাথে থাকুন ধন্যবাদ

12/10/2024

ভাইরে ভাই! এইডা কি করলি?😁

কিছুদিন আগে নবিকে "ইয়া নাবী " বলা যাবেনা বলা সেই আধামোল্লা নাজিমুদ্দিনকে পাশে বসিয়ে এন্টিবায়োটিক মলম দিয়া দিলো,,

এদের ইলমের বহর খালি মসজিদে বসে চিল্লানো পর্যন্তই। এই একটা ছেলের রেফারেন্স খন্ডন করার যোগ্যতাও মোল্লার নাই।
লজ্জা.....
না পারতেছে উঠে যাইতে না পারতেছে কিছু বলতে।
জ্বালা আর জ্বালা 🤣
Rubel Vai follow দিয়ে সাথে থাকুন ধন্যবাদ

11/10/2024

আহ! শ্রী কৃষ্ণ রাঁধার ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত হুজুর কেঁদেই দিলেন (আসতাগফিরুল্লা)‼️

এরা সুন্নিদেরকে মাজার জেয়ারত করতে গেলেই পুজারী বলে ট্যাগ লাগিয়ে মিথ্যা তোহমত দেয় অথচ আজ তারা মন্দিরে গিয়ে মুর্তির পাহারা দিচ্ছে , মন্দিরে গিয়ে ইসলামি গান পরিবেশন করছে, শ্রী কৃঞ্চ রাধার ওয়াজ করছে (নাউজুবিল্লাহ)

নবীজি (সাঃ)বলেছেন.. আমি আমার উম্মতের ব্যাপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের। অচিরেই আমার উম্মতের কোন কোন গোত্র বা সম্প্রদায় প্রতিমা পূজায় লিপ্ত হবে (ইবনে মাজাহ-৩৯৫২)

হযরত ওমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেনঃ
"তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না। কেননা তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হয়।"

গতকাল দেখলাম আবার তারাই হিন্দুদের পূজায় জোরপূর্বক ইসলামী গান গাওয়ার মতো আচরণ করলো যা সম্পূর্ণভাবে অশ্রদ্ধা এবং অগ্রহণযোগ্য। এ ধরনের কার্যকলাপ শুধু যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তা নয়, এটি সম্প্রীতি এবং সহনশীলতার মূলনীতিকেও প্রশ্নবিদ্ধ করে। এটা তো একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি!

ইসলামের এত বড় বড় প্লার্ট ফর্ম থাকা সত্ত্বেও কেনো তাদের মঞ্চে গিয়ে ইসলামকে আবমাননা করলো, হাসির পাত্র বানালো..? এরা কি আদৌ ইসলামের অনুসরণ করে?
এরা এখনো মানুষই হতে পারলোনা আবার নিজেদেরকে
তাওহিদি জনতা দাবি করে এটাই কি তাদের আদর্শ?

প্রত্যেক ধর্মের নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠানকে তারা নিজেরা পালন করবে , অন্যথায় সমাজে বিভেদ বাড়বে এবং সহাবস্থান কঠিন হয়ে উঠবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তির জন্য একে অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সবার দায়িত্ব।

✍️ Mohammad Hasanul Haque

11/10/2024

লাইভে এসে মিজানুর রহমান আজহারীর তাওবা।
মিজানুর রহমান আজহারীকে নিয়ে কিছু কথা পড়ে যাওয়ার সবিনয় অনুরোধ করছি।

আমরা ইতিপূর্বেই মিজানুর রহমান আজহারীর কিছু ভিডিও ক্লিপ দেখেছি যেখানে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা আমাদের খুবই মর্মাহত করেছে।

১/রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবি(নিরক্ষর নবি) ছিলেন।

২/রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্সপ্যাক ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক।

কিন্তু তিনি এ শব্দচয়ন গুলো মূলত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানমান কমাতে বলেন নাই বরং বাড়াতে বলেছিলেন।তিনি এই ভিডিও ক্লিপে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মি নবি দ্বারা শিক্ষা জানতেন না এটা বুঝাতে চান নাই বরং এই ভিডিও বার্তায় নবীজিকে সবচেয়ে জ্ঞানী ও শিক্ষক হিসেবে প্রেরিত নবী বলেছেন।কিন্তু এরকম শব্দগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে যায় না যা তিনি এই ভিডিও বার্তায় বলেছেন। সুতরাং এতদিন যারা উম্মি শব্দ দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরক্ষরতার অর্থ নিয়েছেন সবাই সেই উম্মি দ্বারা রাসুল (দঃ) জ্ঞানের মূল হিসেবে জানতে হবে।

৩/মা খাদিজাতুল কুবরা (রাঃ)কে আনইন্টেক বলা

৪/তিনাকে ভার্জিনা বলা।
(নাউজুবিল্লাহি মিন যালিক)

মা খাদিজাতুল কুবরাও (রাঃ)কে নিয়ে অশ্লীল কথাবার্তাও মিজানুর রহমান আজহারী বলেছিলেন।যা তাহার Sleep of tongue হয়েছে।এবং এটা নিয়ে প্রায় সাড়ে চার বছর পূর্বে একটা ভিডিও বার্তায় লাইভে এসে তিনি তাওবা করেছেন।
আমরা সবাই জানি মানুষ মাত্রই ভুল।তবে মূল বিষয় হচ্ছে ভুল করার পরে মানুষ তাওবা করে কিনা।মা খাদিজাকে নিয়ে তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলমায়ে কেরামসহ প্রায় অনেক ওলমায়ে কেরাম তাহাকে তাওবার জন্য বলেছিলেন।তখন হয়তো অনেকে আজহারী হুজুরের ফ্যান হওয়ার কারণে বরং আহলে সুন্নাত ওয়ালজামাতের ওলমাদেরকে খারাপ ভেবেছেন।অথচ পরবর্তীতে দেখা যায় মিজানুর রহমান আজহারী নিজেই মা খাদিজাতুল কুবরা(রাঃ)এর শানে শব্দ চয়ন নিয়ে তাওবা করেছেন।

আমি জানি মিজানুর রহমান আজহারীর ওয়াজ আপনাদের ভালো লাগে। আমারও ভালো লাগে।কিন্তু আমি উনাকে দলীল হিসেবে মানি না এমনকি আমাদের কোন সুন্নি আলেমকেও দলিল হিসেবে মানি না কারণ আমাদের দলিল হলো কুরআন সুন্নাহ।তবে আমরা সকল ওলমায়ে কেরামকে শ্রদ্ধা করবো।মনে রাখবেন কোন আলেমের কথা যদি কোরআন হাদিসের শানে আগাত করে তাহলে আলেমের দিকে দেখবেন না তিনি যতই বড় আলেম হোক না কেন তাহার সেই কথা থেকে বিরত থাকবেন।পারলে সমালোচনা না করে লিখিত,অনলাইনে,সরাসরি সংশোধন করার চেষ্টা করবেন।সুন্নি হোক,জামাত হোক,ওহাবী হোক আমরা দ্বীনের উত্তম আদর্শকে সবার থেকে গ্রহন করবো।

আমি আজহারী প্রেমিক কিন্তু অলি আউলিয়া,পীর মাশায়েখের বিরোধী এটা কখনও হবে না কারণ আজহারী এই ভিডিও বার্তায় নিজেই বলেছেন এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা।সুতরাং আমাদের অলি আউলিয়াদের পক্ষে থাকতে হবে।তবে হ্যাঁ,হক্কানি মাজার ব্যাতীত যারা ভন্ড আমরা তাদেরকে হামলা না করে সঠিক পথে আনতে হবে।আমাদেরকে উগ্র হলে চলবে না।ইসলাম শান্তির ধর্ম সকল ধর্মের মানুষের কাছে ছড়িয়ে দিতে হলে সর্বপ্রথম আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতি হতে হবে।

আমার লেখাগুলো কে কিভাবে নিচ্ছেন আমি জানি না।তবে আমি আমার বিবেকে নিরপেক্ষ বিচার করে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমতে কিছু লিখার চেষ্টা করেছি।সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইলো।এবং আপনাদেরও কমেন্ট, শেয়ারে নিরপেক্ষ বিচার আশা করছি।
Rubel Vai follow দিয়ে সাথে থাকুন

10/10/2024

উজানির ইশক্বে আহা,, 🤣🤣

Rubel Vai Follow দিয়ে সাথে থাকুন ধন্যবাদ

08/10/2024

লাইনে আসতেছে,
Rubel Vai ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ

06/10/2024

#চট্টগ্রামের_ভাষা_নাকি_ফেরাস্তরা_বুঝে_না। নাউজুবিল্লাহ
কিরামান কাতিবিন নাকি চট্টগ্রামের ভাষা বুজে না, এই কথায় কী কুফরি হবে, আর কুফরি হলে কী ঈমান থাকবে, তাঁর কী তাওবা করা জরুরি? জানতে চাই?
Rubel Vai follow দিয়ে সাথে থাকুন

04/10/2024

সেইম কথাটা বাংলাদেশে বলতে এতো ভয় কেন করে ❕❔
এতো ডবল স্ট্যান্ডার্ড স্বভাব ❕
বাংলাদেশে এসব বললে তো আপনার অনুসারীরা মেইনস্ট্রিম উম্মাহর সাথে পরিচয় হতো। ফিরকা থেকে বেরিয়ে আসতো।
এই কথাগুলো মালশিয়ায় , মুখ দিয়ে বের হয় ঠিকই , কারন ওখানের সবাই জানে, প্রত্যেক দেশে ২ টা দলই বিলং করে। (সুন্নী+ শিয়া ) ।
কিন্তু আপনারা জেনে ও নিজেদের সাধারণ মানুষদের অন্ধকারে রাখছেন।

🎙️: Ahmadullah

20/09/2024

ক্ষমতার পালা বদল হতেই যারা ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে তারা কি এই আপুর প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে,,
তথাকথিত সমন্বয়ক যারা শহীদের রক্তের সাথে বেইমানী করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে
তারা কি কখনো একটা ২২ বছরের বিধবা তরুণীর স্বামী ও সাথে একটা ২ বছরের বাচ্চার বাবা-কে ফিরিয়ে দিতে পারবে??
জুলাইয়ের এই স্বাধীনতা পেতে এইরকম হাজারো নারী বিধবা হয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে। হাজার হাজার মানুষ মেডিক্যালে এখনো কাতরাচ্ছে।

তাই আমরা যেন তাদের অবদান না ভুলি

যাদের মন'টা অনেক শক্ত, অনেক দিন হয় চোখের পানি আসেনি, তাঁরা ভিডিওটা দেখতে পারেন।

11/09/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) কুরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই।
কিন্তু টাকা দিলে! আছে আছে।

সম্পর্ক বদলে যায় একটি পলকে থুক্কু একটা টাকার বান্ডিলেএএ...
হাইরে বিনোদন। টাকার জন্য সব জায়েজ।এসব কাট মোল্লা নাকি তাদের রাহবার।
আমার বুঝে আসেনা তারা সব জানা সত্ত্বেও কেন মানুষকে এতবড় নিয়ামত থেকে দূরে সরিয়ে রেখেছেন।।কেন মুসলমানদের ঐক্য নষ্ট করছে।

এসব ভন্ড মোল্লা থেকে আল্লাহ তায়ালা আমাদের ঈমানকে হেফাজত দান করুক। আমিন

10/09/2024

ঈদে মিলাদুন্নবী নবী(ﷺ) নিয়ে অসাধারণ আলোচনা করলেন প্রিয় বন্ধুবর মুহাম্মদ বাহাউদ্দীন

08/09/2024

জামাআতের আমীর এবং IIUC বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুফিজুর রহমানের পক্ষ থেকে সকল জামাত শিবিরের পোলাপাইনদের জানাই ঈদ মোবারক ঈদ মোবারক।
আশা করি মুফিজ সাহেবের মতো আপনাদেরও শুভ বুদ্ধির উদয় হবে ইনশাআল্লাহ।

"যারা বলে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবীﷺ
তারা সহীহ কথা বলে"
বাণীঃ জামাতে ইসলামীর আমীর অধ্যাপক মুফিজুর রহমান

07/09/2024

স্বাগত জুলুস সীতাকুণ্ড চট্টগ্রাম
ব্যবস্থাপনায় সীতাকুণ্ড উপজেলা গাউসিয়া কমিটি

29/08/2024

-আহ্ স্বাধীনতার স্বাদ,একজন শিক্ষকের সাথে স্টুডেন্টস দের আচরণ এমন_ভবিষ্যৎ প্রজন্ম কি পেতে চলেছি_তার নমুনা মাত্র___! সরিষাবাড়ি

27/08/2024

একজন প্রধান শিক্ষক শেষ জিবনের সেরা উপহার পেলো মেধাবী ছাত্রীদের পক্ষ থেকে 🙂
• একজন প্রধান শিক্ষিক সাথে সাধারণ শিক্ষার্থীদের এ কেমন ব্যবহার.?
জাতি কোন দিকে যাচ্ছে?

Address

Rubel 276
Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category